লং ট্রেডিংয়ের জন্ন আমাদের বড় টাইমফ্রেম ব্যাবহার করা উচিত। আর আমিও মনে করি যে লং ট্রেডিংয়ে ঝুকি অনেক কম কারন আমি ট্রেড তা লস এর দিকে গেলেও ক্লোজ করছি না আর তা প্রফিত এর দিকে যেতে যেতে ভালই টাইম লাগে। লং ট্রেডিংয়ে আপনি কি স্টপ লস দেন।
Printable View
লং ট্রেডিংয়ের জন্ন আমাদের বড় টাইমফ্রেম ব্যাবহার করা উচিত। আর আমিও মনে করি যে লং ট্রেডিংয়ে ঝুকি অনেক কম কারন আমি ট্রেড তা লস এর দিকে গেলেও ক্লোজ করছি না আর তা প্রফিত এর দিকে যেতে যেতে ভালই টাইম লাগে। লং ট্রেডিংয়ে আপনি কি স্টপ লস দেন।
যেকোন ব্যবসা করতে গেলে লাভ লস এবং ঝুকি এই তিনটা জিনিস থাকবেই । কথায় আছে নো রিক্স নো গেইন। তাই ফরেক্স মার্কেট করতে হলে একজন ট্রেডারকে ঝুকি নিতেই হবে। তবে একাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে লং ট্রেড করাই ভালো হবে ।
আসলে অনেকে অনেক ধরনের ট্রেড প্লান করে ট্রেড করে থাকে আর এই ট্রেড করাটা নির্ভর করে অবিজ্ঞতার উপর। লং না সর্ট ট্রেড এটা নির্বর করবে আপনার উপরে আপনি যদি মনে করেন যে আপিনি লং ট্রেড করে ভাল করতে পারবেন তাহলে আপনি লং টাইম করেই ট্রেড করেন আর সর্ট টাইম ট্রেডে রিক্স বেশি।
লং টাইম ট্রেডিং হচ্ছে ধৈর্যের পরীক্ষা। শর্ট টাইম ট্রেডে ঝুঁকি বেশি থাকে কারণ এখানে শুধুমাত্র মানি ইনভেস্ট করা হয় অল্প সময়ের জন্য। কিন্তু লং ট্রেডে মানির পাশাপাশি টাইম ও ইনভেস্ট করছেন আপনি যে কারণে সফল হওয়ার চান্স বেড়ে যায়। নতুনদের উচিত সময় নিয়ে ট্রেড করা ফলে ঝুঁকির পরিমান হ্রাস পায় এবং সফলতার চান্স বেড়ে যায় বহুগুণ।
যারা অভিজ্ঞ ট্রেডার তাদের মুল ট্রেড হচ্ছেই লংটাইম ট্রেড । লং ট্রেডিংয়ে লসের ঝুকি অনেক কম থাকে। তবে লং ট্রেডের জন্য ভালো মানের ব্যালেন্স ও ভালো মানি ম্যনেজমেন্ত করে ট্রেড দিতে হবে । সেই সাথে ইকনমিক্যাল নিউজগুলোতে নিয়মিত নজর রাখতে হবে ।
ফরেক্স ট্রেডিংয়ে ঝুঁকি ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ management ঝুঁকি না নিয়ে আপনি কখনই একজন সফল ব্যবসায়ী হতে পারবেন না। তবে খুব বেশি ঝুঁকি নেওয়া আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্যও খুব ক্ষতিকারক। তাই ঝুঁকি নিন তবে খুব বেশি নয়।আমি আশা করি আপনি আমার পোস্ট পছন্দ করবেন।
ঝুকি সব ট্রেডেই কম বেশি থাকে। তবে লং ট্রেডএর যেমন সুবিধা আছে আবার তেমন অসুবিধাও আছে। সুবিধা হলো দেখে ট্রেড ক্লোজ করা যায়। যদি লসে থেকে থাওলে দেখা যায় যে দাম আবার লাভের দিকে নিয়ে যায় নাকি লসেই রয়ে যায়। আবার অন্য দিকে লং ট্রেডে সোয়াপ হতে থাকে মাইনাস এর দিকে। মানে আপনার লাভ বা লস যাই হোক না কেনো আলাদা করে ঐ মাইনাসের এমাউন্ট টা আপনার একাউন্ট থেকে কেটে নিবেই
আসলে আমি যতটুকু জানি মানুষ কখনও ভবিষ্যত বাণী করতে পারে না। তবে মানুষ যে বিষয় নিয়ে কাজ করে সেই সম্পর্কে এমন ধারনা রাখতে পারে যে, ভবিষ্যতে ঐ বিষয়ে কি হতে পারে তার একটা ধারনা দিতে পারে। সেই অনুপাতে এ্যানালাইসিস এবং অভিজ্ঞতার আলোকে আমি বলব আমাদের যেহেতু পুজি কম তাই আমরা লং ট্রেডে যাওয়া ঠিক হবে না। লং এ্যানালাইসিস করে শর্ট ট্রেডের মাধ্যমে দৈনিকের ট্রেড দৈনিক বন্ধ করতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন।
অবশ্যই রং ট্রেডে ঝুকি কম।আপনি যদি ফরেক্স ব্যবসা করতে চান তাহলে আপাকে আগে টাইম ফ্রেম বুজতে হবে।আপনি যদি টাইম ফ্রেম ভালোভাবে বুজতে পারেন তাহলে আপনি ট্রেড করে আয় করতে পারবেন।আমার মতে সট টাইম ফ্রেম এর চাইতে লং টাইম ফ্রেমে ট্র্রেড করা ভালো।
লং ট্রেডে লাভ বেশি কিন্তু ঝুঁকি কম। তাই বলে সবাই লং ট্রেড করতে পারে না। কেননা লং ট্রেড করতে হলে মার্কেট সম্পর্কে ভাল ধারনা থাকা চাই। অভিজ্ঞতা ছাড়া লং কিংবা শর্ট কোন ট্রেডই সফল হয় না। তাই আমাদেরকে সব ধরনের ট্রেড করে করে শিখতে হবে। নয়তো আমরা সফল হতে পারব না।