-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় 7:30pm মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক উৎপাদক মূল্য সূচক(PPI m/m) এর নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.6% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.5% । তারমানে এটি এই মাসে কমতে পারে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর
-
১৫ই ডিসেম্বর যারা gbp তে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম দুপুর ১:০০ ঘটিকায় যুক্তরাষ্ট্রের জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে ভোক্তা মূল্য সূচক ৪.৮% হবে। আগে মাসে এটি ছিল ৪.২% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা gbp কে শক্তিশালী করতে পারে। যদি ভোক্তা মূল্য সূচক এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা gbp জন্য জন্য ভাল হবে। সেক্ষেত্রে gbp বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় gbp ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর gbp ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আমি সকলকে অবহিত করছি যে Markit আগামিকাল রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় 2:30pmতে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ মাসিক German Flash Manufacturing PMI এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 52.7 আর এই মাসে এর পূর্বাভাস হল 50.9 নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ২১শে ডিসেম্বর বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে রিটেল সেলস ১% হবে। আগে মাসে এটি ছিল -০.৬% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী রিটেল সেলস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলার কে শক্তিশালী করতে পারে। যদি রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন কারেন্সি বিজিনেস,এই খানে আপনি বিভিন্ন কারেন্সি বাই সেল এর মাধ্যমে প্রফিট করতে পারবেন,তাই আপনাকে মার্কেট এ কোন পেয়ার এ এন্ট্রি নেবার আগে আপনাকে অব্যশই আপকামিং নিউজ এর উপর খেয়াল রাখতে হবে,আপনাকে এন্ট্রি নেবার আগে অব্যশই সেই কারেন্সি এর পরিস্থিতি অবস্থা বুঝে বাই সেল এর ডিসিশন নিতে হবে।
-
আমরা যখন কোনো কারেন্সি পেয়ারে ট্রেড করি তখন ঐ পেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রয়োজনে নির্দিষ্ট সেশন অনুযায়ী সংশ্লিষ্ট পেয়ারটির উপর upcoming নিউজগুলো আমাদের প্রত্যেকের নিজ নিজ ব্রোকার অথবা বিভিন্ন নিউজ সাইট থেকে পর্যবেক্ষণ করে থাকি৷ forexfactory.com,investing.com ইত্যাদি নিউজ সাইট গুলো থেকে upcoming নিউজগুলো এনালাইসিস করা আমাদের প্রত্যেকের জন্যই অপরিহার্য কর্তব্য৷আমরা যারা একটু পুরনো trader তারা সবাই খুব স্বাভাবিকভাবেই এসব নিউজ সাইট থেকে upcoming নিউজগুলো প্রতিদিন দেখে দেখে ট্রেড করে থাকি৷তাই যারা একদম নতুন ট্রেডার হিসেবে মার্কেটে এসেছেন তারা সবাই upcoming নিউজগুলো খুবই গুরুত্ব সহকারে analysis করার চেষ্টা করবেন৷আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
-
আগামীকাল রোজ বুধবার মার্কিন ইকোনিমিক্স ব্যুরো বাংলাদেশ সময় 7:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ Final GDP q/q এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 2.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 2.1%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আগামিকাল ২৩শে ডিসেম্বর দিনে যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ টায় মাসিক জিডিপি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছেন যে মাসিক জিডিপি হবে ০.৮% । আগে মাসে এটি ছিল ০.১% । আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মাসিক জিডিপি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা কানাডিয়ান ডলারকে কিছুটা শক্তিশালী করতে পারে। যদি মাসিক জিডিপি আগের মাসের চেয়ে ভাল হয় তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
ফরেক্সের বিভিন্ন কারেন্সির জন্য প্রতিদিন বিভিন্ন কারেন্সি এক্সপার্টদের প্রদত্ত আপকামিং নিউজ বিভিন্ন ব্রোকার হাউজে নিউজ আকারে প্রদান করা হয়ে থাকে। এক্সপার্টদের প্রদত্ত ঐ সকল নিউজ একজন ট্রেডারকে মার্কেট মুভমেন্ট পরবর্তি সময়ে কেমন হতে পারে তা সম্পর্কে একটা ধারনা প্রদান করে থাকে ফলে ট্রেডারদের ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি অনেক বেশি পজেটিভ ভূমিকা পালন করে।নির্দিষ্ট সেশন অনুযায়ী সংশ্লিষ্ট পেয়ারটির উপর upcoming নিউজগুলো আমাদের প্রত্যেকের নিজ নিজ ব্রোকার অথবা বিভিন্ন নিউজ সাইট থেকে পর্যবেক্ষণ করে থাকি৷ forexfactory.com,investing.com ইত্যাদি নিউজ সাইট গুলো থেকে upcoming নিউজগুলো এনালাইসিস করাদেশের কারেন্সিতে ভাল প্রভাব পড়তে আর খারাপ হলে খারাপ প্রভাব পড়বে তাই প্রতিটি ট্রেডারকে নিউজ এর উপর নজর রাখতে হবে। কারন নিউজ না জেনে যদি কোন ট্রেড করা হয় তবে সেই ট্রেডে ৯৫% লস হওয়ার সম্ভাবনা থাকে।
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর 5:50am তে জাপান ব্যাংক Services Producer Price Index (SPPI), এর নিউজ প্রকাশ করবে। এটি JPY প্রভাবিত করতে পারে। এই নিউজ প্রকাশের পর JPY উঠানামা আংশিক বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.0% আর এই মাসে এর পূর্বাভাস হল 1.0%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি JPY শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন JPY দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।