-
ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে থাকি তাকে যদি আমরা একমাস দ্বারা ভাগ করে ফরেক্স ট্রেডিং করে থাকি এই জন্য ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি লস হয় তার পরে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে, তার পরে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।
-
ট্রেডে এখন পর্যন্ত কেউ শতভাগ সফল হয়েছে এই কথা কেউ বলতে পারবে না তবে আমি জানি যে ফরেক্স মার্কেটে আমরা সাধারণত ব্যার্থতা বলতে বুঝি যে অনেক টাকা লস করা আসলে যে কেউ টাকা লস করার পর মাথা আর ঠিক থাকে না কারণ , সবাই ফরেক্স মার্কেটে কাজ করে একমাত্র অনেক বেশি টাকা ইনকাম করার মূল উদ্দেশ্যকে সামনে নিয়েই তাই আমি বলব যে দিন ট্রেডিং ব্যার্থ হবেন ঠিক সেদিন আপনি ট্রেড হতে বিশ্রাম নিন এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো পথ বিশ্রামের
-
সফলতা আর ব্যর্থতার সমন্বয়েই সকল কাজ গঠিত । কোন কাজেই ব্যর্থ হলে ভেঙ্গে পরা যাবে না । ব্যবসা মানেই সেখানে লাভ লসের খেলা । যেহেতু ফরেক্স একটি ব্যবসা সেহেতু এখানেও লাভ-লস, সফলতা- ব্যর্থতা থাকবেই কিন্তু সেটা নিয়ে পরে থাকলে ও চলবে না আবার হতাস হলেও চলবে না । কারন আমরা জানি ফেইলিওর ইজ দ্যা পিলার অফ সাকসেস । এজন্য ফরেক্স এর ট্রেড করে ব্যর্থ হলে ধৈর্য ধরতে হবে, কেন ব্যর্থ হচ্ছি সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং কিভাবে লসটাকে ওভারকাম করা যায় সেটা ভাবতে হবে ।
-
ট্রেডে ব্যর্থ হলে কি জন্যে ব্যর্থ হলেন তার অ্যানালাইজ করুন । ভুল গুলো নোট করে রাখুন । পরবর্তীতে যাতে এই ভূলগুলো না হয় সে দিকে মনোযোগ দিন । কারণ একই ভুল বারবার করতে থাকলে আপনি ব্যর্থ প্রতি বিরক্ত হয়ে ফরেক্স ছেড়েও দিতে পারেন । ভুলগুলো থেকে শিখুন । তারপরও ব্যর্থ হলে ডেমোতে মনোযোগ দিন । ডেমোতে ভাল ফলাফল পেলেই কেবল লাইভ করুন ।
-
ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে থাকি তাকে যদি আমরা একমাস দ্বারা ভাগ করে ফরেক্স ট্রেডিং করে থাকি এই জন্য ফরেক্স মার্কেটে আমাদের প্রতিদিন টার্গেট নিয়ে ট্রেডিং করতে হবে যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে যদি লস হয় তার পরে এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে, তার পরে ফরেক্স মার্কেটে টিকে থাকা যাবে।
-
ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেডিং করতে গেলে অনেক সময় ট্রেডে লস হয়ে থাকে যা ধরুন আপনার ব্যর্থতা। ব্যর্থ হয়ে মন কারাপ না করে ধ্যের্য্য করে পরের ট্রেডটা সঠিকভাবে করতে চেস্টা চালিয়ে যান দেখবেন পরের ট্রেডে আপনি সফল।
-
কেউ বলতে পারে না যে এই অবধি অবধি কেউই এক্সচেঞ্জে কার্যকর ছিল, তবুও আমি বুঝতে পারি যে ফরেক্সে আমরা একটি নিয়ম হিসাবে উপলব্ধি করেছি যে প্রত্যেকে কাজ করে যেহেতু এক টন নগদ উত্তরণ সাধারণত নগদ হ্রাস করার পরে মাথা হয় না? ফরেক্স বিজ্ঞাপনে। আরও নগদ অর্জনের মৌলিক কারণ সহ, আমি বলব যে দিনটি বিনিময় করার অপব্যবহার হবে। কোনও শুরুর পরে পুনঃপ্রকাশিত শক্তির সাথে কাজ করার জন্য বাচ্চাদের জন্য আদর্শতম পথ
-
ভাই কোন প্রকার চিন্তা করবেন না, সেই সময় মনে করবেন যে এটা আপনার ভালোর জন্যই হয়েছে, এবং এটার দ্বারা হয়তোবা আরও বড় কোন ধরনের বিপদ হতে আপনি বেঁচে গেলেন। তাই এসব চিন্তা-ভাবনা করে নিজেকে এখানে দুর্বল করবেনা বা হতাশ হবেন না। বরং আপনার লসগুলো থেকে আপনাকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষাকে দক্ষতা ও অভিজ্ঞতার সাথে এখানে কাজে লাগাতে হবে।
-
ট্রেডে ব্যর্ত হলে অবশ্যই অামরা ধৈর্য্যের সহিত মোকাবিলো করার চেষ্টা করব । যে যত বেশী ধৈর্য্যমীল হতে পারবে সে তত বেশী লাভবান হতে পারবে । অামরা ব্যর্থ হলে অবশ্যই ধৈর্য্যের সহিত কাজ করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
-
আপনার ব্যররথতা আপনাকে একদিন সাফল্যের দুয়ারে পৌছে দিতে পারে।আপনি যদি কোন কাজের ১০০ বার ব্যর্থ হন তাহলে আপনি ঐ কাজে ব্যর্থ হবার ১০০ টা কারন খুজে পাবেন।আপনি যদি ফরেক্স মার্কেতে ট্রেড ওপেন করেন আর ওই ট্রেড এ লস হয় তাহলে ঐ ট্রেডের লসের কারন গুলো খুজে বের করুন যাতে নেক্সটে যেন আর ভুলটা না হয়।