-
আজ মঙ্গলবার, ০৪ জানুয়ারি বাংলাদেশ সময় 9:00pm এ মার্কিন ডলারের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Manufacturing PMI প্রকাশিত হবে। যেটা মার্কিন ডলারকে অনেক বেশি প্রভাবিত করে। এই নিউজ প্রকাশের সময় মার্কিন ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। গতমাসে যেখানে এর রিডিং সংখ্যা ছিল 61.1 এনালিস্টরা সেখানে এই মাসের জন্য ফোরকাস্ট করেছেন 60.0। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। তাই ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই ইউএস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
প্রিয় ট্রেডারবৃন্দ যারা আগামীকাল ৬ই জানুয়ারী মার্কিন ডলারে ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন যে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮.০০ তে মার্কিন ইনস্টিটিউট অব সাপ্লাই ম্যানেজমেন্ট আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই ৬৭.০ হবে। আগে মাসে এটি ছিল ৬৯.১। তার মানে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই কমার থাকবে। আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই এর ফলাফল যদি ৫০.০ এর উপরে থাকে তাহলে শিল্পের বিস্তারের ইঙ্গিত দেয়, আর যদি ৫০.০ এর থাকে তাহলে তা শিল্পের নীচে সংকোচন নির্দেশ করে। যদি আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে।
-
আজ ইউএস ডলারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হল ADP Non-Farm Employment Change এবং FOMC Meeting Minutes। বাংলাদেশ সময় 7.15pm এ NFP নিউজ প্রকাশিত হবে। গতমাসে যেখানে এর রিডিং সংখ্যা ছিল 534k এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 405k. নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। এছাড়াও রাত 1.00am এ FOMC Meeting Minutes নিউজ প্রকাশিত হবে, যেটা ইউএস ডলারকে অনেক বেশি প্রভাবিত করে থাকে। তাই ট্রেডারদের আজকে অবশ্যই অনেক বেশি সতর্কতার সাথে ট্রেডিং করার পরামর্শ রইল।
-
আগামীকাল রোজ শুরুবার কানাডার পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30pm এ কানাডিয়ান ডলারে জন্য হাই ইমপ্যাক্টের নিউজ Unemployment Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 6.0% আর এই মাসে এর পূর্বাভাস হল 6.0% এর মানে বেকারত্বের হার অপরিবর্তিত থাকবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজ শুক্রবার, বাংলাদেশ সময় 7:30pm এ ফরেক্স ট্রেডারদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিগ মার্কেট মুভার NFP এবং Unemployment Rate নিউজ প্রকাশিত হবে। এনএসপি এর ক্ষেত্রে আগের মাসে যেখানে বেস্ট রিডিং ছিল 210k এবং এ মাসের জন্য ফোর কাস্ট করা হয়েছে 426k। আবার Unemployment Rate এর ক্ষেত্রে আগের মাসে যেখানে রিডিং ছিল 4.2% এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 4.1%। NFP নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। অপর দিকে Unemployment Rate নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। তাই ট্রেডারদের দুটো নিউজকে ভালোভাবে এনালাইসিস করে নিউজ প্রকাশের পূর্বেই ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ১০ই জানুয়ারী ২০২২ বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬:৩০ ঘটিকায় অস্ট্রেলিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো মাসিক বিল্ডিং অনুমোদন এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসিক বিল্ডিং অনুমোদন ৩.২% হবে। আগে প্রান্তিকে এটি ছিল -১২.৯%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী মাসিক বিল্ডিং অনুমোদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে কিছুটা শক্তিশালী করতে পারে। যদি মাসিক বিল্ডিং অনুমোদন এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ সোমবার, ১০ জানুয়ারি ট্রেডিং সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশ সময় 4:00pm এ ইউরোর জন্য গুরুত্বপূর্ণ নিউজ Unemployment Rate প্রকাশিত হবে। এটি ইউরো রিলেটেড কারেন্সি পেয়ার গুলোর জন্য একটি অত্যন্ত প্রভাব বিস্তারকারী নিউজ। গত মাসে যেখানে রিডিং সংখ্যা ছিলো 7.3% এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 7.2%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউরোকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউরোকে দুর্বল করবে। তাই নিউজ ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল এবং শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এ ধরনের নিউজ প্রকাশের সময় ট্রেড না করায় হবে উত্তম সিদ্ধান্ত।
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় 6:30am অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো Retail Sales m/m এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 4.9% আর এই মাসে এর পূর্বাভাস হল 3.8% । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
নিউজ ট্রেডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ বুধবার, ১১ জানুয়ারি বাংলাদেশ সময় 9:00pm এ ইউএসডি এর জন্য সবথেকে গুরুত্বপূর্ন নিউজ Fed Chair Powell Testifies প্রকাশিত হবে। যেটা ইউএসডি এর জন্য অনেক বেশি মার্কেট মুভার একটি নিউজ। পাওয়েল তেস্টিফাইয়ের সময় ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। সাধারণত এই নিউজ প্রকাস এর শুরুতে ইউএসডি স্ট্রং হলেও পরবর্তীতে অনেকটা দুর্বল হয়ে যায়। এই সময় অনেক রিটেইল ট্রেডারদের ব্যালেন্স জিরো হয়ে থাকে। তাই বিশেষ করে ছোট ব্যালেন্সধারী ট্রেডারদের এ সকল নিউজ প্রকাশের সময় ট্রেড থেকে দূরে থাকাই ভালো অথবা ট্রেড নিলেও অবশ্যই এসএল টিপি ব্যবহার করে ট্রেড নেয়া উচিত।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল ১২ই জানুয়ারী বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ তে শ্রম পরিসংখ্যান ব্যুরো মাসিক ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই ভোক্তা মূল্য সূচক ০.৪% হবে। আগে মাসে এটি ছিল ০.৮%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী ভোক্তা মূল্য সূচক হ্রাসের সম্ভাবনা রয়েছে যা মার্কিন ডলারকে দুর্বল করতে পারে। যদি ভোক্তা মূল্য সূচক এই পূর্বাভাস এর উপরে থাকে তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।