-
ফরেক্স মার্কেট মানেই লাভ লস নিয়ে ফরেক্স করতে হয় তাই যে লস করলে যে সামনে লাভ করা যাবে তাও নয় কারন লস করলে আগে বুঝতে হবে যে কেন আমি লস করলাম কি কারনে যে আমার লস হল সেটা ভাল করে দেখতে হবে তাহলে লস হতে পারে তাই ফরেক্স করার জন্য লস করার পর সেই লস্কে ভাল করে শেখা উচিত আর শিখলে প্রবর্তিতে আর লস হয় না ।
-
বিজনেস এ লাভ লস থাকবেই এটা স্বাভাবিক । লস যেই ব্যবসাই থাকে না তাকে ব্যবসায় বলা যায় না । আর এই লস ই একজন ট্রেডার কে দক্ষ করে তোলে । কারণ পরবর্তিতে মানুস সেই পুরাতন ভুল করতে চাই না বা করে না । সে পুরাতন ভুল হতে কিছু শিক্ষা পায় যা পরবর্তিতে তাকে অভিঙ্গ করে গরে তলে । তাই বলা যায় আজকে যারা লস করছেন সামনে তারাই লাভ করবেন ।
-
ফরেক্স ব্যবসায় শুরুতে অনেকে লাভ করতে পারে না। অনেকে ফরেক্স সম্পরকজানে না। অল্প একটু ধারনা নিয়ে অনেকে ফরেক্স করেন, আর তখনি ফরেক্স তারা লস করেন। তবে হে, মানুষ ভুল না করলা শিখতে পারেন না। ভুল এর পর মানুষ তার ভুল টা আর হতে দেয় না। তারা পরবরতিরে ভুল টাকে শুধরায় নেয়। তারপরই তারা লাভ করতে পারেন।
-
সকল বেবসাতেই লাভ লস রয়েছে । ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে লাভ লস মিলিয়েই ট্রেড করতে হবে এ ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স এ যদি আপনি চান সর্বদা লাভ করতে তাহলে দুই একবার লস হতেই পারে এখানে ভেঙে পরার কিছুই নেই ।লস এর কারন খুজে বের করে সামনে এগিয়ে যেতে হবে ।থাহলেই আপনার লাভ হবে।
-
ব্যবসা করতে গেলে লাভ লস দুটোই থাকবে এটা স্বাভাবিক । আর এতে করে ব্যবসা করার মনোভাব ভেঙ্গে দিলে চলবে না তার পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে । আজকে যে কারণে লস করছেন সেই কারণ গুলো খুজে বের করার চেষ্টা করবেন এবং মনে বিশ্বাস রাখবেন তাহলে আপনি একদিন না একদিন লসের মুখ থেকে সরে আসতে পারবেন ।
-
ফরেক্স মার্কেটে লাভ ও লস করা স্বাভাবিক ব্যাপার। যারা এটাকে প্রেরনা হিসেবে গ্রহন করতে পারবে তারাই সামনে এগুতে পারে। এমন কোনো ব্যবসা নেই যেখানে আমরা লস ছাড়া লাভ করতে পারি ফরেক্স মার্কেট ও এর বেতিক্রম নয়।
-
ফরেক্স কে খুব ভালো করে রপ্ত করতে পারা যাই তাহলে অবস্যই সে ফরেক্স থেকে লাভ করতে পারব । তার আগে যা করতে হবে তা হলো ফরেক্স বিষয়ে অভিজ্ঞ হতে হবে তাহলে আপনি আপনার নিজের কোশলে ট্রেড করে আয় করতে পারবেন। এছাড়া অভিজ্ঞতা ছাড়া নিউজ ট্রেড করলে ফরেক্স মার্কেটে অনেক লাভ থেকে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
ফরেক্স ট্রেডাররা যদি লস করেন তাহলে তাদের উচিত হবে কেন লস করলাম । এই প্রশ্নের জবাব যদি খুজতে থাকেন তাহলেই তারা ভবিষ্যতে আর লস করবে না । তারা হবে সফলকাম । তাই লস যদি হয়ে যায় তাহলে সেটা দিয়ে শিক্ষাটা হল আসল বিষয় । সুতরাং আমি বলব আজকে লস করছেন তো আগামীতে ভালো করবেন ।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন তারা প্রথম দিকে একটু লস করবেই।ফরেক্স এ কাজ করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন তাই যতই সময় যেতে থাকবে ততই ফরেক্স এ কাজ করে অভিজ্ঞতা বাড়বে এবং লস থেকে লাভ এর দিকে যাবে।তাই আজকে যারা লস করছে ভবিষ্যৎ এ তারা লাভ করবে।
-
ফরেক্স মার্কেটে দেখা জায় যে জারা আগে লস করে তারাই ফরেক্স মার্কেট সম্পরকে অভিজ্ঞতা অর্জন করে কারন লস করলে সেই সম্পরকে জানার জন্য আগ্রহ বারে আর সেই সম্পরকে জানা জায় তাই কন কিছু না জানলে শেখা জায় না তাই লস করলে সেই জেনে অভিজ্ঞতা অর্জন করা জায় তাই লস করলে অভিজ্ঞতা বারান জায় ।
-
ফরেক্স মার্কেটে প্রথম প্রথম অনেক ট্রেডারই অনেক লস করে। কেননা অভিজ্ঞতা ছাড়া ফরেক্সের প্রফিট করা সম্ভব না। এজন্য ফরেক্স মার্কেটে টিকে থেকে নিয়মিত প্রফিট করতে হলে আগে ভালোভাবে ফরেক্স শিখতে হবে। আর তাই ফরেক্স শিখার শুরুতে লস হবে স্বাভাবিক কিন্তু ভবিষ্যতে এই লস করা ট্রেডাররাই আবার লাভ করবে।
-
একটা কবিতার লাইন মনে পড়ে গেল- " হাটিতে শেখেনা কেহ না খেয়ে আছাড়"। ফরেক্সে যদি শুধু লাভ করেন তাহলে লস করলে কি করতে হয় তা আপনার এখনও বাকী আছে। তারমানে যে লস করে চেষ্টার মাধ্যমে নিজের স্ট্রেটিজি ও এনালাইসিস এর মান উন্নত করছে। সে আপনার চেয়ে অনেক অভিজ্ঞ। লস করলেই যে দমে যেতে হবে তা না। এটার মাধ্য দিয়েই ট্রেডার এর জন্ম হয়।
-
ভাই আমি মনেকরি ফরেক্স মার্কেট এ আপনি যত লস করবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হবেন।কারন হাদিসে বলা আছে যে মুমিন বেক্তি এক গর্তে দুইবার পরে না।এর মানে হচ্ছে মুমিন রা ভুল দুইবার করে না।তারা ভুলথেকে সিক্ষা গ্রহণ করে।আমরা সাধারণত নিজেরা কক্ষনো নিজেদের ক্ষতি করতে চাই না।তাই আমরা যখন ভুল করি তখন আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে এগিয়ে জাবার সেস্টা করি।
-
যেকোন ব্যবসায়ে লাভ এবং লস দুটোই থাকে । আজকে যারা লস করেছেন তারা কেউ হতাশ হবেন না বরং এটা ভাবেন যে কিভাবে আগামী দিনগুলোতে লাভ করা যায় । যারা লসকে মেনে নিতে পারে তারাই আগামীতে ভাল করবে । কেন লস হলো , কিসের জন্য লস হলো এই সমস্ত বিষয় খুজে বের করে তা থেকে শিক্ষা নেওয়া দরকার । যাতে করে আগামিতে এমন ভুল আর না হয় । ভুল না হলে কিছু শিখা যায় না তাই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে । এতে করে আমাদের অনেক লাভ হবে । আর যদি হেরে গিয়ে হতাশ হয়ে থাকি তাহলে কোন লাভ হবে না ।
-
হ্যা অবশ্যই ফরেক্স ব্যবসায় আজকে যারা লস করছে তারাই একদিন লাভ করবেন।আর আমরা সবাই জানী যে লাভের আরেক ভাই লস । এরা একে অপরের এ পিট আর ওপঠি। তেমনি ফরেক্স ব্যবসায় আগে লস হবে আর লস করতে করতে একদিন আসবে সেই দিন শুধু লাভ হবে। ধন্যবাদ
-
ফরেক্সে কখনওই লস করে নাই এমন ট্রেডার খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না।আর যারা লস করেছেন তারা হয়তবা এখন দক্ষ ট্রেডার। ফরেক্সে খুব তাড়াতড়ি দক্ষ হওয়া সহজ নয়, এর জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, ধৈর্য্য এবং অধ্যবসায়।আজকে যারা লস করছেন তারা দক্ষ হয়ে সফল ট্রেডারে পরিণত হবেন এটাই আশা করি।
-
ফরেক্স বিজনেস করতে হলে লাভ লস নিয়ে এ করতে হবে । আপনি যে কোন সময় ফরেক্স মার্কেটে ট্রেড করে অনেক টাকা লস খাবেন এটা স্বাভাবিক। আবার আপনি ট্রেড করে অনেক টাকা এয়ারন করতে পারেন , যখন আপনি ট্রেড করে লস খাবেন তখন আপনি অনেক কিছ শিখতে পারবেন আপনি পরে এইটা কাজে লাগাতে পারবেন আবার যখন আপনি ট্রেড করতে যাবেন তখন ত আর আপনি এই ট্রেড করে লাস খাবেন না তাই ফরেক্স এ আপনি যদি আজ লস করেন তা হলে আপনি সামতে ভাল কিছু করতে পারবেন ।
-
বেবসা করতে হলে লাভ লস চিন্তা করে বেবসা করতে নামতে হবে ,কারন আপনি মনে করেন যে আপনি কোন একটা প্রোডাক্ট নিয়ে বেবসা করতে চাচ্ছেন তাহলে আপনার থেকে প্রথমে চিন্তা করতে হবে যে এই প্রোডাক্ট এ আপনার লাভ ও হতে পারে আবার লস ও হতে পারে ,কারন আপনি বেবসাটা শুরু করেছেন মাত্র অতএব প্রথম প্রথম আপনার লস হতে পারে ,যখন বেবসাটা করতে করতে আপনার একটা ধারনা হয়ে যাবে তখন কিন্ত লস হওয়ার সম্ববনা খুবই কম,অতএব ফরেক্স মার্কেটে ও তাই এই ফরেক্স মার্কেটে যখন আপনি ট্রেড করবেন প্রথম প্রথম আপনার অনেক লস হবে পরে যখন আপনার ফরেক্স এর ওপর ধারনা হয়ে যাবে তখন কিন্ত লস করার সম্ববনা খুবই কম এবং লাভ করার সম্ববনা রয়েছে বেশি।
-
ফরেক্স হলো মুদ্রা কেনা বেচার মাধ্যম। এর মাধমে অনেক আয় করা যায়।কিন্তু না বুঝে ট্রেড করলে লস হওয়ার সম্ভবনা।থাকে। যারা লস করেছে তারা ভবিষ্যতে লছ নাহয় সে দিকে খেয়াল রাখতে হবে তাহলে লস হবে না। যারা আজকে লস করেছে তারা তার সামনে লাভ করবে। কারণ তাদের শিকখা হবে কিভাবে লছ হয়েছে। সামননে তারা এই ভুল আর করবে না। তাই তাদের সামনে লাভ হবে।
-
হ্যা আজকে যারা লস করছে সামনে তারাই লাভ করবে তবে যেটা করতে হবে তা হলো লস করার কারনগুলো খুজে বের করে, ভুলগুলো চিন্হিত করে সেগুলো সংশোধন করে দক্ষ হয়ে ট্রেড করতে হবে তাহলেই যারা লস করেছে তারা লাভবান হতে পারবে আশা করা যায়।
-
আজ যারা লস করবে কাল তারা লাভ করবে এটা ঠিক কারণ যে লস করবে সে অবস্যয় ভালোভাবে ফরেক্স এ ট্রেড করা শিখে ট্রেড করবে ।
-
আমি আজ পযন্ত অনেক নতুন ত্রেদারদের দেখেছি যারা সঠিক জ্ঞান ছাড়া ট্রেডিং শুরু করে পরে আবার কিছু লাভ ও করে প্রথম প্রথম, কিন্তু কদিন পরেই জ্ঞান এর অভাবে লস এর সম্মুখীন হয়ে পরে. কিন্তু এই লস দেখে অনেক নতুন ট্রেদার রাই ট্রেড করা ছেড়ে দেন, ইটা মোটেও উচিত নয়. তাদেরকে তাদের ট্রেড এর যেই ভুলগুলো তা সুধ্রানোতে মনোনিবেশ করে, আবার ট্রেডিং এ ফিরে আসতে হবে.
-
যেহেতু এটা বাবসা তাই লাভ লস রয়েছে । লস হলে হতাশ হয়া যাবে না। ভুল থেকে শিখে সামনে জেতে হবে। লস কমিয়ে প্রফিট কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে আমাদের।
-
লাভ ও লস নিয়েই ফরেক্স ব্যবসা তাছারা লাভ ও লস নেই এমন ব্যবসা আমার মতে জানা নাই।আর যে কোন ব্যবসাতেই লাভ অথবা লস একটা না একটা থাকবেই।এতে ভেঙ্গ পড়ার কোন কারন নেই। শুধু ধৈর্য্য ধরে থাকতে হবে কঠোর পরিশ্রম করতে হবে।আজকে লস করেছি আগামিতে লাভ করবো এই বিশ্বাশটা থাকতে হবে।আর ফরেক্স এ যে যত লস করবে সে ততই একদিন আসবে লাভ করবে।ধন্যবাদ
-
ব্যবসা মানেই লাভ লসের বাপার। ফরেক্স ট্রেডিং ব্যবসায় তার ব্যতিক্রম নয়। ফরেক্সে লস হবে আবার লস শুধরাবে। এভাবে লস লাভ মিলিয়ে লাভ করতে পারলে সফলতা। ফরেক্স মার্কেটে আজ যারা লস করছে কাল তারা লসের কারন উৎঘাটন করে লস রিকভার করবে এতে কোনো সন্দেহ নেই। এজন্য বলা হয় আজকে যারা লস করছে সামনে তারাই লাভ করবে।
-
ফরেক্স একটি ব্যবসা যেখানে লাভ ও লস দুটোই আছে। ফরেক্সে যারা লস করেছেন তারা যদি অতি তারাতারি ফরেক্সের কাজ ছেড়ে দেন তাহলে সফলতা কিভাবে আনবেন। ফরেক্সে কাজ ধৈর্য সহকারে ধরে থাকতে হবে। আপনি যদি প্রথম প্রথম লস করেন তাহলে আপনি হইত পরে লাভ করতে পারবেন সেই আশাই ফরেক্সের কাজ ধরে থাকতে হবে। ফরেক্সে কাজ করতে হলে প্রথমে আপনাকে ফরেক্স সম্পর্কে আগে ভালো ভাবে জানতে হবে এবং ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হবে তাহলে আপনি লসের পরিবর্তে লাভ করতে পারবেন।
-
হারজিত যেমন প্রতিটি খেলায় থাকে তেমনেই ফরেক্স মারকেটে আছে লাভ লস। একজন ফরেক্স ট্রেডার যে প্রতিদিন লাভ করবে এমনটা ভাবলে আমাদের ভুল হবে। তবে যদি কেউ আজকে লস করে পরের দিনেও লস করে তারপরের দিন কিন্তু তার লাভ আসবেই আসবে।
-
ব্যবসাতে লাভ লস থাকবে আর এটাই স্বাভাবিক। হয়ত আমি এখন পর্যন্ত ফরেক্স সম্পর্কে এখন ভাল করে জানতে পারি নাই তাই আমি লস করেছি কিন্ত আমি যখন ফরেক্স সম্পর্কে ভাল করে বুঝে নিতে পারি এর কৌশল, টেকনিক, এবং এনালাইসিস এ ভাল হয় তাহলে আশা করি লস খুবই কম করব। এখন তো আমাদের শিক্ষার সময় আর এখন আমাদের কিছু ভুল হবেই তবে ভুলকে কাজে লাগিয়ে যারা সামনে এগিয়ে যেতে পারবে তারাই সফল হবে এই মার্কেটে।
-
আজকে যারা লস করছেন তারা আগামিতে লাভ করবেন এমনটা নিশ্চিত করে বলা যায় না কারন এটা ফরেক্স মার্কেট এখানে সবই বর্তমান এখানে সামনে বা আগাম কিছু বলা যায় না কারন অ্যানালাইসিস করতে হলে ইকোনমিক ক্যালেন্ডার অবশ্যই রীড করতে হবে তারপরে মার্কেট সম্বন্ধে ধারনা পাওয়া যাবে তবে যারা লস করছেন তারা এ শিক্ষা নেওয়ার অর্থ হল তারা এই রকম ভুল যেন না হয়।
-
হ্যা প্রতিটি বিজনেস এ লাভ লস নিয়েই বিজনেস করা হই, আর ফরেএক্সে তো লাভ লস হবে তাই বলে লস হইলে বাড়িতে হসে থাকতে হবে এমনটা নই। আবার ট্রাই করতে হবে যেন লস না হই অই দিকে ভাল নজর রাখতে হবে এবং এনালাইসিস করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে লাভ লস থাকবেই। কাজকে যারা লাভ করছে পরে তারাই লাভ করবে।কারন ফরেক্স মার্কেটে লাভ ও লস সমান ভাবে বিবেচনা করা হয়ে থাকে। প্রথমে যারা ফরেক্স নিয়ে কাজ করে তারা অনেকেই ফরেক্স সম্পর্কে ভাল ধারনা রাখে না তাই তারা প্রথমে লস করে থাকে পরে তারা যখন অনেক কিছু শিখতে পারে পরে তারাই অনেক বেশি লাভ করে থাকে এটাই স্বাভাবিক।
-
আপনি সঠিক কথায় বলেছেন বলেছেন একমাত্র সুদের ব্যাবসাতে লস নেই আর সকল ব্যাবসায় লাভ লস আছে লস আমাদের কে শিক্ষা নিয়ে সেই ভুল পরবর্তীতে না হয় সেই ভাবে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ আমরা অনেক সময় লস করে ফেলি যদি কি করনে লস করা হল সেই করন যদি আমরা লেখে রাখি তাহলে পরে আনেক লস কমে যায়,আজ যারা লস করে পরে তারা ভাল ট্রেডার হয়।তাই লস করে অভিজ্ঞতা অর্জন করে পরে অনেক ভাল করা যায়।
-
আমি গত দুই বছর ট্রেডিং করে এরকমটাই উপলব্ধি করি। প্রথমে প্রচুর লস করতাম। কিন্তু কেন লস হল তা বুঝতাম না। আস্তে আস্তে বুঝলাম আমার লসের মূল কারন হল ছোট টাইমফ্রেমে ট্রেড করা এবং ইন্ডিকেটর বেসড ট্রেডিং। এখন আমি লস অনেক কম করি আর ভূল হলে পরে ধরতে পারি।
-
এটা সত্যি যে লস করলে অবশ্যই একদিন না একদিন লাভ হবেই । তবে তার জন্য অনেক ধৈর্য ধরতে হবে আর চেষ্টা করে যেতে হবে । কি কারনে লস হচ্ছে সেটি খুজে বের করে সমাধান করার জন্য বার বার চেষ্টা করলেই সফলতা আসবে ।
-
ফরেক্সে আজ যারা লস করছে তারা ভবিষ্যত্বে অবশ্যই ভাল প্রফিট করবেন সবার মত আমারও এটি প্রত্যাশা তবে তার জন্য ট্রেডারদেরকে অবশ্যই নিজেদের দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে তা হলেই সেই অভিজ্ঞতা এক সময় তাকে সফলতার পথে নিয়ে যাবে এবং তখন প্রফিট লাভ করা খুবই সহজ বিষয় হয়ে দাড়াবে।
-
আমি আপনার সাথে একমত একমাত্র সুদের ব্যাবসার লস নাই আপনাকে আর যেকোন ব্যাবসা করতে হলে লাভ রস মিলে ট্রেড করতে হবে।। ফরেক্স মার্কেটে যারা নতুন আসে তারা বেসার কম লস করে আাম র একটা একাউন্ট জিরো হয়ে যায় এখন কিন্তু আগের মত লস করিনা লস কম হয়।
-
ফরেক্সে আজ কাল তরুণরা বেশ এগিয়ে। আমাদের শিক্ষিত ছাত্র সমাজ খুব চেষ্টা করছে এই ক্ষেত্র থেকে উপার্জন করার। কিন্তু তারা সব দিক থেকে 100 % মেধা থাকা সত্বেও ট্রেডে লস করে। এটা তাদের শিক্ষা কিংবা দক্ষতার অভাবের জন্য নয়। এটা তাদের তারুণ্যের দোষ। তারা এখনো আবেগ এবং বাস্তবতার সমন্বয় ঘটাতে সক্ষম নয়। আশাকরি বয়সের সাথে সাথে তাদের এই দোষ কেটে যাবে। তারা সফল হবে।
-
আজকে যারা লস করছেন তারাই কয়দিন পর লাভ করবেন। কারন আপনি লস করার অথ আপনি ফরেক্স সম্পকে নতুন কিছু শিখলেন , যাতে করে কিভাবে লাভ করতে হয় তা শিখলেন । পরবর্তী সময়ে
আপনি আপনার অভিঙ্গতা কাজে লাগিয়ে সফল হওয়ার পথ খুজেঁ নিবেন।।।
-
জ্ঞানীগুণী লোকের ভাষায় যারা আজ লস করছেন সামনে তারাই লাভ করবেন এটাই স্বাভাবিক হওয়ার কথা। তবে কথা হচ্ছে যিনি লস করছেন তিনি কি এর থেকে শিক্ষা গ্রহণ করছেন কিনা। তিনি কি খতিয়ে দেখছেন কিনা কেন এবং কি কি কারনে লস করলেন। এবং এর থেকে শিক্ষা নিয়ে ভুল গুলো সংশোধন করে সামনে আর ভুল না করলেই লাভ করার পথ সুগম হবে।