-
ইমোশন
আমার মতো যারা ওয়েভ দেখে ট্রেড করেন তাদের জন্য সামান্য কিছু কথা, দেখে শুনে একটু ধর্য্য ধরে বসে থাকলে জায়গা মতো সঠিক ট্রেড বসানো যায়। আর ট্রেড বসানোর পর ইমোশন কে কবর দিয়ে দিতে হবে। আর এই মার্কেট এ দীর্ঘ মেয়াদি টিকে থাকতে হলে লং টাইম ট্রেড এর বিকল্প নাই।
* আমার ইমোশন ০০০০. তবে ধর্য্য একটু কম *
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে ইমোশান আরো বেরে যায় তাই আমার বেশির ভাগ ট্রেড লস হয়। আপনাদের কাছে জানতে কি করলে ইমোশান থেকে দুরে থাকা যায়।
-
ফরেক্স এ ইমুশন কথাটা খুবই কমন আমাদের প্রায় সকল ট্রেডারের ই কম বেশি ইমুশন আছে আমরা অনেকেই ইমুশন টাকে কাজে লাগােই লস করার জণ্য অথচ একটু দেখে শুনে ট্রেড করলে লস করার সম্ভাবনা অনেক টাই কমে যায় আমরা কোন ট্রেডে লস করলে মাথা খারাপ হয়ে যায় না বুঝেই একাধিক ট্রেড করে ফেলি ফলে লসের পরিমান আরও বারতে থাকে তাই ট্রেড করার আগে ইমুশন কন্ট্রোল করে বুঝে শুনে তারপর ট্রেড করতে হবে
-
ফরেক্স এ ইমুশন কথাটা খুবই কমন আমাদের প্রায় সকল ট্রেডারের ই কম বেশি ইমুশন আছে আমরা অনেকেই ইমুশন টাকে কাজে লাগােই লস করার জণ্য অথচ একটু দেখে শুনে ট্রেড করলে লস করার সম্ভাবনা অনেক টাই কমে যায় আমরা কোন ট্রেডে লস করলে মাথা খারাপ হয়ে যায় না বুঝেই একাধিক ট্রেড করে ফেলি ফলে লসের পরিমান আরও বারতে থাকে তাই ট্রেড করার আগে ইমুশন কন্ট্রোল করে বুঝে শুনে তারপর ট্রেড করতে হবে
-
ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
ফরেক্স মার্কেটে নিজেকে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে তুলতে গেলে একজন ট্রেডারকে অবশ্যই ধৈর্য ধরা শিখতে হবে। ধৈর্য একজন ট্রেডারের বড় গুন। ধৈর্য ছাড়া একজন ট্রেডার কখনই নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পারবেন না। ফরেক্স মার্কেটে উলতা পাল্টা নিজের মনের ইচ্ছামতন ট্রেডিং করা মানে আন্দাজে ট্রেডিং করা যার ফলাফল কখনই ভাল হয় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয় নিজের ইমঅশন কে নিয়ন্ত্রন করে।
-
ইমোশন বা আবেগ ফরেক্স ট্রেডিংয়ের জন্য সত্যিই মারাক্তক একটি বিষয় আপনি যদি আপনার আবেগকে ট্রেডিং সিদ।ধান্ত গ্রহনের সময় কন্ট্রোল করতে না পারেন তা হলে আপনি কখনই ফরেক্স থেকে ভাল কিছু পাবেন না কারন আবেগ একজন ট্রেডারকে তার ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে দূরে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহনের ব্যাপারে উদ্ভদ্দ করে।
-
ফএক্স মার্কেটে ট্রেড করার সময় আমরা অনেক ইমোশনাল হয়ে ফরেক্স ট্রেড করে থাকি যেটা একধম টিক না। কারন আপনি যখনেই ইমোশনাল হয়ে ট্রেড করতে যাবেন তখনেই আপনি বড় ভুল করতে যাবে। তাই সব সময় খেয়াল রাখবেন যে সঠিক সময়ে সঠিক ট্রেড ওপেন করার জন্য।ইমোশনাল নয়।
-
ফরেক্সে ইমেশন খুববড় ধরনের শত্রু বলতে পারেন।কারন ইমোশনের কারনে অনেকসময় বড় ধরনের লস হয় বা বড় ধরনের লাভ থেককে বিরত থাকতে হয়।এজন্য ট্রেড ওপেনের পর আর ইমোশনাল হওয়া যাবে না। ভালো খারাপ কোনো চিন্তায় করা যাবেনা। সবসময়ই পজিটিভ ভাবে ট্রেড করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
-
ইমশন আমাদের সবারই আছে । তবে ইমশন কে কন্ট্রোল করার মাধ্যমেই আমরা আমাদের লাভজনক অবস্থাই নিতে পারি। ফরেক্স মার্কেটে ইমশন নিয়ে ট্রেড করলেই লচের মধ্যে পরেছেন এমন নযীর আমরা আলোচনার মধ্যে জানতে পেরেছি । ফরেক্স এ ধৈর্য এবং বুধধি সহকারে ট্রেড করার কোন বিকল্প নাই যদি লাভ জনক ট্রেডার হতে চাই। তাই না বুঝে ইমশনাল হয়ে ট্রেড করার চাইতে বুঝে শুনে ট্রেড করায় ভাল ।
-
আমি আপনার শেষ কথার সাথে একমত হতে পারলাম না । আপনি বলেছেন এ মার্কেটে টিকে থাকতে হলে লং টার্ম ট্রেডের বিকল্প নেই । আমি বিভিন্ন ফোরামে দেখেছি যারা দশ, বার বছর ধরে ট্রেড করছেন তারা শর্ট টাইম ট্রেডে বিশ্বাসী । তাদের মূল কথা হচ্ছে ট্রেডিং ইন এ মুমেন্ট । আগের মাস, সপ্তাহ, দিন ত দূরের কথা আগের ক্যান্ডেলও দেখার প্রয়োজন নেই ।
-
আমরা বাস্তবে অনেক কাজের মধ্যে ইমোশনাল হয়ে যায় ।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে ইমোশান থেকে দুরে থাকতে হবে কারন আবেগকে কখনো ব্যাবসায়িক কাজে ব্যাবহার করা যাবেনা । আমাদের কে ইমোশান দুর করে মার্কেটে বসতে হবে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে ইমোশনাল হয়া যাবেনা,তাই আমাদের ট্রেডিং করতে হলে ইমোশনাল পরিহার করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে,যাতে ফরেক্স ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স ট্রেডিং করতে হবে ধৈর্য ধরে করতে হবে।
-
আমি মনে করি ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
ইমোশন হচ্ছে ফরেক্স ট্রেডারদের সবচেয়ে বড় শত্রু । আপনি আপনার ইমোশন কে বা বেশি লাভ করার লোভ কে যতদিন কনট্রোল করতে না পারবেন ততদিন আপনি লুজার । তবে যদি লিভারেজ কম ব্যবহার করেন , 1:10 লিভারেজ ব্যবহার করুন , তাহলে আপনার ইমোশন অটো কনট্রোল হবে ।
-
ইমোশন দিয়ে ফরেক্স এ কাজ হবে না। কারন আপনার ইমোশন বশত আপনি অনেক ট্রেড করেন। কিন্তু মার্কেট তার গতিবিধি অনুযায়ী চলে থাকে। আপনি যদি আপনার ইছামত ট্রেড করেন তাহলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়। মারকেট দেখে ট্রেড মিতে হবে।
-
আমিও আপনার প্রতি একমত যে ইমোশনাল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।কারণ আপনারা হয়তো যেকোন ব্রোকারে প্রাইভেসিতে পড়ে দেখবেন যে তাদের সেখানে একটা কথা উল্লেখ থাকে যে ফরেক্স রিস্কি ব্যবসা।তাহলে বুঝেন আমরা যদি ইমোশনাল নিয়ে ট্রেড করি তাহলে আমাদের অবস্থাটা কি হবে।সুতরাং আমাদের এই সব থেকে দূরে থাকা উচিত।
-
আমাদের আবেগ আমাদেরকেই ধ্বংস করে দেয়। দেড়িতে হলেও এটা বুঝতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না। যখন বুঝি ততক্ষণে অনেক লস হয়ে যায়। তবে আমাদের ভাগ্য ভাল যে ফরেক্সে ট্রেড শিখতে পারলে লস দেওয়ার পরেও অল্প পুঁজিতে আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকে।
-
ইমোশন ট্রেডিং এ একটি বাধার নাম.কিছু কিছু ক্ষেত্রে এইটি লাভ এর পালা ভারী করলেও লস এর পাল্লা ভারী করার ক্ষেত্রে এইটি অনেক কার্যকর.ত্গায় আমাদের সকলের ই এই ইমোশন কে নিয়ন্ত্রণ করা অনেক জরুরি.ট্রেড নেয়ার ক্ষেত্রে এর পূর্বে মার্কেট এনালাইসিস করে সিদ্ধান্ত নিন কি করবেন কিন্তু ট্রেড নিয়ে নেয়ার পর ইমোশন এর বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিবেননা.
-
আমরা যেহেতু মানুষ সেহেতেু আমাদের মাঝে অবশ্যই ইমোশন থা্কবে । আর যার মাঝে ইমোশন নেই সে হল পশু । তবে ইমোশন তথা আবেগের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন দেখা দেয় প্রধান বিপত্তি । কারণ অতি সবসময় ক্ষতি নিয়ে আসে । ফরেক্স মার্কেটে অতি আবেগ , অতি লোভ , অতি আশা সব অতিই আমাদের জন্য ক্ষতি নিয়ে আসে । তাই ট্রেড দেওয়ার ক্ষেত্রে ইমোশনের চেয়ে বেশি পরিমাণে গুরত্ব দিতে হবে মার্কেটের অবস্থাকে ।
-
আমার মতো যারা ওয়েভ দেখে ট্রেড করেন তাদের জন্য সামান্য কিছু কথা, দেখে শুনে একটু ধর্য্য ধরে বসে থাকলে জায়গা মতো সঠিক ট্রেড বসানো যায়। আর ট্রেড বসানোর পর ইমোশন কে কবর দিয়ে দিতে হবে। আর এই মার্কেট এ দীর্ঘ মেয়াদি টিকে থাকতে হলে লং টাইম ট্রেড এর বিকল্প নাই। ফরেক্স মার্কেটে উলতা পাল্টা নিজের মনের ইচ্ছামতন ট্রেডিং করা মানে আন্দাজে ট্রেডিং করা যার ফলাফল কখনই ভাল হয় না। মার্কেট বুঝে ট্রেডিং করতে হয় নিজের ইমঅশন কে নিয়ন্ত্রন করে।
-
আমার মতো যারা ওয়েভ দেখে ট্রেড করেন তাদের জন্য সামান্য কিছু কথা, দেখে শুনে একটু ধর্য্য ধরে বসে থাকলে জায়গা মতো সঠিক ট্রেড বসানো যায়। আর ট্রেড বসানোর পর ইমোশন কে কবর দিয়ে দিতে হবে। আর এই মার্কেট এ দীর্ঘ মেয়াদি টিকে থাকতে হলে লং টাইম ট্রেড এর বিকল্প নাই। ট্রেড ওপেনের পর আর ইমোশনাল হওয়া যাবে না। ভালো খারাপ কোনো চিন্তায় করা যাবেনা। সবসময়ই পজিটিভ ভাবে ট্রেড করে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
-
আমার মতো যারা ওয়েভ দেখে ট্রেড করেন তাদের জন্য সামান্য কিছু কথা, দেখে শুনে একটু ধর্য্য ধরে বসে থাকলে জায়গা মতো সঠিক ট্রেড বসানো যায়। আর ট্রেড বসানোর পর ইমোশন কে কবর দিয়ে দিতে হবে। ইমশন আমাদের সবারই আছে । তবে ইমশন কে কন্ট্রোল করার মাধ্যমেই আমরা আমাদের লাভজনক অবস্থাই নিতে পারি। ফরেক্স মার্কেটে ইমশন নিয়ে ট্রেড করলেই লচের মধ্যে পরেছেন এমন নযীর আমরা আলোচনার মধ্যে জানতে পেরেছি । ফরেক্স এ ধৈর্য এবং বুধধি সহকারে ট্রেড করার কোন বিকল্প নাই যদি লাভ জনক ট্রেডার হতে চাই।
-
আমি খুব ইমশন হয়ে যায় মাঝে মাঝে । যা আমাকেও কিছু সময় বিপদে ফেলে । তাই আমিও চেষ্টা করছি ইমশন থেকে যততটা দূরে থাকা যায় । ইমশন ফরেক্স এর জন্য খুব ই ক্ষতিকর , এখানে বিচক্ষণতার সাথে ট্রেড না করলে লসের মধ্যে পরতে হবে । তাই ট্রেড করার সময় ইমশন দূরে রেখে সঠিক এনালাইসিস করে ট্রেড করার কোন বিকল্প নেই ।
-
ফরেক্সে ট্রেড করার জন্য আমাদের ইমুশনকে কবর দিতে হবে।। ইমুশনাল ট্রেডার কখনই লাভের মুখ দেখতে পাবে না।। কারন তারা ইমুশনে পরে একাধিক ট্রেড অপেন করবে যা সব সময় একটা লাভ আর একটা লসে থাকবে।।। এটা খুবই খারাপ ট্রেডিং এর জন্য।।।।
-
ফরেক্সে ট্রেড করতে বসলে ইমোশন আরো বেড়ে যায়, তাই লং টাইম ট্রেড করতে পারি না। টেনশনে প্রায়ই লস করে ফেলি। টেনশন দূর করার উপায় কি? জানতে পারলে উপকৃত হব। টেনশন এইভাবে হয় কখন ট্রেড কখন ট্রেড বিপরীতমুখী আচরণ করে সেই ভাবনায়, কারণ ট্রেড বিপরীতমুখী আরচণ করলেই লসের সম্মুখীন হতে হবে।
-
ফরেক্স মার্কেটের ইমোশন হল সবচেয়ে ক্ষতিকর দিক । যে যত বেশী ইমোশন করবে সে তত বেশী সফলকাম হতে পারবে । অঅমরা সব সময় এই ব্যবসা করার জন্য ইমোশন বাদ দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং অাপনারা ও এই ব্যবসা করার জন্য ইমোশন বাদ দিয়ে দক্ষতা অর্জন করুন অবশ্যই লাভবান হতে পারবে ।
-
ইমোশন আপনাকে কন্ট্রোল রাখতে হবে ,তবেই আপনি বাস্তববাদী আরও হতে পারবেন ।যেমন ধরুন আপনি ট্রেড করতে গিয়ে লস এর সম্মখীনে হয়েছেন তখন আপনার মন শক্ত রাখতে হবে না হলে আপনি মনোবল হারিয়ে ফেলবেন ।তাই আপনাকে ইমোশন কন্ট্রোল রাখা শিখতে হবে।
-
শতকরা ৮০ জন ট্রেডারের জাত শত্রু এই জিনিসটা। ইমোশান একবার আপনারে পাইছে তো খাইছে। কেননা এই কারণে বেশির ভাগ ট্রেডার ভূল জায়গায় এন্ট্রিনিয়ে থাকে এবং মার্কেট এর উপর রিভেন্জ নিতে চেষ্টা করে। মা্নুষের লজিক বুঝার ক্ষমতাকে খর্ব করে এই ইমোশন। তাই আগে এই শত্রুকে নিয়ন্ত্রন করতে শিখুন।
-
মানুষের ইমোশন থাকবেই তবে তা নিয়ন্ত্রন করাও জরুরী। কারন তা না হলে কোন কাজে সফলতা পাওয়া কঠিন হয়ে পরে। ফরেক্সের ক্ষেত্রেও ট্রেড করে লস হলে ইমোশনাল হলে চলবে না বরং পরবর্তী ট্রেডকে কিভাবে সফল করা যায় তা নিয়ে চিন্তা করতে হবে। ট্রেড করে লস হলে তা ব্যবসায়ের অংশ বলে শিকার করে নিতে হবে। ধৈর্য নিয়ে ট্রেড করতে হবে এবং এনালাইসিস ঠিকভাবে করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে ইমোশনাল হয়নাই এরকম লোক নে।। কারন ফরেক্স মার্কেটে প্রথমে ট্রেড করতে করতে আমরা ইমোশনাল হয়ে পড়ি আর সেই থেকে বড় লসের সম্মুখিন হয়।তাই আমাদের কে ইমোশন থেকে দুরে থাকতে হবে।
-
আবেগের বসে ফরেক্স মার্কেটে ট্রেড করলে সফল হওয়া খুবই কষ্ট সাধ্য ব্যাপার । ফরেক্স মার্কেটে *আবেগের কোন স্থান নেই । একজন ট্রেডার এর বৈশিষ্ট হচ্ছে তার নিয়ন্ত্রীত ট্রেড করার কৌশল । কেননা লোভের বসে বা আবেগের বসে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ব্যলেন্স শূন্য হতে মূহুর্ত সময় লাগবে না । মানি ম্যানেজমেন্ট এবং মার্কেট এ্যনালাইসিস ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আবেগহীন ট্রেড আপনাকে মার্কেটে সফলতা লাভ করতে অনেকটা সহায়তা করবে ।
-
ঘরে বসে আয় করার কথা আমরা চিন্তা করি ,কিন্তু লসের কথাটাও আমাদেরকে একটু চিন্তা করতে হবে।লাভ হবে বা হতে পারে যে কোন সময় ।কারণ মার্কেটতো খোলা ।যেকোন সময় প্রফিট করার সময় আপনার জন্য রয়েছে।তাই অমাদেরকে ট্রেডিং এর নিয়মাবলিগুলোতে মেনে চলতে হবে।এতেই আমাদের সফলতা কামনা করা যায়।
-
ফরেক্স ট্রেডিংয়ে আর যাই হউক না কেন ইমোশনের কোন স্থান বা জায়গা হতে পারে না এটি এমনই একটি সমস্যার নাম যেটি আপনাকে সব সময় আবেগ তারিত করে ট্রেড করতে উতসাহিত করবে যার ফলে আপনার ভূল ট্রেডিং জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক গুনে বেড়ে যাবে সেই কারনে ফরেক্স ট্রেডিংয়ে আমি মনে করি ইমোশনের কোন স।থান হতে পারে না।
-
আমি মনে করি ইমোশন জিনিসটাই খারাপ। কারন ইমশনাল হয়ে কোন কাজেই ভাল ফল পাওয়া যায় না। ফরেক্স এর ক্ষেত্রে তো কখনোই না। কারন ইমোশনাল হয়ে ট্রেড ওপেন করে সবাই ধরা খায়। ইমোশনাল হয়ে কেউ কখনো সঠিক ট্রেড ওপেন করতে পারেনা।
-
আমাদের ট্রেডিং করতে হলে ইমোশনাল পরিহার করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে,যাতে ফরেক্স ট্রেডিং করে ভাল প্রফিট করা যায়,ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের ফরেক্স ট্রেডিং করতে হবে ধৈর্য ধরে করতে হবে।
-
আমাদের এই রক্ত মাংসে শরীরে ইমোশনাল টাই হচ্ছে নিজেকে ক্লান্ত করা ধৈয্য হারা। ফরেক্স এ ক্ষেত্রে আমাদের হমোশনালটা কে নেতিবাচক করতে হবে। এবং নিজেকে অনেকটা নিয়ন্ত্রন করে ফরেক্স এ কাজ করতে হবে। তবেই আমরা ইমোশনাল বাদ *দিয়ে ফরেক্স এ ভাল কিছু আশা করতে পারব।
-
ফরেক্স মার্কেট এ এমন লোক ও আছে যারা ২-৩ বচ্চর ধরে আছেন। কিন্তু প্রফিট এর মুখ দেখতে পারছেন না। এটার মূল কাওরন আমি বল্ব যে এটা তাদের ইমোশনাল প্রব্লেম। কারন একাধিক ট্রেড অপেন করা এমোশন এর মধ্য পরে। আবার ট্রেড না পেলেও কোন কারন ছাড়া ট্রেড অপেন করা। এভাবে লসে পরে যায় তারা।
-
ইমশোন ট্রেড ব্যবসার জন্য খুব ক্ষতিকর প্রভাব ফেলে , যদি কেও ট্রেড করার সময় তাদের ইমশোন নিয়ন্ত্রন রাখতে পারে তা হলে তারাই ফরেক্স ব্যবসায় অনেল লাভবান হতে পারবে । সুতুরাং ট্রেড করার সময় খুব মনোযোগী হয়ে নিজের ইমশোন নিয়ন্ত্রন করে ট্রেড করতে হবে।
-
আসলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের আবেগ থাকতে হবে । তবে এটা মনে রাখতে হবে যে আমাদের আবেগ যাতে করে খুব বেশি না হয় । কেননা অতি আবেগ অতি লোভ এই সব জিনিস ফরেক্স মার্কেটের জন্য মারাত্নক ক্ষতিকর জিনিস । তাই আমি মনে করি যে অতি সবসময়ই ক্ষতি তাই এটাকে এড়িয়ে চলা উচিত হবে আমাদের । আর এটা মনে রাখতে হবে যে ফরেক্স আপনার কৈশলই আপনাকে সফলতা দিতে পারবে অাবেগ নয়!