আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
Printable View
আমি সাপ্তাহিক টার্গেট ২৫০ পিপ রাখি। তবে প্রাইচ একশন ট্রেড বা যে কোণ সিস্টেম হোকই না কেন শীউর ভাবে প্রফইট টার্গেট সব সময় পূরন করা যায় না। তবে আমার মতে মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কিছু লাগে না। এতে সপ্তাহে ২৫০ পিপ এর হিসাবে আসে।
সাপ্তাহিক প্রফিটের এই হিসাবটা খুবই ভালো কিন্তু নিয়মিত এই ভাবে ২৫০ পিপস নেওয়া খুবই কঠিন হয়ে যাবে৷তবে দক্ষ ও দীর্ঘদিনের অভিজ্ঞ ট্রেডারদের দ্বারা এটা অবশ্যই সম্ভব হতে পারে৷এজন্য মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে হবে৷আমি লং টার্ম ট্রেডার তাই আমার সাপ্তাহিক কোনো টার্গেট থাকেনা৷
টার্গেট নিয়ে কাজ করা এই ব্যবসার জন্য অনেক ভাল একটা লক্ষণ । আমাদের সকলের জীবনে একটা টার্গেট রয়েছে বলেই কিন্তু আমরা কাজ করার উৎসাহ পাই । সেরকম ফরেক্স ব্যবসায় আমাদের সকলের এখানে ঐ একটাই উদ্দেশ্য সেটা হল অর্থ উপার্জন এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তোলা সেই তাড়নায় আমার সাপ্তাহিক টার্গেট হল ২৫০ পিপিস ।
ভাই বেশ ভাল কথা বলেছেন। ভাই ফরেক্স মার্কেটে সাপ্তাহিক টার্গেট বলতে আমি সাধারণত ১ টা ট্রেড প্রফিট করতে চাই, এবং আমার ব্যালেন্সের মানি ম্যানেজ ম্যান্ট হিসেবে আমাকে কমপক্ষে সপ্তাহে ২৫ ডলার ইনকাম করতে হবে এটাই হল আমার মূল টার্গেট প্রতি সপ্তাহে। তবে মাসের কোন একটা সপ্তাহে যদি ভাল পজিশন না পাই তখন একটু চিন্তায় পড়ে যেতে হয়, কেননা এখানে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা বোকামী হবে। কারন সুযোগ আসবে তখন সেটাকে কাজে লাগাতে হবে।
এক এক জন ট্রেডারের এক এক রকম টার্গেট থাকে বা থাকা উচিত। দুই জনের এক রকম হবার চান্সই খুব কম। তারপরও যদি মিলে যায় তা খুবই কাকতালিয় ব্যাপার হতে পারে। যাই হোক - আমাদের সাপ্তাহিক টার্গেট থেকে মাসিক টার্গেট রাখা উচিত। এটা বেশি লজিক্যাল বলে আমার ধারণা। যদিও আমার এখন পর্যন্ত কোন টার্গেটই নাই। আগামী মাসে ফোরামের বোনাস পেলে টার্গেট সেট করব।
আমার ফরেক্স মার্কেট এ সপ্তাহে কোন টার্গেট নেই কারন বেশি টার্গেট করে ট্রেড করলে অনেক লস হয় আমি আমার ট্রেডিং সিস্টেম এ যে কয়টা ট্রেড পাই সেই ট্রেড গুল করি ২% রিস্ক নিয়ে এতে করে যে সপ্তাহে বেশি ট্রেড পাই সেই সপ্তাহে বেশি লাভ হয় আর যে সপ্তাহে কম ট্রেড পাই সেই সপ্তাহে কম লাভ হয় আবার এমন ও হয় কোন কোন সপ্তাহে ট্রেড আসে না
টার্গেট করে ট্রেড করাটা অনেক ভালো। কিন্তু টার্গেট পূরণ করাটা অনেক কঠিন। কোনো সপ্তাহে হবে কোনো সপ্তাহে হবে না. তাই মাস এ একটা টার্গেট করলে পূরণ করা যাই. আর মাস এ ১০০০ পিপ প্রফিট করতে পারলে আর কোনো কাজ না করলে ও খুব ভালো ভাবে চলা যাবে. তাই মাস এ ১০০০ পিপ প্রফিট টার্গেট সবাই করতে পারেন.
আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না
আমার সপ্তাহে ১০-১২ ডলারের টার্গেট থাকে। আমি খুব বেশি রিস্ক নেই না। আমি নতুন ট্রেডার একবার একাউন্ট শূন্য করেছি তাই চাই না আবার আমার একাউন্ট টা শূন্য হোক। কোন সপ্তাহে যদি আমার ১০ ডলার না হয় তবেও আমার কোন আফসোস নাই । আমার কোন জোর নাই যে আমাকে সপ্তাহে ১০ ডলার প্রফিট করতেই হবে নয়তো বাসায় ভাত রান্না হবে না