ডেমো ট্রেড কত সময় করতে হবে তার কোন বিধি নিষেধ নাই । যদি মন দিয়ে শিখা যায় তবে তাড়াতাড়ী হয় । কিন্ত তার পরেও সবকিছু বুঝতে কম হলেও ২ মাস সময় নেয়া উচিত ।
Printable View
ডেমো ট্রেড কত সময় করতে হবে তার কোন বিধি নিষেধ নাই । যদি মন দিয়ে শিখা যায় তবে তাড়াতাড়ী হয় । কিন্ত তার পরেও সবকিছু বুঝতে কম হলেও ২ মাস সময় নেয়া উচিত ।
ডেমো কত দিন করবেন সেটা বলা কঠিন। তবে এক জন সাধারন ব্যাক্তির জন্য কমপক্ষে ৫ থেকে ৬ মাস ডেমো ট্রেড করা উচিৎ । সেক্ষেত্রে আপনি যদি ফরেক্স ভাল বোঝেন এবং ভাল জ্ঞান অজন করতে পারেন তা হলে এর থেকে কম সময়ে রিয়েল একাউন্ট এ ইনভেস্ট করে ট্রেড করতে পারবেন।
আর একটা বিষয় , ফরেক্স মার্কেট সবসময় ট্রেন্ড পরিবতন করে ফলে সব সময় আপডেট তথ্য না থাকলে ভাল ট্রেড করা সম্ভব না।
নতুন ট্রেডারদের কথা চিন্তা করে ডেমো একাউন্ট এর আবিস্কার । ফরেক্স একটি জটিল ব্যবসায় । তাই নতুন অবস্থায় আপনি অবশ্যই চাইবেন না যে টাকা ডিপোজিট করে ট্রেড করতে । তাই ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ডেমো একাউন্ট ওপেন করে সেখানে প্রাকটিস করে দক্ষ হয়ে তারপর ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন । আমার মতে কমপক্ষে ৬ *মাস ডেমো ট্রেড করা উচিত ।
আপনি কতো দিন ডেমো করবেন তার নিদিষ্ট দিন নাই । এটা নির্ভর করবে আপনি ডেমো করে ফরেক্স এ ভাল করে ট্রেড করা শিখছেন কিনা ।
সেটা নির্ভর করবে আপনার কর্ম দক্ষতার উপর । তবে আমার মতে এক জন মানুষ এর পক্ষে ভাল করে ট্রেড করা শিখতে হলে আপনাকে সাধারনত ৪ মাস থেকে ৫ মাস ডেমো করা উচিত ।
আমি মনে করি আপনি বা যারা নতুন তারা যদি ৩ মাস ডেমো ট্রেডিং করে তবে অবসই ভাল| ফরেক্স আভিগতার প্রজন আসে আমি মনে করি ৪ মাস করেলে আপনি ভাল ভাবে শিক্তে পারবেন |তবে আপনি ডেমো ট্রেডীং পাশা পাশি আপনাকে মাকেট সম্পরকে জানতে হোবে|
কমপক্ষে ৬ মাস ডেমো করা উচিত । ফরেক্সে ট্রেড করার আগে ডেমো প্রাকটিস করা ভালো । ডেমো হচ্ছে অনেকটা রিয়েল একাউন্টের মতো , শুধু ডেমোতে লাভ হলে টাকা পাওয়া যায় না আর লস হলেও নিজের কোন ক্ষতি হয়না । ফরেক্স করার আগে ডেমো প্রাকটিস করলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে সুবিধা হয় । এতে ট্রেড করে ভালো লাভ হয় । ডেমো প্রাকটিসের মাধ্যমে ফরেক্স সম্পর্কে ভালো জানা যায় । ডেমোতে কোন রিয়েল ডলার ইনভেস্ট করা লাগে না তাই ফ্রী ডলার দিয়ে ট্রেদ করে আস্তে আস্তে ট্রেড শেখা যায় । ভুল ট্রেড করলেও কোন ক্ষতি বা লস নেই । আবার ডেমো করা যাবে ।
আমার মতে যারা নতুন ট্টেইনার তাদের কমপক্ষে ১ বছর ডেমো ট্টেড করা উচিত। কারন ফরেক্স এ অনেক কিছু শিখতে হয়। তা না হলে ফরেক্স এ ভাল কিছু করা যায় না। আমি প্রায় ১ বছর হয়ে গেল এখন আমি অনেকটা বুঝতে পেরেছি যে কী করে ট্টেড করতে হবে। এখন আমার ডেমো একাউন্ট এ লাভের দিকে আছে।
ফরেক্স খুব কঠিন ব্যবসা, তাই আমি মনে করে যে ফরেক্স ব্যবসা শুরু করতে হলে কম করে হলে ও ছয়মাস ডেমো করা উচিৎ । তাহলে ফরেক্স ব্যবসা ধীরে ধীরে সহজ হয়ে যাবে । ফরেক্স ব্যবসা থেকে অনেক টাকা লাভ করা যাবে । আমি কম করে হলে ও ছয়মাস ডেমো করেছি । তাই বলবো সব ফরেক্স ট্রেডারদের কম করে হলেও ছয়মাস ডেমো করা উচিৎ ।
আমার মতে ফরেক্স এ কমপক্ষে ১ বছর সময় দিলে মোটামোটি ভালই শিখা যায়। তাছাড়া যে কোন কিছু শেখাটা যার যার নিজের উপর নির্ভর করে। কারন যার মাথা ব্রেন অনেক ভাল অনেকটা ভাল বুঝেন সে অনেকটা তারা তারি বুঝতে পারেন। তবে ফরেক্স এ আপনাকে অনেকটা সময়, ধেয্য ও পরিশ্রম দিতে হবে।
অবশ্যই আমি আপনার সাথে একমত কারন এটা আপনার নিজের উপর নির্ভর করবে, আর আপনি কত দিন সময় নিয়ে শিখবেন সেতা পুরা পুরি আপনার উপরে নির্ভর করবে, আপনি যদি কম সময় এ সবকিছু শিখে ফেলতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ি রিয়েল ট্রেড শুরু করতে পারবেন, আর সময় সীমা সম্পর্কে যদি বলতেই হয় তাহলে বলা যাই কম পক্ষে ২ বছর ডেমো করতে হবে ।
আসলে ডেমো ট্রেড কত দিন করা উচিত তা নিশ্চিত ভাবে বলা ঠিক নয় কারন অনেকের মতে ২ মাস আবার কেহ বলে ৬ মাস আবার অনেকে বলে ১ বছর তবে আমি মনে করি এটাই কোনোটাই ঠিক বলে আমি মনে করি না কারন ডেমো ট্রেড হল আপনার স্কিল পরিক্ষা সুতরাং আপনি যতদিন ভালমত সফলতা অর্জন করতেনা পারছেন ততদিন করতে থাকুন, ধন্যবাদ।
ফরেক্স এ আপনি কতদিন ডেমো ট্টেড করবেন এটা আপনার উপর ভিক্তি করবে। কারন সবার মেধা সমান নয়। তবুও আমার মতে ফরেক্স এ খুব ভাল করে বুঝতে হলে কমপক্ষে ৮-১০ মাস ডেমো ট্টেড করা উচিত। এছাড়া আপনি আর বেশী বেশী সময় দিয়ে ডেমো ট্টেড করে ভাল জ্ঞান অর্জন করতে পারবেন।
প্রথমে কিছু সময় দিতে হয় এবং তা থেকে জয়ী হতে হলে আমাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয়। ঠিক তেমনি আমরা ফরেক্স এ থেকে কিছু পেতে হলে বা আমাদের জয়ী হতে হলে আমাদের অনেকটা পরিশ্রম ও ধৈযে ধরে কাজ করলে আমরা অনেকটা ভাল ফল পাব। আর আমাদের কে ফরেক্স ভাল শিখতে হলে ফরেক্স অনেক প্রাকটির্স করতে হবে আর সেটা হল ফরেক্স ডেমো একাউন্ট । এ ফরেক্স এ ডেমো একাউন্ট ৬-৮ মাস প্রাকটির্স করতে হবে এবং সবকিছু জেনে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
ডেমো প্রাকটিস আপনার শেখার উপর র্নিভর করছে। কারন আপনি যত দুরত শিখতে পারবেন তত তারাতারি রিয়েল একাউন্ট করতে পারবেন। তারপরও আমার মনে হয় আপনাকে কমপক্ষে 5 থেকে 6 মাস ডেমো প্রাকটিস করলে আপনি রিয়েল একাউন্টএ ভাল মুনাফা আয় করতে পারবেন। ভাল ভাবে শিখে আপনাকে রিয়েল একাউন্টএ ট্রেড করবেন।
ডেমো ট্রেড কতটা যে উপকার সেটা নতুন্দের বলে বুঝনো যাবে না। কারন ডেমো ট্রেড করে নিজেক অনেক দক্ষ করে তুলা যায়। আমি নিজেও লাইভ ট্রেডের পাশাপাশি ডেমো ট্রেড করে থাকি। ফরেক্স এ দক্ষ হতে হলে প্রত্যক ট্রেডার কে অব্যশই ডেমো ট্রেড করা উচিত কমপক্ষে ৬মাস।
ফরেক্স ট্রেডিং শিখতে হলে অবশ্যই ডেমো প্রাকটিস করতে হবে।। ডেমো প্রাকটিস ছাড়া ফরেক্সে ট্রেডিং এ দক্ষ হওয়া মুটেও সম্ভব নয়। ডেমো প্রাকটিস এ সিরিয়াস হওয়া আবশ্যক।। আমাদের অনেকের ঈ ডেমো প্রাকটিস এ তেমন মনযোগী থাকে না।। তাই ফরেক্স শিখতে অনেক সময় লাগে।।।
ডেমো ট্রেডিং ফরেক্সে অনেক গুরুত্বপূর্ন।অনেকেই ডেমো ট্রেডিং কে সিরিয়াস্লি নেয় না।কিন্তু ডেমো ট্রেডিং কে সিরিয়াস্লি নিতে হবে।ডেমো ট্রেডিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলা সম্ভব।ডেমো ট্রেডিং থেকে কি ভাবে ট্রেড করতে হয় সে সম্পর্কে ধারনা লাভ করা যায়।তাই ফরেক্সে ডেমো ট্রেডিং অনেক গুরুত্বপূর্ণ।
আমার মতে একজন নতুন ট্টেইনার ফরেক্স এ এলে তাকে ফরেক্স এ সম্পর্কে জানতে হবে যে কী ভাবে ফরেক্স থেকে আয় করা যায়। একজন নতুন ফরেক্স ট্টেইনার কমপক্ষে ৮-১০ মাস ডেমো প্রাকটির্স করতে হবে। কারন যেমোতে আপনাকে ফরেক্স সমন্ধে ৮০% জ্ঞান অর্জন করতে পারবেন। আর বাকিটুকু আপনার কাজের উপর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ফরেক্স এ আপনি যতো বেশি ডেমো করবেন ততো আপনার জন্য ভাল হবে । কেনান ডেমোর সাথেই জরিত রয়েছে যে আপনি আসলে ফরেক্স এ কতটুকু কাজ অর্জন করতে চান । আপনি যদি নিজের দক্ষতা বাড়াতে চান ফরেক্স এ , তাহলে আপনাকে অব্শ্যই ডেমোতে ট্রেড করতে হবে । কেননা এর বিকল্প কিছুই নেই ।
আমার মতে একজন নতুন ট্টেইনার ফরেক্স এ আসলে তাকে ফরেক্স এ কোচিং করে তাকে অনেকটা বুঝতে হবে যে ফরেক্স কী। তারপর তাকে ফরেক্ম এ ডেমো একাউন্ট থুলে তাকে কমপক্ষে ৬ মাস ডেমো প্রাকাটর্স করতে হবে। এবং তাকে ডেমোতে ট্টেড করা শিখতে হবে যে কী ভাবে ট্টেডা করলে ফরেক্স থেকে আয় করা যায়।
ফরেক্স ব্যবসায় সফল হতে হলে প্রয়োজন প্রচুর পরিমাণে চর্চা করা। আপনি যত বেশি চর্চা করবেন ফরেক্স এ আপনার লস হওয়ার কারণকারণগুলো ধরতে ও শুধরে নিতে পারবেন তত বেশি দক্ষ হবেন ।আর চর্চা করার জন্য সহজ উপায় হলো ডেমো একাউন্ট এ ট্রেড করা কারন এখানে আসল টাকা লস হওয়ার ভয় থাকে না । রিয়েল ট্রেড করার আগে কম পক্ষে 6 ছয় মাস ডেমো ট্রেড করা ভালো।
আমার মনে হয় এটা নির্দিষ্ট করে বলা মুসকিল। কেননা একজন মানুষ কতদিনে নিজেকে সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে সেটা নির্ভর করবে তার নিজে প্রচেষ্টার উপর। তাই কেউ যদি একসপ্তাহেই নিজেকে সফল ভাবে গড়ে তুলতে পরে তাহলে তার জন্য একসপ্তাহই যথেষ্ট। আর কারো ক্ষেত্রে যদি ২বছর সময় লাগে তাহলে তাকে ২বছরই ডেমোতে প্রাক্টিস করা উচিৎ।
আমি মনে করি ডেমো দিয়ে ট্রেডিং করার কোন বাধাধরা সময় নাই , ডেমো দিয়ে যত ট্রেড কোরা যাবে ততই আমাদের জন্য মঙ্গল কারন ডেমো ই একমাত্র পথপ্রদর্শক জার মাধ্যমে আমরা ফরেক্স ব্যবসা শিখতে পারি । এজন্য আমি মনে করি কমপক্ষে ৬মাস ডেমো দিয়ে ট্রেড করা তা হলে আমরা খুব সহজেই লাভবান হতে পারব।
:dআমার মতে ডেমো করা উচিত যতোদিন আপনার মনে হই আমি রিয়্যেল মার্কেটে কাজ করতে পারবনা ততদিন আপনাকে ডেমোতে কাজ করতে হবে। তবে ৬ মাস কাজ করলে মটামুটি ফরেক্স সম্পর্কে ভাল জানা যায়।
আমার মতে ডেমো একাউন্ট এ যতই ট্রেড করা যাবে ততই দক্ষতা বাড়তে থাকবে। ফরেক্স ট্রেড এ ডেমো একাউন্ট এর গুরুত্ব অপরিসীম। আপনি যদি রিয়াল ট্রেড শুরু ও করে থাকেন তাহলেও আমি বলব রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো একাউন্ট এ ও সুযোগ পেলে ট্রেড করুন আমার মতে কম পক্ষে ৬ মাস ডেমো একাউন্ট এ ট্রেড করা উচিত।
অাসলে ঠিক কতদিন ডেমো করতে হবে তার জন্য কোন ধরনের নিদ্দিষ্ট সময় নির্ধারণ করা নেই । কেননা ডেমো ট্রেডিং-এ প্রত্যকটা ট্রেডার করে থাকে সাধারণত তাদের নিজেদের ট্রেডিং দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার জন্য । তাই আমি মনে করি যে ততদিন পর্যন্ত একজন ট্রেডারের ট্রেড করা প্রযোজন যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে রিযেল ট্রেডিং প্লাটফ্রমের জন্য প্রস্তুত করতে পারছে । ট্রেডিং দক্ষতার উপরেই ফোকাস করতে হবে ।
আমার মতে কিছু না হলেও সর্বনিন্ম ১ মাস তো ডেমো একাইন্টে ট্রেড করলে ভালই হয়। তাছাড়া সে সকল ট্রেডারদের জন্য খুবি ভাল যারা নিয়মিত ডেমো একাউন্টে ট্রেডিং প্যাকটিস করে। সব থেকে গুরুত্বপূর্ন বিষয় হল শুধু প্যাকটিস করলেই হবেনা ভুল ত্রুটি গুলোকে এরানোর জন্য নোট করে রাখতে হবে। আর ডেমো একাউন্টের ক্যাপিটালটি সম্পূর্ন নিজের ইনভেস্ট ধরে প্যাকটিস করলে ভাল শিখতে পারবেন আশা করি।
ডেমোর কোনো শেষ নেই। যখনি নতুন কোনো স্ট্র্যাটেজিতে হাত দিবেন আপনাকে ডেমো করতে হবে। আর নতুনদের জন্য ভালো হলো কমপক্ষে ছয় মাস ১০% এর কম ড্রডাউন রেখে লাভ করে তারপর লাইভে আসা। ভালো হয় ১ বৎসর হলে। কিন্তু ১ বৎসর ডেমোতে প্রাকটিস করা অনেক কঠিন। তাই ১০-২০ ডলারের সেন্ট একাউন্টে প্রাকটিস করলে সিরিয়াসনেস আসে এবং প্রাকটিসটাও ভালো হয়।
আমিতো সবাইকে বলি ৬ মাস ডেমো ট্রেডিং করতে এখন আপনি কত করতে পারবেন তা আপনার ব্যাপার কারন আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি আপনার অভিজ্ঞতা বাড়বে, জআন বাড়বে। ফলে আপনার লাভের পরিমান ও অনেক বেড়ে যাবে। তাই আপনি যত বেশি প্যাকটিস করবেন ততো বেশি এক্সপার্ট হবেন।
এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
কমিশন নেয় । আপনি যত বেশি ট্কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। রেড ওপেন করবেন ব্রোকার প্রতিটি ট্রেড এ কিছু কমিশন নিবে । এই জন্য ফরেক্স ট্রেডিং এ আমরা উভয়ই লাভ করতে পারি ।
লাভ বান হয় আপনি ডিপোজিট করতে পারবেন খুব সহজেই এ জন্য আপনাকে ইনস্টাফরেক্স এর ডিপোজিট । না যদি আমরা লস করি তাহলে কি রকম হবে বলেন আপনারা । ব্রোকার লাভ বান হবার গেলে আমাদের আগে অনেক কিছু করতে হবে।
ডেমো কতদিন করতে হবে আপনি নিজেই বুঝতে পারবেন তবে অনেক বেশি ডেমো অনুশীলন করলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে । তারপর ও আমি বলব ডেমো এবং রিয়েল ট্রেডের মধ্যে অনেক প্রার্থক্য । দেখা যায় ডেমো ট্রেডে কোন ইনভেস্ট থাকে না তাই টেনশন ছাড়া অনুশীলন করা যায় রিয়েল ট্রেডে ঠিক সেরকম না ।
আপনি ৫/৬ মাস ডেমো করতে পারেন ডেমো অনুশীলন করার পরে আপনি চাইলে নিজেকে জাস্টিপাই করা জন্য ১ ডলার দিয়ে রিয়েল ট্রেড করে দেখতে পারেন তাহলে আপনি নিজেকে বিচার করতে পারবেন ডেমো অনুশীলন করে কতটুকু শিখতে পারছেন । আপনি যদি ১ ডলার লস করেন তাহলে আপনি মনে করবেন আপনার আরও অনুশীলনের দরকার আছে আর ১ ডলার দিয়ে ভাল প্রফিট করতে পারেন তাহলে বুঝবেন অনুশীলন ভাল হয়েছে ।
ট্রেড করেছি।প্রথমে ডেমোতে লস হত কিন্তু কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। অনেক দিন ট্রেড করার পরে আমি ডেমোতে প্রায় সময় লাভ করতাম।আমি যখন দেখলাম ডেমোতে ট্রেড করার পরে বেশীর ভাগ সময়ে লাভ হয় তখনই রিয়ালে ট্রেড শুরু করলাম।আপনি ও প্রথেমে ডেমোতে শুরু
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
ফরেক্স শেখার জন্য আমাদের অবশ্যই ফরেক্স ট্রেডিং এ দক্ষতা লাভ করতে হবে।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এটা শিখতে মিনিমাম ৬ মাস সময় দেয়া উচিৎ।।। ফরেক্স করে ইনকাম করতে চাইলে ফরেক্সের নিয়ম কানুন মেনে ট্রেডিং করতে হবে।।। ফরেক্স করে আমরা লাভবান হতে পারি।। তবে রর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।।।
ফরেক্স এ ডেমো প্রার্কটিস করার শেষ এর কোন সময় দিতে পারবে না। ফরেক্স্ এমন একটি ব্যবসা যা প্রতিনিয়ত সবসময় নতুন কিছু করে কিছু হয় যা শিখার প্রয়োজন হয়। তবে যাই হোক ফরেক্স্ এ ডেমো প্রার্কটিস্ করতে হবে কমপক্ষে ৮-১০ মাস এর বেশী। তবেই মোটামাটি ফরেক্স্ এ কাজ করা যাবে।
আপনি যত দিন পারেন ডেমো ট্রেডিং করতে পারেন তবে আপনাকে আমি মনে করি ৪ থেকে ৫ মাস করা উছিত | আপনি যত পারতিস করবেন তত শিকবেন| ফরেক্স এ জানার কন শেষ নাই আপনি ডেমো পারতিস করতে করতে এক সময় ফরেক্স আপনার ভাল ভাবে শিখতে পারবেন |
ডেমোর প্রাকটিস সবসময়ই রাখা উচিত। যখনি কোনো নতুন স্ট্রাটেজি প্রয়োগ করবে তার আগে ডেমো প্রাকটিস করে নেয়া উচিত। আর যারা নতুন আছে তাদের জন্য ডেমোতে কমপক্ষে ছয় মাস নিরাপদ লাভ করে তারপর লাইভে আশা উচিত। এখন এই লাভ করতে যত দিনই লাগুক। তবে এত দিন ডেমো প্রাকটিস করা কঠিন। তাই কিছুদিন প্রাকটিসের পর ১০ ২০ ডলারের সেন্ট একাউন্টে প্রাকটিস করা যেতে পারে।