আমরা যারা ফরেক্স ট্রেডিং করি তাদের সবারই মুখ্য উদ্দেশ্য হলো প্রফিট করা। লস কম করা বা মোটেও না করা। কিন্তু আপনি চাইলেও সেটা সম্ভব না, একপদিন লস আপনাকে করতেই হবে। আপনার সব এনালাইসি, মানি ম্যানেজমেন্ট টিপি, ঠিক থাকলেও আপনার লস হবে। কারণ মার্কেট সব সময় নিয়ম মত চলে না। সে তার নিজস্ব ধারায় চলে। আমি মনে করি ব্রোকারের ও কিছু কারসাজি আছে।