সত্যিকারের ট্রেডার হতে হলে করণীয়!
আপনি একজন ফুল টাইম ট্রেডার হতে চান বা হতে চাচ্ছেন। তবে এই থ্রেডটা আপনার জন্য যারপর নাই জরুরী। আপনি যদি লং টার্মের জন্য এটাকে পেশা হিসেবে নিতে চান তবে আপনাকে সেই ভাবে প্রস্তুতি নিয়েই নামতে হবে। নতুবা বার বার জিরো করে আবার নতুন করে শুরু করার প্লান করতেই হবে। যাই হোক- যদি এই মার্কেট এ লং টাইম ঠিকে থাকতে চান তবে বিভিন্ন দেশের নিউজের উপর গুরুত্ব দিতে শুরু করেন। কেননা নিউজ হল ফরেক্স মার্কেট এর মূল চালিকা শক্তি। নিউজ ছাড়া মার্কেট মুভ করতে পারে না বা করবে না। তাই নিউজ সবার আগে।