ফরেক্স সবাই করতে পারবে কিন্তু ফরেক্স ট্রেড করে সবাই সফল হতে পারবে না। এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে প্রতিদিন বিলিয়ণ ডলার লেনদেন হয়ে থাকে। সেখানে আমরা সামান্যতম ট্রেডার। আবার স্টপ লস ছাড়া ট্রেড করে বসে থাকি। আমরা লস বহন করতে চাই না। আর একারনেই মার্কেট থেকে দ্রুত ঝড়ে পড়ি।