-
আপনি কত দিন ধরে আছেন?
আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
আসলে ঠিক কত দিন ট্রেড করলে একজন নবিস ট্রেডার হয়ে উঠতে পারে বা তাকে সঠিক অর্থে প্রফেশনাল বলা যেতে পারে?
আমি গত চার বছর ধরে হাটি হাটি পা পা করে মার্কেট এ আছি কিন্তু আজও ট্রেডার হয়ে উঠতে পারলাম না। আপনাদের কারো কাছে এর কোন যৌক্তিক ব্যাখা পাওয়া যাবে? থাকলে একটু আওয়াজ দিবেন খুব উপকার হবে। আর পারছি না সত্যিই।
-
আপনি লস করতে করতে অস্হির হয়ে গেছেন তাই আর দাড়িয়ে থাকতে পাড়ছেন না,হতাশ হয়ে শুয়ে পড়ছেন!!আমি এই মর্কেটে গত সারে তিন বছর হলো নিয়মিত ট্রেড করছি ও লস করে করে প্র্যাকটিস করেছি৷প্রতিবারই লসের কারনগুলো নোট করে মনে রেখে আবার ট্রেড করেছি৷বারবার লক্ষ্য করেছি আমার মানি মেনেজমেন্ট ভূল ছিল,বড় লটে ট্রেড করেছি,ওভার ট্রেডিং করেছি,সঠিকভাবে এনালাইসিস করতে পারি নাই,ফলে অসংখ্য বার আমার ব্যালেন্স জিরো হয়েছে৷অথচ আমি লসকে,এই কষ্টকে একটুও পাত্তা দেই নাই,একটুও হতাশ হই নাই৷বরং আরোও বেশি স্টাডি করার জন্য ঝাপিঁয়ে পড়েছি৷আপনাকে বলবো আপনি ব্যাপক স্টাডি করেন,ডেমো প্র্যাকটিস করেন,প্রাইসএকশান স্ট্র্যাটেজী শিখেন,বড় টাইমফ্রেমে ট্রেড করেন,লসের দুঃখ ভূলে নাকে তেল দিয়ে কিছুদিন ঘুমান,আপাতত রিয়েল ট্রেড অফ রাখেন৷
-
আমি ফরেক্স ব্যবসা করতেছি এই ২ বছর ধরে । আমার মতে ফরেক্স টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । এই জন্য ফরেক্স ব্যবসা এই পৃথিবীতে এত জনপ্রিয় । আমি মনে করি আমি ফরেক্স থেকে সারা জীবন ফরেক্স ব্যবসা এর সাথে থাকবো । আমি জানি অল্প দিন ফরেক্স ব্যবসা করলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব নয় ।
-
ভাই আমিতো এখানে প্রায় অনেক বছর ধরে রয়েছি। তাই বলা যায় যে এই ব্যবসাটা আসলেই অনেক ক্রিটিক্যাল। আপনি এখানকার প্রত্যেকটা বিষয়কে যদি সাবধানতার সাথে কিংবা আন্তরিকতার সাথে না নিতে পারেন তাহলে এই মার্কেট আপনাকে পুরোপুরি বোকা বানিয়ে ছাড়বে। সুতরাং পরিশেষে এতটুকুই বলতে পারি ফরেক্স খুব সহজ এবং মজার একটা ব্যবসা মানে একথায় এফিসিয়েন্ট বলা যায়।
-
আমি বেশিদিন ধরে এই ব্যবসা করি না, আমি অনেক নতুন। তবে আমার ইচ্ছা আছে এই ব্যবসা দীর্ঘদিনের জন্য করা। কারণ এই ব্যবসা অনেক লাভজনক এবং আমি যদি এই ব্যবসা সঠিকভাবে করতে পারি তাহলে আমার অন্য কিছু না করলেও চলবে, এই ব্যবসা দিয়েই আমি সারাটাজীবন চলতে পারবো। তাইতো আমি এই ব্যবসায় আমর সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করতাছি।
-
আমি বেশি দিন ধরে এই মার্কেটে আসিনি মাত্র কয়েক মাস হলো আসছি। তবে আমার ইচ্ছা আমি যেন এই ফরেক্স ব্যবসাটা যেন আমার জীবনে ধরে রাখতে পারি। কারণ আমি এই কয়েক মাসে বুঝতে পেরেছি যে, এই ব্যবসা অনেক লাভজনক একটি ব্যবসা। যদি আমি সঠিকভাবে সুস্থ্য মাথায় ফরেক্স ব্যবসাটা পরিচালনা করতে পারি তাহলে আমার বিশ্বাস এটা দিয়ে আমি সারাজীবন চালাতে পারব। তাই এই ব্যবসায় আমি পূর্ণ সময় ব্যয় করার চেষ্টা করছি যাতে করে আমি ফরেক্স সম্পর্কে সঠিক জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে পারি।
-
ট্রেড জগৎ এ আমি ১০ মাস ধরে আছি এখনও মনে হয় কিছুই শিখতে পারি নাই। তাই ফরেক্স এ ভাল মানের ট্রেডার হতে হলে ৫ থেকে ৭ বছর লেগে থাকতে হবে তারপর ও অনেকে লস করছে তাই আমি ফরেক্স এর সম্পর্কে আর কি বলব। যত সময় দিয়ে ট্রেড কৌশল শিখতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল হবে আর যদি সারা জীবন ট্রেড করে যান কিন্তু নতুন নতুন কিছু শেখার জন্য সময় ব্যায় না করেন তাহলে সারাজীবন ট্রেড করলেও লস করতে হবে।
-
আমি ফরেক্স ব্যবসা করতেছি এই ৭ বছর ধরে । ফরেক্সকে টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । এই জন্য ফরেক্স ব্যবসা পৃথিবীতে এত জনপ্রিয় । আমি জানি অল্প দিএন ফরেক্স ব্যবসা করলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব নয় । কারন অনেক লাভ করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ব্যবসায় সম্পর্কে দক্ষ হতে হবে, তাহলে সম্ভব।
-
আমি খুব একটা বেশি দিন ধরে এই ব্যবসার সাথে জড়িত না তবে আশা আছে দীর্ঘ দিন এই ব্যবসা করার। কারণ এই ব্যবসাটি অনেক বেশি লাভজনক একটি ব্যবসা যদি সঠিকভাবে এটিকে নিজের মধ্যে আয়ত্ব করে করতে পারি তাহলে আমার বিশ্বাস ভবিষ্যতে এই ব্যবসা দ্বারাই আমার জীবনে সকল চাহিদা পূরণ করা সম্ভব হবে। যা আমার অন্য কোন ব্যবসা বা কাজ না করলেও চলবে। তাই আমি এই ব্যবসাটা স্থায়ীভাবে করার চিন্তায় আছি এজন্য আমি এখানে পূর্ণ সময় ব্যয় করছি।
-
আমি প্রায় ২ বছর হলো এই ফরেক্স ট্রেড এর সাথে জড়িত এবং শিখছি। আমি যতটুকু জানতে পেরেছি এ ব্যবসার ব্যপারে তা হলো অনেক ধীর গতিতে আগাতে হবে প্রথমে এবং নিজের একটি মেথড থাকতে হবে চার্ট বোঝার জন্য সাথে ফান্ডামেন্টাল বুঝতে হবে অর্থাত মার্কেট এর হঠাত পরিবর্তন গুলোকে বোঝার ক্ষমতা থাকতে হবে। আমি বুঝতে পেরেছি যে অন্তত প্রথম ৩ বছর রিয়েল ট্রেড থেকে দুরে থাকাই উত্তম কারন আপনি রিয়েল ট্রেড এর প্রতি আকৃষ্ট হওয়া মানেই আপনি অল্প সময়ে অনেক আয় করতে চাচ্ছেন। তাই বেশী আয় করার চিন্তা নিয়ে ট্রেড করলে আপনি কখনও সফল হতে পারবেন না।