-
আমার মতে ফরেক্স অাসলেই একটা মেধার খেলা তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদেরকে অনেক বেশি মানষিকভাবে শক্তিশালী হতে হয় আর লোভ করলে তো সব শেষ লোভের কারণেই বেশিরভাগ ট্রেডার এই মার্কেটে থেকে অকালে ঝরে পড়ে আর লোভের ফল হল নিঃস্ব হওয়া এবং দেউলিয়া হওয়া আমি জানি যে লোভ হল প্রতিটা মানুষের একটা মানবিয় খারাপ গুণাবলি আর ফরেক্স এর ক্ষেত্রে লোভকে পরিত্যাগ করার চেয়ে নিয়ন্ত্রন করা অনেক বেশি জরুরি
-
সত্যি বলতে কি লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
লোভ করা ভাল নয় আমরা যে কনো কিছু তে বেশি লোভ করতে গেলে মরবো তাই আমাদের লোভ থেকে দূরে থাকতে হবে। আর যারা ফরেক্স এ কাজ করতে গিয়ে বেশি লোভ করেন তারা অনেক বড় লস এর মুখে পড়েন। ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে লোভ থেকে দূরে থাকতে হবে।
-
ফরেক্সে লোভ করে কোন লাভ নেই। কারণ, লোভে পড়ে লাভ করার চিন্তা মাথায় আসলে তখন কোন এনালাইসিস করে কূল কিনারা পাওয়া যায় না। কারণ, তাড়াহুড়া করে আর যাই হোক ফরেক্সে ভালো করা যায় না। তাই ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তারপর ঝোপ বুঝে কোপ মারতে হবে অর্থাৎ ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লোভ আমাদেরকে নিঃস্ব করে দেয়। তাই লোভ না করে আমাদেরকে ধীরে ধীরে ট্রেড করে প্রফিট করা শিখতে হয়। আমরা যত ধীরে ট্রেড করব ততই ভাল ট্রেডার হতে পারব। একজন প্রফেশনাল ট্রেডার অনেক শক্ত মানসিকতা নিয়ে ট্রেডে টিকে থাকেন। ফরেক্স একটি জটিল মানসিক শক্তির খেলা।
-
আপনি ঠিক বলছেন আমিও আপনার সাথে একমত। তবে ভাই যাই বলি না কেন লোভ যে কখন চলে আসে নিজেই জানি না। কারন ইহা একটি ফরেক্স মার্কেট আবার সাহস ছাড়া কিন্তু প্রফিটও হয় না। সুতরাং চেষ্ঠা করব দেখা যাক কি ঘটে শেষ পর্যন্ত কারন এখন কিন্তু এই ফোরামে এসে আটশাট বেধে নিয়ে ফরেক্স এ নেমে পড়েছি।
-
ফরেক্সে বেশি ক্ষতিগ্রস্থ হয় তারা যারা অল্প মূলধনে বেশি মুনাফা প্রত্যাশা করে এবং দ্রæত লাভ করতে চায়।আগে ফরেক্স শিখতে হবে, জানতে হবে তারপর প্র্যাকটিস বা চর্চা করতে হবে। অনেক চর্চা করার ফলে অভিজ্ঞতা অর্জন হবে বা দক্ষ হবেন । দক্ষ হবার পরই আপনি আয় করার আশা করতে পারেন। ফরেক্সে স্বল্প সময়ে আয়ের গ্যারান্টি কেউ দিতে পারবে না।
-
ফরেক্স একটি ব্যবসা যেখানে লোভ করা যাবেনা। ফরেক্সের ব্যবসাই অল্প সময়ের মধ্যে অনেক লাভবান হওয়া যাই এবং অল্প সময়ের মধ্যে ধ্বংস হওয়া যাই। ফরেক্সে কাজ করতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে এবং ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ট্রেড করা সম্পর্কে ভালো অবিজ্ঞতা অর্জন করে ট্রেড করতে হবে। যদি আপনি ফরেক্স ব্যবসাই লোভ করেন তাহলে অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবেন।
-
আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত রয়েছি তারা কখনোই লোভ করব না । লোভ ছাড়া ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর মোটেই লোভ করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত যদি কাজ করতে পারি তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আমি বলবো ফরেক্সে ট্রেড করার সময় আর যাই করুন না কেন কখনই লোভ করবেন না কারন লোভ এমনই শত্রু যা আপনাকে যেকোনো সময় সর্বশান্ত করে মার্কেট থেকে ফেলে দিতে পারে। অনেকেই আমার এই বক্তব্যের সাথে একমত হবেন কারন তারা নিজেরাই হয়তোবা তার জলন্ত প্রমান।তাই ফরেক্স ট্রেডিংয়ে সব সময় লোভকে না বলুন।