কেমন গেলে ২০১৯ সালের ট্রেডিং অভিজ্ঞতা ?
যদি শেষের কিছু লস না ধরি সেই দিক থেকে দেখলে ২০১৯ সালে আমার ট্রেডিং ভালই গিয়েছে । আসলে বছরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বছর গেলে এবং আশা করি সামনের বছরে আরও কিছু গুরুত্বপূর্ণ একনমিক বিষয় আমাদের সামনে আসবে । এই বছরের গুরুত্বপূর্ণ নিউজগুলোর মধ্যে সারা বছর ধরেই ট্রেড ওয়ার , বেক্সিট ইস্যু এগুলো চলল । আবার বছরের শেষ সময়ে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন হল , জানিনা মার্কেট এর কি অবস্থা আমাদের সামনে অপেক্ষা করছে । আপনাদের ধারণা কি নতুন বছরের ট্রেডিং নিউজগুলো নিয়ে ?