-
আমি গত মাস থেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে আসছি। যারা পুরাতন তারা বলতে পারবে যে তারা কি পরিমান লাভ বা লস করেছে। যেমন-আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় অতিরিক্ত ট্রেড করি যার ফলে আজ পর্যন্ত আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস করে বসে আছি।আমি ফরেক্স মার্কেট এ এই পর্যন্ত পাই ৩০০ ডলার এর মত লস করেছি।আমি প্রত্তেক দিন ফরেক্স বিষয়ে ট্রেড করছি ফরেক্সকে ভাল করে জানার জন্য আমি খুভ পরিশ্রম করছি আশা করি আমি ভাল করতে পারবো।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছি কিন্তু লাভের মুখ দেখিতে পারিলাম না বার বার আমার ব্যালেন্স জিরো হচ্ছে আবার নতুন করে আসার সঞ্চার করে এগিয়ে যেতে চাই কিন্তু ফরেক্স মার্কেটে টিকে থাকিতে পারা অনেক কঠিন মনে হয় তাই ফরেক্স মার্কেট নিয়ে ভাল করে এনালাইসিস করার পাশাপাশি ফরেক্স নিউজ দেখিতেছি
-
ফরেক্স থেকে আমি অনেক লস করেছি এবং এখনও লস করছি। অনেক সময় বুজে উঠতে পারি না কেনো এতো লস খাচ্ছি যা করি তাই নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন চেষ্টা করছি লসগুলো রিকোভার করার দেখি সামনের দিনগুলোতে কি করতে পারি ভালো কিছু হলে ভালোই লাগবে।
-
ফরেক্স মার্কেটে আমার মোট লাভের তুলনায় লস এর পরিমাণ বেশি। আমি ফরেক্স মার্কেটে গত একমাস ধরে ট্রেডিং করছি। আমার ট্রেডিং জীবনে এ পর্যন্ত আমি 220 ডলারের লসের বিপরীতে মাত্র 46 ডলার প্রফিট অর্জন করতে পেরেছি। এর থেকেই বলতে পারি আমি এখনো ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারিনি। তবে সফলতার উদ্দেশ্যেই ফরেক্স ট্রেডিং করে যাচ্ছি। ধীরে ধীরে অল্প অল্প করে প্রফিট অর্জন করতে পারছি। হয়তোবা আগামীতে লস কাটিয়ে উঠে লাভের মুখ দেখতে পাব।
-
আমি এই মার্কেট এ অনেক প্রফিট করেছি লস করেছি আবার প্রফিট করেছি। এই প্রচেষ্টা চলতে আছে। তবে আমি আশাবাদি সময় দিলে এখান থেকে ভাল কিছু আশা করা যাবে। তবে আমার মনে হয় খুব তারাতারি যদি বেশী কিছু পাওয়া যায় তাহলে সেটা একসময় চলেও যায় তাই ধীরে ধীরে আসতে হবে সফলতা তাহলে সেটা সহজে মিস হবে না। তাই প্রাকৃতিক নিয়মে সফলতা আসতে হবে তাহলে ভাল কিছু পাওয়া যাবে যার জন্য সময় দিতে হবে বছরের পর বছর। তবে সাধারনত ৫ বছর সময় লাগে এই ফরেক্স মার্কেট মোটামুটি মানের একজন ট্রেডার হওয়ার জন্য। তাই চেষ্টা করতে থাকেন।
-
আমি ফরেক্স শুরু করেছি ২ মাস ধরে। এখানে নিয়মিতভাবে লাভ - লস দুটোই করছি। তবে এভারেজ এখনো লসে আছি। এখনো ফরেক্স সম্পর্কে শিখে যাচ্ছি। আশা করা যায় ভবিষ্যতে নিয়মিত প্রফিট করতে পারবো।
-
ফরেক্সে লাভ লস সমানুপাতিক হারে কম বেশী হয়।প্রথমে ফরেক্সে আমি লাভ করেছি তবে তা অল্প সময়ের জন্য।লস করেছি তবে কম পরিমাণে।লস করার জন্য আমি নিজেই দায়ী।আমি ভালো করে এনালাইসিস না করেই ট্রেড করেছি।আর মাকের্টের অবস্থার জন্য একবার লস হয়েছে।তাতে আমার কোন আক্ষেপ নেই। কারণ ভুল থেকেই মানুষ শিখে।আমি এরদ্বারা অনেককিছু শিখতে পেরেছি ওজানতে পেরেছি. তাই ভুল করা ভালো তবে বেশী ভুল আবার ভয়ংকর ও হতে পারে
-
আমি ফরেক্স ট্রেডিং এর সাথে প্রায় ৭ মাস ধরে যুক্ত আছি। সেই হিসেবে আমার ডিপজিটের পরিমাণ কম। তাই সব সময় চেস্টা করি যতটা সম্ভব ঝুঁকি কম নিয়ে ট্রেড করার। তবে প্রথম দিকে আমার কিছু ভুলের কারণে বেশ কিছুদিন ধরে আমার ট্রেড লসে ছিল। তাই কিছু লসে আমার ট্রেড ক্লোজ করতে হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এনালাইসিসটা সঠিক ছিল না। এখন আমি সচেতন। তবে সত্য কথা বলতে লসের চেয়ে লাভ করেছি বেশি। আমি প্রথম থেকে এখন পর্যন্ত প্রায় ১৪৫ ডলার মত উইথড্র করেছি। ডিপজিটটা আরো বেশি হলে আশা করি ভবিষ্যতে ট্রেড করতে ঝুঁকি কম হবে এবং অন্যদিকে প্রফিটটাও ভাল আসবে।
-
এখন পর্যন্ত ফরেক্স থেকে আমার লাভের গড় লসের চেয়ে ঢেঁড় বেশী কারণ ফরেক্সে আমি এখন পর্যন্ত রিয়াল মানি ইনভেস্ট করেছি ৪০$ তাও আবার একেবারে ফরেক্স করার শুরুতে যা আমি দুই দিনেই লাভ করেছিলাম । এছাড়া এখন পর্যন্ত আমি যত ট্রেড করেছি তার সম্পূর্ণ ক্যাপিটাল পেয়েছি ইন্সতাফরেক্স ফোরাম থেকে । তাই এই ক্যাপিটাল গুলো হারিয়ে আমার শারীরিক পরিশ্রম ব্যর্থ হলেও অর্থনৈতিক ভাবে আমার কোন খতিগ্রস্থ হয়নি ।
-
আমি যদি আমার সকল ট্রেড হিসেব করি তাহলে বলতে হবে আমি এখনও অনেক লসে রয়েছি। কারণ আমি বিগত দিনগুলোতে অনেক লস করেছিলাম। কিন্তু বর্তমানে আমি এই ব্যবসা হতে কিছুটা সফলতার সাথে মুনাফা উপার্জন করতে পারতাছি। সেক্ষেত্রে আমি যদি এখনকার হিসেবে দেখাই তাহলে বলতে হবে আমি বর্তমানে লাভেই রয়েছি এবং আমি আশা করি পরবর্তী দিনগুলোতেও আমি এই ব্যবসা হতে সফলতার সাথে মুনাফা উপার্জন করতে পারবো। কারণ আমি ইতিমধ্যে এই ব্যবসা সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করেছি।