-
সাইডওয়ে ট্রেন্ড কি ?
যে মার্কেট আপ বা ডাউনে যাচ্ছে এটা কিন্তু টেকনিক্যালিই যায়। মুভমেন্টটা হচ্ছে ফান্ডামেন্টালী কিন্তু সেটা টেকনিক্যাল ওয়েতেই যাবে। তাই যারা এক্সপার্ট এবং সফল ট্রেডার তারা কিন্তু ফান্ডামেন্টাল নিউজের সাথে সাথে টেকনিক্যাল ব্যাপারগুলাও কিন্তু মেনে চলেন। মার্কেটে যখন একটা ট্রেন্ড শুরু হয় তখন সেটা চলতেই থাকে। একসময় ট্রেন্ডটা দূর্বল হয়ে এবার রিভার্সাল মুভ শুরু করে। একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই মার্কেট ট্রেন্ড বুঝতে হবে। 1
-
ভাই আপনি কিন্তু এখানে সাইডওয়ে ট্রেন্ড সম্পর্কে তেমন কিছুই উল্লেখ করেননি যদিও টাইটেলটি ছিল সাইডওয়ে ট্রেন্ডে নিয়ে৷যাইহোক আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করি তখন আমরা টেকনিক্যাল এনালাইসিসের প্রয়োজনে আমাদের নিজেদের ট্রেডিং চার্টগুলোতে ট্রেন্ড দেখি৷যেমন আপট্রেন্ড,ডাউনট্র ন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড৷সাইডওয়ে ট্রেন্ডকে আমরা অন্য ভাষায় ranging market বলে থাকি৷সাইডওয়ে ট্রেন্ড বা মার্কেট রেন্জিং চলাকালীন সময়ে সাধারণত কোনো পেয়ারের প্রাইস খুব ধীরগতিতে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে অল্প কিছু পিপস অনুসারে ক্রমাগত বেশকিছু সময় ওঠানামা করতে থাকে৷এই সময়ে ট্রেডারগণ খুব কম ট্রেড করে থাকেন এবং তারা পরবর্তী কোনো ট্রেডিং সিগন্যাল পাওয়ার অপেক্ষায় থাকেন৷ফলে ঐ সময় মার্কেটে লেনদেন খুবই ধীরগতি সম্পন্ন হয়ে থাকে৷এই অবস্থাকেই আমরা ranging market বলে থাকি৷এই সময়ে প্রাইস সাইড ওয়েতে চলমান থাকে বলেই আমরা সাইডওয়ে ট্রেন্ড বলি৷
-
মার্কেট যখন একটা নির্দিষ্ট রেন্জ বা প্রাইসের মধ্যে আপ ডাউন করতেই থাকে তাকে আমরা সাধারণত সাইডওয়ে ট্রেন্ড বলে থাকি। কিন্তু আসলেই তা কি একটা ট্রেন্ড? অভিজ্ঞ ট্রেডারদের ভাষায় সাইডওয়ে কোন ট্রেন্ড না। প্রাইস কোন একটা ট্রেন্ড নেবার প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি কনফিউজ ভাবে একটা ট্রেড নিয়ে আটকে পড়েন ব্রেকআউট যদি আপনার বিপক্ষে যায় এবং আপনি যদি আমার মত স্টপলস ছাড়া ট্রেডার হোন তবে আপনার সাধের একাউন্ট খানা ঠিকবে বলে মনে হয় না। তাই রেন্জ এর মধ্যে ট্রেড করলে একটু না অনেক বেশি হিসেব নিকেশ করে করবেন।
-
যখন দেখবেন মার্কেট তার আপ এবং ডাউন কোনদিকে সেরকম মুভ করছে না তবে মাঝের একটা পথ অবলম্বন করে সুন্দরভাবে সমান্তরালভাবে এগিয়ে চলছে বা যাচ্ছে তথন বুঝে নিবেন ওটাই হলো সাইডওয়ে ট্রেন্ড। সাইডওয়ে ট্রেন্ডের মধ্যে আপনাকে সাধারণত আপনাকে সাপোর্ট- রেসিস্ট্যান্স দেখে ট্রেড করতে হবে।
-
সাইডওয়ে মার্কেট একটা টেকনিক্যাল মুভমেন্ট ফলো করে এগিয়ে যায়। একটা নির্দিষ্ট রেঞ্জে দিনের পর দিন মুভ করে। নির্দিষ্ট একটা সাপোর্ট রেজিস্ট্যান্ডের বাইরে যেতে পারে না। এই ধরনের মার্কেটে ব্রেকআউট হলে বেশ ভালো প্রফিট করা সম্ভব হয়। তবে অনেক ট্রেডার সাইডওয়ে মার্কেটেই ভালো প্রফিট করতে পারে। সাইডওয়ে মার্কেটে ট্রেড করার অনেক সিস্টেম আছে অনলাইনে। তবে লং ট্রেডাররা এই সাইডওয়ে মার্কের এভয়েড করতেই পছন্দ করে।
-
প্রত্যেক পেয়ারে ট্রেন্ড এর শুরুতে যদি ট্রেড করা যাই তাহলে বেশ ভাল আকারের প্রফিট করা যাই। তাই আমাদের প্রতি পেয়ারে খেয়াল রেখে ট্রেন্ড শুরু হওয়া মাত্র ট্রেড বসাতে হবে। এজন্য অবশ্যই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এ্যানালিসিস এর প্রতি খেয়াল রাখতে হবে। বিশেষ করে যখন একটি ট্রেন্ড শুরু হয় তখন টেকনিক্যাল এ্যানালিসস টি খুব ভালভাবে আপনাকে জানিয়ে দিবে যে এখন ট্রেন্ড পরিবর্তন হচ্ছে। তাই টেকনিক্যাল এ্যানালিসিস এ ক্ষেত্রে অনেক জরুরী। পাশাপাশি ফান্ডামেন্টাল এ্যানালিসিস ও অনেক জরুরী একটি ট্রেন্ড শুরু হওয়ার জন্য।
-
সাইডওয়েড হচ্ছে যখন পাশাপাশি মার্কেট চলতে থাকে যেকোন দুটি সাপোর্ট এন রেজিট্যান্স এর মধ্যে মার্কেট আপ-ডাউন করতে থাকে। এই ধরনের প্রক্রিয়ায় মার্কেট অনেক সময় মাসের পর মাসও চলতে পারে এই অবস্থাকে মার্কেট কনসলিডেট ও বলা হয়। এই সময়ে নতুন ট্রেডারদের একদম ট্রেড করা উচিত নয় কারন মার্কেট কখন কোন দিকে যাবে সেটার ডিরেকশন পাওয়া খুব কষ্টকর। তবে অভিজ্ঞ ট্রেডারগন সাইডওয়ে বা কনসলিডেট মার্কেট থেকেও ভাল প্রফিট করতে পারেন।
-
1 Attachment(s)
ট্রেন্ড মুলত তিন প্রকার। এগুলো হল
আপট্রেন্ড
ডাউনট্রেন্ড
সাইডওয়ে ট্রেন্ড
সাইডওয়ে ট্রেন্ড: যখন কোন স্টক বা কারেন্সি পেয়ারের দাম না ঊর্ধ্বমুখী হয় না নিম্মমুখী হয়, তখন এটিকে সাইডওয়ে ট্রেন্ড বলে মনে করা হয়। এটি আসলে কোন ট্রেন্ড না। ফরেক্সের ক্ষেত্রে কারেন্সি পেয়ারের প্রাইস একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে ঘুরাঘুরি করলেই সেটা সাইডওয়ে মার্কেট বলে। তারা আগের হাই এর ঊর্ধ্বে বা ব্রেকআউট করে না। যদি তারা তা করতে সক্ষম হয়, তবে তা একটি বুল মার্কেট নির্দেশ করবে। পাশাপাশি তারা আগের লো কে, বা আগের সাপোর্ট লেভের নীচে যেতে পারে না। যদি তারা তা করে, তবে তা কারেকশনের ইঙ্গিত দেয়। যদি তাদের ২০ শতাংশ পতন হয়, তবে এটি একটি বিয়ার মার্কেট হবে।
এটা স্কাল্পারদের প্রচুর প্রফিট করতে সাহায্য করে।
[ATTACH=CONFIG]6275[/ATTACH]
-
ফরেক্স মার্কেটের তিন ধরনের ট্রেন্ড রয়েছে। এগুলো হলো আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়ে ট্রেন্ড। এদের মধ্যে সাইডওয়ে ট্রেন্ড হলো সমান্তরালে চলতে থাকা একটি ট্রেন্ড যা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করতে থাকে। অর্থাৎ সাইডওয়ে ট্রেন্ড সব সময় সোজা ও সমান্তরাল হয়ে থাকে। সাইডওয়ে ট্রেন্ডের উপরের ট্রেন্ডলাইন এবং নিচের ট্রেন্ড লাইন দুটি প্রায় সমান্তরাল রেখার মধ্যে আবদ্ধ থাকে। আর এই ট্রেন্ডের রেঞ্জ অল্প হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেটে আমরা তিন ধরনের ট্রেন্ড সম্পর্কে জানি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়ে ট্রেন্ড । মুলত আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড তৈরির আগে মার্কেটে একটি সাইডওয়ে ট্রেন্ড তৈরি হয়। যেখানে মার্কেট মুভমেন্ট একটি নির্দিষ্ট রেন্জের মধ্যে ঘুরপাক খেতে থাকে মুলত এই সময়টাই হলো সাইডওয়ে ট্রেন্ড। অনেক ট্রেডার আছে যারা সাইডওয়ে ট্রেন্ডেও ভালো প্রফিট করে থাকে, কেউ কেউ ভালো স্ক্যাল্পিং করে সাইডওয়ে ট্রেন্ডে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1589876756.png[/IMG]