বাস্তব জীবনে আসলে আবেগের দ্বারা প্রভাবিত হয়ে কৃত কার্য কখনই সুফল বয়ে আনে না। আর ফরেক্স মার্কেটে েতা আবেগের কোন স্থানই নেই। আবেগের বসে এসে আপনি যখন কোন ট্রেড করবেন তখনই দেখবেন যে আপনার আর ব্যালেন্সের দিকে যথাযথো দৃষ্টি থাকবেনা ফলে যেকোনো সময়ে আপনি এই মার্কেটে দেউলীয়া হয়ে যাবেন। তাই এটা কন্ট্রোল করা খুবই কঠিন ভালো জেনেবুঝে করলে আর আবেগের প্রয়োজন হয়না আর ফতুর হওয়ার সম্ভাবনাও আর থাকেনা। তাই আমার মনে হয় ভালো অভিজ্ঞ্য হয়ে ফরেক্স ট্রেডিং করা উচিৎ।