ফরেক্স মার্কেটে আপনি নিয়মিত লাভ করেন তাহলেই দেখবেন একদিন আপনার অনেক ব্যলেন্স হয়ে পরবে।আর যদি আপনি মনে করেন যে এক বা দুই দিনের মধ্য অনেক ব্যলেন্স বানাতে চান তবে দেখবেন একদিন আপনার ব্যলেন্স শুন্য হয়ে পরেছে তাই। নিয়মিত করে কম কম লাভ করেন।
Printable View
ফরেক্স মার্কেটে আপনি নিয়মিত লাভ করেন তাহলেই দেখবেন একদিন আপনার অনেক ব্যলেন্স হয়ে পরবে।আর যদি আপনি মনে করেন যে এক বা দুই দিনের মধ্য অনেক ব্যলেন্স বানাতে চান তবে দেখবেন একদিন আপনার ব্যলেন্স শুন্য হয়ে পরেছে তাই। নিয়মিত করে কম কম লাভ করেন।
বাসকি আপনাকে ধন্যবাদ আপনার পোস্টের জন্য । আপনার কথা অনেকাংশে ঠিক আবার অনেকাংশে ঠিক নয় । আসলে মার্কেটে আমরা একটি নির্দিষ্ট প্লানে আগানো উচিত । যেমন আপনি যদি টার্গেট করেন যে আপনি মাসে 50 ডলার আয় করবেন আর তা যদি আপনি এক দিনেই আয় করে ফেলেন তাহলে আপনার উচিত মার্কেটে আর কোন ট্রেড না করে মার্কেট পর্যবেক্ষন করা । এতে আপনার টার্গেট যেমন ঠিক থাকল তেমনি আপনার ব্যালেন্স ও লসের সম্মুখিন হল না । ধন্যবাদ ।
আমি মনে করি ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করার চিন্তা না করে মার্কেটে ঠিকে থাকার চিন্তা করা উত্তম । মার্কেটে থেকে যদি আপনি নিয়মিত লাভই করেন তাহলে মার্কেটে লস করবে কে? তাই মার্কেট থেকে নিয়মিত লাভ করার চিন্তা না করে একটি স্ট্রাট্রেজি তৈরি করে মার্কেটে ঠিকে থাকার চেষ্টা করুন । লাভ এমনিতেই আসবে । ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটে দিনে নিয়মিত লাভ হয় দক্ষতার উপর । যে যত বেশী দক্ষশীল সে তত বেশী দিনে লাভ করতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ফরেক্স ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করে তারপর এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।
ফরেক্স মার্কেটে আমি নিয়মিত ভাবে ট্রেড করি না আমি কিছু বিশেষ সময়ে এখানে ট্রেড করে থাকি আর এটি আমি আমার ট্রেডিং অভিজ্ঞতার মাধ্রমে বুঝতে পারি যে কোন সময়গুলোতে ট্রেড করলে প্রফিট লাভ করা সহজ হবে।
ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করতে পারাট একটা চ্যালেন্জের বিষয় । আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে যুক্ত থাকতে হবে । যে যত বেশি ফরেক্স করবে সে তত বেশি পরিমাণে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জণ করবে । আর দক্ষতা নিশ্চিতভাবেই একজন ব্যাক্তিকে অনেকদুর নিয়ে যেতে পারে ।
ফরেক্স মার্কেট হল শেয়ার ব্যবসা তাই এখানে লাভ লস নিয়ে প্রতি দিন ট্রেড করতে হয় যে রুপ সাধরন ব্যবসায় মাসিক ভাবে ব্যবসার হিসাব নিকাস করা হয় ঠিক তেমই ফরেক্স মার্কেটে মাসিক ভাবে লাভ লসের হিসাব করা ভাল তাই আমার মতে প্রতি দিন ট্রেড করে লাভ হবে এমন চিন্তা ভাবনা ছেরে দিন তবে প্রতি টি ট্রেডের একটি লাভ লসের হিসাব করে তার পর ট্রেড করুন ।
প্রতিদিন আমার পক্ষে ফরেক্স থেকে প্রফিট লাভ করা সম্ভাব হয় না কারন আমি ফরেক্সে মূলত লং টাইমফ্রেমে ট্রেড করে থাকি যার ফলে এখান থেকে আমার পক্ষে প্রতিদিন প্রপিট অর্জন করা সম্ভাবকর হয়না।
যারা দক্ষ ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবে তারা দিনে নিয়মিত ভাবে লাভ করতে পারবে। তবে আমি ও ফরেক্স মার্কেট এ নিয়মিত ট্রেড করে থাকি আর অল্প হলে ও লাভ করি ফরেক্স মার্কেট থেকে। তাই আমি বলব ফরেক্স মার্কেট থেকে নিয়মিত লাভ করতে হলে আপনাকে ভাল করে দক্ষতার সাথে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেট হতে যে প্রতিদিন প্রফিট করতেই হবে এমন কোন কথা নেই। তবে হ্যা অনেক বেশি লাভের পিছনে না ছুটে অল্প অল্প আয় করাই ভাল। তবে তার আগে মার্কেট করে নিতে হবে। মনগড়া ট্রেড করলে হবে না। আর প্রতিদিন আয় করতে হবে এমন কোন কথা নেই। মার্কেট এ্যানালাইসিস করে আপনার সুবিধা মত সময়ে ট্রেড করুন।
আমি ফরেক্সে নতুন। আমি দেমতে ত্রেদ করছি। আমি ডেমোতে ট্রেড করে মতামুতি প্রফিত করছি। দেময়ে ট্রেড করার জন্য আমাকে প্রথমে ট্রেড শিখতে হইছে তারপর দেম অ্যাকাউন্ট খুলে ট্রেড ওপেন করতে হইছে।। আমি নতুন এবং কম বুজি তারপর অ ভাল প্রফিট করছি। আমি দেম ট্রেড ভালভাবে শিখে রিয়েল ট্রেড ওপেন করব।
না আমি ফরেক্স মার্কেট এ নিয়মিত লাভ করি না তবে আমি নিয়মিত লাভ করতে চেচটা করি আর লাভ ধরে রাখতে চেচটা করি তাই আপনি আপনার ট্রেডিং সিস্টেম অনুজায়ি আপনি তারপর আপনার লাভ ধরে রাখুন তাহলে দেখবেন আপনি ৪ মাস ৫ মাস পর দেখলেন আপনি আপনার অ্যাকাউন্ট এর ৪০০ থেকে ৫০০ % এর বেশি লাভ করে ফেলছেন তাই নিয়মিত লাভ করতে থাকেন আর লাভ ধরে রাখুন তা হলে ভাল হবে
ফরেক্স মার্কেটে যদি আপনি নিয়মিত ব্যবসা করেন তাহলে অনেক ভাল হয় । কিন্তু মার্কেটে আপনি দুই দিন কাজ করলেন আর ৪দিন কাজ করলেন না তাহলে আপনি মার্কেট বুঝবেন না । সুতারং আপনি যদি মার্কেটে ভাল প্রফিট পেতে চান তাহলে আপনাকে প্রতিদিন মার্কেটে কাজ করতে হবে । এবং বেশি করে মার্কেট এনালাইসেস করতে হবে তাহলেই আপনি মার্কেটে ভাল লাবভান হতে পারবেন ।
ফরেক্স মার্কেটে দিনে নিয়মিত লাভ করতে হলে অবশ্যই অামাদের সেভাবে কাজ করত হবে । কাজ ছাড়া এই মার্কেটে কোন স্থান নেই । অামরাতাহলেই নিয়মিত লাভ করতে পারব । ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে অামরা বেশী করে কাজ শেখার চেষ্টা করব তাহলেেই অামরা লাভবান হতে পারব ।
আগে আমি ভাবতাম যে ফরেক্স থেকে প্রতিদিন ৫ ডলার করে আয় করব। কিন্তু না এটা সম্ভব না। আবার সম্ভব ও। কিন্তু বেশি ডলার থাকলে এর চেয়ে বেশি আয় করা সম্ভব। আবার প্রতিদিন আয় করাটা সহজ নয়। কারন মার্কেট প্রতিদিন না ও মুভ করতে পারে। মার্কেট মুভ যদি না করে তাহলে আমাদের প্রফিট নাও হতে পারে।
ফরেক্স মার্কেটে নিয়মিত লাভ করা খুবই কঠিন ব্যাপার৷লাভ ও লস পাশাপাশি থাকবে কিন্তু লস না করে নিয়মিত প্রতিদিন লাভ করা অনেক অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন৷শুরুতে কখোনোই নিয়মিত লাভ করতে পারবেন না৷তাই লস যেন না হয় সেদিকে লক্ষ্য রাখাই মূল কাজ৷
আপনি সঠিক কথাই বলেছেন । ফরেক্স মার্কেটে নিজেকে টিকিয়ে রেখে নিয়মিত লাভ করাটাই হল সবচেয়ে বড় সফলতা বা সাফল্য অর্জন করা । এখানে আপনি কখনই তাড়াহুড়া করে অল্প সময়ে বেশি ইনকামের কথা চিন্তাই করতে পারবেন না, এরকম করতে গেলেই নির্ঘাত বিপদে পড়ে যাবেন, বেলেন্স জিরো হয়ে যাবে । সুতরাং স্বল্পে সন্তুষ্ট থেকে নিয়মিত অল্প করে আয় করাটাই হল সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয় ।
ফরেক্স মার্কেট হলো ধৈর্য্যর জায়গা এখান থেকে ভাল কিছু নিতে হলে সময় নিয়ে কাজ করতে হবে। আমরা যারা নতুন রিয়েল ট্রেড করবো তারা প্রথম প্রথম ছোট ছোট লট নিয়ে আয় করতে হবে এবং যখন মোটামুটি লাভ করতে পারবেন বুঝবেন যে, সাপ্তাহিন ইনকাম লসের চেয়ে লাভ বেশী হয় তখন অল্প করে লট সাইজ বাড়িয়ে ট্রেড করতে হবে। আর যদি দেখেনে লস হচ্ছে বেশী লাভ কম। তাহলে আবার ডেমো ট্রেড শুরু করবেন এবং প্রতিটি ট্রেডকে পূনরায় যাচাই বাছাই করে ট্রেডিং স্ট্রেটেজি ঠিক করে নিতে হবে।
ফরেক্স মার্কেটে আমার মত নতুন ট্রেডারদের নিয়মিত লাভ করা অসম্ভব। কারণ ফরেক্স মার্কেট একটি অনিশ্চয়তার স্থান এই মার্কেটে অনেক দক্ষ এবং জ্ঞানী ট্রেডার গণ অনেক সময় হিমশিম খেতে হয় মার্কেটের মুভমেন্ট বোঝার জন্য অবশ্যই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা ধৈর্য সকল কিছুর সমন্বয় ফরেক্স মার্কেটে কাজ করতে হয় এটি একটি ব্যতীত ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয়
আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে যুক্ত থাকতে হবে । যে যত বেশি ফরেক্স করবে সে তত বেশি পরিমাণে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জণ করবে ।এখানে লাভ লস নিয়ে প্রতি দিন ট্রেড করতে হয় যে রুপ সাধরন ব্যবসায় মাসিক ভাবে ব্যবসার হিসাব নিকাস করা হয় ঠিক তেমই ফরেক্স মার্কেটে মাসিক ভাবে লাভ লসের হিসাব করা ভাল তাই আমার মতে প্রতি দিন ট্রেড করে লাভ হবে।
প্রতি দিন ট্রেড করতে হয় যে রুপ সাধরন ব্যবসায় মাসিক ভাবে ব্যবসার হিসাব নিকাস করা হয় ঠিক তেমই ফরেক্স মার্কেটে মাসিক ভাবে লাভ লসের হিসাব করা ভাল তাই আমার মতে প্রতি দিন ট্রেড করে লাভ হবে। আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করে টিকে থাকতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স এর সাথে যুক্ত থাকতে হবে । যে যত বেশি ফরেক্স করবে সে তত বেশি পরিমাণে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জণ করবে ।
হ্যাঁ ফরেক্স মার্কেট থেকে একদিনে অনেক বেশি প্রফিট না করে বরং অল্প করে নিয়মিত প্রফিট করা উত্তম। একজন সফল ফরেক্স ট্রেডার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম, সময় ও মেধা খাটাতে হবে। নতুবা আপনি কখনো ফরেক্স ট্রেডার হিসেবে সফল হতে পারবেন না। একজন সফল ট্রেডার হওয়ার জন্য আজ আপনাদের কয়েকটি পরামর্শ দিব।
১। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফরেক্স এ সামান্য কিছু ধারনা নিয়ে একজন ভাল ট্রেডারের সফলতা দেখে তড়িঘড়ি করে ট্রেড শুরু করে। এক্ষেত্রে আমি বলবো আগে আপনি ফরেক্স এর বেসিকটা ভালো করে শিখুন তারপর মিনিমাম 1.2 রিস্ক রেওয়ার্ড এ যে পর্যন্ত ৫০ % ট্রেড এ সফলতা না আসে ডেমো প্রেক্টিচ করুন।
২। অনেকেই কয়েকদিন চর্চা করেই লাইভ একাউন্ট এ ট্রেড শুরু করে দেয় এবং কয়েকদিন এর মধ্যে একাউন্ট জিরো করে নিঃস্ব হয়ে পড়ে। আপনি যদি প্রথম দু-চারদিন ট্রেড এ প্রফিট করে মনে করেন আপনি ফরেক্স শিখে ফেলেছেন, তাহলে ভুল মনে করলেন, কারণ ফরেক্স মার্কেট এ সফলতার একধাপ এগোনোর জন্য আপনাকে প্রচুর পরিমানে চর্চা করতে হবে। নতুবা আপনি সফল ট্রেডার হতে পারবেন না।
৩। অভিজ্ঞ ট্রেডারদের কিছু কিছু পরামর্শ এড়িয়ে চলবেন।অভিজ্ঞ ট্রেডারদের পরামর্শ শুনবেন এটা অবশ্যই ঠিক। তবে কিছু কিছু ট্রেডার যারা নিজেকে অভিজ্ঞ দাবী করে আর আপনাকে ফরেক্স থেকে ১০০ভাগ আয় করার বিভিন্ন পন্থার আকশচুম্বি স্বপ্ন দেখায়।
i. যে জাতিয় তথ্য উপাত্তে কোনো সফলতা আসেনা সেগুলো দেয়া।
ii. কমার্শিয়াল ইন্ডিকেটর, রোবট ইত্যাদি কিনতে বলা।
iii. বিভিন্ন ধরনের স্ক্রিনসর্ট দিয়ে অন্যকে আকৃষ্ট করা, যেগুলো মিলিয়ে দেখলে দেখবেন অনেকটা অবাঞ্চিত ও ভুয়া।
iv. এ ধরনের এক্সপার্ট ট্রেডারদের বিভিন্ন প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখুন। কারণ এ ধরনের এক্সপার্টরা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যই আপনাকে সাহায্যের হাত বাড়াবে।
৪। অন্যের এনালাইসিস/সিগন্যাল দেখে ট্রেড করা থেকে বিরত থাকবেন। অন্যের এনালাইসিস দেখে ট্রেড করবেন তো নিজে সারা জীবন অন্ধ ট্রেডার হিসেবেই থেকে যাবেন।এজন্য নিজে ট্রাই করে এমন একটি স্টেটিজি তৈরি করুন যাতে ট্রেড এ ৭০-৮০ভাগ সফলতা আসে। নিজের সাকসেস স্টেটিজি ছাড়া লাইভ ট্রেড এ আসবেন না।
৫। বেশীর ভাগ ট্রেডারই একসাথে একাধিক পেয়ার এ ট্রেড করে থাকেন যেটা সত্যিই বিপদজনক। সবসময় ১/২টি পেয়ার এ ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে ওই পেয়ার এর সম্বন্ধে আপনার একটা ভালো আইডিয়া থাকবে এবং খুব সহজে এনালাইসিস ও সিদ্ধান্ত নিতে পারবেন।
৬। আপনার প্রতিটি ট্রেড এ এনালাইসিস করে টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করুন, নতুবা যে কোনো সময় আপনি বড় লসের সম্মুখীন হতে পারেন।
৭। অনেক ট্রেডারই আছে যারা মানি ম্যানেজমেন্ট করে না, এতে করে এক সময় নিঃস্ব হয়। ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট ও হিসেব করে ভলিউম ক্রিয়েট করে ট্রেড করুন।