সফল ও অভিজ্ঞ ট্রেডারদের মতে, রাতেই মার্কেটপ্লেস এ ট্রেড করা লাভজনক।
সফল ও অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত নিউইয়র্ক সেশন ও লন্ডন সেশন অনুযায়ী অপেক্ষা করেন ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য।বাংলাদেশের প্রেক্ষাপটে সন্ধ্যা 6 টা থেকে রাত 10 টা পর্যন্ত সাধারণত নিউইয়র্ক সেশন ও লন্ডন সেশন একে অপরকে ওভারল্যাপ করে থাকে। এবং এই পর্যায়ে মার্কেটে প্রাইস বেশি ওঠা-নামা করে যা প্রতিটি সফল ট্রেডাররা উপযুক্ত ট্রেডিং এন্ট্রি টাইম হিসেবে গণ্য করে।এই মুহূর্তে ট্রেডিং অল্প সময় ব্যয় করে নির্ধারিত প্রফিট অর্জন করা সহজ হয় এজন্য আমিও সফল ও অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ অনুযায়ী রাতে ট্রেডিং করাটা সুবিধাজনক ও লাভজনক মনে করি।