-
আপনার যদি মুলধন বেশি থাকে তাহলে আপনি একাধিক পেয়ারে ট্রেড করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে ট্রেড করতে হবে এবং প্রতিটি পেয়ারে ভালভাবে এনালাইসিস করতে হবে। আর আপনি যদি এই মার্কেটে ফুল টাইম দিতে পারেন তাহলেই একাধিক পেয়ার আপনার জন্য ভাল হবে। আপনি যদি ফরেক্স আপনার পার্ট হিসেবে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় একটি পেয়ার সিলেক্ট করে ট্রেড করা উচিত আপনার। যদি আপনি একটি পেয়ারে ট্রেড করতে পারেন তাহলে আপনি অনেক ভালভাবে সেই পেয়ারে এনালাসিস করতে পারবেন যা আপনাকে ভাল মুনাফা উপার্জন করতে সাহায্য করতে পারবে।
-
আমি এই ফরেক্স মার্কেট এ নতুন,,, তাই আমার এ বিষয় এ ধারনাটা একটু কম আছে। তবে আমি আমার দিক থেকে মনে করি যে,,,একাধিক ট্রেডে ট্রেড করাটা খুব একটা সুফল বয়ে আনে না। তার কারন হলো আমরা ডিসো আইডিতে ট্রেড করি,,তখন আমাদের ব্যালেন্স থাকে অনেক,,,তাই আমরা ডিমো ট্রেড থেকে একাধিক ট্রেডে ট্রেড করে নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করি,,,যদিও আমরা বার বার লস খায়,,তবু্ও তার থেকে আমরা ভালো কিছু জানতে বা শিখতে পারি। আর ডেমো ট্রেডিং থেকে আমরা যে শিক্ষা অর্জন করি,,, সেই শিক্ষাকে আমরা আমাদের রিয়েল আইডিতে প্রয়োগ করি,,,এবং তার থেকে ভালো কিছু প্রফিট আশা করি। তাই অবশ্যই আমাদের ভিন্ন ভিন্ন ট্রেডে ট্রেড করার আগে বিষয়টা ভালো করে এনালাইসিস করে নেওয়া উচি,,, যেনো আমরা লচের সম্মুখীন না হয়। এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা কর,,, ধন্যবাদ।
-
আমি মনে করি যে, ফরেক্স ব্যবসায় যেহেতু আন্তর্জাতিক মার্কেট । তাই ফরেক্স ব্যবসায় এ অনেক দেশের কারেন্সি রয়েছে। শুধু এক ফেয়ার অনেক সময় লাভ খুব বেশী হয় তবে লস ও হয়, তাই একাধিক ফেয়ার এ ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম আর লস হলে ও একাধিল ফেয়ার এর কারনে লস রকোভারি হয়ে যায়।
-
হ্যাঁ লোভ আমার অ্যাকাউন্টকে হত্যা করছে এবং এটি আমার অনেক অ্যাকাউন্টকে মেরে ফেলেছে এবং আমি মনে করি যে লোভ এড়াতে চাইলে আমাদের মনের একটি ভাল নিয়ন্ত্রণ রাখা উচিত এবং আমাদের একটি সুন্দর বাণিজ্য পরিকল্পনা করা উচিত এবং খুব বেশি শৃঙ্খলাবদ্ধ হওয়া উচিত
-
কারেন্সি পেয়ারে ট্রেড না করে ৩ থেকে ৪ টি পেয়ার এর এনালাইসিস করে যে পেয়ার ভাল মনে হবে সেই পেয়ারে ট্রেডিং করতে হবে,যাতে ফরেক্স মার্কেট হতে আমরা ইনকাম করতে পারি,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য কম পেয়ারে এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল।ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস। জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি
-
ফরেক্স মার্কেটে বেশি কারেন্সি পেয়ারে ট্রেড না করে ৩ থেকে ৪ টি পেয়ার এর এনালাইসিস করে যে পেয়ার ভাল মনে হবে সেই পেয়ারে ট্রেডিং করতে হবে,যাতে ফরেক্স মার্কেট হতে আমরা ইনকাম করতে পারি,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য কম পেয়ারে এনালাইসিস করে ট্রেডিং করা অনেক ভাল।
-
আমার মতে ট্রেডারদের নির্দিষ্ট কিছু পেয়ারেই শুধু ট্রেড করা উচিত কারণ সব পেয়ারে ট্রেড করলে গোলমাল পাকিয়ে যেতে পারে কারণ সবাই এতোগুলো পেয়ার সম্পর্কে ভালো ধারনা রাখা সম্ভব নয়। সব পেয়ারই প্রতিদিনই বিভিন্ন নিউজের উপর উঠে বা নামে তাই আমার মনে হয় সব নিউজ সম্পর্কে তথ্য নাও থাকতে পারে আর যদি নিউজ সম্পর্কে ভালো না ধারনা থাকে তবে একাধিক পেয়ারে ট্রেড না করাই ভালো বলে আমার মনে হয়।
-
ফরেক্স মার্কেট এ আপনি কয়টি পেয়ার এ করবেন একটা না একাধিক তা আসলে নিরভর করে বেক্তি বিশেষ ট্রেডিং সক্ষমতার উপর, আমাদের ট্রেডিং সক্ষমতা যদি ভালো থাকে তাহলে একাধিক পেয়ার এ ট্রেড করতে পারি ।আর যদি তা না হয় তাহলে একটি বা দুইটি পেয়ার এ ট্রেড করাই ভালো, আমি ট্রেডিং সক্ষমতা বলতে ট্রেডিং মেন্টালিটি কে বুঝিয়েছি । আমি মাত্র দুইটা ট্রেডিং পেয়ার এ ট্রেড করে থাকি
-
কাধিক পেয়ার এ ট্রেড করার যেমন ভাল দিক রয়েছে তেমনি খারাপ দিক ও রয়েছে । একাধিক পেয়ার এ ট্রেড করে বেশিরভাগ সময় মারাত্মক সব সমস্যার সম্মুখীন হতে হয় । আর একাধিক পেয়ার এ ট্রেড করলে নানা রকম সমস্যা হয় । সব পেয়ার এর প্রতি নজর রাখা যায় না।
-
আমি একাধিক পেয়ারে ট্রেড করি।কারণ কখুন কোন পেয়াের ট্রেড করার উপযোগি সময় সেটা বুঝেশুুনে তারপরে আমি ট্রেড করি। আমি মনে কমি ফরেক্স ট্রেডিং এ আমাদের সবাইকে সকল ট্রেডিং সম্পকে জানা দরকার।