আমি যখন নতুন ট্রেডার ছিলাম তখন ট্রেড ছিল আমার কাছে মহা চাপের, অল্প কিছু প্রফিডের আশায় রাতের পর রাত জেগে থাকতাম। তখন স্টপ লস বা টেক প্রফিড সেট করতে পারতাম না। অনেক সময় ভুল ট্রেড দিতাম ফলে ট্রেড লসের দিকে যেত, তাই রাতেও প্রচুর অপেক্ষা করতাম কখন লস থেকে সামান্য লাভ হবে। চোখে ঘুম থাকত ঘুমাতে পারতাম না কেননা ট্রেড আমার পক্ষে না এসে বিপক্ষে আসত রাতের পর রাত জেগে থাকতাম কখন প্রফিড আসবে। আপনার বেলায় কি কখনো এমন হয়েছে ? হলে শেয়ার করুন.....।