আমি eur/usd তে যদি ট্রেড করি, তাহলে usd এর চেয়ে কত বেশি euro বা euro এর চেয়ে কত বেশি usd বাই/সেল প্রেশারের কারণে মার্কেট ১০ পিপস উপরে উঠতে বা ১০ পিপস নিচে নামতে পারে?যদি কেউ বিষয়টি জেনে থাকেন,দয়া করে জানাবেন ।
Printable View
আমি eur/usd তে যদি ট্রেড করি, তাহলে usd এর চেয়ে কত বেশি euro বা euro এর চেয়ে কত বেশি usd বাই/সেল প্রেশারের কারণে মার্কেট ১০ পিপস উপরে উঠতে বা ১০ পিপস নিচে নামতে পারে?যদি কেউ বিষয়টি জেনে থাকেন,দয়া করে জানাবেন ।
মার্কেটে আমারা ট্রেড করি এনালাইসিস করে সেটা ১০০% বলে কেই ট্রেড করতে পারেনা। আমাদের মার্কেটের একটা ট্রেডিং অবিজ্ঞ দিয়ে বাই বা সেল করে থাকি। আপনাকে সেই ভাবে ট্রেড করতে হবে। মার্কেট যখন সাপোর্ট থাকে তখন আমরা বাই দিই আর যখন রেজিসটেন্স থাকে তখন সেল করি।
ফরেক্স মার্কেটে ১ পিপস্ এর নিশ্চয়তা দেয়া সম্ভব নয় আর দশ পিপস্ ত অনেক পরের কথা । পিপস্ আপ ডাউন এর কারন অর্থনৈতিক অবস্থা । যে দেশের পেয়ার এ আপনি ট্রেড করছেন সেই দেশের বা বিশ্বের কোন সংবাদে যদি সেই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় তাহলে মুদ্রার মান ও সাথে সাথে পরিবর্তন হয় ।
আমার মতে ফরেক্স মার্কেটে ১ পিপস্ এর নিশ্চয়তা দেয়া সম্ভব নয় আর দশ পিপস্ ত অনেক পরের কথা । পিপস্ আপ ডাউন এর কারন অর্থনৈতিক অবস্থা । যে দেশের পেয়ার এ আপনি ট্রেড করছেন সেই দেশের বা বিশ্বের কোন সংবাদে যদি সেই দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় তাহলে মুদ্রার মান ও সাথে সাথে পরিবর্তন হয় ।
ফরেক্স মার্কেটে দশ বইশ পিপ্স উটা নামা করা খুব একটা কটিন কাজ বলে আমি মনে করি না আমি এমনো দেখেছি একমিনিটে ফরেক্স মার্কেটে একশ পিপ্সের মতও উটা নামা করতে। তাই আপনি যদি বুঝতে পারেন যে কখন উটা নামা করবে তাহলেই আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করে সফল হবেন।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকি আমরা কারেন্সিতে আমাদের অনেক ট্রেডার আছে যারা ট্রেডিং করে মার্কেটের উঠানামা করে আমরা ট্রেডং করার ফলে কোন দেশের অর্থনীতি খারাপ হলে সেই দেশের মুদ্রার মান অনেক নিচে নেমে আসে আবার ভাল হলে উপরে উঠে,অনেক সময় ১০ পিপস উঠানামা করে ট্রেডার দের ট্রেডিং করার জন্য।
ফরেক্স মার্কেটে ১০ থেকে ২০ পিপস উঠা নামা করা কোন ঘটনাই না । অামরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ কর ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারবেন । অতএব যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা দক্ষতা অর্জন করে তারপর করার চেষ্টা করব ।
মার্কেট শুধু মাত্র বাই বা সেল এর কারনে মুভ করে না। এর উপর বিভিন্ন দেশের অর্থনীতি জড়িত। কোন দেশের অর্থনীতির উত্থান পতনের কারনেই মার্কেট উঠা নামা করে থাকে। কেউ নির্দিষ্ট করে বলতে পারে না যে কি পরিমান ট্রেড করলে কোন কারেন্সি উপরে উঠবে না নিচে নামবে। এটা নির্ভর করে বর্তমান বিশ্ব অর্থনীতির উপর।
এটা সঠিক ভাবে বলা সম্ভব না মার্কেটে বাই না সেল দিলে ১০ পিপস লাভ করা যাবে,এটা নিজের অভিজ্ঞতা এবং মার্কেট এনালিসিস করে করে ট্রেড করার মাধ্যমে পিপস লাভ করা যায়।সেজন্য অন্যের পরামর্স না নিয়ে ভালো ভাবে ট্রেড শিখার চেস্টা করতে হবে।
মার্কেটে ফরেক্স কোন কারেন্সির পিপ্স একই হারে চেঞ্জু হই না।কোন দিন ১০ পিপ্স আবার কোন দিন ৫০ পিপ্সও উঠানামা করে ।আবার কমিডিটিস এ বেশি পিপ্স উথানামা করে ।যেমন গোল্ডে পারি প্রতিদিন ১০০ থেকে ২০০ পিস্প উঠানামা করে।
আমার মনে হয় ফরেক্স মার্কেটে ১০ থেকে ২০ পিপস উঠা নামা করা কোন ঘটনাই না । অামরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্য ধারণ কর ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারবেন । অতএব যে ট্রেডার যত বেশী ধৈর্য্য ধারণ করতে পারবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অতএব আমরা সব সময় ফরেক্স ব্যবসা দক্ষতা অর্জন করে তারপর করার চেষ্টা করব ।
ফরেক্স নিশ্চিতভাবে কিছু বলা যায় না যে মার্কেট আজ কোন দিকে যেতে পারে। ১০ পিপ মার্কেট এ যে কোণ সময় মুভ করে। কিন্তু মার্কেট এ আপনি ১০ পিপ শিউর ভাবে প্রফিট নাও করতে পারেন। এমন আচে সারাদিন মার্কেট এক বারে খুব কম পরিবর্তন হয়।
ফরেক্স মার্কেটে সারাবিশ্ব যখন এক সাথে ট্রেড করে সাধারণত তখন এই পিপসের মুভমেন্ট হতে থাকে৷যখন কোনো নিউজ প্রকাশিত হয় তখন দ্রূত পিপসের উঠানামা হয়ে থাকে৷ঐ সময়ে বড় বড় সুপার ব্যাংক সহ বিশ্বের সকল ফিনানসিয়াল প্রতিষ্ঠান একযোগে ট্রেড করেন৷কিন্তু আপনি ও আমরা খুচরা ট্রেডারগণ সবাই মিলে ইনভেষ্ট করে ট্রেড করলেও মার্কেট ১ পিপসও নড়বে না৷
ভাই কত পয়েন্ট মুভমেন্ট দেখতে চান? ডলার ইন্টারেস্ট রেইট হাইক এর নিউজের জন্য অপেক্ষা করেন পেয়ে যাবেন। আবার ছোট খাট মুভমেন্ট তো প্রতি মাসেই এফওএমসি/ এনএফপি ইত্যাদিতে দেখাই যায়।
ভাই এটা মার্কেটের স্বাভাবিক একটা নিয়ম যে মার্কেটে লেনদেনের পরিমাণ যত বাড়বে, কেনা-বেচা যত হবে এবং ট্রেডারদের বাই-সেলের উপর ভিত্তি করেই এই মার্কেটের আপ-ডাউন হয়ে থাকে। এমনকি সমস্ত ওয়াল্ডের ইকোনোমিক্যাল কন্ডিশন অর্থাৎ* অর্থনীতির প্রবিত্তির উপর ভিত্তি করে সবকিছু হয়ে থাকে। আর তাই কখনও ১০ পিপস কখনও ৫০ বা ১০০ কিংবা অনেক সময় দেখা যায় ৫০০ বা ১০০০ পিপস উঠা-নামা করে থাকে।
ভাই মার্কেট বিভিন্ন কারনে উপরে বা নামতে থাকে তারমধ্যে অন্যতম বা বেশি মুভ করে থাকে আপনি যে পেয়ারে ট্রেড করছেন সেই দেশের যদি কোন বড় নিউজ প্রকাশিত হয় তাহলে। তাছাড়াও মার্কেট বাইয়ার এবং সেলার এর প্রতিনিয়ত ট্রেড করার কারনে মার্কেট উঠা নামা করে থাকে। এটি আপনি বিভিন্ন ক্যান্ডেল স্টিক সম্পর্কে ধারনা নিতে পারলে বুঝতে পারবেন কখন মার্কেট কিছু উপরে উঠবে না কিছু নামবে।
ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি পিপস মুভমেন্ট করে তথনই যখন বিশ্বের অন্যান্য দেশের সেসন অনুযায়ী সময় মিলে নিউজ প্রকাশিত হয় এবং তখনই মার্কেটের পিপস বেশি মুভমেন্ট করে থাকে। কেননা এই মার্কেটে বিশ্বের বড় শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও বড় বড় কোম্পানি নিউজ টাইমে লেনদেন করে থাকে বিদায় মার্কেট ঐ সময় মুভমেন্ট করে থাকে বেশি। তবে আপনি বা আমাদের মত ছোটখাটো ট্রেডার দ্বারা এই মার্কেটে এক পিপসও মার্কেট মুভমেন্ট করে না।