ফরেক্স নিয়ে কিছু ভ্রান্ত ধারনা-
০১:কিছু না যেনে কারো ট্রেড ফোল করে টাকা দিয়ে কোন রোবট কিনে বসে বসে ফরেক্স থেকে লাভ করা যায় না।
০২: ফরেক্স করে কখনো রাতারাতি কোটিপতি হওয়া যায় না। ফরেক্স কোন টাকা ছাপার মেশিন না।
০৩: ফরেক্স করে এক সপ্তাহে বা মাসে টাকা দিগুন করা সম্ভব না।
০৪: ফরেক্স রাতারাতি শিখা সম্ভব না। এর জন্য অনেক ধইর্য দরকার সময় দেয়া দরকার পরিশ্রম দরকার।
০৫: কেউ যদি মনে করেন প্রতিদিন ১ ঘন্টা ২ ঘন্টা সময় দিয়ে ফরেক্স করে কটিপতি হয়ে যাবেন তাহলে টাকা যা আছে তাই গচ্চা যাবে আর কিছু হবে না।
০৬: ডেমো ট্রেড এ আপনি লাভ করতে পারছেন তার মানে এই না যে লাইভ ট্রেড ও আপনি ভালো করতে পারবেন।
০৭: ফরেক্স অবৈধ কোন বানিজ্য না এটি আমাদের দেশে ও অবৈধ না। প্রতিটি বোকার এ এন্টি মানি লন্ডারিং পলিসি থাকে দেখবেন অনেকটা বুঝবেন। আপনি যদি ডমেইন-হস্টিং কিনেন বা অনলাইন এ হোটেল বুকিং দেন বা অনলাইন থেকে পেপাল দিয়ে কিছু কিনেন তাহলে কি তা ০৮: ০৮: অবৈধ হবে হবে না কারন আপনি অবৈধ ভাবে টাকা বাইরে পাচার করছেন না বা অবৈধ কিছু করছেন না সাধারনত অনলাইন পেমেন্ট দিতে আমরা যে কারেন্সি ব্যাভার করি তা আঊটসর্সিং করা টাকা যা আসে বিদেশ থেকে এবং ব্যাঙ্ক থেকে ক্যাশ করার আগ পর্জন্ত তা কিন্তু ০৯: আমাদের দেশের টাকা না তা বিনিয়গ করলে এটা মানি লন্ডারিং হল না। আসলে এব্যাবপারে একটি পোস্ট পরে দিব কারন বিস্তারিত অনেক লম্বা। তবে অনেক রিস্কি মার্কেট বলে ফরেক্স এর প্রতি বাংলাদেশ সরকার মানুষ কে উৎসাহিত করে না।
ফরেক্স নিয়ে ভ্রান্ত ধারণা।
ফরেক্স একটি আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম।এই প্লাটফর্মে বিভিন্ন অভিজ্ঞতা দক্ষতা এবং বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে প্রফিট অর্জন করা সম্ভব। কিন্তু বিভিন্ন ট্রেডাররা বিভিন্ন পরিবেশ বা ওয়েবসাইট থেকে অথবা ব্যক্তির মাধ্যমে অযৌক্তিক ও ভ্রান্ত ধারণা পেয়ে থাকেন। কারণ কেউ যদি অনভিজ্ঞ কোন ট্রেডারের কাছ থেকে ধারণা নিয়ে থাকেন তবে অবশ্যই ওই ট্রেডার তাকে পরিপূর্ণ কোন ধারণা দিতে পারেনা। কেউ কেউ এই ধারণা পেয়ে থাকে যে, ফরেক্সে কেবলমাত্র লস আর লস হয়। অথবা ফরেক্স কারো প্রফিট উইথড্র দিতে বিশ্বস্ত নয়। বা ফরেক্স অল্প সময়ে কোটিপতি হওয়ার উৎস বা টাকা আয় এর মেশিন।আসলে এগুলো যদি কেউ কোন সফল ও বিশ্বস্ত ট্রেডারের কাছ থেকে তার বাস্তব অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে ধারণা অর্জন করে থাকে তবে ভ্রান্ত ধারণার কোন প্রশ্নই থাকে না।এজন্য ফরেক্স ফোরাম আবার খুবই বিশ্বস্ত একটি প্লাটফর্ম যেখানে ভ্রান্ত ধারণা ব্যতিরেকে প্রকৃত ও বাস্তব ধারণা অর্জন করা সম্ভব।