ষ্টপ লস, টেক প্রফিট হিসাব
স্টপ লস টেক প্রফিট কত দিবেন তা নির্ভর করবে আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর। ধরুন আমি ২:৪ থেকে ২:৬ অনুপাতে ট্রেডের লস প্রফিট বসাই। এখন ধরা যাক আমার ব্যালেন্স ১০০ ডলার। সেক্ষেত্রে আমি ২ ডলার স্টপ লস ব্যবহার করব। সেন্ট একাউন্টে আমি ৫ সেন্ট লটেও ট্রেড নিতে পারব তাহলে আমার স্টপ লস দাড়াবে ৪০ পিপস। আবার সেই অনুপাতে টেক প্রফিট স্টপ লসের ৪ অথবা ৬গুন। যদি ১০ টা ট্রেডের মধ্যে ৭ টাতেও লস করি (যদিও এটা সচারচর হয় না) তাহলে বাকি ৩ ট্রেড প্রফিট করেও এভারেজ প্রফিটে চলে আসতে পারব। এজন্য মানি ম্যানেজমেন্ট মেনে আপনার লট এবং স্টপ লস টেক প্রফিট নির্ধারন করতে হবে। বুঝাতে পেরেছি কিনা জানি না। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।