-
ফরেক্সে ভয়ের থেকে লোভ বেশি ক্ষতিকর । কারন ফরেক্সে লোভ করে বেশি পরিমানে ভলিউম দিয়ে ট্রেড করা হয় , এতে লস হয় । কিন্তু ফরেক্সে ভয় পেলে এরকম কিছু হয় না এবং লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে । ভয় করে বেশি ট্রেড করতে চায় না , যার কারনে লাভ হলে ভালো হয় আর লস হলেও বেশি লস হয় না । ফরেক্সে কাজ করতে হলে কোন লোভ করা যাবে না । লোভ করলে ফরেক্সে টিকে থাকা যায় না । তাই ভয়ের থেকে লোভ বেশি ক্ষতিকর ফরেক্সের জন্য ।
-
আমরা সবাই জানি যে লোভ করা ভাল নয়। আর ফরেক্স ক্ষেতে লোভ করা বিপদজনক। কারন ফরেক্স এ লোভ করলে অনেক লসে সম্মুখীন হতে হয়। ফরেক্স এ কাজ করতে হলে আমাদের লোভটাকে সামলাতে হবে। লোভ করলে ফরেক্স এ টিকে থাকা যায় না। আর যারা ফরেক্স এ লোভ করে কাজ করবে তারা লাভতো করতেই পারবে না বরং লস করে ফরেক্স এ টিকে থাকতে পারবে না।
-
আমি মনে করি লোভ আর ভয় থাকলে কোন কাজেই সফলতা পাওয়া যায় না। তাই কোন কাজ করতে গেলে এই দুটোকে ছেড়ে দিয়ে তার পর কাজ করতে হবে। লোভ যেমন কোন ব্যাক্তির বিবেককে নষ্ট করে তেমনি ভয় কোন ব্যাক্তিকে কোন কাজে যাওয়ার আগে তাকে পিছিয়ে আনে। তাই লোভ ও ভয়কে ত্যাগ করা উচিৎ।
-
প্রতি টি বিজনেস এ যেমন লাভ লস আছে ঠিক তেমনই ফরেক্স বিজনেস এ লাভ লস আছে। বিজনেস এ যেমন লো ভ অ্যান্ড ভয় কাজ করলে বিজনেস উন্নততর হই না ঠিক তেমনি ফরেক্সে লো অ্যান্ড ভঅয় করলে ফরেক্স মার্কেট থেকে ছলে জেতে হবে।
-
আমি মনে করি লোভ এবং ভয় দুইটাই ফরেক্সে ক্ষতিকর। লোভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি প্রফিট করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।
-
লোভ এবং ভয় দুই ক্ষতিকর। তবে এর মধ্যে একটু তফাদ আছে। ভয়টাকে একটু না একটু সাহস করা যায় এবং ফরেক্স করা যায়। কিন্তু লোভ ভাল নয়। লোভ করা অনেকটা ক্ষতিকর। কারন লোভ করে ফরেক্স এ আসলে ফরেক্স থেকে আয় করা যায় না এবং ফরেক্সে এ খুব বেশী দিন টিকে থাকতে পারে না্।
-
লোভটাই বেশি ক্ষতি কর। আর ভয়টা হল ট্রেডের ভিতর আপনার শত্রু। কারন-- লোভ করলে আপনি আপনার এ্যাকাউন্ট যে কোন সময় হারিয়ে ফেলতে পারেন। আর ভয় করে ট্রেড করলে আপনি আপনার কাঙ্খিত লাভ হতে বঞ্চিত হবেন। তখন ভয়ে ভয়ে তাড়াতাড়ি ট্রেড ক্লোজ করে দিবেন। তার জন্য বেশি বেশি এ্যানালাইসিস করা দারকার। আর নিজের এ্যানালাইসিস এর উপর বিশ্বাস থাকা দরকার।
-
আমার মতে দুটাই ট্রেড এর জন্য খারাপ তবে ফরেক্স মার্কেটে লোভটাই বেশী খারাপ, ভয় আপনাকে ট্রেড থেকে দূরে রাখবে সঠিক সুযোগটি পাওয়ার পড়ও, আর লোভ আপনাকে বেশি বেশী ট্রেড এবং বড় লট এর অর্ডার দিতে বাধ্য করবে যেটা আপানর অ্যাকাউন্টকে খুব দ্রুত জিরো করে ফেলবে, তাই আমার কাছে ভয় এর চেয়ে লোভটাই বেশি খারাপ।
-
লোভ হল সব থেকে বেশী ক্ষতিকর আর লোভের পর শুরু হয় লস আর লসের কারনেই ভয় শুরু হয় । অনেক ভেবে চিন্তে ট্রেড ওপেন করলেও লসের ভায়ে তা থেকে লাভ করা দুষ্কর হয়ে পরে । তাই আমাদের মন থেকে ভয় লোভ সব কিছু ঝেরে ফেলে দিতে হবে তবেই ফরেক্স মার্কেট এ সফল হতে পারব।
-
ভয়ের চেয়ে ফরেক্স ব্যবসায় লোভ বেশী ক্ষতিকরে । যে ব্যবসায়ী ফরেক্স ব্যবসার ভিতের দক্ষতা কাজে লাগে সে অবশ্যই সফলকাম হতে পারে । সুতরাং আমরা বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব । আর আপনারাও আগে লোভকে সামলিয়ে নেন তাহলে কিছু না কিছু লাভবান হতে পারবেন । কিন্তু লোভ আর ভয় দুটোই খারাপ ফরেক্স ব্যবসার জন্য ।
-
লোভে জলে সব থেকে খারাপ জিনিস তাই লোভ করে ফরেক্স করলে আপনি লস করবেন আমাদের সব সময় ফরেক্স মার্কেট এ লাভ করতে হলে লোভ ছাড়তে হবে কারন লোভ নিয়ে কেউ এই মার্কেট থেকে লাভবান হত্যে পারবে না তাই আমাদের কে লোভ বরজন করতে হবে ।
-
আমি মনে করি লোভ পুরাটাই ক্ষতির কারন । আর ভয় কিছুটা ভাল কাজ করে যদিও প্রফিট একটু কম হয় কিন্তু লস হয় না । তবে বেশি ভয় ভাল না আবার একেবারে বেপরোয়া হওয়াটাও ভাল নয় ।
-
ফরেক্স মার্কেটে ভয়ের চেয়ে লোভ বেশী ক্ষতি করে । আমরা কখনোই বেশী লোভ করব না । আমরা সব সময় লোভ থেকে বিরত থাকব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা যদি করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন । অতএব বেশী বেশী এ্র্যানালাইসিস প্রয়োজন এই মার্কেটের জন্য ।
-
ফরেক্সের ক্ষেত্রে লোভ এবং ভয় উভয়ে চরমভাবে ক্ষতিকর । ফরেক্সের ক্ষেত্রে লোভ মানেই হল নিজের পায়ে কুড়োল মারা । আর ভয় মানেই হল পরাজয় । আমরা যখন লোভ করি তখন আমাদের কোন হীতাহিত জ্ঞানবোধ থাকে না । তখনই আমরা ব্যাপকভাবে লসের সম্মুখীন হয়ে থাকি । আর ভয়ের ফলে আমাদের আত্নবিশ্বাস অনেক হ্রাস পায় যা কোনভাবেই আমাদের জন্য ভাল নয় ।
-
ফরেক্স এ যখন এক ট্রেডার একাধারে লস খায় তখন সেই লোভ আর থাকে না। তখন মনে একটা ভয় জেগে যায়। আর এই ভয় হলে তখন যে ট্রেড এ লাভ করা সম্ভব সেই ট্রেড দিতেও আমরা ভয় পাই। ফরেক্স এই দুইটাই ক্ষতিকর। লোভ করা ও ভালো নয়।
-
ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁটা অনুভব করি আমাদের মনের ভেতরের লোভ এবং ভয়ের কারনে৷আমরা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷এখানে প্রচন্ড লোভ কাজ করে৷ডলারের লোভের ফাদেঁ পড়ে খরগোশ হয়ে লাফালাফি করি৷আর লস হওয়ার ভয়ে প্রচন্ড ভীত হয়ে পড়ি,লসের ভয়ে চোখের ঘুম পালায়,ক্ষুধা পালায়,মাথার চুলও পেকে যায় দ্রুত,বাকশক্তি কমে যায়,হাইপার টেনশনের রোগী হয়ে যাই এক একজন ট্রেডার৷
-
লোভ ও ভয় হল ফরেক্স মার্কেট এর বিপরিত অংশ তাই আমাদের কে লোভ ভয় কে দূর করতে হবে তাই আমাদের কে ভয় মুক্ত হয়ে লোভ থেকে পরিত্যাগ করে আমাদের কে ট্রেড করে যেতে হবে লোভ অনেক বেশী ক্ষতিকর কারন লোভে আমরা সব শেষ করে ফেলি নিমিসেই তাই আমাদের কে লোভ কমাতে হবে ফরেক্স মার্কেট এ কারন লোভে পড়ে আপনি ট্রেড করলে আপনি সব কিছুই হারাতে হবে
-
লোভ করা সবক্ষেত্রে খারাপ। লোভ করলে কোন কাজে সফল হওয়া যাই না। তবে ফরেক্স মার্কেটে লোভ করলে অনেক ক্ষতি হয়ে যাবে। ফরেক্স মার্কেটে লোভ করলে লাভের চেয়ে লসের পরিমান বেশি হয়। আর এই মার্কেটে ভয় এর চেয়ে লোভ বেশি ক্ষতি কর।
-
লোভ ও ভয় দুইটাই আমাদের জন্য অনেক ক্ষতিকর তাই আমাদের কে লোভ ভয় দূর করে এই ফরেক্স মার্কেট হতে লাভের জন্য আমাদের কে সামনের দিকে অগ্রসর হতে হবে কখনই আমাদের লোভ করা যাবে না ফরেক্স মার্কেট হতে তাহলে আমরা আমাদের সকল কিছু হারাতে পারি অনেক সহজেই ।
-
লোভ করলে অধঃপতন এবং ভয় পেলে কাজের অগ্রগতি কখনই হবেনা। এ দুটোকে সব সময় এড়িয়ে চলা উচিত। ফরেক্সে লোভ এবং ভয় পেয়ে কেউ সফল হতে পেরেছে বলে আমার মনে হয় না। যদি কেউ বেশি বেশি লস করছেন এবং ভয় পেয়ে ট্রেড করছেন না তাদের কে বলছি আপনি এ দুটো এড়িয়ে কাজ করুন। তাহলেই ফরেক্স আপনাকে সুন্দর এবং সফল জীবন উপহার দিবে।
-
প্রতিটা ব্যবসায়ে লোভ এবং ভয় দুটাই থাকে। ফরেক্সের ক্ষেএে আমি বলতে পারি যে লোভটা বেশি কাজ করে।তাহলে ফরেক্স ট্রেডিং এর মাধমে ব্যবসা করতে হলে বেশি লোভ করা যাবেনা।আবার ভয় পেলেও চলবেনা তাই আমি বলতে পারি ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে লোভ এবং ভয় দুইটাকে কনটল করে ব্যবসা করতে হবে।আমি মনে করি কোন কিছু বেশি ভালোনা।
-
লোভে ও ভয় দুইটাই আমাদের জন্য সমান ক্ষতিকর তাই আমাদের কে ট্রেড করতে হলে মন থেকে লোভ ও ভয় দূর করে ট্রেড করতে হবে । ফরেক্স মার্কেট থেকে আমরা চিরদিনের জন্য আয় করতে চাই আর এ জন্য আমাদের কে কখনই লোভ করা উচিত হবে বলে আমি মনে করি না ।
-
আমি মনে করি লোভ বেশী ক্ষতিকর কারণ লোভের কারণে একটি ট্রেড থেকে মার্জিন কল পাওয়া যেতে পারে কিন্তু ভয়ের কারণে কখনো এতো বড় লটের ট্রেড ওপেন করার সাহস হয় না । ফলে ক্যাপিটাল এর উপর কোন রিস্ক তৈরি হয় না । তবে লোভ এবং ভয় দুটিই ক্ষতিকর এবং দুটির কারণে একটি ট্রেডার লসের সম্মুখীন হতে পারে । তাই দুইটিকেই পরিত্যেগ করার চেষ্টা করতে হবে ।
-
আমি মনে করি যে, লোভ বেশী ক্ষতিকর কেননা লোভের বশে যে কেউ তার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যার্থ হয় এবঙ ক্ষতিতে পড়ে। তাই আমাদের উচিত লোভে না পড়ে স্থির সিদ্ধান্ত নিয়ে ফরেক্স এ সফল হোয়া। লভের কারনে আপনি বড় বড় লসের সম্মুখিন হতে পারেন আর ভয়ের কারনে আপনি প্রফিত করতে পারবেন না। যেমন আমি লোভকে জয় করতে পেরেছি ঠিকই কিন্তু এখনো ভয়কে জয় করতে পারিনি। যার কারনে আমি লস করছিনা ঠিকই কিন্তু লাভও তেমন একটা করতে পারছিনা।
-
আমরা সবাই বাংলা একটা প্রবাদ এর সঙ্গে পরিচিত আর তা হল লোভে পাপ পাপে মৃত্যু ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদ বাক্যটি শুনতে শুনতে বড় হয়েছি তবে বাস্তবিক লাইফে অর্থাৎ কর্মব্যস্ততা ময় এই জীবন ব্যবস্থায় আমরা এই প্রবাদ বাক্যটি অনুসরণ করে খুব কমই চলতে পারি। এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা। লোভ একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারকে ও অতি উৎসাহী এবং অতি আবেগী করে ভূল ট্রেডিং এর দিকে যেতে উৎসাহিত করে যার ফলে অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন জ্ঞান থাকা সত্বেও অনেক ফরেক্স ট্রেডার শুধুমাত্র লোভের দাঁড়া পরিচিত হয়ে ফরেক্স মার্কেটে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরে। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে প্রফিট অল্প হলেও বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।আর ভয় মানুষকে ভূল কাজ করতে বেশী উৎসাহ দেয়।ভয় কে সবসময় এরিয়ে চলুন। ভয়কে জয় করতে পারলেই ভালো কিছু করতে পারবেন জীবনে
-
লোভ আর ভয় দুটোই ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই বেশি ক্ষতিকর । কারণ আপনি যদি ট্রেডিং এ লোভ করেন তাহলে আপনি লোভের পাল্লায় পড়ে লসই বেশি করবেন অপরপক্ষে আপনি যদি ট্রেড করতে ভয় পান তাহলে আপনি ফরেক্স মার্কেটে সঠিক সময়ে ট্রেড করতে পারবেন না । আর ট্রেড দেবার পড়ে মানসিক চাপে ভুগবেন । তাই আমরা খুব সহজেই বলতে পারি লোভই বেশি ক্ষতিকর ভয়ের চেয়ে । আপনি যদি লোভ নিয়ন্ত্রন করে আনাল্যসিস করে ট্রেড করেন তাহলে ট্রেড করতে আপনার আর ভয় করবে না । আপনি আপনার ট্রেড থেকে তখন লাভ করতে পারবেন ।
-
ফরেক্স এটড উভয়ই ক্ষতিকর লোভ এবং ভয় তাই ফরেক্স থেকে আমাদের কে লাভ করতে হলে মনে রাখতে হবে যে কোন ভাবেই বেশি লোভ করা যাবে না কারণ বেশি লোভ করলে অবশ্যই আপনি দিন শেষে লুজার হবেন ৷ তাই বেশি লোভ করবেন না অপরদিকে ভয়টা বেশি ক্ষতির কারণ হয় না বটে তবে বেশি ভয় পেলে ট্রেড এন্ট্রি দেওয়াটাও সমস্যা হয়ে দ্বারায়৷
-
লোভ ও ভয় হল ফরেক্স মার্কেট এর বিপরিত অংশ তাই আমাদের কে লোভ ভয় কে দূর করতে হবে তাই আমাদের কে ভয় মুক্ত হয়ে লোভ থেকে পরিত্যাগ করে আমাদের কে ট্রেড করে যেতে হবে বলে আমি মনে করি তাই ফরেক্স কে আমাদের সব সময় ভাল করে জানতে হবে শিখতে হবে ।
-
আমার মতে ভয়ের থেকে লোভ সবচেয়ে বেশি ক্ষতিকর। কারণ আপনি হয়তোবা ভয় পেলে দেখা যাবে আপনি সেই বিষয়টা এড়িয়ে যাইতেছেন কিন্তু আপনি যদি লোভ করেন তাহলে দেখা যাবে আরো বেশি মুনাফার জন্য আপনি আরো বেশি ঝুকি নিবেন আর লোভ সবচেয়ে বেশি কাজ করে যার তেমন জ্ঞান এবং অভিজ্ঞতা নেই। আর আমরা সকলেই জানি যে এই ব্যবসায় সফলভাবে ট্রেড করতে হলে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অনির্বাজ্য। তাই যারা লোভ করে তাদের জ্ঞানের পরিমাণও কম এবং সবসময় সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। যার ফলে তাদের বেশি ঝুকিকৃত ট্রেড হতে খুব সহজেই মার্জিন কল পেয়ে যায়। তাই লোভকে সবসময় এড়িয়ে চলা উচিত।
-
আমার কাছে মনে হয় লোভ এবং ভয় এই দুইটা জিনিসই ফরেক্স মার্কেটের জন্য খুবই ক্ষতিকারক । তার কারন হলো এই ফরেক্স মার্কেটে অতিরিক্ত লোভ করতে গেলে একাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে,,, আবার ভয়ে ভয়ে ট্রেড করলে আপনি সঠিকভাবে সঠিক ট্রেডে ট্রেড ধরতে পারবো না । তাই এখানে ভয় এবং লোভ দুইটাই খুব ক্ষতিকারক।
-
লোভ আর ভয় যাদের বেশি তাদের ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন। লোভের ফলাফল টা খুব খারাপ। ইতোমধ্যে অনেক দক্ষ ট্রেডারও লোভের বশে বেশি প্রফিট এর আশায় অতিরিক্ত লট নিয়ে ট্রেড ধরতে গিয়ে অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য করে ফেলেছে। এভাবে তাদের ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হয়েছে। অন্যদিকে যারা ভয় পায় তাদের জন্য ফরেক্স মার্কেটে টিকে থাকাটা কঠিন। আপনি তখনই ভয় পাবেন যখন আপনার ট্রেড সম্পর্কে কোন অভিজ্ঞতা থাকবে না। ভয়ে ভয়ে ট্রেড করতে গিয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবেন। যার কারণে ভুল ট্রেডিং এর কারণে আপনাকে লসে থাকতে হতে পারে। ভয় এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল আপনাকে দক্ষ হতে হবে। দক্ষতা থাকলে সকল ভয় কে জয় করা সম্ভব। দক্ষতা, ধৈর্য এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করলে আপনি অনেকদিন ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন।
-
লোভ করলে অধঃপতন এবং ভয় পেলে কাজের অগ্রগতি কখনই হবেনা। এদুটকে সব সময় এড়িয়ে চলা উচিত। ফরেক্সে লোভ এবং ভয় পেয়ে কেউ সফল হতে পেরেছে বলে আমার মনে হয়না। যদি কেউ বেশি বেশি লাভ করবেন এবং ভয় পেয়ে ট্রেড করছেননা তাদের কে বলছি আপনি এ দুটো এড়িয়ে কাজ করুন। তাহলেই ফরেক্স আপনাকে সুন্দর এবং সফল জীবন উপহার দিবে।
-
আমি বলবো লোভ মানুষের জন্য খুবই ক্ষতির কারন। কেননা লোভের কারনে মানুষের অনেক সময় হিতাহিত জ্ঞান থাকে না। এখানে অনেক ট্রেডার আছেন যারা অল্প সময়ে বেশি লাভ করতে গিয়ে লোভের বশবর্তী হয়ে সব হারিয়ে বিদায় নিয়েছেন। লোভ একবার করলে সেটা সামলানো কঠিন। আর ভয় এখানে কোন বিষয় না আপনি যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো জানেন এবং এখানে দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলে ভয়ের কোন কারনই নাই। ভয় তারাই করে যারা কোন বিষয় অদক্ষ তারা। তাই আমার দিক দিয়ে লোভই খারাপ। ধন্যবাদ
-
যেকোনো কাজ এ লোভ জিনিসটা খুব ই খারাপ ফরেক্স মার্কেট এ লোভ ও ভয় উভয় ক্ষতিকর ফরেক্স থেকে আমাদের কে লাভ করতে হলে মনে রাখতে হবে কখনই লোভ করা যাবে না কারন লোভ করে ফরেক্স মার্কেটে ভাল করা যাবেনা তার কারন আপনি ছোট লোট ধরলেন আর লাভ হলো কিন্তু আপনি এইটা তে সন্তুষ্টি না তাই বেশি করে ট্রেড ধরলেন আর সাথে সাথে মার্কেট আপনার অনুকূলে নেই তখন খুব বড় লোস করবেন। আমি মনে করি এই মার্কেট এ কখনই আমি লোভ করব না কারন লোভ আমার লসের একমাত্র কারন হয়ে যেতে পারে ।
-
লোভ মানুষকে ধংস করে দেয় আর ভয় মানুষের গতি পথ রোধ কোরে রাখে। আপনি অতিরিক্ত লোভ করলে আজ অথবা কাল আপনাকে এর ফল ভোগ করতে হবে। আর ভয় কিছু কিছু সময় মানুষের জীবনে কাল হয়ে দ্বারায় কেন না ভয় মানুষকে তার কর্মক্ষমতা কমায় তাই ভয়কে জয় কারা আর লোভকে ত্যাগ করা জীবনের মুল লক্ষ হওয়া উচিৎ।
-
ফরেক্স বিজিনেস এ লোভ এবং ভয় দুইটাই ক্ষতিকরে বলে আমি মনে করি,ভয় এর ফলে ভালো এন্ট্রি নিতেও ভয় হয় ফলে মুনাফা লাভ করা যাই ন,অন্যদিক এ লোভ এর ফলে বড় বড় লট এ ট্রেড করে ব্যালেন্স হারানো,লোভ এবং ভয় এই দুই টাকে ফরেক্স এর কিলার বলা হয়,তাই এই ২ তা জিনিস থেকে বিরত থাকা উচিৎ।
-
লোভ সব কিছুর জন্য ই ক্ষতিকর। আর ভয় করলে কোন কিছুতে জয় পাওয়া সম্ভব না। আমার দিক থেকে আমি মনে করি দুইটাই ক্ষতিকর। অতিরিক্ত লোভ করাও ঠিক না আবার ভয় পাওয়াও ঠিক না। সাহসিকরার সাথে আগানো উচিত
-
আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই যে আরও বোনাস পেতে আমাদের খুব কঠোর পরিশ্রম করা উচিত। আমাদের আরও বোনাস পেতে খুব বেশি কঠোর পরিশ্রম করতে হবে আমরা যদি কম কাজ করি তবে আমরা কম বোনাস পাব আমাদের পতনের ফর্মের নিয়মগুলিতে কোনও কল করা উচিত নয় যার ফলে আপনার বোনাসের পরিমাণ অন্য কোনও অ্যাকাউন্টে স্থানান্তর করার অনুমতি নেই ' এটি আপনার নিজের নামে রয়েছে বা না তবে এটি বোনাসের পরিমাণ হস্তান্তরযোগ্য হতে পারে না তাই আপনার যে অ্যাকাউন্টে আপনি আপনার ফোন পেয়েছেন সেই অ্যাকাউন্টে আপনার বাণিজ্যটি খোলার দরকার তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন এবং এটি ব্যবহার করে লাভ করার চেষ্টা করুন বোনাস আপনার বোনাস স্থানান্তর করার বিষয়ে চিন্তা করবেন না যখন অন্য অ্যাকাউন্টটি ভাল হয় না এবং আপনি যদি এটি করার চেষ্টা করেন তবে godশ্বর ব্যান্ডটি সতর্কতা অবলম্বন করতে পারেন এবং খুব যত্ন সহকারে কাজ করতে পারেন আপনি এই বাজারে এবং এই ফোরামে দীর্ঘ সময় ধরে কাজ করতে চান -মেয়াদী ভিত্তি এবং লাভ
-
ফরেক্স এ আমরা সবাই লাভ করতে চাই। কিন্তু কিছু কারনে পারি না। যার মধ্যে অনেক বড় কারণ লোভ ও ভয়। এ দুই কারনে ফরেক্স এ লাভ করা খুব সমস্যা। তাই এ দুটি বাদ দিয়ে ট্রেড করা উচিৎ। তবে এর মধ্যে লোভ খুব বড় সমস্যা। লোভ এর কারনে লস হবার সম্ভবনা বেশি থাকে। আমি নিজেও লোভ এর কারনে অনেক সময় লস করি।
-
আমি মনে করি লোভ এবং ভয় দুটিই ফরেক্স এর ক্ষেত্রে ঠিক নয় ।কারণ ফরেক্সে লোভ এবং ভয় এর কোন স্থান নেই ।ফরেক্স ব্যবসায় লোভ করেছেন তো আপনি শেষ ।কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু ।আর ভয় করলে ফরেক্স এ কোনো জীবনে কিছু করা সম্ভব নয় ।তাই ফরেক্স ব্যবসা করতে হলে লোভ এবং ভয় দুটি ই ত্যাগ করতে হবে ।