আমি জানতে চাচ্ছিলাম যে কোন সময় ট্রেড করলে ভাল প্রফিট পাওয়া যায় ।;)
Printable View
আমি জানতে চাচ্ছিলাম যে কোন সময় ট্রেড করলে ভাল প্রফিট পাওয়া যায় ।;)
আপনি জানতে চাইছেন কোন সময় ট্রেডিং করলে ভালো হয় । আমার মনে হয় বিকেল ৫টা থেকে রাত ১১ টা ট্রেডিং করার জন্য উপোযুক্ত সময় । কারন এই সময়ে মার্কেট বেসি ওঠা নামা করে তাই এই সময়ে ট্রেডিং করলে প্রফিট করার সম্ভাবনা বেসি। যারা ফরেক্সে সিনিয়র আপনানাদের মতামত প্রকাশ করুন।
আসলে ঐ ভাবে নিদিষ্ট কোন দিন বা সময় নেই যে সময় নিউজ থাকবে অর্থাত যখনই মার্কেট মুভমেন্ট বা ট্রেন্ড ভাল থাকবে সেই সময়ই ট্রেড করার জন্য উপযুক্ত সময় কারন তাতে করে ঐ সময় ট্রেড করে বেশ ভাল আয় করে নেওয়া সম্ভাব। তাই ট্রেডিং করার উপযুক্ত সময় নির্নয় করতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা ভাল করে আয়েত্ব করতে হবে।
ভাল প্রফিট ফরেক্স থেকে লাভের স্বার্থে সেই সময়কেই আমাদের ট্রেড করার জন্য বেছে নেওয়া প্রয়োজন যখন মার্কেট মুভমেন্ট অনেক ভার থাকে আর এটি ট্রেড করার পূর্বে বুঝার জন্য ফরেক্স ট্রেডিং জ্ঞান থাকা একান্ত ভাবে প্রয়োজন।সময় মত ট্রেড করতে পারলে বেশ ভাল আয় করা সম্ভাব।
কোন সময়ে ট্রেড করে প্রফিট করবেন সেটা সম্পুর্ন আপনার ট্রেডিং প্লানের ওপর নির্ভর করে থাকে। তবে যদি বলতে চান যে কখন দ্রুতই প্রফিট করা সম্ভব তবে বলবো যখন বা যে সময়গুলোতে মার্কেটে ভালো মুভমেন্ট থাকে তেমন সময়গুলোতে ভালো প্রফিট করা যায়। বাংলাদেশ সময় বেলা ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেটে ভালো মুভমেন্ট থাকে। এই সময়গুলোতে বুঝেশুনে ট্রেড করতে পারলে ভালো প্রফিট করা সম্ভব হতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
ফরেক্স র্মাকেট এ কখন ট্রেড করলে ভাল মুনাফা আয় করা যাবে তা আসলে সঠিক ভাবে বলা যাবেনা। কারন র্মাকেটের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে কি হচ্ছে র্মাকেটের অবস্থা তা আমরা এনালাইসিস করে বুঝতে হবে কোন সময় ট্রেড করতে হবে। র্মাকেটের অবস্থা বুঝে ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিন খলা থাকে আইই ৫ দিনের জেকন দিনের যে কন সময়েই ট্রেড করার ভাল সময় , কিন্তু সব সময় নিউজ গুলো নিয়মিত ফোলো করেই ট্রেদ করলে ভাল হয় । যেমন সকাল ৬ টার পর থেকে মার্কেট উঠা নামা করে খুব বেশি ওই সময় গুল তে ট্রেড করলে মনে হয় ভাল ফল পাও যাবে। সুতুরাং ভহুজে সুনে ট্রেড করতে পারলে ভাল লাভবান হওয়া যাবে।
আমি মনে করি আপনি বা যারা নতুন তারা যদি ৬ মাস ডেমো ট্রেডিং করে তবে অবসই ভাল| ফরেক্স আভিগতার প্রজন আসে আমি মনে করি ৬ মাস করেলে আপনি ভাল ভাবে শিক্তে পারবেন |তবে আপনি ডেমো ট্রেডীং পাশা পাশি আপনাকে মাকেট সম্পরকে জানতে হোবে|আপনি কি মনে করেন...?
ফরেক্স মার্কেটে দিন রাত ২৪ ঘণ্টাই ট্রেড করা যায় তবে ফরেক্স এ ট্রেড করার জন্য নির্দিষ্ট কিছু সময় আছে ওই সময়য়ে ট্রেড করলে ভালো প্রফিট করা যায়। ফরেক্স মার্কেটে আপনি দুপুর ২ টার পর থেকে ট্রেড করতে পারে এই সময় মার্কেটে ভালো মুভ নেয়। ফরেক্স মার্কেটে যারা ভালো ট্রেড করতে পারে তাদের জন্য সন্ধ্যার পর ট্রেড করা সবচেয়ে ভালো সময়।
আমার মতে মার্কেটে যে সময় নিউজ থাকবে না সেই সময় যদি অঅমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাহলেই অামরা সফলকাম হতে পারব । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার আগে সময় নির্ধারণ করে নেব যে কোন সময়ে করলে ফরেক্স ব্যবসা্ করে লাভবান হতে পারা যায় ।
আমার মতে ফরেক্স র্মাকেট এ কখন ট্রেড করলে ভাল মুনাফা আয় করা যাবে তা আসলে সঠিক ভাবে বলা যাবেনা। কারন র্মাকেটের মুভমেন্ট কোন দিকে যাচ্ছে কি হচ্ছে র্মাকেটের অবস্থা তা আমরা এনালাইসিস করে বুঝতে হবে কোন সময় ট্রেড করতে হবে। র্মাকেটের অবস্থা বুঝে ট্রেড করতে হবে।
আসলে ট্রেড যে কোন সময় এ করা যেতে পারে । তবে আমার মনে হয় বাংলাদেশ টাইম বিকাল ৫ টা থেকে রাত ১১ টার মধ্যে ট্রেড করলে ভাল প্রফিট আসতে পারে। আসলে প্রফিট জন্য সময় এর থেকে আপনার দক্ষতা অনেক বেশি দরকার। দক্ষতা না থাকলে আপনি যতই সময় মত ট্রেড করুন কিন্তু লাভ আসবে না। সুতরাং বলা যায় যে, ভাল দক্ষতা থাকলে যে কোন সময় ট্রেড করা যায়।
24 ঘন্টাই ট্রেড করলে ভাল হয় কারন ট্রেড সঠিক ভাবে না করতে পারলে কোন সময়ের জন্যও ভাল হবে না, আবার যদি আপনি সঠিক ট্রেডটা করতে পারেন তাহলে আপনার জন্য সব সময় অর্থাত সপ্তাহে 5 দিন একটাকা ট্রেড করতে পারবেন কোন সমস্যা নেই।
আসলে ফরেক্স মার্কেটিং এ আপনি সব সময় ট্রেড করে ভাল প্রফিট পেতে পারেন । সেটা নির্ভর করে আপনার দক্ষতার অপর। তবে একজন নতুন ট্রেডার হিসেবে আমার মনে হয় বিকাল ৫ টা থেকে রাত ১১ টার মধ্যে ট্রেড করলে ভাল প্রফিট পেতে পারেন। ফএক্স মার্কেটিং এ ট্রেড করার জন্ন্য আপনার উপযুক্ত সময় এর থেকে দক্ষতা বেশি দরকার। অতএব বলা যায় যে দক্ষতা থাকলে সব সময় ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট পাওয়া যায়।
ফরেক্স মার্কেটে ট্রেড করার নির্দিস্ট কোন টাইম নেই আপনি যদি ভাল ট্রেডার হন তাহলে আপনি যে কোন সময় মার্কেটে কাজ করতে পারবেন এবং আপনি লাভবান হবেন কিন্তু আপনি যদি মার্কেটে দক্ষ ট্রেডার না হতে পারেন তাহলে আপনি যতই টাইম বা সময় নির্ধারন করেন কোন কাজ হবে না আপনি মার্কেটে লস খাবেন এবং আপনার ফতুর হতে মাত্র ১০ মিনিট সময় লাগবে । তাই মার্কেট ভাল করে এনালাইসেস করে কাজ করুন সাকসেস হবেন ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার নির্দিস্ট কোন টাইম নেই আপনি যখন খুশি ট্রেড করতে পারেন । তবে ট্রেড করার আগে আপনাকে মার্কেট এনালাইসেস করতে হবে এবং মার্কেট কোন দিকে মুভ করবে তা বুঝে আপনাকে ট্রেড করতে হবে । আমাদের বাংলাদেশে সাধারনত দুপর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ট্রেড করে থাকে । আপনি তখনি মার্কেটে ট্রেড করতে পারেন । তবে এত কিছুর প্রয়োজন হয়না যদি আপনি এনালাইসেস করে কাজ করেন তবে আপনি সাকসেস হবেন ।
বাংলাদেশ সময় সকাল ৬টা-৮টা পর্যন্ত জাপান,অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড কারেন্সিগুলো বেশি মুভ করে থাকে। দুপুর ২টার পর থেকে ইউরো, গ্রেট ব্রিটেন ট্রেডের জন্য ভাল সময়। আর সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত আমেরিকা, কানাডা ট্রেড করার জন্য উপযুক্ত। যারা শর্টট্রেড বা স্ক্যাপ্লিং করে তাদের হিসেব এটা। যারা লং ট্রেড করে তাদের কোন নিদিষ্ট সময় নেই।