-
ফরেক্স মাকেটে সপ্তাহে ৫ দিন খুলা থাকে আমি এই ৫ দিন ট্রেড করি | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি প্রতিদিন মাকেটে থাকতে হবে তাই আমি শুক্রবার ও ট্রেড করে থাকি | আমি বেশির ভাগ লাভ করি শুক্রবারে কারন শুক্রবারে মাকেট ভালো থাকে আমি মনে করি | আমার আয়ের জন্য শুক্রবার ভাল |
-
শুক্রবার টেড করা আমার কাছে ভালো লাগেনা তার কারন হলো যদি সিগনাল উল্টা দিকে যায় তাহলে অনেক টেনশন পোহাতে হয়।আর তাছাড়া সপ্তাহের শুরুতে মার্কেট কোন দিকে যাবে তাও বোঝা যায় না।তাই শুক্র বার টেড না করাই ভালো।
-
আমি শুক্রবারে ট্রেড করে থাকি । কারন আমি একজন চাকরিজীবি তাই আমি শুক্রবারে সময় পায় একটু বেশি তাই আমি শুক্রবারে ট্রেড করে থাকি । আর আমি একটু বেশি সময় নিয়ে ট্রেড করি যাতে লস না হয় ।
-
হ্যা আমি ফরেক্স মাকেট সপ্তাহে ৫ দিন করি ফরেক্স মাকেটে থেকে আয় করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেটে সব দিন ট্রেড করতে হবে তবেই ফরেক্স থেকে আয় করা যাবে | আমি মনে করি ফরেক্স মাকেট করতে হলে প্রতি দিন মাকেটে থাকতে হবে লস হক বা লাভ হক তবে ফরেক্স থেকে কিছু শিখা যাবে |
-
আমি শুক্রবার দিন ট্রেড করি না কারন এই দিন আমি ট্রেড করে তেমন লাভ করতে পারি না তাই আমি এই দিন কে বাদ দিয়ে ফরেক্স মার্কেট থেকে ট্রেড করে থাকি আমাকে ট্রেড করার জন্য আমি বাকি ৪ দিন কে বেশী করে বেছে নেই তাই আমি তেমন লস করি না ।
-
না আমি শুক্রবার ট্রেড করি না বললেই চলে। কারন- বেশির ভাগ সময়ই আমি শুক্রবারের মার্কেট বুঝতে পারি না। এদিন অনেক রকমের নিউজ থাকে। তাই সচারচর আমি শুক্রবার ট্রেড থেকে বিরত থাকি। কিন্তু অনেকেই আছে যারা শুক্রবার মার্কেটে ট্রেড করে এবং অনেক বেশি প্রফিট অর্জন করে।
-
আমি আগে শুক্রবার দিন ট্রেড করতাম না । কারন সে সময় আমি নতুর ট্রেডার ছিলাম । কারন শুক্রবার দিন ট্রেড করলে অনেকে অনেক বড় লস করে থাকে । তবে এক্ষন আমি অনেক ভাল ট্রেড করি । আমি অনেক প্রফিট করতে পারি । তাই বলবো যে আমি এখন প্রতি শুক্রবার দিন ট্রেড করি আর আমি অনেক অনেক প্রফিট ও করি ।
-
আমি একজন চাকুরীজিবী তাই সপ্তাহে শুক্রবার আমার চুটি থাকে । তাই আমি শুক্রবার মার্কেটে বেশি সময় দেওয়ার চেষ্টা করি । অবসর সময় না কাটিয়ে ফরেক্স ট্রেড করে এই সময়কে কাজে লাগিয়ে আমরা লাভবান হতে পারি ।
-
না ভাই, আমি শুক্রবার দিন ট্টেড করি না। কানর শুক্রবার দিন মার্কেট রাতে বন্ধ হয়ে যায় যা আমি পরে বুঝতে পারি না যে মার্কেট কোন দিকে যেতে পারে।
-
বৃহস্পতি বার ইউরপের কেন্দ্রীয় ব্যঙ্ক মুদ্রানীতি ঘোষণা করে তাই পরদিন মার্কেট বেশি আপডাউন করে (ইউরো সংশ্লিষ্ট কারেন্সি পেয়ারে)। এদিন বাজারের নিউজ এর দিকে নজর রেখে বাজার সঠিক ভাবে বিশ্লেষণ করে ট্রেড করতে পারলে ট্রেড থেকে লাভ করার সম্ভাবনা বেশি থাকে। আবার বিশ্লেষণ সঠিক না হলে পুঁজি হারানর সম্ভাবনা ও রয়েছে।
-
আমি বেশির ভাল শুক্রবার দিন ট্রেড বাহিরে থাকি তাই টেড করতে পারি না আর আমার টেড ইং সিস্টেম শুক্রবার দিন ভাল ট্রেড আসে না তাই করা হয় না টেড । তবে শুক্রবার দিন আমি যদি ট্রেড করি তা হলে আমি নিউজ টেড করি খুব আল্প সময় এ ভাল লাভ করা যাই আর তাই শুক্র বার দিন তাই এই ভাবে টেড করে থাকি লাভ ও হয় ।
-
শুক্রবার দিন রাতে মার্কেট ক্লোস হয়ে যায় যার জন্য শুক্রবার দিন ট্রেড করা খুব এ ঝুকিপূর্ণ কেননা যদি ট্রেড টি প্রফিট এ ক্লোস করতে না পারি তাহলে আমাদেরকে মার্কেট ওপেন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এতেকরে আমাদের ট্রেড টি লস ও হয়ে যেতে পারে আমি সুক্র বার দিন ট্রেড করিনা তবে কোনো হাই ইম্পেক্ট নিউস থাকলে ট্রেড করি তা ও অনেক বেশি এনালাইসিস করার সাপেক্ষে
-
ফরেক্স মার্কেটে আমি সবসময়ই ট্রেড করি কারন আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি । আমি যদি এই মার্কেট এ একটিভ না থাকি তাহলে মার্কেট সম্পর্কে ধারনা হবে না আর ধারনা না থাকলে আমরা শিখতে পারব না ।
-
ব্যক্তিগতভাবে আমিও মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
আমি প্রায়ই শুক্রবার মার্কেট এ্যানালাইসিস করি । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারবে । আমরা লোভ মোটেই করব না তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করতে পারলেই লাভবান হতে পারবে ।
-
ফরেক্স মার্কেটে মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
আমি ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ সময় বুঝে ট্টেড করি। আমি কোন দিন দেখে ট্টেড করি না্। আমি শুক্রবার দিন ট্টেড করি খুব কম। আমি বেশীর ভাগ সোম, মঙ্গল, বুধবার দিন ট্টেড করি। আর যদি আমি ভাল কোন ফরেক্স সিগনাল করি এবং আমার ধারনা মতে যদি আমি একটি ভাল পজশন দেখি তাহলে আমি ফরেক্স এ ট্টেড করি।
-
আমি ফরেক্স এ শুক্রবার এ কাজ করি কারন আমি একজন ছাত্রি শুক্রবার আমি সময় বেশি পাই আর ফরেক্স এ কাজ করতে হলে ট্রেড এ অভিজ্ঞ হতে হয় কারন ট্রেড এ অভিজ্ঞ হলে ফরেক্স মার্কেট কোন দিকে যাবে তা বুজতে পারা যায়। এর জন্য কন বার লাগে না। ফরেক্স থেকে ভাল কিছু করতে হ্লে আগে আপনাকে ট্রেড এ দক্ষ হতে হবে।
-
আমি মনে করি মার্কেট মুভমেন্ট কোন সমস্যা নয়। শুকুবারে আমার analysis কাজ করে না ঠিকভাবে আর এই জন্যই মাঝে মাঝে বিরত থাকি। তবে মনে মানে না ভাই কি যে করি মনে সপ্তাহে প্রতিদিন ট্রেড করা গেলে ভাল হতো। আপনি কি বলেন ?
-
আমি টেকনিক্যাল এনালাইসিসের মুভিং এভারেজ ক্রসিং (১৪/৫০) ব্যবহার করি।সাথে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স । আমি আমার মতো এনালাইসিস করে যখন সিগন্যাল পাই তখনই ট্রেড করি। শুক্রবার আমার কোন বিবেচ্য বিষয় নয়।
-
আসলে শুক্রবারকে ফরেক্স ডাইরিতে বলা হয় "ব্ল্যাক ফ্রাইডে", কারণ শুক্রবারে ফরেক্সের মেজর নিউজগুলো পাবলিশড হয়। আর এই নিউজগুলার এফেক্ট এতই মারাত্মক যে এর যেকোনো একটা নিউজই যথেষ্ট মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে দিতে। সাধারণত বিভিন্ন পেয়ারের ডেইলি, মান্থলি, উইকলি সাপোর্ট বা রেজিস্টেন্টগুলো এই শুক্রবারেই ভেঙ্গে নতুন সাপোর্ট-রেজিস্টেন্ট তৈরি করে। তাই শুক্রবারে ট্রেড করতে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়।
-
শুক্রবার দিন ট্রেড করা কিন্তু খুব রিক্সের ব্যাপার । অামরা এই রিক্স কখনোই নেব না । যে ট্রেডার রিক্স নিবে সে কখনোই সফলকাম হতে পারবে না । অামরা কখনোই শুক্রবার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করব তাহলেই অামরা ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারি ।
-
ব্যক্তিগতভাবে আমিও মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
অনেক ট্রেডারদের মাঝে এটা একটা ভ্রান্ত ধারনা থাকে যে শুক্রবার মার্কেট এ ট্রেড করা যাবে না। শুক্রবার মার্কেট বেশি ভোলাটাইল থাকে। শুক্রবার বেশডী নিউজ থাকে। ফরেক্স মার্কেট যত বেশি মুভ করবে ততই আমাদের জন্য ভালো। আসলে মার্কেট মুভ করলেই তো আমরা প্রফিট করতে পারব।
-
আসলে মার্কেট এনালাইসিস অনুসারে ট্রেড করতে হবে । শুক্রবার হোক কিংবা অন্য কোনদিন হোক না কেন আপনার ট্রেড হতে হবে মার্কেটের আচরণ অনুযায়ী । আর মার্কেটের আচরণ বিশ্লেষণ করার ক্ষমতাও থাকতে হবে । যেটাকে বলা হয় মার্কেট এনালাইসিস এ্যাবিলিটি । দক্ষ ট্রেডাররা সর্বদা ভালো করতে পারে কারণ তারা সঠিকভাবে মার্কেটের এনালাইসিস করতে পারে এবং সফল হতে পারে ।
-
ব্যক্তিগতভাবে আমি শুক্রবার দিন ট্রেড করি কারন এই দিন আমার কলেজ নেই কোন কাজ নেই তাই সারাদিন বেকার হয়ে পরি আর এই বেকার সময়ে আমি আমার ট্রেডিং এ সময় দেই এবং আশা রাখি এ থেকে আমি ভাল লাভ করতে পারব এবং ভাল করে ফরেক্স শিখতে পারব যা আমার ভবিষ্যৎ এ অনেক কাজে দিবে ।
-
সবাই মনে রাখলে উপকৃতই হবেন যে প্রতি মাসের প্রথম শুক্রবার নিউইর্য়ক সেশনের শুরুতেই সন্ধ্যা 6:30 pm বা 7:30 pm সময়ে সবচেয়ে বড় বড় কয়েকটি নিউজ প্রকাশিত হয়ে থাকে৷এই নিউজের প্রভাবেই মার্কেটে ব্যাপক লেনদেন হয়৷তাই প্রাইস খুবই দ্রূত উঠানামা করে, ট্রেন্ডও পরিবর্তন হয়ে যেতে পারে৷ফলে নতুন অদক্ষ ট্রেডারগণ ঐ সময়ে না বুঝেই ভূল করে ট্রেডে এন্ট্রী করে আর তাদের অনেকের ব্যালেন্সও হয়ে যায় শুন্য,ফকফকা৷তাই বিশেষ করে নতুন ট্রেডার অনেকেই শুক্রবারে ট্রেড করেন না৷
-
আমি মার্কেট দেখে ট্রেড নেই। মার্কেট এ যদি আমি ট্রেড সেটাআপ পাই তাহলে ট্রেড নেই। শুক্র বার ও আমি ট্রেড নেই। আমি আমার সিস্টেম এ যদি ট্রেড পাই তাহলে সেটা আমি মিস করি না। কারন শুক্র বার বা কোন দিন নেই যে আমি ট্রেড করি না।
-
ফরেক্স মার্কেট এ প্রতিদিন ট্রেড করার চেষ্টা করি। এখানে শুক্রবার মার্কেট শেষের দিন। তাই দিনের বেলায় মার্কেট প্রচুর মুভ করে। আবার ইউএস সেশনে ও মার্কেট খুব মুভ করে। তাই আমি শুক্রবার দিনেও ট্রেড নিয়ে থাকি। আর ভোলাটাইল মার্কেট এ প্রফিট হয় বেশী।
-
সাধারণত শুক্রবারে আমি ট্রেড করা থেকে বিরত থাকি।কারন এইদিন মার্কেট ভোলাটাইল অনেক বেশী থাকে।আসলে সবি নির্ভর করে মার্কেট এর মুভমেন্ত এর উপর জদিন মার্কেট এ ভাল মুভ থাকে তাই আমি শুক্রবারে ট্রেড করা থেকে বিরত থাকি।
-
ফরেক্স মার্কেটে সপ্তাহের এই শেষদিন শুক্রবার usd বেশিরভাগ সময়েই অনেকটা স্ট্রং থাকে। তাই ট্রেড নিলে ১২ টার পর আমেরিকান সেশনে স্ক্যল্পিং ট্রেড করা ভাল। এখন পর্যন্ত আমি শুক্রবার থেকেই ভাল প্রফিট করেছি, আপনি আমার হিস্ট্রি চেক করে দেখতে পারেন। যদি মনের মত মিলে যায় তাহলে ট্রেড করতে পারেন।
-
ফরেক্স মার্কেট এর মূল বিষয় যেটা সেটা হল, কারেন্সি আপডেট আর এই বিষয়টাই হল শুক্ত্রবার ঘটে থাকে। তবে যারা বিশেষভাবে ট্রেডিং অভিজ্ঞ তারা ইচ্ছা করলেই করতে পারেন। মূলত ফ্রি দিন টাতে আপনি অন্যান্য কাজের পাশাপাশি ফরেক্স এর ট্রেডিং টাও করতে পারেন।
-
শুক্রবার দিন ট্রেড করা ঝুকিপূর্ন কারণ হল যে শুক্রবার রাত ৩ টার সময় মার্কেট বন্ধ হয়ে যায় এবং সোমবার দিন মার্কেট পুনরায় চালু হয়। এই ২ দিন বিরতির পর মার্কেট কোন প্রাইস থেকে শুরু হবে তা আমরা কেউ জানিনা। যে কারণে বিশাল লসের সম্ভাবনা থাকে। এজন্য আমি শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকি বলাটা ভুল হবে কিন্তু মার্কেট ক্লোজ হওয়ার আগেই আমার ট্রেডগুলো ক্লোজ করে দেই। এবং সোমবারে পুনরায় ফ্রেশভাবে ট্রেড করা শুরু করি।
-
আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেট শুক্রবারে বন্ধ হয়ে যায়, যার ফলে মার্কেট অনেক বেশি উত্তাল থাকে অর্থাৎ মুভমেন্ট করতে থাকে, আর এ কারণেই মার্কেট কোন দিকে যাবে এটা বুঝে ওঠা কষ্টকর হয়ে দাঁড়ায় ফলস্বরূপ সঠিক সিদ্ধান্ত নেয়াটা হুমকিস্বরূপ হয়ে যায়।তাই পার্সোনালি আমি শুক্রবারে ট্রেড করা থেকে বিরত থাকার চেষ্টা করি, তবে যদি কখনো মার্কেটের মুভমেন্ট পজেটিভ বলে মনে করি বা এনালাইসিস এবং নিউজ এর অনুসারে পজেটিভ দিকে যাওয়ার সম্ভাবনা থাকে সে ক্ষেত্রে ট্রেড ওপেন করে থাকি, তবে তার পরিমাণ খুবই সামান্য। কেননা শুক্রবারে ট্রেড ওপেন করাটা আমার কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ বলেই মনে হয়।
-
আমি শুক্রবার দিন মাঝে মাঝে ট্রেড করে থাকি । কারণ এই দিনে মার্কেট অনেক উটা নামা করে থাকে । তাই আমি বলব শুক্রবার দিন এটু ভালবাভে বুঝে ট্রেড করলে ভাল হয় ।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ওপেন থাকে। শুক্রবার হল মার্কেট ক্লোজিং এর আগের দিন। এই দিনে মার্কেট সবচেয়ে বেশি ওঠানামা করে। যার কারণে মার্কেটের মুভমেন্ট সঠিকভাবে বোঝা যায় না। তাই এইদিন ট্রেড করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই মাঝে মাঝে শুক্রবার ট্রেড করা থেকে বিরত থাকি।
-
আমার কাছে শুক্রবার ট্রেড করতে অনেক বেশিই ভালো লাগে কারন এসময় মার্কেট মুভমেন্টটা অনেক বেশি হয়ে থাকে। তাছারা অন্যান্য দিনের ট্রেড থেকেই অনেকটা বোজা যায় যায় এদিন মার্কেট কেমন হতে যাচ্ছে তবে এজন্য অবশ্যই ভালো ধারনা থাকতে হবে ট্রেডারের।
-
যারা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য শুক্রবার ট্রেড করা ভালো হতে পারে আমার মত নতুন ট্রেডারের জন্য মোটেই ভালো হবে না। কারন একেতো অনেক বেশি নিউজ ইমপ্যাক্ট তারউপর মার্কেটের ভোলটালিটি কয়েক গুন বেড়ে যায় তাই ট্রেড করা থেকে বিরত থাকাই ভালো শুক্রবার।
-
আমার মনে হয় ফরেক্স ট্রেডারদের জন্য শুক্রবার হল একটি আদর্শ দিন । কারন এই দিনে ফরেক্স মার্কেট বেশি মুভিং করে । শুক্রবার দিন ফরেক্স মার্কেটে ভাল নিউজ থাকে এবং সেই সাথে মার্কেট আপট্রেন্ড ও ডাউন ট্রেন্ড বেশি করে, ফলে ভেবে চিন্তে সতর্কতা ও ধৈর্যের সাথে ট্রেড করলে লাভবান হওয়ার আশঙ্কা বেশিই থাকে ।
-
ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার এবং এখনও রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করেনি, তবে আমি যতদূর জানি যে শুক্রবার দিন মার্কেট অনেক বেশি উত্তাল থাকে, কেননা ঐদিন মার্কেট ক্লোজ হয়ে যায়, তাই কারেন্সি গুলো অনেক বেশি আপডাউন করতে থাকে, যেটা একজন ট্রেডারের কাছে বিভ্রান্তকর পরিবেশ তৈরি করে,আর এ কারণেই আমি রিয়েল অ্যাকাউন্ট ট্রেডিং শুরু করার পরেও শুক্রবারে ট্রেডিং করা থেকে বিরত থাকব।