ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট। প্রথম অবস্থায় এগুলো হলেই যথেষ্ঠ।
Printable View
ইন্টারনেট কানেকশনসহ একটি পিসি অথবা উইন্ডোজ মোবাইল আছে? তাই যথেষ্ট। প্রথম অবস্থায় এগুলো হলেই যথেষ্ঠ।
ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই অনেক কিছু দরকার । নিন্মে সেগুলো দেওয়া হল :
(১) মার্কেট এ্যানালাইসিস করতে হবে ।
(২) ধৈর্য্য ধারণ করতে হবে ।
(৩) লোভ কমাতে হবে ।
(৪) লিভারেজ কমাতে হবে ।
(৫) দক্ষতা অর্জন করতে হবে ।
ফরেক্স মার্কেট করতে হলে আপনার কম্পিউটার আর ইন্টারনেট থাকা প্রয়োজন।কিন্তু এই থাকলে যে আপনার আয় হবে তা কিন্তু না।ফরেক্স মার্কেটের আয় নির্ভর করে আপনার দক্ষতার উপর।তাই আমাদের উচিত মার্কেট সম্পর্কে জানতে হবে।
ফরেক্স শুরু করতে চাইলে প্রথমে আপনার ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটার লাগবে। আর আপনার ফরেক্স নিয়ে আর্টিকেল পরতে হবে ফরেক্স জানার জন্য। ফরেক্স শিখতে হবে। না শিখে করলে আপনি বেশিদিন টিকে থাকতে পারবেন না ফরেক্স এ।
আসলে সত্যি কথা বলতে কি , নিউজ বুঝার জন্য কোন পিএইচডি বা এমফিল ডিগ্রির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রথমে আপনাকে বুঝতে হবে এই নিউজের ইমপ্যাক্ট কি? তার পরে আসতে হবে ফোরকাস্ট কি বলছে। এরপরে দেখতে হবে প্রিভিয়াস কি ছিল। এবার একচুয়াল এর অপেক্ষা। বাকিটা তো সবাই কম বেশি জানেন।
ফরেক্স ব্যাবসা করার জন্য শুধু কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট কানেকশন হলেই চলে।তাই এই ব্যাবসা যে কেউ চাইলেই খুব সহজে করতে পারবে।
ফরেক্স ট্রেড করার জন্য প্রথমে দরকার একটা কম্পিউটার। আর সাথে একটা ইন্টারনেট কানেকশন। আপনার যদি ইন্টারনেট কানেশন না থাকে তাহলে একটা মডেম ব্যবহার করতে পারেন। এখন আপনি যে কোন একট ব্রোকার এ একাউন্ট খুলে ট্রেড করতে পারবেন।
ফরেক্স ট্রেডিং করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই । তবে যে বিষয়টা সবচেয় বেশি গুরুত্বপূর্ণ তা হলো েএকজন ট্রেডারের দক্ষতা ও অভিজ্ঞতা । যে যত বেশি ভালো ট্রেডার সে তত বেশি পরিমাণে এই মার্কেটে ভালো করতে পারবে । তবে ইন্টারনেট সংযোগসহ একট কম্পিউটার কিংবা এরকম কোন ডিভাইস অথবা প্রযোজন হবে নিজের যোগ্যতা ও দক্ষতার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ্
আর লাগবে একাগ্রতা,দৃঢ় প্রত্যয়,ঠিক যেন কচ্ছপের মত ৷ ফরেক্স স্টাডির জন্য অবশ্য্ই ফোরামে লেখাপড়া করে খুটিনাটি সব বিষয় শিখতে হবে ৷বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷ ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনার একটা ভাল ট্রেডিং সিস্টেম থাকতে হবে যেই সিস্টেম দিয়ে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করবেন আর সেই লাভ এর টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন আমি ফরেক্স মার্কেট এর টাকা দিয়ে অনেক কিছু করছি তাই আপনি একটা ভাল ট্রেডিং সিস্টেম দিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করা শিখেন তা হলে আপনি অনেক ভাল করতে পারবেন