-
যারা যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল ২৭শে অক্টোবর বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬.৩০ তে অস্ট্রেলিয়ার শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রান্তিক ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই ভোক্তা মূল্য সূচক ০.৮% হবে। আগে মাসে এটি ছিল ০.৮%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করতে পারে। যদি ভোক্তা মূল্য সূচক এই পূর্বাভাস এর উপরে থাকে তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল বুধবার, ২৭ অক্টোবর বাংলাদেশ সময় 8:00pm এ ব্যাঙ্ক অফ কানাডা কানাডিয়ান ডলারের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Monetary Policy Report প্রকাশ করবে। এটি সাধারণত প্রতি তিন মাস পর পর একবার প্রকাশিত হয়ে থাকে। এই নিউজ প্রকাশের সাথে সাথে কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। নিউজ প্রকাশের পর যদি প্রত্যাশার থেকে হকিশ হয় তাহলে কানাডিয়ান ডলার কে শক্তিশালী এবং যদি প্রত্যাশার থেকে কম হয় তাহলে কানাডিয়ান ডলার কে দুর্বল করবে। কানাডিয়ান ডলার এই মুহূর্তে তার স্ট্রং অবস্থান ধরে রেখে স্থিতিশীল রয়েছে। * বর্তমানে কানাডিয়ান ডলার অন্যান্য সকল কারেন্সি থেকে ভালো অবস্থানে রয়েছে। নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এই সময়ে ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
আজ বুধবার, বাংলাদেশ সময় 6:30pm এ GBP এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Annual/Autumn Budget প্রকাশিত হবে। এটি প্রতিবছরের অক্টোবরে একবার প্রকাশিত হয়ে থাকে। এর দ্বারা বৃটেনের আগামী এক বছরের উন্নয়নমূলক এবং অর্থনৈতিক গতিধারা কেমন হবে তার একটা রূপরেখা তৈরি হবে। যেহেতু ফরেক্স বিজনেস অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেহেতু এই নিউজ ফরেক্স মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই ডাটা প্রকাশের পর জিবিপি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করতে পারে। তাই পাউন্ড ট্রেডারদের এই সময়ে অত্যন্ত সতর্কতার সাথে ট্রেড করতে হবে। ডাটা প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আগামীকাল রোজ বৃহস্পতিবার মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Advance GDP q/q এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 6.7% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.6% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ২৯শে অক্টোবর বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস প্রান্তিক উৎপাদক মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই উৎপাদক মূল্য সূচক ০.৬% হবে। আগে মাসে এটি ছিল ০.৭% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী উৎপাদক মূল্য সূচক হ্রাসের সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলারকে দুর্বল করতে পারে। যদি উৎপাদক মূল্য সূচক প্রকাশ করে এবং সাথে এই পূর্বাভাস এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6 টা 30 মিনিটে আমেরিকান অর্থনৈতিক বিশ্লেষক বুরো ইউএস ডলারের জন্য high-impact নিউজ Advance GDP প্রকাশ করবে। এই নিউজ সাধারণত প্রতি তিন মাস অন্তর একবার প্রকাশিত হয়। এই নিউজ প্রকাশের সাথে সাথে ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলিতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। গত মাসে যেখানে এর রিডিং সংখ্যা ছিল 6.7% এবং এই মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 2.6%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। তাই ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর সমন্বয় ট্রেড সেটআপ দেয়ার জন্য পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এই সময়ে ট্রেড থেকে দূরে থাকাই ভালো।
-
আজ শুক্রবার সপ্তাহের শেষ দিনে বাংলাদেশ সময় 6:30pm এ আমেরিকান অর্থনৈতিক বিশ্লেষক সংস্থা বুরো আমেরিকান ডলার এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Core PCE Price Index m/m প্রকাশ করবে, যেটা ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। *এই নিউজ প্রতিমাসে* একবার প্রকাশিত হয়ে থাকে। *গতমাসে যেখানে এর বেস্ট রিডিং সংখ্যা ছিল 0.3% এবং এ মাসের ফোরকাস্ট হচ্ছে 0.2%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত ইউ এস ডলার রিলেটেড কারেন্সি পেয়ারঃ গুলোতে অনেক বেশি মুভমেন্ট হয়ে থাকে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এ ধরনের নিউজ এর সময় ট্রেড না করাই ভালো।
-
এতে মার্কেট এ বড় ধরনের মুভমেন্ট সম্পর্কে জানা যায়। অনেক রানিং ট্রেড লাভের ট্রেড ও লসে পরিনত হয় এই নিউজ এর কারনে।তাই সকল ট্রেডারদের আমি বলব যে নিউজগুলো দেখা।যারা নিউজ ট্রেড করেন বা নাও করেন সবাইকে নিউজ এর দিকে অবশ্যয় খেয়াল রাখতে হবে যদি কোনদেশের অর্থনৈকিত অবস্থা ভাল থাকে তাহলে সেই দেশের কারেন্সিতে ভাল প্রভাব পড়তে আর খারাপ হলে খারাপ প্রভাব পড়বে তাই প্রতিটি ট্রেডারকে নিউজ এর উপর নজর রাখতে হবে। তবে মার্কেটে হাই ইম্প্যাক্ট যে নিউজেগুলো রিলিজ হবে সেগুলো হল ইউরোপিয়ান ইউনিয়ন এর ২য় প্রান্তিকের জিডিপি , আমেরিকার পিসিই ইনফ্ল্যাশন রিপোর্ট, নর ফার্ম প্যারল, আর্নিং এবং ব্যাংক অব ইংল্যান্ড এর রেট ডিসিশন সহ আরো বেশ কিছু ইন্ডেক্স। সুতরাং ইন্টাফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডারে নিউজগুলোর উপর নজর রাখুন, আশাকরছি নিউজগুলোর ইম্পেক্ট দেখার পর আপনার ট্রেডিংয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায্য করবে।
-
আমি সকলকে অবহিত করছি যে আজ শুক্রবার বাংলাদেশ সময় 6:30pm মার্কিন অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো মাসিক Core PCE Price Index m/mএর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি ডলারকে আংশিক প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.3% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.2%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
প্রিয় ট্রেডারবৃন্দ যারা আগামীকাল ১লা নভেম্বর মার্কিন ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন যে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮.০০ টায় মার্কিন ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই ৬০.৪ হবে। আগে মাসে এটি ছিল ৬১.১। তার মানে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই কমার থাকবে। আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ফলাফল যদি ৫০.০ এর উপরে থাকে তাহলে শিল্পের বিস্তারের ইঙ্গিত দেয়, আর যদি ৫০.০ এর থাকে তাহলে তা শিল্পের নীচে সংকোচন নির্দেশ করে। যদি আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে।