আমার মনে হয় gold ট্রেড করে সহজে লাভ করা জাই না | আমি যখন প্রথম gold ট্রেড করি তখন আমি অনেক লস করি তাই আমার মনে হয় বতমান বালেচ যদি বেশি ম্না থাকে gold ট্রেড করা থিক হবেনা| আপনি কি বলেন...?
Printable View
আমার মনে হয় gold ট্রেড করে সহজে লাভ করা জাই না | আমি যখন প্রথম gold ট্রেড করি তখন আমি অনেক লস করি তাই আমার মনে হয় বতমান বালেচ যদি বেশি ম্না থাকে gold ট্রেড করা থিক হবেনা| আপনি কি বলেন...?
আমার মতে gold ট্রেড করতে হলে ভাল balance থাকলে লস এর সম্ভাবনা কম থাকে যদি ভাল এনালাইসিস করা যাই। তাছাড়াও আমার কাছে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয় gold এ এটা লস হওয়ার জন্য দায়ী । এটা হল স্প্রেড অধিকাংশ বোকারেই gold এর স্প্রেড 20, 30, 35, 40 পিপস ইত্যাদি হয়ে থাকে। তো এখন আমার কথা হল স্প্রেড যদি এত পিপস হয় তাহলে আপনি লাভ করবেন কোথাই। তাই আমার মতে এই বিষয় টা মাথাই রাখাই ভাল।
gold ট্রেড আমি করব না এতে অনেক স্প্রেড। আমার বেলেন্স কম তাই পসিবল না। আর এটা থিক না আনাল্যসিস পারলে সব পেয়ারে লাভ করা জায়।
ফরেক্স মার্কেটে আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে আপনি যে কোন পিয়ারে ট্রেড করে লাভ করতে পারবেন।তবে ফরেক্স মার্কেটে যাা নতুন তাদের উচিত হবে মেলেট বা ক্রস কারিন্সিতে ট্রেড না করা।গোল্ডে ট্রেড ওপেন করলে অনেক বেশি কমিশন কেটে নেয় এবং এই পিয়ারের আচারন বুঝতে অনেক সময় লাগে।সার্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের এসব পিয়ারে ট্রেড না করাই ভালো।
অবশ্যই গোল্ড এ ট্রডে করা খুবি ঝুকিপুর্ন। আর এখানে লাভ ও যেমন বেশি হয় তেমন লস হয় তার তিসগুন। আর গোল্ড এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে যথষ্ট পরমিানে ধারনা রাখতে হবে। নইলে আপনি একবার দুবার হয়ত ভাগ্য ক্রমে লাভ করতে পারেন কিন্তু অধিকাংস সময় সুধু লসই করবেন।
গোল্ড ট্রেড বুঝলে ও করার সামর্থ থাকলে করা যায়। এখানে টেকনিকাল এর চেয়ে ফান্ডামেন্টালের গুরুত্ব অনেক বেশি। তাই নতুনদের এর থেকে বিরত থাকার জন্যই বলবো। আর গোল্ড এর যেহেতু স্প্রেড অনেক বেশি। তাই ব্যালান্স বড় না হলে গোল্ডে ট্রেড করা অতীব ঝুঁকিপূর্ণ। তবে যে ট্রেডার লাভ করার ক্ষমতা রাখে তার আর কোনো পেয়ারের ট্রেডের দরকার নাই। তাই ডেমোতে ট্রেড করতে থাকুন আর আর্থিক ও অভিজ্ঞতায় সামর্থ হলে তবেই লাইভ ট্রেড করুন।
গোল্ডের রিস্ক শুধু বেশি না বরং অনেক বেশি। এবং এর জন্য তুলামূলক অনেক বেশি শক্তিশালী মানি ম্যানেজমেন্ট ব্যবহার করতে হবে। তবে লাভ আসলেই বেশি। এবং করতে পারলে আর কোনো পেয়ারের দিকে ফিরেও তাকানোর প্রয়োজন পড়বে না। এবং এখানে ফান্ডামেন্টালের গুরুত্ব অনেএএএক বেশি। তাই ফান্ডামেন্টাল না বুঝলে এদিকে যাওয়ার দরকার নেই।
হ্যা গোর্ডে অবশ্যই রিস্ক অনেক বেশি। আমি গোল্ডে ট্রেড করি আমি অনেকবার আমার ক্যাপিটাল লস কোরেছি গোল্ড থেকে তবুও এখোন করি আর প্রপিট এ করি। কিন্তু গোল্ড ট্রেডিং নতুন দের জন্য খুবি রিস্কি। গোল্ডে সাধারনত ১০০০ পিপস এর মুভমেন্ট ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের মধ্যেই দেখা যায়। প্রপর মানি ম্যানেজমেন্ট না থাকলে একাউন্ট খালি হোয়ে যাবে।
স্প্রেড বেশি হওয়ার কারনে গোল্ড এ লাভ করাটা অনেক কঠিন । যারা ফরেক্স সর্ম্পকে অনেক ভাল ধারনা রাখে তারা গোল্ড ট্রেড করতে পারেন । আমি ব্যক্তিগত ভাবে কোন সময় গোল্ড ট্রেড করি নাই তাই এটা নিয়ে বেশি বুঝার চেষ্টা ও করি নাই।
ভাই ফরেক্স মাকেটে ড়ীক্সী মাকেট আর আপনি বলেছেন gold market এখানে রিক্সি আরও বেশি | আপনি জানতে পারবেন না ফরেক্স gold market কখন দাম উথবে কিনবে নামবে | এখানে আপনি অনেক আয় করতে পারেব দুরুত আবার লস ও করতে পারেন দুরুত|
গোল্ড ট্রেড করা খুবই রিক্সের কাজ । যে ট্রেডাররা গোল্ড ট্রেড করে সে অবশ্যই দক্ষতা অর্জন করে তারপর ট্রেড করতে হয় । সুতরাং আমরা সব সময় এই গোল্ড ট্রেড করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করুন ।
আমি জানি না গোল্ড ট্রেড এ রিক্স কি না? কারন আমি কখনো গোল্ড এ ট্রেড এ করিনি। তবে ইচ্ছা আছে গোল্ড নিয়ে এনালাইসিস করার। আগে কারেন্সি গুলা ভাল করে এনালাইসিস করে এতে দক্ষ হওয়ার চেষ্টা করছি। সবকাজ একসাথে করতে গেলে কোনটাই হবে না।
ফরেক্স মার্কেটে গোল্ড ট্রেডিং অনেক ঝুকিপুর্ন কারন গোল্ড ট্রেডে স্প্রেড অনেক বেশি তাই বিনিয়োগকারীদের লাভ করাটা অনেক কঠিন হয়ে যায় আরও একটা সমস্যা হচ্ছে গোল্ড ট্রেড করার জন্য অনেক ইনবেস্ট করতে হয় যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তারা গোল্ড ট্রেড না করাটাই ভাল ।
হ্যা গোল্ড ট্রেড অনেক বেশি রিস্কি। আর তার থেকে বড় কথা হোল গোল্ড ট্রেড সাধারন ট্রেডার রা করতে পারে না কারন এর জন্য প্রচুর অভিজ্ঞতা থাকা ত দরকার আছেই সাথে অনেক অথের প্রয়োজন। সাধারনত আপনি মানি ম্যানেজমেন্ট সহ প্রায় ১৫০০০ ডলারের নিচে গোল্ড এ ট্রেড করা ঠিকি না। তবে আপনি যদি অধিক আগ্রহি হন তবে ০.০১ সেন্ট এর সাতে ট্রেড এ নামতে পারনে।
গোল্ডে লাভ যেমন বেশি লসও বেশি তাই আমাদের কে ট্রেড করার আগে অনেক বেবে চিন্তে করা উচিত। তবে গোল্ডে বেশি আপ ডাউন করে তাই আমাদের কে অনেক সতর্কতার সাথে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেডের গোল্ড হল লোভনীয় একটি ট্রেড।
আনেকেই দেখি গোল্ড ট্রেড করে কিন্তু আমি কখনো করি নি
এটি সম্পক্রে অঙ্কে জানার দরকার
হ্যা , গোল্ডে রিক্স সবচাইতে বেশী । যে যদ বেশী অভিজ্ঞতা অর্জন করে তারপর এই গোল্ড ট্রেড করে । তাহলেই তারা সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে তারপর এই ব্যবসা শুরু করব তাহলেই জীবনে আর লস হবে না ।
অনেক ফরেক্স ট্রেডারদের জন্য ওইদিন একটা স্মরণীয় দিন হয়ে থাকবে।আমার দীর্ঘ ৩ বছর ফরেক্স লাইফে এরকম মার্কেট মুভমেন্ট প্রথম দেখলাম।ওইদিন অনেক ট্রেডারের একাউন্ট জিরো হয়েছে আবার অনেক ট্রেডার প্রচুর টাকা আয় করে ফেলেছে।যারা স্টপলস ছাড়া ট্রেড করে থাকেন তাদের জন্য এটা অনেক বড় একটা শিক্ষা।মার্কেট কখন কি হবে তা কেউ বলতে পারে না তাই আপনাদের প্রতি পরামর্শ সব সময় স্টপলস ইউজ করবেন এবং স্টপলস ছাড়া ট্রেড করার কথা চিন্তাও করবেন না।
গোল্ড ট্রেড করা তো অবশ্যই রিক্স এবং এটা সবাই করতে পারে না । তাই প্রথমেই ডেমোতে অনুশীলন করলে শেখা যায় । আপনি যতই শিখবেন ততই দক্ষ হবে । দক্ষতা ছাড়া এই মার্কেটে টিকে থাকা যায় না । তাই লোভকে সংবরন করে শীখার প্রতি মনোযোগ দিতে হবে এবং মাতা ঠান্ডা করে এনালাইসিস করে ট্রেড করতে হবে ।
আমি গোল্ড এর এনালাইসিস বুঝি না। অনেক ইন্ডিকেটর ব্যবহার করেছি ভাল ফল পাইনি। আমি ডেমোতে টেস্ট করেছি অবশ্য। যেটা বুঝতে পারছি মূলধন অনেক বেশী লাগে।
গোল্ডে ট্রেড করা খুব ঝুকিপুর্ন কিন্তু আপনি যদি মার্কেট থেকে লাভ করতে পারলে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।যদি আপনি গোল্ডে ট্রেড করতে চান তাহলে আপনাকে অনেক বড় দক্ষ ট্রেডার হতে হবে।
গোল্ড এ ট্রাড এর খ্যাতরা আমাদের ক অনেক বেশি মার্কেট আনাল্যসিস করে ট্রাড ওপেন করতা হবে। গোল্ড পাইর এ অনেক বেশি liquidity থাকে তার জন্য গোল্ড মার্কেট কে আমরা অধিক মুভমেন্ট দাকতে পাই। এই পাইর এ ট্রাড করা যামমন রিস্ক তামন ই লাভ জনক।
ভাই আপনি থিক বলেছেন gold একটি রিক্সি ব্যবসা তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যেখানে রিক্সি বেশি সেখানে লাভ ও বেশি আপনি যদি ফরেক্স থেকে আয় করতে চান তবে আপনি gold এর মাকেটে সম্পরকে ধারনা রাখেন আর ট্রেড করেন আপনি এখান থেকে আয় করা বর লোক হতে পারেন আবার ফকির ও হতে পারেন |
আপনি এখানে এই রেসিও দেখে বলেন তো কতজন ত্রাদের রয়েছে যারা ট্রেডিং সম্পর্কে সঠিক ভাবে শিখে মাঠে নাম, আমার জানা অনুজাই আমি অনেক কেই দেখেছি যারা ট্রেডিং সম্পর্কে পূর্ণ জ্ঞান না রেখেই মার্কেট এ নেমে পরে, এবং অভার আশা করে, প্রথম প্রথম কিছু কর এঅতপর লস এর সম্মুখীন হয়ে তারা মনে করে ট্রেডিং ভালো না এখানে কেবল লস, তাদের কে প্রথম শিখতে হবে অতপর শুরু করতে হবে.
অবশ্যই সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম করা। তবে ফরেক্স এ সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ভালো জ্ঞানের অধিকার হতে হবে এবং ফরেক্স সম্পর্কে জানতে হবে প্যাক্ট্রিস করতে হবে। সঠিকভাবে জ্ঞান প্রয়োগ করতে শিখতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেট সফলতা লাভ করতে পারবেন।
ফরেক্স মার্কেটের কমিতিডিটিসের ভিতর গল্ডের স্প্রেড অনেক বেশি।আপনি যদি মার্কেট এ দক্ষ হন তাহলে আপনি গোল্ডের উপর ট্রেদ করতে পারেন।কিন্তু গোল্ডে ট্রেড করতে হলে আপনার ব্যলেস্ন বেশি থাকা লাগবে নইত যদি মার্কেট আপনার বিপক্ষে যাই তাহলে আপনার ব্যলেস্ন শুন্য হতে বেশি সময় লাগে না।
আমি সাধারণত গোল্ড পেয়ার টা ট্রেড করি না,আর এটা রিস্ক বেশী কিনা সেটা জানি না, তবে আমার মনে হয় আপনে যে কোন পেয়ার ট্রেড করেন না কেন? সেই পেয়ার তার উপর আপাঙ্কে অনেক বেশী এনালায়িস করতে হবে, সেটা গোল্ড হোক না অন্য পেয়ার হোক, তবে আমার জানামতে গোল্ড পেয়ার টা অনেকে ট্রেড করে থাকে্* ঠিক ঠাক এনালাইয়স করতে পারলে গোল্ড কোন সমস্যা না। সুতরাং রিস্ক না।
আমি মনে করি ফরেক্স মাকেটের মধ্যে gold হলো সব থেকে রিক্সি মাকেট | gold মাকেট কখন উথবে আয় কখন নামনে কেও সথিক করে বলতে পারবে না | আমি মনে করি gold মাকেটে ট্রেড করা ভাল আপনার একাউন্ট কখন জিরো করে দিবে আপনি বুঝতে পারবেন না আমি ফরেক্স মাকেট এ gold মাকেট করার পক্ষ পাতি না |
ফরেক্স মার্কেটে যাা নতুন তাদের উচিত হবে মেলেট বা ক্রস কারিন্সিতে ট্রেড না করা । গোল্ডে ট্রেড ওপেন করলে অনেক বেশি কমিশন কেটে নেয় । আমি ব্যক্তিগত ভাবে কোন সময় গোল্ড ট্রেড করি নাই তাই এটা নিয়ে বেশি বুঝার চেষ্টা ও করি নাই । গোল্ড এ ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স ট্রেডিং সম্পর্কে যথেষ্ট পরমিানে ধারনা রাখতে হবে ।
১ মাসের গোল্ড চার্ট অনুসারে বিশ্লেষন নিচে দেওয়া হলঃ
[ATTACH]7264[/ATTACH]
গত সপ্তাহে ফেড পলিসি ও জিডিবি রিপোর্টের কারনে গোল্ড সর্বোচ্চ মার্কেট রেট 1346 থেকে টানা তিন দিন ড্রপ করে মার্কেট ক্লোজিং রেট ছিল 1293.59, যার সর্বনিন্ম 1290.22 এরিয়াতে ঘুরে এসেছিল। সুতরাং গোল্ড ড্রপ করেছে 2.70% শতাংশের মত। ২০১৭ সালের মে মাসের পর এই প্রথম এক সপ্তাহে গোল্ড এত দ্রুত ড্রপ করেছে। যা শুধুমাত্র শুক্রবারই ড্রড করেছে প্রায় 1.55%শতাংশ এর মত। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। যদিও গোল্ড রিবাউন্ড হবার সম্ভাবনা অনেক বেশি, কেননা ইউরোর ইনডেক্স উপরে উঠছে। সুতরাং এটা সোজা উপরে উঠে যাবে।