-
আজ মঙ্গলবার, ১৮ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১ টায় পাউন্ডের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Unemployment Rate বেকারত্বের হার প্রকাশিত হবে, যেটা পাউন্ড রিলেটেড কারেন্সি পেয়ার গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল ৪.২% এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে ৪.২%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত পাউন্ড রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
1 Attachment(s)
January 18, 2021
আজকের ফান্ডামেন্টাল এনালাইসিসঃ
[ATTACH=CONFIG]16534[/ATTACH]
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ফান্ডামেন্টাল নিউজ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। ফরেক্স ক্যালেন্ডারে বেশ কয়েকটি মিড ইম্পেক্ট সম্পৃক্ত পাশাপাশি low impact সম্পৃক্ত নিউজ রয়েছে। তাই আজ ট্রেড করার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতার সাথে ট্রেড করতে হবে। নিম্নে নিউজ গুলো তুলে ধরা হলো- তার মধ্যে JPY Index তিনটি নিউজ রয়েছে-
BOJ Outlook Report
Monetary Policy Statement
BOJ Press Conference
EUR Index দুটি গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যা মার্কেট মুভমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ZEW Economic Sentiment
German ZEW Economic Sentiment
USD Index একটি নিউজ রয়েছে তা হলো- Empire State Manufacturing Index
-
আগামীকাল বুধবার কানাডার জাতীয় পরিসংখ্যান অফিস বাংলাদেশ সময় 7:30pm এ কানাডিয়ান ডলারকে প্রবাভিত করে এমন নিউজ ভোক্তা মূল্য সূচক (Consumer Price Index CPI m/m,) এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি কানাডিয়ান ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর কানাডিয়ান ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.2% আর এই মাসে এর পূর্বাভাস হল -0.1% অর্থাৎ এটি কমতে পারে । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি কানাডিয়ান ডলারকে কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা কানাডিয়ান ডলারকে কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল কানাডিয়ান ডলারকে এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
আজকে যারা পাউন্ড রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ বুধবার, ১৯ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১ টায় পাউন্ডের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ consumer price index- CPI প্রকাশিত হবে, যেটা পাউন্ড রিলেটেড কারেন্সি পেয়ার গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল 5.1% এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 5.2%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত পাউন্ড রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। তবে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এ সময় তার থেকে দূরে থাকাই ভালো।
-
যারা অস্ট্রেলিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল ২০শে জানুয়ারী বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৬:৩০ ঘটিকায় অস্ট্রেলিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এই পূর্বাভাস এই মাসে হবে ৪.৫%। আগে মাসে বেকারত্বের হার ছিল ৪.৬%। আনাল্যসিস্টদের পূর্বাভাস অনুযায়ী বেকারত্বের হার কমার সম্ভাবনা রয়েছে যা অস্ট্রেলিয়ান ডলারকে শক্তিশালী করতে পারে। যদি বেকারত্বের হার যদি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা অস্ট্রেলিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর অস্ট্রেলিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
1 Attachment(s)
ফান্ডামেন্টাল নিউজ এনালাইসিস
[ATTACH=CONFIG]16547[/ATTACH]
আজ ১৯ জানুয়ারি ২০২২ তারিখ রোজ বুধবার। আজকের ফরেক্স ক্যালেন্ডার ফলো করার মাধ্যমে ফান্ডামেন্টাল এনালাইসিস করতে যাচ্ছি। আজকের দিনে GBP ইন্ডেক্সে দুটি হাই ইম্পেক্ট এর নিউজ রয়েছে। GBP ইন্ডেক্সেCPI y/y এবং BOE Gov Bailey Speaks নিউজ রয়েছে। পাশাপাশি CAD ইন্ডেক্সে একটি হাই ইম্পেক্ট এর নিউজ রয়েছে। CAD ইন্ডেক্সে: CPI m/m, Common CPI y/y, Median CPI y/y, Trimmed CPI y/y নিউজগুলো উল্লেখযোগ্য। এছাড়াও বেশ কয়েকটি মিড ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। তাই ট্রেড করার ক্ষেত্রে উক্ত নিউজ ফলো করে ট্রেড করা উচিত।
-
আজ বৃহস্পতিবার, ২০ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এ ইউএসডি এর জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Unemployment Claims বেকারত্বের দাবি প্রকাশিত হবে, যেটা ইউএস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল 230k এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে 227k। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে ইউএস ডলারকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে ইউএস ডলারকে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত ইউএস ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল।
-
আগামীকাল রোজ শুক্রবার গ্রেট ব্রিটেন জাতীয় পরিসংখ্যান অফিস বাংলাদেশ সময় 1:00pm তে পাউন্ড প্রবাভিত করে এমন নিউজ রিটেল সেলস Retail Sales m/mএর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি GBP এর জন্য একটি মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর GBP উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1.4% আর এই মাসে এর পূর্বাভাস হল -0.6%। অর্থাৎ এটি হ্রাস পেতে পারে যা GBP জন্য খারাপ হবে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি GBP কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা GBP কে দুর্বল করবে। এছাড়াও আজ GBP এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
1 Attachment(s)
২০ জানুয়ারি ২০২২ইং
আজকের ফান্ডামেন্টাল এনালাইসিস
[ATTACH=CONFIG]16562[/ATTACH]
আজকের ফান্ডামেন্টাল নিউজ সম্পর্কে এনালাইসিস করব। ফরেক্স ক্যালেন্ডারে দেখা যায় আজ AUD ইন্ডেক্সে দুটি হাই ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে- Employment Change এবং Unemployment Rate. এর পাশাপাশি USD ইন্ডেক্সে বেশ কয়েকটি মিড ইম্পেক্ট সম্পৃক্ত নিউজ রয়েছে। USD Index নিউজ গুলো বাংলাদেশী সময় সন্ধা ৭ঃ৩০ থেকে রাত ১০ পর্যন্ত চলমান থাকবে। নিউজগুলো Philly Fed Manufacturing Index, Unemployment Claims, Existing Home Sales এবং Crude Oil Inventories. তাই উক্ত নিউজ গুলো ফলো করার মাধ্যমে আমাদের ট্রেড করতে হবে।
-
আজকে যারা কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করতে চান তাদের মাথায় রাখতে হবে যে আজ শুক্রবার, ২১ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা 7 টা 30 মিনিটে কানাডিয়ান ডলারের জন্য হাই ইম্প্যাক্ট নিউজ Retail Sales প্রকাশিত হবে, যেটা কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের মাসে যেখানে এর ব্রিডিং সংখ্যা ছিল ১.৬% এবং এ মাসের জন্য ফোরকাস্ট করা হয়েছে ১.২%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে বেশি হয় তাহলে পাউন্ডকে শক্তিশালী করবে এবং যদি Actual এর সংখ্যা Forecast এর থেকে কম হয় তাহলে পাউন্ডকে দুর্বল করবে। এই নিউজ প্রকাশের সময় সাধারণত কানাডিয়ান ডলার রিলেটেড কারেন্সি পেয়ার গুলোতে উচ্চ ভোলাটিলিটি তৈরি করে। তাই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল ট্রেডারদের নিউজ প্রকাশের পূর্বেই যথাযথভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড সেটআপ দেয়ার পরামর্শ রইল। তবে শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডারদের এ সময় তার থেকে দূরে থাকাই ভালো।