মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে ধারনা
আমরা যারা ফরেক্স এ ট্রেড করছি তাহাদের মার্কেট এর মুভমেন্ট সম্পর্কে জানাটা অনেক জরুরী কারন মার্কেট বর্তমানে কোন অবস্থায় আছে এবং একটু পরে কোন দিকে যেতে পারে এ বিষয়ে জানতে না পারলে ভাল ট্রেড ধরা যায় না। এ বিষয়ে জানতে আমরা Stochastic ইন্ডিকেটরটি ব্যবহার করতে পারি এ ইন্ডিকেটরটি ব্যবহার করে আমরা বুঝতে পারব এখন মার্কেট নিচে আছে নাকি উপরে আছে যদি মার্কেট উপরে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে মার্কেট নিচে নামতে শুরু করবে সুতরাং আমাদের এখন সেল ট্রেড নিতে হবে এমন করে মার্কেট নিচে থাকলে বাই ট্রেড নিতে হবে তাই এই ইন্ডিকেটরটি ফরেক্স ট্রেড এর মুভমেন্ট সম্পর্কে বেশ ভাল একটি ধারনা দিয়ে থাকে।