প্রত্যক ট্রেডার ভাই দের বলছি যে, শিরোনাম ছোট করে ব্যবহার করুন। শিরোনাম এর সাথে বিষয়বস্তু ঠিক রাখুন যাতে আমাদের আলোচনার বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারি।
Printable View
প্রত্যক ট্রেডার ভাই দের বলছি যে, শিরোনাম ছোট করে ব্যবহার করুন। শিরোনাম এর সাথে বিষয়বস্তু ঠিক রাখুন যাতে আমাদের আলোচনার বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারি।
হ্যাঁ শিরোনাম ছোট ব্যাবহার করলে বুঝতে অনেক বেশি সুবিধা হয় বিষয়বস্তু সম্পর্কে । সে জন্য অবশ্যই আমাদেরকে নিজেদের দেওয়া থ্রেডের প্রতি বাড়তি যত্ন নিতে হবে । কেননা আমরা যদি মনে করি যে যাচ্ছে তাই পোস্ট দিব তবে মডারেটর এর দৃষ্টিতে তা ধরা পড়লে উনি ব্যবস্থা নিতে পারেন । শিক্ষামুলক জ্ঞানগর্ভ পোস্ট প্রত্যেক ট্রেডারের জন্য শিখার অনেক বড় বিষয় হয়ে দাড়াবে ।
আমাদের শিরোনাম লিখার সময় সংক্ষিপ্ত লেখতে হবে যাতে আমাদের বুঝতে সহজ হয়। শিরোনাম যেটা থাকে আমাদের উত্তর সেটা দেওয়ার চেস্টা করতে হবে।আমরা কিছু উত্তর দিই যেটা প্রশ্নের সাথে কোন মিল নেই আমাদের কে সেটা মনে রাখা প্রয়োজন।
শিরোনাম মানেই হচ্ছে বিস্তারিত বিষয়টাকে সংক্ষিপ্ত করে এক বাক্কে প্রকাশ করা। তাই শিরোনামকে বিষয়বস্তুর সাথে মিল রেখে ছোট করে লিখাই সবচেয়ে উত্তম।
আমি আপনার সাথে একমত।ফরেক্সবাংলা ফোরামেথথ্রেড পোস্টের সময় লক্ষ্য রাখতে হবেযেন প্রতিটি শিরোনাম ছোট অথচ আলোচনা সম্পৃক্ত হয়ে থাকে।এতে করে থ্রেড এবং পোস্টের বা মন্তব্যগুলোর মধ্য ভালো সমতা রক্ষিত হতে পারে বলে মনে করি। তাই সবার উচিত ছোট এবং তাৎপর্যপূর্ন শিরোনাম ব্যবহারকরার।
আমি আপনার কথার সাথে একমত।। ফোরামে আমরা বিভিন্ন শিরোনাম দেখে সেই পোস্ট সম্পরকে আগে থেকেই জানতে পারব এবং বুঝতে পারব। তাই আমি ফরেক্স ফোরামে কিছু শেয়ার করার সময় অবশ্যই শিরো নাম টা ভালকরে লিখে তারপর পুরা বিষয় সাজিয়ে গুছিয়ে পোস্ট লিখে তারপর শেয়ার করা উচিৎ।।।
হা ভাই অনেকে আছে অযথা শিরোনাম দিয়ে কোন রকম ফরেক্স কে নিয়ে অনেক কথা বার্থা বলে থাকে তাই অযথা কথা না বাড়িয়ে যদি ভাল ভাল পোস্ট বা ট্রেড দেন তাহলে আমরাও কিছু শিখতে পারবো ফরেক্স মার্কেটে আর এই অবিজ্ঞতা কাজে লাগিয়ে অনেক কিছু করতে পারবো ফরেক্সে।
প্রাসঙ্গি আলাপ আলোচনা যে কোন বিষয়ের উপর করা যায় । এতে করে আমরা বহুমুখি লাভবান হতে পারব । ফরেক্স করে আমরা যদি লাভবান হতে চায় তবে আমাদেরকে অনেক বেশি পরিমাণে নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং এর কোন বিকল্প নেই । যে যত বেশি ফরেক্স করবে সে তত বেশি পরিমাণে ফরেক্সে সফলতা লাভ করতে পারবে । ফরেক্সে সফল হওয়ার জন্য আমাদের বেশি করে স্টাডি করার কোন বিকল্প নেই ।
আমাদের প্রত্যেকের উচিত থ্রেড পস্ট এর শিরনাম ছট করে দেয়া এবং বিসয় বস্তুর সাথে সামঞ্জস্য রাখা তাতে সকলের বুঝতে সুবিধা হবে।কন ভুল পোস্ট না করাই উচিত কারন এখান থেকে অনেক কিছু সেখার আছে।তাই ছোট এবং তাৎপর্যপূর্ন শিরোনাম ব্যবহার করা সকলের উচিত।
প্রায়ই দেখি শিরোনামে আহামরি বিশাল কিছু লেখা,লম্বা লেখা যা বানান ভূল ও অগোছালো লেখা,পরিষ্কার বুঝা যায় না৷আর ভেতরে পাই অবান্তর,অপ্রাসঙ্গিক,ফালতু কিছু প্রশ্ন৷আসলে এখানে যারা নতুন আসছেন তাদের অনেকেই জানেন না যে কী ভাবে থ্রেড সংক্ষিপ্ত করে,শুদ্ধ করে ও গুছিয়ে লিখতে হয় ? তবে সাধ্যমতো চেষ্টা করা উচিৎ যেন থ্রেড ও বিষয়বস্তু প্রাসঙ্গিক হয়,যথোপযুক্ত হয়,বানান শুদ্ধ হয়,থ্রেডটি সংক্ষিপ্ত ও সঠিক হয়,আর সেটি পোষ্ট করার পূর্বে অবশ্যই ভালো করে নিজে পড়ে যাচাই করে নিবেন-সকলের প্রতি অনুরোধ রইলো৷
হ্যা ভাই এখানে আপনাকে শিরোনাম ছোট রেখে যুক্তি সঙ্গত প্রশ্ন করতে হবে। যাতে এখানে অন্যান্য সদস্যদের সবকিছু বুঝতে সহজ মনে হয়। তাই বিষয় বস্তুটাকে সংক্ষিপ্ত করে আসল প্রশ্নটা করে ফেলুন। তাতে আমাদেরও অনেক সুবিধা হবে এবং আপনি আপনার সঠিক উত্তরটাও সহজে সবার কাছ থেকে পেতে পারেন। তাই প্রাসঙ্গিক ও তাৎপর্য পূর্ণ শিরোনাম ব্যবহারে আমাদের সকলকে বেশি গুরুত্ব দিতে হবে।
এখানে অকেক পোস্ট আছে যার শিরোনাম পড়ে আমি কিছুই বুঝি না আবার অনেক পোস্ট আছে যেটা ছোট্ট এবং সুন্দরভাবে তার বিষয়বস্থু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সকল প্রোস্টে লিখতে আরাম লাগে আবার বোঝা যায়না সেসকল পোস্টে লিকে আরাম পাওয়া যায় না। তাই আমার মতে সকলেই যদি থ্রেড তৈরী না করে সুন্দর সুন্দর বিষয়ের উপর থ্রেড তৈরী করলে এবই ফোরামে সকলের উপকার হবে।
আমিও আপনাদের মত মনে করি এই ফোরামে যারা নতুন থ্রেড পোষ্ট করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার থ্রেড পোষ্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন শিরোনামটি যেন ছোট আকারে প্রকাশ করা হয়। কেননা শিরোনামটি ছোট হলে থ্রেডটি বুঝতে সুবিধা হয় এবং উক্ত থ্রেডটিতে লিখে আরাম করা যায় আর যেই পোষ্টির থ্রেড বোঝা যায় না সেটিতে পোষ্ট লিখে আরাম পাওয়া যায় না। তাই সবাইকে অনুরোধ রইল থ্রেড পোষ্ট করার সময় আপনারা যেন পুর্ণাংগ ভাবে পোষ্ট করার চেষ্টা করবেন এবং থ্রেডের মান উন্নত করার চেষ্টা করবেন যাতে করে অন্য সদস্যরা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পারে। তাহলে অবশ্যই প্রতিটি পোষ্টের মান উন্নত হবে বলে আমি মনে করি।
আপনি খুব জরুরি একটি বিষয় উপস্থাপন করেছেন আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে পোস্ট করার সময় শিরোনামের সাথে আলোচ্য বিষয়ের কোন মিল রাখতে পারি না যার ফলে আসলে প্রকৃত বিষয়বস্তুটি সম্পূর্ণ হয়ে যায় তাই আমাদের প্রত্যেকটা ভাইয়ের উচিত যখন আমরা ফোরামে পোস্ট করব অবশ্যই শিরোনামের সাথে আলোচ্য বিষয়ের সামঞ্জস্যতা রেখে পোস্ট করব এবং শিরোনাম খুব বেশী দীর্ঘায়িত না করে মূল বিষয়বস্তুটি উল্লেখ করে দেওয়াটাই উত্তম
ফরেক্সবাংলা ফোরামেথথ্রেড পোস্টের সময় লক্ষ্য রাখতে হবেযেন প্রতিটি শিরোনাম ছোট অথচ আলোচনা সম্পৃক্ত হয়ে থাকে।এতে করে থ্রেড এবং পোস্টের বা মন্তব্যগুলোর মধ্য ভালো সমতা রক্ষিত হতে পারে বলে মনে করি। তাই সবার উচিত ছোট এবং তাৎপর্যপূর্ন শিরোনাম ব্যবহারকরার।
হ্যাঁ শিরোনামটা যদি ছোট হয় এবং তার আলোচনা গুলো যদি একটু ছোট হয় তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হয়। কারণ আমরা অনেকেই পোস্ট করার জন্য অনেক কিছু বলে ফেলি কিন্তু আমাদের এক্ষেত্রে অনেক সময় বুঝতে অনেক সমস্যা হয়। কারণ অনেক সময় দেখা যায় যে আগা মাথা কিছুই থাকেনা। যে ক্ষেত্রে যদি শিরোনামটি ছোট হয় এবং কথাগুলো গুরুত্বপূর্ণ মানসম্মত হয় তাহলে কিন্তু আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি এবং এখান থেকে আপনি কি বলতে চাচ্ছেন সেটাও আমরা সঠিকভাবে বুঝতে পারি সেই অনুযায়ী আমরা উত্তর দিতে পারি। এজন্য শিরোনাম টি ছোট হওয়া আমি মনে করি গুরুত্বপূর্ণ ধন্যবাদ।