আমি মনে করি ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন পরিশ্রম ও অভিজ্ঞতার। লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না। আর লোভের কারনে অনেকের জীবনে নেমে আসে হতাশা। তাই লোভ থেকে দূরে থেকে যদি অভিজ্ঞতার মাধ্যমে এই ট্রেড করা যায় তাহলে সেটা স্থায়ী হবে।
Printable View
আমি মনে করি ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন পরিশ্রম ও অভিজ্ঞতার। লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না। আর লোভের কারনে অনেকের জীবনে নেমে আসে হতাশা। তাই লোভ থেকে দূরে থেকে যদি অভিজ্ঞতার মাধ্যমে এই ট্রেড করা যায় তাহলে সেটা স্থায়ী হবে।
আমি মনে করি ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন পরিশ্রম ও অভিজ্ঞতার। লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না। আর লোভের কারনে অনেকের জীবনে নেমে আসে হতাশা। তাই লোভ থেকে দূরে থেকে যদি অভিজ্ঞতার মাধ্যমে এই ট্রেড করা যায় তাহলে সেটা স্থায়ী হবে।
মানুষ হিসাবে লোভ নিয়ন্ত্রন করা আমাদের পক্ষে অসম্ভব । জীবনে লোভ করে নাই এমন মানুষ খুজে পাওয়া দুস্কর । লোভ থাকবেই, কিন্তু তাকে কন্ট্রোল করতে জানতে হবে । এমন কোন লোভের বশবর্তী হয়ে আমাদের কখনই থাকা উচিত না যা পরবর্তীতে আমাদের এ কষ্টের কারন হবে । আমরা লোভ নিয়ন্ত্রন করতে পারি না, কারন আমাদের সবসময় অধিক দরকার ।
আপনার মূলধনের সামান্য অংশ ব্যবহার করার সময় আপনি মূলধনের বড় অংশের সাথে বাকী রয়েছেন এবং এমনকি যদি আপনি ঝুঁকিপূর্ণ অর্থ ব্যবহার করেন তবে আপনার এতটা চিন্তা করার দরকার নেই যে আপনি আপনার ভবিষ্যতের ব্যবসায়গুলিতে সহজেই এই পরিমাণটি কভার করতে পারবেন তবে কোনও ব্যবসায়ের বড় অংশ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে আপনি আপনার মূলধন হারাতে পারেন ভবিষ্যতে বাণিজ্য করা শক্ত করে তোলে।
হ্যাঁ প্রিয় আমি এর সাথে একমত, ফরেক্সকে চাপের দরকার, আমি বিশ্বাস করি অতিরিক্ত ফরেক্স ট্রেডিং স্ট্রেসের সর্বাধিক সাধারণ কারণ। ক্রমাগত মানসিক চাপের চাপে জীবনযাপন করা আমাদের আক্ষরিক অর্থে আমাদের ট্র্যাকগুলিতে থামিয়ে দিতে পারে। বাণিজ্য শিখতে প্রায়শই এমন পরিস্থিতি তৈরি হয় যা ঘুরে দাঁড়াতে পারে। ফরেক্স মার্কেট ব্যবসায়ীদের জন্য নতুন নয়, ভয় নয়, এবং ডিফল্ট মানব প্রকৃতি প্রায়শই আমাদের যা প্রয়োজন তার ঠিক বিপরীতমুখী সুযোগ দেয়।
লোভ করা আসলে মানুষের খুব ই স্বাধারন একটা স্বভাব। যার যত আছে সে আরো তত ই চাইবে এইটাই স্বাভাবিক ঘটনা । কিন্তু তারপর ও তো লোভ কেও একটু লাগাম দেওয়া উচিৎ নয়তো সব মিলিয়ে একবারে শেষ হয়ে যাবে সব । ফরেক্স মার্কেট টা আসলে সব সময় ই মুভ করতে থাকে। আমরা যখন একটা ট্রেডে লাভ করি তখনো আমাদের মধ্যে একটা লোভ কাজ করে যে আরো একটা ট্রেড নেই তাহলে যেহেতু লাভ করছি আরো একটু করি। আবার যদি লস হয় তখন ভাবি যে এক্টায় লস করছি এখন দুইটা নিবো অথবা ডাবল লটে ট্রেড দিবো তাইলে একবারে লস টা সহ উঠে আসবে ।
ফরেক্সে বাণিজ্য করার জন্য কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা প্রয়োজন। সফলতা কখনই লোভ দ্বারা অর্জন করা যায় না। এবং লোভের কারণে হতাশা নেমে আসে অনেকের জীবনে। সুতরাং যদি আপনি অভিজ্ঞতার মাধ্যমে লোভ থেকে দূরে এটিকে বাণিজ্য করতে পারেন তবে তা স্থায়ী হবে।s
আমরা যারা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত আছি তারা সবাই জানি যে ফরেক্স মার্কেট একটা আনলিমিটেড আয়ের উৎস । এই ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন ভালো পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব । আর তাই আমরা বেশি লাভ করার জন্য বড়ো বড়ো লটে ট্রেড ওপেন করি এবং কয়েকটি ট্রেডে ভালো লাভ করতে পারলেই আর নিজেদের লোভকে কন্ট্রোল করতে পারি না । ফলে পরবর্তীতে আবার বেশি লাভের আশায় ট্রেড ওপেন করি এবং তার ফলাফল স্বরূপ লচের সম্মুখীন হয় । এভাবেই আমরা বেশি লাভের আশায় লোভকে নিয়ন্ত্রণ রাখতে পারি না,,,,,, ধন্যবাদ ।
লোভ অনেক বড় একটি বিপদের কারণ লোককে কন্ট্রোল করা অনেক কঠিন অধিকাংশ মানুষই লোভকে কন্ট্রোল করতে পারে না। যারা লোককে কন্ট্রোল করতে পারে তারাই সফল হয় এবং লক্ষ্যে কন্ট্রোল করা মানুষের পক্ষে খুবই কঠিন।এজন্য ইন্সটাফরেক্সে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই লক্ষ্যে পরিত্যাগ করতে হবে তবেই এখানে এগিয়ে যাওয়া সম্ভব তা নাহলে খুব অল্প সময় আপনি এখান থেকে ঝরে পড়বেন যেটা আপনার চিন্তার বাইরে।ইন্সটাফরেক সে মানুষ লোভে পড়ে কারণ এখানে খুব অল্প সময়ে স্বল্প মূলধনে ভালো মুনাফা অর্জন করা সম্ভব সেক্ষেত্রে মানুষ আরো বেশি মুনাফা অর্জন করতে চায় এবং লোভে পড়ে বিপদের সম্মুখীন হয়।
ফরেক্স মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।অতি লোভের কারণে এতে লস হয়ে থাকে। মুদ্রা বাজারে দাম ওঠানামা করে সবসময়।আরও অনেক সুযোগ সুবিধা বিনিময়ের সময় দেওয়া হয় যা বন্ধ করে দিলে লস হয়।
আমার মতে ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রবেশ করে যে কোন নতুন ট্রেডার যদি বেশি লাভ করে কয়েকটা ট্রেডে তখন সে প্রায় প্রত্যেক ট্রেডেই লাভ করতে চায় । আর এই লাভ করাটাই অনেক সময় ট্রেডারদের কাল হয়ে দাড়ায় কারণ তখন একজন ট্রেডার লোভের মুহে পড়ে নিজের ট্রেডিং জ্ঞান বিসর্জন দিয়ে ট্রেডিং করতে থাকে , যার পরিনামে সে তার ট্রেডে লস করতে থাকে অনবরত ।
হ্যা ফরেক্স মার্কেটে অনেক ট্রেডারই রয়েছে যারা তাদের লোভকে নিয়ন্ত্রন করতে পারে না আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ট্রেডারদের হয়ে থাকে। তারা ফরেক্সে এসেই লাভ খুজতে থাকে ফরেক্স ভালো করে না শিখে এখান প্রফিট করা যে কতটা কষ্টকর তা তাদের ধারনাতেও থাকে না। তবে যারা নিজেদের লোভকে কন্ট্রোল করে ফরেক্সে ট্রেড করে থাকে তারা এখানে একসময় সফলতার দেখা পায়।
ফরেক্স মার্কেটে আসলে লোভ কে কন্ট্রোল করা টা যে কত টা কঠিন একটা কাজ তা আসলে যে বা যারা লোভ কে দমায়ে সাকসেস হইতে পারছে মার্কেটে ঠিক তারাই বুঝে। মার্কেট টা আসলে আপনাকে প্রতিটা সেকেন্ড লোভ দেখাবে তার মুভমেন্ট গুলোর মাধ্যমে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আসলে কোন টা ফেইক মুভমেন্ট আর কোন টা রিয়েল মুভমেন্ট। আপনি যদি ফেইক মুভমেন্ট কে রিয়েল মুভমেন্ট ধরে একটা ট্রেড দিয়ে দিলেন তো আপনি ধরা খেয়ে গেলেন
প্রথমেই বলতে চাই আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারিনা কারন আমরা মানুষ।আর মানুষের লোভ থাকবে এটাই স্বাভাবিক।তবে আমাদের এটা ভুলে গেলে চলবে না ফরেক্স সফলতার সবচেয়ে বড় শত্রু হল লোভ।তাই আমাদের অবশ্যই উচিত লোভকে নিয়ন্ত্রণ করা যদি আমরা এখানে টিকে থাকতে চাই। ফরেক্সে ট্রেড করতে হলে প্রয়োজন পরিশ্রম ও অভিজ্ঞতার। লোভ করে কখনো সফলতা অর্জন করা যায় না। আর লোভের কারনে অনেকের জীবনে নেমে আসে হতাশা। তাই লোভ থেকে দূরে থেকে যদি অভিজ্ঞতার মাধ্যমে এই ট্রেড করা যায় তাহলে সেটা স্থায়ী হবে।
লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। এটাকে আমরা কেউ অ্যাভয়েড করতে পারিনা। আমরা অস্বীকার ও করতে পারি না। প্রত্যেকেরই স্বাভাবিক থাকতেই পারে। স্বাভাবিক লোভ খারাপ নয় এটাকে চাহিদাও বলা যায়। তবে অতিরিক্ত লোভ অর্থাৎ অনিয়ম লোক খারাপ যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। আর তাই ধ্বংসকারী আমাদের অবশ্যই পরিত্যাগ করা উচিত।
আমরা লোভকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্যই যে অন্য কোন ট্রেডার অল্প সময়ে অনেক বেশি প্রফিট ইনকাম করছে। তার লাভ করার কারণ না চিন্তা করে। আমরা বেশি বেশি ট্রেড করার চেষ্টা করি এর ফলে আমাদের লস হওয়ার ঝুঁকি থাকে। তাই ফরেক্স ভালোভাবে বুঝতে হবে শিখতে হবে।এমনও হতে পারে যে সে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ। তাই অন্যের দেখা দেখে নিজে বেশি ট্রেড করা যাবে না।
ফরেক্স মার্কেটে প্রতিটা ট্রেডারের অনেক বড় ভুল হল তারা নিজেদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না । যখনই ট্রেড করে প্রফিট বেশি আসতে থাকে তখন ট্রেডার অতিরিক্ত লাভের আশায় চিন্তা না করেই ভুলভাল ট্রেড দিয়ে থাকে এবং যার ফলে লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলে, আর ফরেক্সের প্রতি ভরসা হারিয়ে ফেলে । তাই বেশি লাভের আশায় ভুল ট্রেড না দিয়ে লোভকে নিয়ন্ত্রনে রাখাটা খুব বেশি জরুরী ।
প্রত্যেক মানুষই কম বেশী লোভ থাকে। লোভ কে পুরোপুরি সামলানো সম্ভব না তবে ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে অবশ্যই লোভ সামলিয়ে ট্রেড করতে হবে । লোভ মানুষের একটি খারাপ গুন। এটাকে । নিয়ন্ত্রন না করতে পারলে অনেক পস্তাতে হয় । আমরা ট্রেডিং করতে গিয়ে লোভে পরে বেশি লাভের আশায় লস করে বসে থাকি । কিন্তু এ থেকে শিক্ষা গ্রহন করি না ।
আমরা লোভ নিয়ন্ত্রণ করতে পারিনা কারন ... আমাদের ট্রেড যখন লাভ এ থাকে তখন মনে করি যে মার্কেট আরও উতবে বা নামবে তখন আমার আরও অনেক বেশি লাভ হবে অনেক সময় লাভ হয় এই ভাবে । এই যে লাভ হল এই লাভ টা আমাদের অনেক লোভী করে তুলে আর এই লোভ আমাদের নিয়ন্ত্রণ করতে অনেক কষ্ট হয় । অনেকে এই লোভ নিয়ন্ত্রণ করতে পারে না আর সে অনেক লোভী হয়ে যাই ।
যে কোন ব্যবসাতেই মানুষ যখন টাকা আয়ের ভালো সুযোগ দেখে তখন কিছু লোক অতি দ্রুত বড়লোক হওয়ার জন্য অবৈধ কার্যক্রমের চিন্তা করে, লোভে পড়ে অনেক খারাপ কিছু করে। আমি মনে করি নিজের নৈতিকতা বোধ, ব্যাক্তিত্ব এসকল বিষয় চিন্তা করে আমাদের লোভ সংবরন করা উচিত।
আমাদের কে সব সময় এই মার্কেট হতে বেশী করে লোভ সামলাতে হবে কারন লভে কে যদি আমরা ভাল করে সংযত রাখতে না পারি তাহলে আমরা এই মার্কেট হতে কোন দিন আয় করতে এ পারব না তাই আমাদের কে বেশী করে এই মার্কেট হতে আমাদের লোভ কে সামলাতে হবে ।
ফরেক্স মার্কেট লোভ হল আমাদের প্রধান শত্রু তাকে ঘায়েল করতে না পারলে ফরেক্স মার্কেট এ আমরা টিকে থাকতে পারব না তাই আমাদের কে এই মার্কেট এ টিকে থাকতে হলে তাদের সাথে লরাই করে আমাদের কে টিকতে হবে তা না হলে আমরা কখনই এই মার্কেট হতে লাভ করতে পারি না ।
আমরা যখন লাভ করতে থাকি তখনই আমাদের মধ্যে লোভ চলে আসে। আর আমরাত বাংলাদেশি তাই আমরা আরও লাভ করতে চাই। তাই আমরা আমাদের লোভকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। ফরেক্সে লোভ খুব খারাপ । আর ফরেক্সে লোভ করলে লাভের চেয়ে লস বেশি হবে ।
লোভ আমাদের একটি বদঅভ্যাস আমরা অনেক ট্রেডারই আছি যারা লোভকে কোনভাবেই দুর করতে পারি না। ট্রেড করতে গেলেই কেমন যানি একটি লোভ কাজ করে থাকে। তবে যারা এই লোভ কন্ট্রোল এ রেখে ট্রেড করতে পারে তাদের ক্ষেত্রে লস করার সম্ভাবনা থাকেনা বললেই চলে।
লাভ মানুষের সহজাত প্রবৃত্তি। প্রতিটা মানুষের ভেতর লোভ থাকতেই পারে। কিন্তু অতিরিক্ত লোভ সামলাতে না পারলে ধ্বংস অনিবার্য।
ফরেক্সে লোভের কোন প্রশ্রয় নেই বলে মনে করি, কারণ ফরেক্সে যে নিজের লোভকে শামাল দিতে পারেনি সে ফরেক্স নিজেকে টিকে থাকতে পারিনি , লোভের বসে যে ফরেক্সে বিজনেস করতে আসবে আমি মনে করি ফরেক্স তার জন্য নয়, সে যদি লোভ নিয়ে ফরেক্সে আসে তাহাকে সারা জীবন পছলাতে হতে পা সুতারাং সাবধাণ ফরেক্সে যেন আমরা লোভ না করি।
লোভ মানুষকে ধ্বংস করে থাকে । ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে লোভ করলে আপনি বিপদে পড়বেন । আর আপনি যে ব্যালেস নিয়ে খেলবেন তা অতি সহজে জিরো হয়ে যাবে। আমাদের নিজেদের লোভকে নিজেকেই নিয়ন্ত্রন করতে হবে । তানা হলে আপনি বিপদে পড়ে যাবেন। তাই আমি বলবো লোভ বেশী করা যাবে না । তাই আপনি যদি লোব করতে না চান তহলে আপনার মার্কেটে লাভ থেকে উত্তেজিতে হয়েনা ট্রেক প্রফিট বা স্টপ লস লাগিয়ে রাখুন তাহলে আপন ফরেক্স এ লাভ করতে পারবেন এবং লস করলেও কম লস করবেন।
ভাই দেখুন লোভ হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি । আর এই জন্যই মানুষের পক্ষে লোভ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন কারণ মানুষ মাত্রই ভুল করে এবং সব সময় মানুষের ভেতরে কোন কিছু থেকে অধিক প্রাপ্তির একটা বাসনা কাজ করে । আপনি যদি নিজের লোককে নিয়ন্ত্রণ করতে পারেন , তাহলে দেখবেন আপনি প্রায় সব কাজে সফল হয়ে উঠতে পারবেন । ভাই সফলতা নির্ভর করে আপনার পরিশ্রমের উপরে আর সফলতা ধরে রাখার জন্য প্রয়োজন আমাদের লোভ পরিহার করা ।
আমি মনে করি ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রবেশ করে যে কোন নতুন ট্রেডার বেশি লড এ ট্রেড অপেন করে অধিক বেশি প্রফিট অর্জন করে থাকে। আর এই প্রফিটাই অনেক সময় ট্রেডারদের কাল হয়ে দাড়ায়। যা ভবিষ্যতে একজন ভালো মানের ট্রেডার লোভের মুহে পড়ে নিজের সকল অর্থ বিলীন হতে দেখে তাই আমি মনে বেশি লোভ ভাল না নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এমনকি যে কোন ট্রেড বুঝে শুনে করা উচিত এবং প্রথম অবস্থায় ছোট ছোট লড এ ট্রেড করা উচিত।
আমরা আসলে নিজের চোখে যেটা দেখি সেটাকে বেশি বিশ্বাস করি এবং তাই সেটা করার জন্য আমাদের মনে একটা প্রবল আগ্রহ থাকে। তাই ধরুন আমরা একটা ট্রেড ওপেন করলাম এবং মনে করেন সেই মুহুর্তে আমরা মার্কেটের সামনেই আছি। আমাদের এখানে বেশী করে ট্রেড করতে হলে সব সময় এই মার্কেট থেকে লাভ করার জন্য ফরেক্স সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে ।
কারণ লোভ মানুষের প্রকৃতিগত, সৃষ্টিকর্তা কর্তৃক নয় এটা মানুষের পরিবার কর্তৃক হয় । যার পরিবার ভালো তারা কোনদিন লোভী হয় না । আর কাজ করে ভালো নিজেকে একটা ভালো অবস্থানে দেখতে চাওয়া লোভের আওতায় পড়ে না। তাই আপনি যদি লোব করতে না চান তহলে আপনার মার্কেটে লাভ থেকে উত্তেজিতে হয়েনা ট্রেক প্রফিট বা স্টপ লস লাগিয়ে রাখুন তাহলে আপন ফরেক্স এ লাভ করতে পারবেন এবং লস করলেও কম লস করবেন।
ফরেক্স ব্যবসা তাদের জন্য খুব বিপদ জনক যারা লোভকে নিয়ন্ত্রন করতে পারে না । বেশির ভাগ ট্রেডার বেশি-বেশি প্রফিট লাভের আশায় লোভ কে নিজের নিয়ন্ত্রনে রাখতে পারে না । কিন্তু এই লোভ কখন ই ব্যবসায় সফল লাভ করতে দেয় না ফরেক্স ব্যবসার ক্ষেত্রে লোভ এবং নিজের আবেগ কে দূরে রাখতে হবে।লোভ মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য বিষয়। তবে আমরা যদি আমাদের ব্যবসায় লাভবান হতে চাই তাহলে আমাদের অবশ্যই লোভকে সংযত করতে হবে।
লোভ একটি কঠীণ শব্দ ফরেক্স লোভের কোন স্থান নেই | আমার জানা মতে ফরেক্স করতে এসে যে লোভ করছে সে ফরেক্স থেকে বেশি আয় করতে পারেনি | ফরেক্স লোভ আপনাকে ক্ষতি করবে আপনাকে ফকির করে ছারবে তাই আমার মনে ফরেক্স লোভ না করা ভাল ফরেক্স মাকেটে আপোণাকে একটি লক্ষ নিয়ে কাজ করতে হবে এবং সেটা পূড়োণ করতে হবে । এই লোভের কারণেই আমরা বড় ধরনের ট্রেড ওপেন করি যার কারণে আরও বেশি ফরেক্স মার্কেটে লস খেয়ে যায়। এজন্য আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে সঠিক ভাবে ট্রেড করেন তাহলে কখনও লোভ করা যাবে না।
নিজের লোভকে নিয়ন্ত্রন করা সত্যি একটু কঠিন বিশেষ করে যখন আপনি এই মার্কেট এ নতুন। ফরেক্স এ ট্রেড করার সময় নিজের লোভ এবং আবেগকে দূরে রাখা উচিত। অনেক ট্রেডারই লোভে পড়ে অনেক বেশী লটে ট্রেড ওপেন করে। আমাদের নিজেদের লভ কে নিয়ন্ত্রণে আনতে হবে টা না হলে আমরা ফরেক্স করে এ থেকে কোন লাভ করতে পারব না । তাই আমাদের কে সব সময় ফরেক্স মার্কেট থেকে আমাদের নিজেদের লোভ কে সামলে নিয়ে কাজ করতে হবে ।
আমার মনে হয় ফরেক্স করতে নতুন যারা আসেন তারা ফরেক্স থেকে অনেক টাকা কামাবে বলে আসে।তাই আমি বলবো আপনি আগে ফরেক্স শিখেন ফরেক্স ট্রেডিং করেন ডেমো ট্রেডিং করেন কৌশলী হন জ্ঞ্যানী হন অভিজ্ঞ হন তার পর লোভ করেন আমি মনে করি আপনি লাভবান হবেন। একাউন্ত জিরো হওয়ার শম্ভাবনা বেশি থাকে আমরা ভালভাবে ফরেক্স শিখে বুঝে শুনে যদি ট্রেড ওপেন করি তাহলে আমরা অবশ্যয় লভকে নিওন্ত্রন করতে পারবো।
আসলে আমরা চাই যে কোন কিছু থেকে অনেক টাকা আয় করতে। ফরেক্স এর মাধ্যেমে আমরা চাইলে অনেক টাকা আয় করতে পারি। আর এই অনেক টাকা আয় করতে গিয়ে আমাদের লোভ এ পড়তে হয়। ফরেক্স এ একটি বিষয় সব সময়ই আমরা বলি যে ফরেক্স এ কোন ধরনের লোভ করা যাবে না। লোভ করলেই ফরেক্স থেকে লস করবেন। তাই আমরা আজ না হয় কাল ফরেক্স এ লোভ নিয়ন্ত্রন করে করলাম। কিন্ত কয়েকদিন পর আবার লোভ এ পরে যাই যার কারনে ফরেক্স থেকে আমরা আয় করতে পারি না লোভ এ পরে আমরা ফরেক্স থেকে লস করে থাকি।
আমার মতে ফরেক্স হলো এমন একটি স্থান যেখানে নিজের ভাল প্লাটফর্ম তৈরী করা সম্ভব। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রবেশ করে যে কোন নতুন ট্রেডার বেশি লড এ ট্রেড অপেন করে অধিক বেশি প্রফিট অর্জন করে থাকে। আর এই প্রফিটাই অনেক সময় ট্রেডারদের কাল হয়ে দাড়ায়। যা ভবিষ্যতে একজন ভালো মানের ট্রেডার লোভের মুহে পড়ে নিজের সকল অর্থ বিলীন হতে দেখে তাই আমি মনে বেশি লোভ ভাল না নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এমনকি যে কোন ট্রেড বুঝে শুনে করা উচিত এবং প্রথম অবস্থায় ছোট ছোট লড এ ট্রেড করা উচিত।
কারন লোভে পড়ে আমরা এখন অনেক কিছুই চিনতে পারছি না লোভ আমাদের কে সম্পুর্ন ভাবে নিয়ন্ত্রন করে নিয়েছে তাই আমরা এখন লোভের কারনে আমাদের ফরেক্স মার্কেট এ আমারা লস করি এবং কোন কিছু আয় করতে পারি না এ জন্য আমাদের কে অনেক ভাল করে ট্রেড করার জন্য প্রস্তুত থাকতে হবে ।
আমার মতে, ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷প্রচুর প্রফিট করতে পারবেন নিঃসন্দেহে৷তার জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে প্রবেশ করে যে কোন নতুন ট্রেডার বেশি লড এ ট্রেড অপেন করে অধিক বেশি প্রফিট অর্জন করে থাকে। আর এই প্রফিটাই অনেক সময় ট্রেডারদের কাল হয়ে দাড়ায়। যা ভবিষ্যতে একজন ভালো মানের ট্রেডার লোভের মুহে পড়ে নিজের সকল অর্থ বিলীন হতে দেখে তাই আমি মনে বেশি লোভ ভাল না নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এমনকি যে কোন ট্রেড বুঝে শুনে করা উচিত এবং প্রথম অবস্থায় ছোট ছোট লড এ ট্রেড করা উচিত।
এই মার্কেট এ কি কি লোভ করে তা হলঃ
১। বড় লট ব্যাবহার করে লাভ করা।
২। বেশি লাভ করা এবং অ্যাকাউন্ট দুই ডবল করা
৩। মানি ম্যানেজমেন্ট মেনে না ছলা