-
নতুনদের উৎসাহিত করতে সবসময় ভালো লাগে। কারন এটি একটি কর্মসংস্থান এখানে যদি কেউ এসে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে তবে অবশ্যই ভালো। তবে তাদেরকেই শেখানো উচিত যাদের ইচ্ছা ও কাজের প্রতি যথেষ্ট মনোবল রয়েছে। কারন এখানে কাউকে নিয়ে এসে যেন তার ক্ষতি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখা উচিত।
-
নতুনদের উৎসাহিত করার মত কিছুই নাই। নতুনরা ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই তাকে ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে। আর ভাল জ্ঞান অর্জন করার জন্য তাকে ইংরেজিতে ভাল হতে হবে এবং এ্যানালাইসিস করার ক্ষমতা তৈরি করতে হবে তাহলেই ভাল ট্রেডার হওয়া সম্ভব।
-
প্রকৃতপক্ষে যদি ভাগ্য থাকতে পারে তবে কৃতজ্ঞ হতে হবে এবং লোভী না হন, অনেক ব্যবসায়ী যারা ভাবেন না যে লাভটি যে তিনি ভাগ্য থেকে আসতে পারেন, তবে সে সেই ভাগ্যের পুনরাবৃত্তি করবে তবে শেষ পর্যন্ত সে কেবল ক্ষতি করবেই
-
আমাদের দেশের অনেক মানুষ এখনো ফরেক্স কে ভয় পায়। কারন অনেকে ভাবে এটা আসলে জুয়া খেলা। কিন্তু এটা তাদের ভুল ধরনা। অনেকে নে জেনে শুনে এই রকম ভুল কথা বলে থাকে। আগে ফরেক্স সমপরকে ভাল ভাবে জানতে হবে। র সবাই কে ফরেক্স এর ভাল দিক্টা তুলে ধরতে হবে।
-
অবশ্যই ভাই , আমাদের দেশে কর্মক্ষেত্রের খুব সংকট । তাই যারা সফল ফরেক্স ট্রেডার তাদের উচিত এখন নতুনদের সাহায্য করা । কারণ প্রত্যক্ষ সাহায্য পরোক্ষভাবে শেখার চেয়ে খুবই বেশি কার্যকর । ফরেক্স ট্রেডিং যেহুতু একটা সম্ভাবনাময় ট্রেডিং বিজনেস সেক্ষেত্রে আমরা যদি আমাদের যুব সম্প্রদায়কে ভালোভাবে ফরেক্স ট্রেডিং সম্পর্কে ট্রেনিং দিতে পারি সেক্ষেত্রে তাদের পাশাপাশি আমাদের দেশটাও অনেক লাভবান হবে । তাই আমাদের সবার উচিত নতুন ট্রেডারদের ফরেক্স ট্রেডিং বিষয়ে সাহায্য করা ।
-
বাংলাদেশ এ বেকার সমস্যা প্রকট,স্ট্যাডি শেষ করার পর ভালো জব মিলানো খুব কষ্টকর,তাই আমরা যারা ফরেক্স বিজিনেস এত সাথে যুক্ত,তাদের উচিৎ নতুনদের এই ব্যবসা তে যুক্ত করা,কারন যদি ফরেক্স ভালো ভাবে লার্ন করা যাই তাহলে বেকারত্ব খুব সহজে দূর করা যাবে,আমি নিজেও ১০ জন কে এই বিজিনেস এ যুক্ত করেছি।
-
যেহেতু ফরেক্স একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এটা একটা মুক্ত ও স্বাধীন ব্যাবসা তাই আমাদের উচিত নিজের পাশাপাশি নতুনদেরও এই ফরেক্স ট্রেডিং সম্পর্কে উৎসাহ দেয়া। এতে করে আমাদের যেমন বেকার সমস্যা কমবে পাশাপাশি দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ করতে পারবে। এবং আমাদের দেশের অর্থনীতি আরো বেশি উন্নত হবে। তাই আমি আমার দিক দিয়ে মনে করি নিজের পাশাপাশি নতুনদেরও আসলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে উৎসাহ দেয়া উচিত।
-
একটা সময় আমি ফরেক্স কি তা বুজতাম না বুজলাম আমার প্রান প্রিয় দাদার মধ্যমে।আর এই ভাবে আগে যারা ফরেক্স সম্পর্কে জানতো না তারা এখন সকলেই জানতে পারতেছে।আর সব থেকে বড় কথা এখন ফরেক্স আমাদের দেশে ছড়িয়ে পড়ছে তার একটি মাত্র কারন হলো ফরেক্স ফরাম বাংলাদেশ।আসলেই ফরেক্স ফরাম যদি আমাদের কে এই সুযোগনা দিত তাহলে কখনো এত তাড়া তাড়ি ছড়িয়ে পরত না।তাই আসুন আমরা সকলেই ফরেক্স ট্রেডিং করে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করি।
-
তথ্য প্রযুক্তির যুগে মানুষ শেখার প্রতি অনেক বেশী উৎসাহি।তারা বেশী জানতে এবং শিখতে চায়।তাদের জানতে চাওয়ার শেঢ নেই। সেখানে ফরেক্স বাংলা বিশেষ ভূমিকা রাখছে।ইন্সফারেক্ যেহেতু একটি ওয়ার্ল্ড ওয়াইড মাকের্ট বিজনেস। তাই এখানে প্রতিদিন নিত্যনতুন অনেক কিছু শেখার জিনিস পাওয়া যায়।নতুন ট্রেডে তাদের ভালো করে জানতেও শিখতে হবে।ফরেক্সের নিজেস্ব ওয়েব সাইটে প্রতি দিন আপডেট অনেক নিউজ আসে।তার থেকে শিক্ষা গ্রহণ করা।ফরেক্স এমনঅনেক টার্ম আছে যা অনেকসময় নতুন লাগে তাই বেশী করে জানতে হবে।ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড করা
-
নতুনদেরকে উৎসাহিত করা ভাল, তবে আমি এমন কোন নতুনদেরকে এই ব্যবসায় আসতে বলবো না যাাাাদের কোন ধৈয্য নেই এবং যে কোন পরিস্থিতে নিদেকে কন্ট্রোল করতে পারে না৷ যে সকল নতুন রা ফরেক্স ট্রেডিং এ আসতে প্রচুর পরিমাণ ইচ্ছা পোশন করে আমি সুধু তাদেরকেই এই ফরেক্সে আসার আহবান জানাই, সত্যিকার অর্থে যাদের প্রচুর ইচ্ছা শক্তি কাজ করে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য, তাদেরই এই এখানে কাজ করার যোগ্যতা আছে৷