-
হ্যাঁ বর্তমান পর্যন্ত ফরেক্সই আমার একামাত্র পেশা । আমি একজন ছাত্র । তাই ফরেক্স এর বিস্তারিত শুনে আমি আগ্রহ বোধ করেই এই অনন্য সুন্দর জগতে প্রবেশ করি । আর বর্তমানে নতুন ট্রেডার হিসেবে ফরেক্স আযত্তে আনার চেষ্টা করছি । নতুন হিসেবে শুরুটা কিছুটা কঠিন লাগছে , কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে সফল হতে হলে অবশ্যই আমাদেরকে অনেক বেশি পরিশ্রম ও ধৈর্য্য ধারণ করতে হবে ।
-
ফরেক্স আমার একমাত্র পেশা। আমি একজন ছাত্র এবং আমি গত ৪ বছর ধরে ফরেক্স এ কাজ করছি। ফরেক্স আমাকে অনেক কিছু দিয়েছে। আমার পড়াশুনার খরচ ও আমি ফরেক্স এ কাজ করেই পাই। ফরেক্স আমার জিবনে অনেক পরিবর্তন এনেছে এইজন্য আমি সব সময় ফরেক্স কে ধন্যবাদ জানাই।
-
আমি একজন ছাত্রী। আমি আমার পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জন এর জন্য ফরেক্সকে পেশা হিসেবে বেছে নিয়েছি। আমি এ ছাড়াও টিউশনি করি।
-
না, ফরেক্স আমার একমাত্র পেশা নয়। আমি একজন ছাত্রে, পড়ালেখার পাশাপাশি ফরেক্স ট্রেড শিখছি। ইচ্ছা আছে অন্য পেশার পাশাপাশি ফরেক্স ট্রেড করার। যদিও ফরেক্সে ট্রেড করা তত সহজ নয় তবে ফরেক্সে পার্ট টাইম পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা আছে।
-
আমি একজন ব্যবসায়ী । ব্যবসার পাশাপাশি আমি নিয়মিত ফরেক্স নিয়ে পড়ালেখা করি । ভবিষ্যতে যখন ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করতে পারব তখন এই ফরেক্স ট্রেডিং কেই পেশা হিসেবে নিতে চাই ।
আমার বিশ্বাস নিয়মিত ফরেক্স নিয়ে পড়ালেখা করলে ফরেক্স কে পেশা হিসেবে নিতে পারব ।
-
আমি অনেক দিন যাবত বেকার ছিলাম এক জনের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানতে পেরে কাজ করা শুরু করি এখনো ফরেক্স সম্পর্কে জানার চেস্টা করছি। কিন্তু লস ছাড়া লাভ পাইনা কারন একবার লাভ করলে দুইবার লস করি মাঝে মাঝে হতাশ হয়ে ফরেক্স ছেরে দিতে ইচ্ছা করে।
-
আমি ফরেক্স মার্কেটে পার্ট টাইম ব্যবসা করি। কিন্তু ফরেক্স মার্কেটে ২৪ ঘন্টা কাজ করার মত জায়গা আছে। এখানে যত সময় দেয়া যাবে ততই মংগল। তাই আমি মনে করি এখানে ২৪ ঘন্টা কাজ করা উচিৎ।
-
ফরেক্স একটি ওয়ার্ল্ড ওয়িএদ বিজনেস। এটা এক প্রকার পেশা , এটা যে লাইফ টাইম করতে হবে এমন্তা নই বুত করা যাই। সকলে এই ফরেক্স বিজনেস ট্যাঁ কে মাইন বিজনেস হিসাবে নিইয়ে নিয়াছে। শুধু তাই নই এখান থেকে অনেকেই ভাল ভাবে লাভবান হইয়া এখন সুন্দর লাইফ লিড করছে।
-
ফরেক্স ব্যবসাই হল অামার একমাত্র পেশা । কারণ অন্য সব ব্যবসায় এত লাভ নেই এই ফরেক্স ব্যবসার মত । সুতরাং সবাই ফরেক্সকে আমরা একমাত্র পেশা হিসেবে বেছে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করে তারপর ট্রেড করুন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
আমি মনে করব ফুল টাইম বেবসায়িরা এই মার্কেট থেকে ভাল প্রফিট করতে পারবেন । কারন তাদের কাছে যথেষ্ট সময় আছে মার্কেট এ ট্রেড করার জন্য তাই পার্ট টাইম ট্রেডারদের থেকে ফুল টাইম ট্রেডাররা এই মার্কেট এ সফল বেশী আর এই সফলতাকে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে অবিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
না। ফরেক্স আমার একমাত্র ব্যবসা নয়। আমি ফরেক্স ব্যবসা করি পার্টাইম হিসাবে। আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার চাকরিটা কম্পিউটার অপারেটর তাই আমার ফরেক্স করতে তেমন সমস্যা হয় না।
-
না ফরেক্স আমার একমাত্র পেশা নয়। আমার অন্য ব্যবসা রয়েছে। মুলত আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসার পাশা পাশি ফরেক্স করে থাকি। ফরেক্স কে আমি আমার পার্ট টাইম জব হিসেবে নিয়েছি। সবাই চায় তার নিজের আয় কে বাড়িয়ে নিতে। আমিও আমার আয় বাড়িয়ে নিতে ফরেক্স করে থাকি। আশা করি আমি সফল হতে পারব।
-
আমি ছাত্র আমি ফরেক্স মাকেট থেকে আয় করব বলে ফরেক্স করে থাকি | এখন আমার বতমান পেশা ফরেক্স ফরেক্স থেকে আয় করতে চাই আর আমার ছাত্র জিবনকে সুন্দর করতে চাই ফরেক্স থেকে আয় করে | আমি মনে করি ফরেক্স এর পাশা পাশি কিছু একটা করা থিক হবে কারন ফরেক্স মাকেট হোলো রিক্সি মাকেট |
-
অবশ্যেই ফরেক্স আমার জীবনের প্রথম একটা পেশা এবং আমি এই পেশাতে এসে অনেক বেশি পরিমাণে চ্যালেন্জিং ও উদ্যেমি ভাব অনুভব করেছি । আসলে ফরেক্সে এসে আমি একজন নতুন ট্রেডার এখানে এসে আমি একজন আন্তর্জাতিক ট্রেডার হতে পেরেছি যেটা অবশ্যই আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় । ফরেক্স করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার সিকিউর করতে পারে ।
-
না আসলে আমি পেশায় একজন গৃহিনী আমি ফরেক্স ট্রেডিং বিষযে একটু একটু করে জ্ঞান লাভ করেছি আর এখন আমি রিয়াল ট্রেডিংয়ে নিয়মিত ভাবে ট্রেড করছি। আমি আমার অবসর সময়গুলো নষ্ট না করে সেই সময়ে ফরেক্সে ট্রেড করি নিযমিত ভাবে ফোরামে পোস্ট করে এই ভাবে কাটিয়ে থাকি।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
ফরেক্স এ করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার তেমন দরকার না হলেও আপনার ইংলিশ সম্পর্কে ভাল ধারনা থাকে হবে। কারন ফরেক্স সম্পর্কে বিভিন্ন গুরুত্ব পুরন তথ্য এবং টিওটওরিয়াল গুলও ইংলিশ এই থাকে। এবং এর পাশাপাশি আপনাকে নেট কিভাবে ব্রাউজ করে সেই অভিজ্ঞতাও থাকতে হবে তা না হলে আপি কোনও গুরুত্ব পূর্ণ বিশয় কিভাবে খুজে বের করতে হয় তা পারবেন না।
-
আমি একজন ছাত্র আমার প্রধান পেশা হচ্ছে লেখা পড়া আমি আমার পরাশোনা বাবত যে খরচ হয় তা ফরেক্স থেকে কাজ করে লেখাপড়া চালাই ।ফরেক্স আমার কাছে একটা ব্যবসা এখান থেকে আমি আমার আর্থিক অভাবটা পুরন করি। ফরেক্স এমন এক ধরনের ব্যবসা যা যে কোনো মানুষ করতে পারবে । এখন আমি ফরেক্স এ পারটাইম জব হিসেবে কাজ করছি তবে লেখা পড়া শেষ হলে ফরেক্স কে প্রধান পেশা হিসেবে কাজ করে যাবো।
-
আমি একজন চাকুরীজিবী । আমি ফরেক্স কে পাট টাইম পেশা হিসাবে গ্রহন করতে চাই । আমি জানি দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেট এ ভালো প্রফিট করতে পারে । তার পরও আমি চাকরীর পাশাপাশি ফরেক্স করতে চাই। তাই ফরেক্স আমার একমাত্র পেশা হিসাবে নেব না। কারন ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ মার্কেট এখানে একটু ভুল সিন্ধান্তে বিরাট লসের ভয় থাকে ।
-
আমি জব করি আর ফরেক্স মার্কেট এ টেড করি আমার ইছা আছে আমি ফুল টাইম ফরেক্স মার্কেট এ টেড করব তবে বাড়িতে টেড করা হয় না গেস্ট আশে কিছু কাজ ও থাকে তাই টেড করা হয় না তাই আমি চিন্তা করছি যখন আরও বেশি লাভ করতে পারব তখন আমি একটা ছোট অফিস করে আমি ফুল টাইম টেড করব না বাসাই একটা রুম এ অফিস করব ।
-
বর্তমানে ফরেক্স ট্রেডিং ই আমার এক মাত্র পেশা আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স মার্কেট এ ট্রেড করে থাকি আমি ফরেক্স মার্কেট এ পার্ট টাইম ট্রেদার তবে পড়াশুনা শেষ হলে ফরেক্স মার্কেট ই প্রফেসোনালি ট্রেড করার ইচ্ছা আছে আমি এখন ফরেক্স মার্কেট এর পেসনে দৈনিক ৪ ঘন্টা সময় বেয় করতে পারি।
-
ফরেক্সকে প্রথমে একমাত্র পেশা হিসেবে নেওয়া ঠিক না। ফরেক্স সম্পর্কে ভাল ভাবে জেনে বুঝে একমাত্র পেশা হিসেবে নেওয়া ভাল। তবে ফরেক্সের পাশাপাশি অন্য যে কোন একটা পেশা থাকা ভাল তাহলে ফরেক্সে ভাল ভাবে ট্রেড করা যায়। লস হলে তেমন কোন প্রভাব পরে না।
-
আমার মতে প্রথমই ফরেক্স কে প্রফেশনার হিসেবে না নেওয়াই ভাল । প্রথমে পার্ট টাইম হিসেবে নিলাম সাথে অন্য কোন পেসা থাকলো যখন আমার ফরেক্স ইনকাম আমার মুল ইনকামের বেশী তখন ও এটাকে এক বছরের বেশী চালাতে হবে দেখতে হবে আমার ফরেক্স ইনকাম কন্টিনিউ করে কিনা । যদি করে তখন ভাবাতে হবে এটাকে প্রফেশনাল হিসেবে নেওয়া যায কি না। নতুন অবস্থায় এটাকে প্রফেশনাল হিসেবে না নেওয়াই ভাল।
-
আমি পড়াশুনা শেষ করেছি তার পাশা পাসি আমি ফরেক্স করছি আমি ফরেক্স থেকে আয় করতে চায় আমি মনে করি ফরেক্স থেকে আয় করতে পারব তাই আই ফরেক্স করছি | এখন আমার ফরক্স আর পরাশুনা এক মাত্র পেশা আর আমি ফরেক্স মাকেট করে যায় |
-
আমি পেশায় একজন শিক্ষক আমি আমার পেশা পালনের পর যেই সময় পাই সেই সময় এখানে ব্যায় করে ট্রেড করে থাকি। আমি ফরেক্স ট্রেডিংকে আমার নিজের পার্ট টাইম পেশা হিসাবে গ্রহন করেছি এবং এখান থেকে বেশ ভালই আয় করতে পারছি।
-
আমি একজন ছাত্র। পড়াশুনার পাশাপাশি ফরেক্স নিয়ে চর্চা করে করি। যাতে নিজে সাবলম্বি হতে পারি। এটা আমার একমাত্র পেশা নয়।
-
ফরেক্স ঘরে বসে, চাকুরি পাশা পাশি এমনকি এটাকে পেশা হিসাবে নিয়ে আপনি আপনার জীবনের চাহিদার আলোকে ইনকাম করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আজ হাজারো যোবক বেকার হয়ে ঘুরছে মানুষের ধারে ধারে শুধু একটি চাকুরি আশায়। আজ তাদের অনেকে ফরেক্সকে নিজেদের এয়ের বড় উৎস হিসাবে বেছে নিয়েছে। প্রতি মাসে অন্তত নিজের হাত খরচটা চালাছে।
-
ফরেক্স এ আমি সবে মাত্র কয়েম মাস হল যে আমি এই ফরেক্স এ জয়েন করেছি। ফরেক্স মার্কেট এ আমি যখন জয়েন করেছি তখন আমার মনে হচ্ছিল যে আমি কিছুই পারব না এবং আয় করতে পারব না। তবে আমি যখন খুব ভাল করে কাজ করতে শিখলাম তখন আমার কাছে এই ফরেক্স মার্কেট অনেক ভাল মনে হল। আমি একজন কম্পিউটার মাস্টার। আমি কম্পউটারের কাজ করি। যাই হোক আমি এই ফরেক্স মার্কেট থেকে একটি পেশা হিসেবে কাজ করতে চাই।
-
আমি একজন স্টুডেন্ট আর তার সাথে ফরেক্স ট্রেডআর হবার চেস্টা করছি । পড়া লেখা সেশ করে আমি একজন ভালো ট্রেডার হয়ে ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাই। কারন আমি জানি ফরেক্স কে পেশা হিসেবে নিলে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করে নিতে পারবো।
-
আসলে আমি ফরেক্স এর পাশাপাশি পড়াশুনা করি আমি ফরেক্স কে সারাক্ষণের জন্য করি না । আমি মনে করি ফরেক্স করে একজন সফল ট্রেডার হতে হলে এর পিছনে কিছু সময় দিতে হয় । আর সময় দেওয়ার জন্য সব থেকে ভাল হল ছাত্র জীবনের পরের জীবন তখন এই মার্কেট এ সময় দিয়ে এখান থেকে ভাল কিছু আয় করা সম্ভব হবে বলে আমি মনে করি ।
-
ব্যক্তিগতভাবে আমি ফরেক্স কে আমার পার্ট টাইম পেশা মনে করি কারন ফরেক্স মার্কেট একটি ঝুঁকিপূর্ণ মার্কেট এখানে আমাকে ট্রেড করতে হলে মনে রাখতে হবে এই পেশা হল একটি শেয়ার মার্কেট এর মত এখানে না বুঝে কোন ট্রেড করা চলবে না আপনাকে আমাকে শিখে তারপরে এই মার্কেট এ ট্রেড করতে হবে।
-
পেশা হিসেব চাকুরী রয়েছে তারপর ও ফরেক্স মার্কেটকে খিব বেশী ভালোবাসি । অামার চাকুরীর চেয়েও ফরেক্স মার্কেটে কাজ করতে ভালৌ লাগে কারণ হল অায় বেশী কষ্ট কম যদি হতে পারা যায় ফরেক্স পন্ডিত । অামরা চাব সকলেই পন্ডিত হতে তাহলেই অামরা লাভবান হতে পারব ।
-
ফরেক্স আমার একমাত্র পেশা না। কারন বর্তমানে ফরেক্সে বিনিয়োগ খুব কম। তাই পার্টটাইম হিসেবে ফরেক্স করছি। বিনিয়োগ বাড়াতে পারলে ফুলটাইম পেশা হিসেবে নিব।
-
আমি বর্তমানে ফরেক্স বাদে আর কিছুই করি না তাই এখন পর্যন্ত ফরেক্সই আমার একমাত্র পেশা। আমি বর্তমানে শুধুমাত্র ফরেক্স থেকে আয় করছি। আমি এই ব্যবসাকে আমার জীবনের পেশা হিসেবে নিতে চায়।
-
আসলে আমি একজন ছাত্র আর তার সাথে ফরেক্স ট্রেডআর হবার চেস্টা করছি । পড়া লেখা সেশ করে আমি একজন ভালো ট্রেডার হয়ে ফরেক্স কে পেশা হিসেবে নিতে চাই। কারন আমি জানি ফরেক্স কে পেশা হিসেবে নিলে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যাবস্থা করে নিতে পারবো।
-
ফরেক্স একমাত্র কাজের পেশা হতে পারে না কারন এখানে আপনার কাজের স্বাধীনতা আছে,যেমন আমি একজন ছাত্র ফরেক্স কে আমি পার্ট-টাইম হিসেবে গ্রহণ করেছি।
-
যদি আপনি ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে সময় দেন আশা করি আপনি ভাল আউটফুট পাবেন।