আমি নতুন। আমি ডেমো প্রাক্টিস করছি। রিয়াল ট্রেড কিভাবে করতে হয় জানিনা। দয়া করে জানাবেন কি? জানালে অনেক উপকৃত হবো।
Printable View
আমি নতুন। আমি ডেমো প্রাক্টিস করছি। রিয়াল ট্রেড কিভাবে করতে হয় জানিনা। দয়া করে জানাবেন কি? জানালে অনেক উপকৃত হবো।
ভাই আপনি কি ডেমো ট্রেড করতে পারছেন ? যদি ডেমো ট্রেড করতে পারেন তাহলে লাইভ ট্রেড করা কোন সমস্যাই না । তাই আগে ডেমো প্র্যাক্টিস এর উপর বেশি গুরুত্য দিন । কারন ডেমো ট্রেডিং এবং লাইভ ট্রেডিং এর মধ্যে কোন পার্থক্য নেই । আপনি যেভাবে ডেমো ট্রেড করছেন ঠিক একি ভাবে লাইভ ট্রেড করতে হয়। ডেমোতে ভারচুয়াল মানি আর রিয়ালে নগদ মানি শুধু এই টুকু পার্থক্য ।
রিয়েল ট্র্রেড করা একেবারেই সহজ একটা ব্যাপার যদি কোন ট্রেডার ডেমো ট্রেড করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার আগে ডেমো ট্রেড করে নেব তাহলেই রিয়েল ট্রেড সহজ হয়ে যাবে ।
মূল যে ট্রেড সেটা ডেমোতে বলেন আর রিয়েলে বলেন একই। আপনি ডেমো করছেন যে মার্কেটে আর রিয়েল ট্রেড যারা করছে তারাও ঔই একই মার্কেটে ট্রেড করছে।পার্থক্য যে আপনি ভার্চুয়াল ব্যালেন্সের ট্রেড করছেন আর রিয়েলে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করার প্রয়োজন হয়। তাইই রিয়েল ট্রেডিং করার জন্য সবার আগে প্রয়োজন ট্রেড করার জন্য পুজি বা ডলার।
আমিও নতুন এখনো ডেমো করছি । আপনিও ঠিক কাজ করছেন নতুন ট্রেডার হিসেবে প্রথমে আমাদের সবারই ডেমোতে পর্যাপ্ত সময় দিয়ে নিজের দক্ষতা তৈরী করতে হবে । কেননা এতে করে নিজেকে অনেক বেশি পরিমাণে দক্ষ হওয়া যাবে । আর ফরেক্স মার্কেেটে ডেমোতে ভাল করতে পারলেই রিয়েল ট্রেডিংও ভালো করা যাবে । ডেমো রিয়েল ট্রেডিং এর অনুরুপ ।
ফরেক্সে রিয়াল ট্রেড আর ডেমো ট্রেড প্রায় একই। ডেমোতে আপনি যেই ভাবে ট্রেড করেন রিয়ালেও ঠিক তেমন ভাবেই ট্রেড করতে হয়। তফাৎ শুধু এটাই ডেমোতে ট্রেড হয় ভার্চুয়াল টাকা দিয়ে আর রিয়ালে তা হয় রিয়াল টাকা বা ডলার দিয়ে। তবে রিয়াল ট্রেড করার আগে ডেমো ট্রেড টা ভালভাবে শিখুন এতে আপনি রিয়ালে সহায়তা পাবেন।
ডেমো ট্রেডিং এবং লাইভ ট্রেডিং এর মধ্যে কোন পার্থক্য নেই । ডেমোতে আপনি যেই ভাবে ট্রেড করেন রিয়ালেও ঠিক তেমন ভাবেই ট্রেড করতে হয়। তফাৎ শুধু এটাই ডেমোতে ট্রেড হয় ভার্চুয়াল টাকা দিয়ে আর রিয়ালে তা হয় রিয়াল টাকা বা ডলার দিয়ে।
একাউন্ট করেন , ভেরিফাই করেন , ডিপোজিট করেন আর ধুমাইয়া বাই সেল করতে থাকেন। তবে আগে নিজেরে প্রস্তুত করে নিবেন কেননা এটা হল গেইম অফ ফায়ার। না জানলে হাত পুড়বেই, আর জানলে হাত তালি পাবেন। কি চান নিজেই ডিসাইড করেন আগে।
ডেমো একাউন্ট যেভাবে খুলেছেন ঠিক সেইভাবেই রিয়েল একাউন্ট খুলবেন৷একাউন্টটি অবশ্যই 2 লেভেল ভেরিফাইড করে নিবেন৷একাউন্টের সমস্ত তথ্য গোপনে লিখে রাখবেন৷তারপর কিছু ডিপোজিট করে খুব অল্প অল্প করে আস্তে ধীরে রিয়েল ট্রেড শুরু করতে পারেন৷এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷নতুন অদক্ষ লোভী ট্রেডার ১০০০ ডলার পুজিঁও মাত্র ১ মাসেই জিরো করে ফেলতে পারে৷রিয়েল ট্রেডিং এ অবশ্যই আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেড করতে হবে ট্রেডিং দক্ষতা অর্জনের পর৷ডেমো ট্রেডিং এর লাভ লস সম্পূর্ণই ভার্চুয়াল আর রিয়েল ট্রেডিং এর লাভ লস আপনার নিজের গুনতে হবে৷
ফরেক্স ব্যবসা মানেই হলো ইনভেষ্ট । আমার জানা মতে ইনভেষ্ট ছাড়া ফরেক্স ব্যবসা করা যায় না । ফরেক্স টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । অনেকে ফরেক্স থেকে কোটি কোটি টাকা আয় করে আনবার অনেকে ফরেক্স থেকে অনেক টাকা লস করে থাকে । পরে দোষ দেয় ফরেক্স এর । আমি জানি রিয়াল ট্রেড করতে হলে আগে ইনভেষ্ট করে করতে হয় ।
ভাই এখানে আপনি ডেমোতে যদি ভালভাবে ট্রেড করতে পারেন তাহলে রিয়েল একাউন্টে অবশ্যই পারবেন। কেননা ডেমো হল এখানে লাইভ একাউন্টের প্রতিচ্ছবি বা আরেকটি রুপ। এখানে যে যে জিনিসগুলো কিংবা ইন্ডিকেটরগুলো আপনি ডেমোতে পাবেন ঠিক সেইসব কিছুই আপনি রিয়েল একাউন্টে পাবেন। সুতরাং একটু সাহস নিয়ে ঘাটাঘাটি করুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন আশা করা যায়।
আমার জানামতে ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড একই, শুধুমাত্র একটি জায়গাতে পার্থক্য সেটি হলো ডেমো ট্রেড এ আপনার কোন বিনিয়োগের প্রয়োজন নেই সেখানে আপনি সীমাহীন ভার্চুয়াল টাকা পাবেন কিন্তু কোন টাকা উত্তোলন করতে পারবেন না, কিন্তু রিয়েল একাউন্টে আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে, তা না হলে আপনি ট্রেড করতে পারবেন না।
আমি বলব আপনি ডেমো ট্রেডে ট্রেড করুন তারপর রিয়েল ট্রেডে ট্রেড শুরু করুন। কেননা ডেমো ট্রেড পুরোটাই রিয়েল ট্রেডের মত। শুধুমাত্র ডেমো ট্রেড দ্বারা আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করতে পারবেন এবং ট্রেডিং কৌশলগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সম্পর্কে ভাল ধারণা অর্জন করতে পারবেন। যাকিনা আপনি রিয়েল এ্যাকাউন্টে সেই ইন্ডিকেটরগুলো প্রয়োগ করতে গেলে হয়তো আপনাকে লস পোহাতে হবে। তাই যেহেতু ডেমো ট্রেড একটি ভার্চুয়াল ভার্সন সেহেতু ডেমো ট্রেডে প্রয়োগ সঠিক ধারণাটি নিয়ে আপনি রিয়েল ট্রেডে প্রফিটেবল ট্রেড করতে পারেন।
ফরেক্স মার্কেট আমি পূর্ব থেকেই বোনাস এর মাধ্যমে ক্লিক করে আসছে আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেড করিনি তাই এ সম্পর্কে আমার কোন ধারণা বা অভিজ্ঞতা নেই তবে অনেক সিনিয়র ভাইদের সঙ্গে এ বিষয়ে আলাপ করে কিছুটা ধারণা অর্জন করেছি এখন বাস্তবে প্রতিফলন করিনি
ফরেক্সে রিয়াল ট্রেড আর ডেমো ট্রেড প্রায় একই। ডেমোতে আপনি যেই ভাবে ট্রেড করেন রিয়ালেও ঠিক তেমন ভাবেই ট্রেড করতে হয়। তফাৎ শুধু এটাই ডেমোতে ট্রেড হয় ভার্চুয়াল টাকা দিয়ে আর রিয়ালে তা হয় রিয়াল টাকা বা ডলার দিয়ে। তবে রিয়াল ট্রেড করার আগে ডেমো ট্রেড টা ভালভাবে শিখুন এতে আপনি রিয়ালে সহায়তা পাবেন।
রিয়েল ট্রেড করার পূর্বে প্রথমে আপনাকে ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করে ট্রেড বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে। পরবর্তীতে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে আপনি ইন্সট্রাফরেক্স ব্রোকারের মাধ্যমে রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ডিপোজিট করার মাধ্যমে আপনি রিয়েল ট্রেড করতে পারেন। তবে সাবধান ডিপোজিট করার পূর্বে অবশ্যই আপনাকে একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার হতে হবে নতুবা লসের সম্মুখীন হতে হবে।
ডেমো একাউন্ট যেভাবে খুলেছেন ঠিক সেইভাবেই রিয়েল একাউন্ট খুলবেন৷একাউন্টটি অবশ্যই 2 লেভেল ভেরিফাইড করে নিবেন৷একাউন্টের সমস্ত তথ্য গোপনে লিখে রাখবেন৷তারপর কিছু ডিপোজিট করে খুব অল্প অল্প করে আস্তে ধীরে রিয়েল ট্রেড শুরু করতে পারেন৷এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয়৷তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷নতুন অদক্ষ লোভী ট্রেডার ১০০০ ডলার পুজিঁও মাত্র ১ মাসেই জিরো করে ফেলতে পারে৷রিয়েল ট্রেডিং এ অবশ্যই আপনার নিজের পুজিঁ দিয়ে ট্রেড করতে হবে ট্রেডিং দক্ষতা অর্জনের পর৷ডেমো ট্রেডিং এর লাভ লস সম্পূর্ণই ভার্চুয়াল আর রিয়েল ট্রেডিং এর লাভ লস আপনার নিজের গুনতে হবে৷