-
মার্কেট অ্যানালাইসিস
প্রাইস বাড়বে কি কমবে তা জানার জন্য আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis)
সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)
আপনি প্রশ্ন করতে পারনে কোন ধরনের অ্যানালাইসিস ভাল? কিন্তু ৩ ধরনের অ্যানালাইসিসই গুরুত্বপূর্ণ।ফরেক্সের ক্ষেত্রেও আপনার কোন একটি অ্যানালাইসিস যদি দুর্বল হয়, তবে তা আপনার ব্যাপক লসের কারন হতে পারে। তাই সব ধরনের অ্যানালাইসিসই জরুরি।:ok::woo:
-
অবশ্যই আপনি ঠিক কথাই বলেছেন । ফরেক্স এর জন্য এই তিনটি এনালাইসিস ই খুব ই গুরুত্যপুরন । এখান থেকে আমরা আমাদের ট্রেড সম্পর্কে সবচাইতে বেশি ইনফরমেশন নিয়ে থাকি । আমরা কখন , কিভাবে , একটি ট্রেড সফল ট্রেড ওপেন করবো , ট্রেড কি লাভের দিকে না লসের দিকে তা নিরধারন করতে পারি । সুত্রাং অনেক বেশি গুরুত্য বহন করে এই তিনটি এনালাইসিস । একজন ভালো মানের ত্রেদার এর জন্য এগুল ফলো করা খুব ই জরুরী ।
-
মার্কেট এ্যানালাইসিস করা সব ট্রেডারের দরকার । মার্কেট এ্যানালাইসিস ছাড়া কোন ট্রেডার সফলতা অর্জন করতে পারে না । আমরা এই ব্যবসা করার জন্য সকলেই মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই উন্নত করত পারব ।
-
ভাইরে আমরা সবাই জানি যে এই তিন ধরণের এনালাইসিস ছাড়া ট্রেড করা আর জেনে শুনে নিজের টাকা জলে ফেলা একই। কিন্তু যখনই আপনি কোন ট্রেডারকে প্রশ্ন করবেন ভাই কেন এখান থেকে বাই নিলেন। সে আপনাকে বলবে মনে হল এখান থেকে বাই যাবে তাই নিলাম। যদি জিজ্ঞাসা করেন এর লজিক টা কি। সে বলবে তাতো জানি না।
আমরা সবাই খালি ডলার কামাতে চাই কেউ কষ্ট করতে রাজি না।
-
ফরেক্স মার্কেটে এনালাইসিস করা আমাদের খুব প্রয়োজন কারন মার্কেটে আমাদের কে ট্রেড করার আগে বুঝতে হবে মার্কেট বারবে না কমবে। সেটা আমাদের কে এনালাইসিস করা জানতে হবে টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস করা জানত হবে।
-
ট্রেড করার জন্য অ্যানালাইসিসের কোন বিকল্প নেই। যদিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis) ,সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis) এই তিন প্রকার অ্যানালাইসিস ই খুব গুরুত্ব পূর্ন তবে আমার মতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস (Fundamental Analysis)
টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis) এই দুইটা খুব ভালো করে করতে পারলে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস (Sentimental Analysis)এর প্রয়োজন নাই।
-
ফরেক্স এর জন্য এই তিনটি এনালাইসিস ই খুব ই গুরুত্যপুরন । এখান থেকে আমরা আমাদের ট্রেড সম্পর্কে সবচাইতে বেশি ইনফরমেশন নিয়ে থাকি । আমরা কখন , কিভাবে , একটি ট্রেড সফল ট্রেড ওপেন করবো , ট্রেড কি লাভের দিকে না লসের দিকে তা নিরধারন করতে পারি । সুত্রাং অনেক বেশি গুরুত্য বহন করে এই তিনটি এনালাইসিস । কিন্তু যখনই আপনি কোন ট্রেডারকে প্রশ্ন করবেন ভাই কেন এখান থেকে বাই নিলেন। সে আপনাকে বলবে মনে হল এখান থেকে বাই যাবে তাই নিলাম। যদি জিজ্ঞাসা করেন এর লজিক টা কি।
-
মার্কেট এনালাইসিস এর জন্য তিন টা এনালাইসিস গুরুত্বপূর্ণ।
১। টেকনিকাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস
এই তিন প্রকার এনালাইসিস এর সমন্বয়ে আপনাকে মার্কেট বুজতে হবে। মার্কেট ট্রেন্ড ধরতে হবে। মার্কেট ট্রেন্ড বুজলে ভালো প্রফিট এর আশা করা যায়।
-
যে তিন প্রকার এনালাইসিস আছে সেগুলো যথার্থভাবে করার কারণেই একজন ট্রেডার অনেকদুর এগিয়ে যেতে পারে বলে আমি মনে করি । কেননা আমার বিশ্বাস হল যে যথার্থ পরিমাণে আমরা যদি মার্কেট নিয়ে বিশ্লেষণ করি তবে এক পর্যায়ে গিয়ে আমরা মার্কেটের আচরণ সম্পর্কেও ধারণা লাভ করতে সক্ষম হব । এ ক্ষেত্রে টেকনিকেল এনালাইসিস বেশি গুরুত্বপুর্ণ ।
-
যে কোন ব্যবসায় লাভ করতে হমে আপনাকে ভাল করে এনালাইসিস করেই লাভের আশা করতে হবে আর যারা লাভের আশা করে কোন প্রকার এনালাইসিস চাড়াই আমি মনে করি তাদের পরিনা খুব একটা ভাল হয় না তারাই বার বার লস করে থাকে তাই বার বার লস নয়।
-
সঠিক ভাবে তিন ধরনের এনালাইসেস করে তার পর ইন্ডিকেটর এবং চারট প্যাটার ন এর সাথে মিলিয়ে বাই বা সেল যেটা হয় সেটাই করুন । তবেই দেখবেন সফলাতা । সুধুমাএ অনুমানে কাজ করবেন না ।
-
আসলে ফরেক্স মার্কেট এর এনালাইসিস কে তুলনা করা হয়ে থাকে তিন পা ওয়ালা একটা টেবিলের সাথে। যদি এর একটা পা না থাকে তবে সে দাড়াতে পারবে না। তাই কোনটাকে অবহেলা করার কোন সুযোগ আছে বলে আমার জানা নেই। তাই শিখতে চেষ্টা করুন সবগুলোই।
-
মারর্কেট প্রতিনিয়ত বাড়বে কি কমবে তা জানার জন্য অ্যানালাইসিস করতে হয়। অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড করার সঠিক আইডিয়া পাওয়া যায়। অ্যানালাইসিস মূলত ৩ প্রকারঃ
• ফান্ডামেন্টাল অ্যানালাইসিস
• টেকনিক্যাল অ্যানালাইসিস
• সেন্টিমেন্টাল অ্যানালাইসিস
-
ফরেক্স মার্কেটে এ্যানালাইসিসের গুরুত্ব যে কতটুকু তা আমরা সকলেই কম বেশি জানি । মার্কেটে এ্যনালাইসিস না করে ট্রেড করা মানে আপনি নিশ্চিত লসের সম্মুধিন হওয়া । তাই আমাদের উচিত প্রতিটি ট্রেড ওপেন করার আগে *আমাদের মার্কেট ভালভাবে এ্যনালাইসিস করে নেওয়া ।
-
আপনার এনালাইসিস ভাল লেগেছে কিন্তু একটা বিষয় হয় আপনি খেয়াল করেন নি অথবা আলোচনা করতে চাননি তা হল যদি প্রাইস ৬৪৬৮ লেভেল ব্রেক করে তবে পরবর্তী টার্গেট হল ৬২৭২ কেননা তখন ডাবল টপ কনফার্ম হয়ে যাবে আর যদি ৬৪৬৮ বাউন্স ব্যাক করে তবে আবারও টার্গেট হবে ৬৮৫০ । তবে এটা শুধুই আমার এনালাসিস কোন ট্রেড আইডিয়া নয়। ধন্যবাদ।
-
মার্কেট এনালাইসিস ৩ প্রকার।যথা
১। টেকনিকাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস।
মার্কেট থেকে প্রফিট অর্জন করতে হলে এই প্রকার এনালাইসিস করা জরুরি।ধরুন একটি চেয়ার যদি ৩ পায়ার উপর দারাই থাকে মার্কেটও ঠিক তেমনি লাভ এই ৩ এনালাইসিসের উপর নির্ভর করে।
-
ফরেক্স ট্রেডে এনালাইসিস একটি গুরুত্বপূর্ন বিষয় । ফরেক্স ট্রেডে সফল হতে হলে অবশ্যই এনালাইসিস করতে হবে এনালাইসিস তিন প্রকার । যথা : টেকনিকাল এনালাইসিস ,ফন্ডামেন্টাল এনালাইসিস ,সেন্টিমেন্টাল এনালাইসিস । ভাল ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে ভাল এনারাইসিস করা শিখতে হবে ।
-
মার্কেট এনালাইসিস এর মধ্যে টেকনিক্যাল এনালাইসিস কিছুটা পারি তাই নিয়ে ফরেক্স মার্কেটে ঘুরা-ফেরা করছি। টেকনিকেল এনালাইসিস এর মধ্যে মুভিং এভারেজ ক্রসিং, আর এস আই, এবং চ্যানেল নিয়ে কাজ করি। সাপোর্ট এবং রেসিটেন্স বুঝার চেষ্টা করছি। বেশ জটিল মনে হয়। আর ফিব্বোনেচ্চি এবং ইলিয়ট ওয়েভ এনালাইসিস তো কিছুই বুঝি না। আমি গড় লাভ করছি ইনশাল্লাহ।
-
ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস না করে ট্রেড করা টা একদম বোকামি, অ্যানালাইসিস ছাড়া আপনে কোন প্রকার ট্রেড করতে পারবেন না, আর যদি সেটা করেন তাহলে হবে আপনার মস্ত বড় ভুল সেতা,ফরেক্স মার্কেটে মোট তিন প্রকার অ্যানালাইসিস করা হয়,
১। টেকনিকাল এনালাইসিস
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। সেন্টিমেন্টাল এনালাইসিস
-
ভাই আমি ফরেক্স মাকেটে নতুন আপনি আপনার কথার মাধ্যমে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন ফরেক্স মাকেট থেকে আয় করতে হলে মাকেট অ্যানালাইসিস করতে হবে | আমি আপনার সাথে একমত ফরেক্স মাকেট যদি অ্যানালাইসিস করে করা হয় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব |
-
ভাই আমি ফরেক্স মাকেট টেকনিক্যাল অ্যানালাইসিস (Technical Analysis) করে ফরেক্স মাকেটে ট্রেড করি আমার কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস ভাল কাজের দেয় | আপনি আপনার মত করে ফরেক্স মাকেট অ্যানালাইসিস করতে পারেন যাতে আপনার বুঝতে সুবিধা হবে |
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে হয়। ফরেক্স এ মার্কেট অ্যানালাইসিস না করে ট্রেড করলে বড় ধরনের লস হতে পারে অনেক সময় অ্যাকাউন্ট ভ্যানিশ হয়ে যায়। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে। অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা ট্রেড করার সঠিক আইডিয়া পেতে পারেন। অ্যানালাইসিস মূলত ৩ প্রকার যেমন ১. ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ২. টেকনিক্যাল অ্যানালাইসিস ও ৩. সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। এই তিন ধরনের অ্যানালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয়।
-
আমি মনে করি আপনাকে ফরেক্স মার্কেট এ টেড করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতে হবে । ফরেক্স মার্কেট এ ৩ ধরনের মার্কেট অ্যানালাইসিস আছে আপনি এই ৩ ধরনের মার্কেট অ্যানালাইসিস করতে পারলে তা হলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ করতে পারবেন । তাই আপনি ভাল করে আপনি এই ফরেক্স মার্কেট অ্যানালাইসিস জানতে হবে
-
টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস এ গুলো কি এবং কি ভাবে করা যায় সে সম্পর্কে লিখুন।