-
ফোরামের সর্বোচ্চ বোনাস
আমি ফোরামে যোগদান করি ফেব্রুয়ারী-১৮। সেখান থেকে ফোরামে লেখালিখির মাধ্যমে প্রতি মাসে বোনাস পেয়েছি তবে সেটি ছিল বিভিন্ন পরিমানের। তবে আমি গত দুই মাস যাবৎ ফোরামে বেশ লেখালিখি করে সর্বোচ্চ ২০০ ডলার পর্যন্ত বোনাস পেয়েছি। গত মাসে ২০০ ডলার এবং এই মাসে ২০০ ডলার বোনাস পেয়েছি। আপনারা ফোরাম থেকে সর্বোচ্চ কত ডলার বোনাস নিতে পেরেছেন দয়াকরে শেয়ার করবেন।
-
আপনাকে অভিনন্দন। আমরাও চেষ্টা করি কিন্ত শেষ পর্যন্ত কেন যেন হয় না। যাই হোক আপনি পাচ্ছেন এটা দেখে আমাদের ভাল লাগছে। আমি খুব একটা বেশী পাইনী ১৫০ ডলারের মত। আসলে আমরা বেশী বেশী ডলার পেলেই তো আর হবে না। আমাদের এই বোনাস ডলার গুলো কাজে লাগানো জানতে হবে। আমি আসলে অল্প পরিমানে ট্রেড করি অনেক কম মাসে ৪/৫টি তাও অনেক সময় দেখা নিজের ভূলের কারনে লসের পরিমান বেশী হয়ে যায়। যাই হোক ট্রেডিং এর ফলাফল সব সময় ভাল হয় না।
-
হ্যাঁ ভাই আমিও এই ফোরামের একজন নিয়মিত সদস্য। তবে পোষ্টের তুলনায় বোনাস অনেক বেশি পেয়েছি, সেজন্য ধন্যবাদ জানাই ইন্সটা ফরেক্সকে। আমার এই মাসের বোনাসের পরিমাণ ১৭৭ ডলার, আমি অনেক আনন্দিত। এবং সেই সাথে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই ভাল থাকবেন, দোয়া করবেন যেন এই বোনাসটাকে আমরা সকলে কাজে লাগাতে পারি।
-
আমিও আপনার মতো বেশ কয়েকবার 200 ডলার বোনাস পেয়েছি এবং এই মাসেও 200 ডলার বোনাস পেয়েছি৷তবে আমি সর্বোচ্চ 250 ডলার বোনাস পেয়েছিলাম৷আমি এই ফোরামে লেখাপড়া করি কয়েক বছর হল৷এই কয়েক বছরে আমি কমবেশি যথেষ্ট পরিমাণ বোনাস পেয়েছি৷আমার ধারণা ফোরামে সকল সদস্যদের মধ্যে আমি অধম সর্বাধিক বোনাস অর্জন করেছি৷আমি যেই মাসে নিয়মিত লিখি সেই মাসে আমাকে ভালো বোনাস দেওয়া হয় আর যেই মাসে লেখি না সেই মাসে তেমন কোনো বোনাস দেওয়া হয় না৷বোনাস পাওয়াটা নির্ভর করে আমাদের প্রত্যেকের নিয়মিত লেখালেখির ওপর এবং পর্যাপ্ত তথ্যবহুল ও কার্যকরী পোষ্টের উপর৷যে সকল পোষ্ট পড়ে অন্যান্যরা সবাই নতুন নতুন বিষয়গুলোর জানতে পারবে শিখতে পারবে এই ধরনের পোস্টের উপর বেশি বোনাস দেওয়া হয়ে থাকে৷
-
আমি ফরেক্স ফোরামে কাজ করছি জানুয়ারী ২০১৯ থেকে। আর আমি এখানে প্রথম মাসে বোনাস পেয়েছিলাম ১৫৮$ এবং পরবর্তী মাসে ২৫৮$ তবে এর পরে অবশ্য কম পাচ্ছি। তবে আমি যখন এখানে কাজ শুরু করি তখন এখানে প্রতি দিন পোস্ট করা যেত ৩০/৪০ টা কিন্তু ফোরাম কতৃপক্ষ তাদের কাঠামো পরিবর্তন করছেন তারা এখন নতুন নিয়ম করেছেন এখন প্রতি দিন সর্বোচ্চ পোস্ট করা যাবে ১০ টা। এবং তারা ঘোষণা দিয়েছেন প্রতিটি মানসম্পন্ন পোস্টের জন্য প্রদান করবেন সর্বোচ্চ ৫০$। যদিও আমি তা পাইনি। তবে আমি চেষ্টা করি সব সময় মানসম্পন্ন পোস্ট করতে এবং যৌক্তিক কথা বলতে। ধন্যবাদ
-
ফোরামে যদি সুন্দর পোষ্ট করা যাই তাহলে বোনাসের পরিমানও অনেক বেশি পাওয়া যাই। আমি এ পর্যন্ত ফোরাম থেকে ১৮৫ ডলার বোনাস পেয়েছি। তবে ফোরামের নিয়ম অনুযায়ী একজন সদস্য ২৫০ ডলার সর্বোচ্চ পাবে। তাই সর্বোচ্চ বোনাস পেতে হলে আপনাকে সুন্দর পোষ্ট করতে হবে তাহলে আপনি সর্বোচ্চ ২৫০ ডলার মাসে পাবেন। তবে ইদানিং বোনাসের পরিমান কম হয়ে যাচ্ছে কারনটি বুঝতে পারছি না। হয়ত আমাদের ই কোন সমস্যা আছে।
-
গত মাসে আমার ফোরামে এ পোস্ট এর পরিমাণ কম ছিল তাই বোনাসটাও কম এসেছে। তবে প্রথম মাসে আমার বোনাসের পরিমাণটা অনেক বেশি ছিল। ৬০টি পোস্ট করে ৭৫ ডলার বোনাস পেয়েছিলাম। তবে পোস্ট এর মান ভাল হলে এক একটা পোস্ট থেকে সর্বোচ্চ ৫০ ডলারেরও বেশি বোনাস অর্জন করার সুযোগ আছে। তাই আমাদের সকলের উচিত ফোরামে পোস্ট এর মান ভালো করার। এমন কিছু পোস্ট করতে হবে যেগুলো পড়লে কেউ কিছু শিখতে পারে। পোস্টের মধ্যে সকল প্রকার আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে। এমন কোন জটিল বাক্য পোস্ট করা উচিত নয় যা অন্যের বোধগম্য নয়। পোস্ট এর প্রত্যেকটি বাক্য সহজ সরল এবং বোধগম্য হতে হবে। ভাল বোনাস অর্জন করার বিষয়টা আসলে শুধু বেশি পোস্টের সংখ্যার ওপরেই নির্ভর করে না, পোস্টের মানের ওপরও নির্ভর করে।
-
ফোরামের সর্বোচ্চ বোনাস
আমি এই ফোরামের সদস্য হয়েছি গত মাসে । প্রথম মাসে বোনাস পেয়েছি ৯৬$। তবে পূর্বে ৩০টা পোস্ট করার সিস্টেম থাকলেও বর্তমানে ১০টার উপর পোস্ট করা যায় না । কারণ জানি না বেশী পোস্টের সুযোগ থাকলে সমস্যা কোথায়।আমার তো মনে হয় বেশী পোস্ট করার সুযোগ থাকলে অনেকেই উতসাহ হয়ে এটাকে কাজে লাগাতে পারত।আরেকটা বিষয় যদি ফোরাম বোনাসগুলো ১/২ তারিখের ম্ধ্যে পোস্টিং দিলে ভালো হতো। তারপরেও ফোরামের ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ ব্যতিক্রম উদ্যোগের জন।
-
আমি গত মাসে ৩৮ডলারের মত বোনাস পেয়েছি। পূর্বে ৬০-৭০টা করেও নাকি প্রতিদিন পোস্ট করা যেত কিন্ত বর্তমানে ১০টার উপরে পোস্ট করা যায় না। তখন অনেকে বেশী বেশী বোনাস নিয়ে ট্রেড করতে পেরেছে কিন্ত আমরা সেই পরিমান বোনাস অর্জন করতে পারিনা। আমার মনে হয় পোস্টের সংখ্যা আনলিমিটেড রাখা উচিত।যে যত বোনাস অর্জন করতে পারে।যেহেতু এই বোনাস উত্তোলন করা যায় না তাহলে তো সমস্যা নেই।
-
ফোরাম এর সর্বোচ্চ বোনাস হিসেবে আমি একবার ১৫০ ডলার এর মত পেয়ে ছিলাম,ফোরাম থেকে ভালো বোনাস আয় করা যাই যদি আপনি নিয়মিত পোস্ট করেন,বর্তমান এ ফোরাম ভালোই বোনাস দিয়ে থাকে যা দিয়ে আপনি ভালো ভাবে ট্রেড কর*তে পারবেন,তাই সর্বোচ্চ বোনাস পেতে হলে আপনাকে এই খানে প্রচুর পোস্ট করতে হবে।