-
ফরেক্স ব্যাবসায় মানি মেনেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷আপনি যদি সঠিকভাবে মানি মেনেজমেন্ট ফলো করে ট্রেড করেন তাহলে কখোনোই ওভার ট্রেড করতে পারবেন না৷আপনার অন্তরে যদি লোভ খুব বেশিই থাকে তাহলে আপনার একাউন্টের লিভারেজ কমিয়ে 1:20 বা 1:33 রাখবেন৷তাহলে আর ওভার-ট্রেড করতে পারবেন না এবং আপনার ব্যালেন্স জিরো হবেনা৷ভালো করে এনালাইসিস করে একটা এন্ট্রী করলেই যথেষ্ঠ,ওভার ট্রেডিংয়ের কোনোও প্রয়োজন নাই৷ওভার ট্রেডিং করলেন তো মরলেন !!!
-
হ্যাঁ আমি ফরেক্স মার্কেট এ খুশি কারন আমি ভাল শিখছি তাই আমার *ভালো অভিজ্ঞতা এতে আছে। এটি প্রধানত জ্ঞান এবং ট্রেডার এবং ব্যবসায়ীর অভিজ্ঞতার উপর নির্ভর করে উপার্জন এবং ভাল কৌশল অনুসরণ করে তাদের লক্ষ্য অর্জন করতে পারেন।
-
হ্যা অবশ্যই ওভার ট্রেড করা ফরেক্সর জন্য অনেক ক্ষতিকর একটা ব্যাপার। আর ওভার ট্রেড করে লোভীরা। আর লোভ সবসময় ক্ষতিকর। হয়ত লোভে লাভও হয় আর যখন লস হয় তখন সব শেষ করে দেয়। তাই ফরেক্সর বেশীর ভাগ এ্যাকাউনট জিরো হয়। তাই ওভার ট্রেড অনুচিত।
-
ফরেক্স মার্কেট এ প্রতিটি ট্রেড এন্ট্রি নেয়ার আগে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এন্ট্রি নিতে হবে । আপনি যদি একটি ট্রেড এন্ট্রি নেন ঐ ট্রেডটি যদি লসে থাকে এবং ঐ লস টুকু রিকভার করার জন্য যদি ওভার ট্রেডিং করেন তাহলে আপনার আরও বেশি লস হতে পারে । সেই জন্য একটি ট্রেড এ লস হয়ে গেলে সাথে সাথে কোন এনালাইসিস ছাড়া ওভার ট্রেডিং করা যাবে না । তাই আমাদের সকলের ফরেক্স মার্কেট এ আবেগ কে পুরাপুরি ত্যাগ করতে হবে ।
-
হ্যা আমি মনে করি ওভার ট্রেড একজন ট্রেডারের লোভের প্রকাশ সৃষ্টি করে। কারণ যে ট্রেডার অতিরিক্ত ট্রেড ওপেন করে এমনকি বেশি লাভের আশায় যারা বেশি বেশি ট্রেড ওপেন করে তারাই বেশি আমার মনে হয় লোকসানের সম্মুখীন হয়। এমনও দেখা গেছে কোন ট্রেড ওপেন করে আপনি লস খেয়ে থাকেন আর সেই লস কভার করার জন্য অতিরিক্ত ট্রেড ওপেন করে থাকেন তারাই সাধারণত ফরেক্স এ লস খেয়ে থাকেন। এজন্য লস ঠেকাতে আপনাকে বেশি বেশি ট্রেড ওপেন না করে মার্কেট এনালাইসিস করা উচিত। তাহলে আপনাকে ওভার ট্রেড না করাটাই ভাল।
-
অভিজ্ঞদের মতে ওভার ট্রেড হচ্ছে একটি আন্দাজে ট্রেড। যা কোন ক্যালকুলেশন ছাড়াই মনগড়া অনুমানের উপর নির্ভর করে চলে। এই অনুমান সব সময় ইন্ডিকেটর নির্ভর হওয়া উচিত। তাহলে আমাদের ভুল ট্রেড ও সঠিক ট্রেড আমরা ইন্ডিকেটরের মাধ্যমে তুলনামূলকভাবে আমাদের গবেষণায় এনে বিচার বিশ্লেষণ করে এর ভাল মন্দ যাচাই ও বাছাই করতে পারতাম।
-
হ্যা মাঝেমাঝে সন্ধার পর থেকে রাত পর্যন্ত মার্কেটের গতিবিধি একটু বেশি থাকে। এইসময় সতর্কতার সাথে ট্রেড করা উচিৎ কারন মার্কেটের অতিরিক্ত মুভমেন্টের কারনে যেকোন দিকে যেতে পারে সেজন্য টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করা উচিৎ।
-
ঠিকি বলেছেন আপনি। ওভার ট্রেড আসলেই আমাদের লোভেরই একটা বহিঃপ্রকাশ বলা যায়। কারন একজন মানুষ যখন লোভে পড়ে যায় তখন সে কিন্তু কোন ভালমন্দ বিচার বিবেচনা করার তার মধ্যে সেই এবিলিটি আর থাকেনা। সে শুধুমাত্র তার ইনকামটাকে বাড়ানোর জন্য উত্তেজিত হয়ে পড়ে এবং তখনি সে এখানে ওভার ট্রেড করে থাকে, এবং হটাৎ* আচমকা একটা দমকা হাওয়ার মত ব্যালেন্স শূন্য করে লস করে থাকে। তাই ওভার ট্রেড হতে সাবধান।
-
একদম সত্য কথা বলেছেণ, ওভার ট্রেড আসলেই ট্রেডারের লোভের বহি:প্রকাশ ঘটায়। কারণ লোভ মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় এবং কোন কিছু ভালমন্দ বিচার বিবেচনা করার মত তার মধ্যে ক্ষমতা থাকে না। ঠিক তেমনি ফরেক্স এর ক্ষেত্রেও আপনি যদি ফরেক্স মার্কেটে লোভ করে ওভার ট্রেড করেন তাহলে আপনি কোন দিনই এই মার্কেট হতে সফলতা অর্জন করতে পারবেন না।
-
আসলেই তাই। যদি কেউ না পারেন নিজের এই গুণকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখতে তবে মনে রাখবেন একাউন্ট জিরো করতে করতে নিজের উপরেই বিরক্তি ধরে যাবে। তাই আমি বলব নিজের গুণাবলীর তালিকা থেকে লোভের বিষয়টা বাদ দিন নতুবা পরে পস্তাবেন। আশা করি সফল হতে পারবেন।