আমাদের অনেক ট্রেডার আছেন যারা একবার বা দুবার চেষ্টা করে হার মেনে নেন বা নিয়েছেন। আমার পরিচিত এক ট্রেডার ১১০ ডলার ডিপোজিট করে জিরো করে আবারও ২০ ডলার ডিপোজিট করে জিরো করে এখন আর মার্কেট এ নেই। আপনি ও কি এমন বা এমন হবার সম্ভাবনা আছে? যদি থাকে তবে তা মন থেকে মুছে ফেলুন। মনে রাখবেন - এখানে এসেছেন হারার জন্য নয়। এখান থেকে জয় ছিনিয়ে আনতেই হবে যে কোন মুল্যে। যদি না পারেন তবে আজই এই মার্কেট থেকে বিদায় নেন।