এক্সপার্ট ট্রেডার দের উদ্দ্যেশে বলছি। আপনারা যারা ফরেক্স অনেক দিন ধরে করেন তারা কোন পদ্ধতি ট্রেড করেন। অবশ্যই বুঝিয়ে বলবেন।এতে আমার মত নতুন অনেক এর উপকার হবে। আমি একটা সিস্টেম মেনে ট্রেড করি কিন্তু প্রফিট কম রিস্ক বেশি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
Printable View
এক্সপার্ট ট্রেডার দের উদ্দ্যেশে বলছি। আপনারা যারা ফরেক্স অনেক দিন ধরে করেন তারা কোন পদ্ধতি ট্রেড করেন। অবশ্যই বুঝিয়ে বলবেন।এতে আমার মত নতুন অনেক এর উপকার হবে। আমি একটা সিস্টেম মেনে ট্রেড করি কিন্তু প্রফিট কম রিস্ক বেশি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন।
আমার মনে হয় ফরেক্স ট্রেড করার আগে আপনার জেনে রাখাভাল ফরেক্স মাকেট রিক্সি মাকেট এখাণে যখন তখন ল্যাব অথবা লস করতে পারেন | তাই আপনি ফরেক্স এ দক্ষতা অজন করেন তারপর ফরেক্স ট্রেড করেন আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন ফরেক্স মাকেট দক্ষতা ছারা আয় করা যায় না ধন্যবাদ|
ফরেক্স করছেন ভাল কথা আপনি ফরেক্স থেকে আয় করবে ভাল আমার মনে হয় আপনি অন্যের কথা না সুনে আপনি আপনার নিজের মত ফরেক্স করেন তবে দেকবেন আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন | আমি অন্যের কথা সুনে ফরেক্স থেকে অনেক লস করছি তাই আর অন্যের কথা না এখন ফরেক্স নিয়ে ভাল আছি আশা করি আপনি ও থাকবেন |
ভাই ফরেক্স মার্কেটে একেক ট্রেডার একেক পদ্ধতিতে ট্রেড ওপেন করে।তাই আমার মনে হয় আপনি ডেমো একাউন্টে ট্রেড প্রাকটিস করুন যাতে নিজিকে দক্ষ ট্রেডার বানানো যাই।আপনি তখন নিজেই বুঝে যাবেন যে কিভাবে ট্রেড করতে হয়।
দক্ষ ট্রেডার হতে হলে অবশ্যই অামাদের ভালোভাবে ফরেক্স বিষয়ে বই পড়তে হবে,ট্রেডিং বিষয়ে জানতে হবে । মার্কেট এ্যানালাইসিস করে দক্ষতা অর্জন করতে হবে । ফরেক্স এ ভালো প্রফিট করতে হলে দক্ষ ট্রেডারের কোন বিকল্প নেই। দক্ষ ট্রেডার হলে আমাদের লাভ হবে ও লসের সম্ভবনা কমে যাবে।
ফরেক্সে এমন এক বাজার যেখানে প্রতিদিন অনেক নতুন ট্রেডার আসেন ও অনেক ট্রেডার হতাশ হয়ে চলে যান । আমাদের ফরেক্সে ট্রেড শুরু করার আগে ভালো ভাবে ফরেক্স শিখতে হবে ও অনেক দিন ডেমো ট্রেড করে নিজেদের দক্ষ করে তুলতে হবে । যখন মনে হবে যে এখন আসল মার্কেটে টিকে থাকা যাবে ও মুনাফা অর্জন করা যাবে তখন ই শুধু আসল ট্রেড করা উচিত । ফরেক্স ট্রেড এর জন্য কারো কাছ থেকে বুদ্ধি নেয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ট্রেড করা ভালো । সময় ই বলে দিবে আপনি কোন পদ্ধতিতে ট্রেড করবেন ।
সব কিছুর একটা নিয়ম থাকা দরকার, ফরেক্স মার্করটে যেহতু আপনি আপনার বস তাই আপনাকে আপনার জন্য কিছু নিয়ম তৈরি করে সে নিয়ম অনুযায়ী চালতে হবে । আপনি ডিপোজিট কত করবেন। আপনার লাভের আশা কত করেন। আপনি কত লটে ট্রেড বসাবেন। কোন সময় আপনি ট্রেড করবেন, কতসময় করবেন।কোন সিস্টামে ট্রেড করবেন সব কিছু একটি নিয়মের মধ্যে হলে আপনি ফরেক্সে ভাল করবেন আশা করি।
আমরা ফরেক্স ব্যবসা সব সময় নিজের এ্যানালাইসিসে করার চেষ্টা করব । যেমন নিজের এ্যানালাইসিসগুলো নিম্নে বর্ণনা করা হল :
(১) নিউজ দেখা ।
(২) ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করা ।
(৩) ধৈর্য্য ধারণ করা ।
(৪) লোভ থেকে বিরত থাকা ।
(৫) লিভারেজ কমিয়ে নেয়া ।
(৬) ওভার ট্রেড না করা ।
ফরেক্স মার্কেটে কিছু নিয়ম তৈরি করে সে নিয়ম অনুযায়ী চালতে হবে । আপনি ডিপোজিট কত করবেন। আপনার লাভের আশা কত করেন। আপনি কত লটে ট্রেড বসাবেন। কোন সময় আপনি ট্রেড করবেন, কতসময় করবেন।কোন সিস্টামে ট্রেড করবেন সব কিছু একটি নিয়মের মধ্যে হলে আপনি ফরেক্সে ভাল করবেন আশা করি
ট্রেড করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারে। আপনি অনেক স্ট্রেটিজিএর মধ্য থেকে যে কোন একটি স্ট্রেটিজি শিখে ট্রেড করতে পারেন। আপনি ইন্ডেক্টর ভিত্তিক ট্রেডিং সিস্টেম ব্যবহার করতে পারেন। আপনি ichumuko ট্রেডিং সিস্টেম ও শিখতে পারেন।