-
স্টপ লস এবং টেক প্রফিটঃ
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
-
স্টপ লস ট্রেডারের বড় ধরনের লস কমায় ও ক্ষতির হাত থেকে রক্ষা করে । অার টেক প্রফিট প্রত্যশিত লাভ নিতে ট্রেডারকে সাহায্য করে ।স্টপ লস ও টেক অপশন দুটো অনেক বেশি গুরুত্বপুর্ণ ফরেক্স মার্কেটের জন্য । কেননা অনেক সময় দেখা যায় যে এই অপশনের সফল ব্যবহার করা ট্রেডার তার ট্রেডিং-এ অনেক বেশি সফলতা পেয়েছে । আর যে সব ট্রেডার উভয় অপশনের সঠিক ব্যবহারে ব্যার্থ হয়েছে তারা ব্যার্থ হয়েছে ।
-
ফরেক্স করতে গেলে আমাদেরকে লাভ লস উভয় ব্যাপারে সতর্ক থেকেই তবেই করতে হয় । আমরা যদি ফরেক্স করতে চায় তবে এর মধ্য থাকা লাভ লসকে আমলে নিয়েই আমাদেরকে ফরেক্স করতে হয় । আর ফরেক্স করার ক্ষেত্রে অতিরিক্ত লসের লাগাম ট্রেনে ধরার কাজ করে স্টপ লস ও অতিরিক্ত লাভ যেটা আমাদের অনুপস্থিতিতে নিয়ন্ত্রন করতে ব্যবহার করা হয় টেক প্রফিট । উভয় অপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
-
স্টপ লস ও টেক অপশন দুটো অনেক বেশি গুরুত্বপুর্ণ ফরেক্স মার্কেটের জন্য । কেননা অনেক সময় দেখা যায় যে এই অপশনের সফল ব্যবহার করা ট্রেডার তার ট্রেডিং-এ অনেক বেশি সফলতা পেয়েছে । আর যে সব ট্রেডার উভয় অপশনের সঠিক ব্যবহারে ব্যার্থ হয়েছে তারা ব্যার্থ হয়েছে ।
-
৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । এই জন্য আমি মনে করি সকল ট্রেডারদের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা উচিত । আমি সব সময়ে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে থাকি তাইতো আমি ফরেক্স থেকে অনেক টাকা আয় করে থাকি । আমি ফরেক্সএ লস একটু হলেও কম করে থাকি ।
-
আমি মনে করি বেশির ভাগ ট্রেডারই ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে লস করে থাকে কেনন, বেশির ভাগই ট্রেডার স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে না। তাই আমি বলতে চাই প্রত্যেকটি ট্রেডারের উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা এতে করে আপনি ফরেক্স মার্কেটে ভাল আয়ও করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন।
-
আমরা অনেকে স্টপ লস ইউজ করি না। আবার অনেকে দেখা জায় যে স্টপ লস পিছিয়ে দেয় জাতে তা না হিট করে। এভাবে পিছাতে পিছাতে দেখা জায় যে বেলেন্স অনেক খানি খালি করে ফেলেছে। আবার অনেকে ভাবে স্টপ লস না দিলে ট্রেড টা লাভে ক্লজ করা জাইতো। কারন মারকেট তো আবার আসছে লস করায় থিক জায়গায়। কিন্তু যারা আমার মত ধরা খাইছে তারা জানে স্টপ লস এর গুরুত্ব।
-
সাধারণত ট্রেড করার জন্য আমি নিজেও স্টপলস ব্যবহার করি না। আমি ভার্চূয়াল স্টপ ব্যবহার করি। যদি আমার পছন্দ হয় তবে ম্যানুয়ালি ট্রেডটা লসে ক্লোজ করে দেই অথবা অপেক্ষা করি। তবে আমি মনে করি সবারই স্টপলস ব্যবহার করা দরকার আছে। কারণ তা অযথা লসের হাত থেকে আাপনাকে রক্ষা করবে।
-
ফরেক্স মার্কেট এ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করা যাই তবে আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করেও ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেট এ তবে আপনি যদি ফরেক্স মার্কেট এ টিকে থাকতে চান ও নিয়মিত লাভ করতে চান তবে আমি বলব আপনি স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করুন আর ফরেক্স মার্কেট এ টিকে থাকুন তা হলে আপনি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করতে পারবেন
-
প্রত্যেক ট্রেডারের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে স্টপ লস এবং টেক প্রফিট সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা। কেননা টেক প্রফিট এবং স্টপ লস যদি একজন ট্রেডার সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে একজন ধৈর্য্যশীল এবং লোভহীন ক্ষমতা নিয়ে ট্রেড করতে পারবে। এছাড়া আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে নিয়মিত ট্রেড করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স মার্কেট থেকে প্রফিট অর্জন করতে পারবেন। এজন্য আমি মনে করি আপনি যে কোন ট্রেড ওপেন করার পূর্বে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করার মত মন মানসিকতা নিয়ে ট্রেড ওপেন করা উচিত। তাহলে আপনি নিয়মিত একজন সফল ট্রেডার হতে পারবেন ফরেক্স মার্কেটে।
-
একটি ট্রেডারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । ধরেন আপনি মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য একটা বাই ট্রেড অপেন করলেন, এবং যেই প্রাইসে ট্রেডটি অপেন করলেন তার ঠিক ১০ পিপস নিচে স্টপ লস সেট করলেন এবং টেক প্রফিট দিলেন ১০০ পিপস, এখন মার্কেটে যাই হোক না কেন আমার লস হলে হবে ১০ পিপস, কিন্তু লাভ যদি হয় তাহলে ১০০ পিপস পাচ্ছি । এটাই হচ্ছে স্টপ লস এবং টেক প্রফিট ।
-
স্টপলস এবং টেকপ্রফিট খুব ভালো একটি অপশন ট্রেডিং করার সময়। দুইটি অপশনই আমাদের প্রচুর সহযোগীতা করে থাকে কারণ আমাদের ট্রেড করার পাশাপাশি অনেক দৈনন্দিন কাজও থাকে যেমন এখন আমি ফোরামে কাজ করছি এবং তার কারণে আমার যেসকল ট্রেড অপেন আছে তা লক্ষ্য রাখতে পারছিনা। সেজন্যই আমি প্রতিটি ট্রেডে টেকপ্রফিট এবং স্টপলস দিয়ে থাকি যেন প্রফিট যেন মিস না হয় আবার সেরকমই যেন প্রচুর লস হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য স্টপলস কাজ করবে।
-
আমি নিজে স্টপলসের বিপক্ষে। আমি শুধু মাত্র টেক প্রফিটের পক্ষে। কেননা স্টপলস থেকে বেটার হল ম্যানুয়ালি ট্রেড ক্লোজ করে দেওয়া। আপনাকে ট্রেড ক্লোজ করে দিতে বিশেষ বেগ পেতে হবে না। কিন্তু ফেইক ক্যান্ডেল বা ফেইক আউটের হাত থেকে বাচার উপায় হল - নো স্টপ লস।
-
আমার মতে স্টপলস এবং টেকপ্রফিট হলো গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ এই স্টপ লস এবং টেকপ্রফিট সবসময় আমাদেরকে সুরক্ষা প্রদান করে থাকে। আমার দেখা মতে যারা তাদের ট্রেড এ নিয়মিত স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করেন না তারা সবসময় বেশি লস করে থাকেন আর একসময় দেখা যায় যে তারা আর বাজারে টিকতে পারেন না। আমিও শুরুতে এই টুল দুটো ব্যবহার করতাম না কিন্তু এখন করি। কারণ এখন আমি বুঝতে পেরেছি এই দুটো ছাড়া এই বাজারে সুরক্ষিত থাকা সম্ভব নয়।
-
টেক প্রফিট ও স্টপলস প্রয়োজনীয় বিষয় কিন্তু সমস্যা হলো এগুলো কোথায় ও কীভাবে সেট করতে হয় তা আমরা ভালো ভাবে জানি না৷এগুলো যথাযথ স্হানে সেট করার জন্য অবশ্যই আমাদের ট্রেডিং চার্টে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেল গুলো চিনতে হবে৷টেক প্রফিট ও স্টপলস ব্যাবহার করা ব্যালেন্স সুরক্ষার জন্য নিরাপদ৷
-
স্টপ লস এবং টেক প্রফিট হল ফরেক্স মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমরা ট্রেডার গান সাধারণত অধিক সময় পড়েছে মার্কেটে অতিবাহিত করতে পারে না আর ফরেক্স মার্কেট এক সেকেন্ডের জন্য কোন ভরসা নেই এটা হল অনিশ্চয়তার একটি মার্কেট তাই কোন ধরনের ঝুঁকিমুক্ত ছাড়াই ট্রেড করতে হলে অবশ্যই টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হবে এটি যদি কোনো ট্রেডার ব্যবহার না করে তবে সাধারণত সে খুব বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারে না আপনি যেই পরিমান লাভ নিবেন তা নির্দিষ্ট একটি সময়ে অটোমেটিক কেটে যাওয়ার নামই হলো টেক প্রফিট আর যদি মার্কেট আপনার প্রতিকূলে যায় তবে নির্দিষ্ট পরিমাণ নিয়ে আপনি যদি কেটে দিতে চান তাহলে স্টপ লস ব্যবহার করবেন এতে করে আপনার ফরেক্স মার্কেটে ব্যালেন্স নিরাপদে থাকবে
-
প্রতিটি এন্ট্রি নেয়ার ক্ষেত্রে আমাদের স্টপ লস ও টেক প্রফিট অর্ডার ব্যবহার করা উচিত। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন। স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
তবে ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস ব্যবহারের কিছু good side থাকলেও এর bad side -ও কিন্ত কম নয়। আসলে স্টপ লস ব্যবহার করলে নিজের মেধার ইউটিলাইজ করা হয় না। নিজেকে যাচাই করা যায় না। তার থেকে বরং স্টপ লস ব্যবহার না করে ছোটে ছোট লটে সর্ট টাইমে ট্রেড করা ভালো তাতে করে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফরেক্সে মার্কেটে কেউ লস না করে সফল ট্রেডার হতে পারে না। আজ যার সফল ট্রেডার তারা একদিনে সফল হয়নি। অনেক সাধনা অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা সফল হয়েছেন। ফরেক্সে স্টপ লস ব্যবহার করলে হয়তো অনেক সময় ব্যলেন্স জিরো হওয়ার হাত থেকে বেচে থাকা যায় তার পরেও বলবো স্টপ লস ব্যবহার না করে ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার গড়তে মনোযোগী হওয়া উচিত।
-
স্টপ লস ও টেক অপশন দুটো অনেক বেশি গুরুত্বপুর্ণ ফরেক্স মার্কেটের জন্য । কেননা অনেক সময় দেখা যায় যে এই অপশনের সফল ব্যবহার করা ট্রেডার তার ট্রেডিং-এ অনেক বেশি সফলতা পেয়েছে । আর যে সব ট্রেডার উভয় অপশনের সঠিক ব্যবহারে ব্যার্থ হয়েছে তারা ব্যার্থ হয়েছে ।