ফরেক্স মার্কেট আমি নতুন ভাবে কাজ শুরু করার জন্য যোগদান করছি। যাহা ফরেক্স এ সাফল্য আনছেন তারা যেন নতুনদের সব সময় সাহায্য করেন। আমি কিছু কিছু সমস্যার সম্মুখিন হয়েছি আবার সমস্যার সমাধান ও পেয়েছি।
Printable View
ফরেক্স মার্কেট আমি নতুন ভাবে কাজ শুরু করার জন্য যোগদান করছি। যাহা ফরেক্স এ সাফল্য আনছেন তারা যেন নতুনদের সব সময় সাহায্য করেন। আমি কিছু কিছু সমস্যার সম্মুখিন হয়েছি আবার সমস্যার সমাধান ও পেয়েছি।
সবসময় তারা শর্তক থাকে । মার্কেটের ক্সে খুব ভাল ইমপ্যাক্ট কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে । মুভমেন্ট বুঝে তারা ট্রেড করে কখনো লোভ করে না । নিজের শততার উপর বিশাস্ব রেখে সবসময় ট্রেড করে
ঠিক তেমনি আবর কষ্টও দেই.কিন্তু এই সাইট ফলো করে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়। এঅবেগকে পাশে রেখে কাজে মনঘোগ দিলে ভালো করা সম্ভব.কারণ এঅবেগ এর বশবর্তী হয়েই আমরা অনেক সময় ভুউল সিদ্ধান্ত নেয়ে থাকি.তাই আমাদের উচিত ভুউল থেকে শিখা আর সফলতা কে অনুসরণ করা
প্রথমে ফরেক্স এ যোগদান করা মানে আপনি একজন শিশু শ্রেণীর একজন ছাত্র। কারন আপনি নতুন ফরেক্স সমন্ধে কিছুই জানেন না। আপনার মনে অনেক প্রশ্ন হবে, যে এটা কী ওটা কী তা জানতে হচ্ছে হবে। তবে যাই হোক আপনি নতুন অবস্থায় আপনি অনেকটা পদক্ষেপ নিয়ে ফরেক্স শিখতে পারেন। তা হল আপনি বিভিন্ন ধরনের ইন্টারনেট সাইট,বই,ভিডিও ও অভিজ্ঞ স্যার দ্বারা ফরেক্স শিখতে পারেন এবং যা কিছু বোঝেন নাই তা জানতে পারবেন।
ফরেক্স বাংলাদেশ ফোরাম এমন একটা মার্কেটে প্লেস যেখানে আপনি অনেক সাহায্য পবেন । একজন নতুন ট্রেডার যদি সঠিকভাবে লেগে থাকে এই ফোরামের সাথে স্বল্প সময়ে সে হয়ে উঠতে পারে অনেক বড় একজন ট্রেডার । কেননা ফোরমে প্রচুর ফরেক্স সম্পর্কিত ইফেক্টিভ তথ্য দেওয়া আছে । তাই আমরা যদি এসব তথ্য আয়ত্ত করি তবে ট্রেডিং সিস্টেম অনেক বেশি পরিমানে সেরা হয়ে উঠবে ।
যখন আমি প্রথমে এই ফরেক্স ব্যবসা করতে শুরু করলাম তখন আমি তেমন একটা বুঝতে পারিনি কিন্তু এখন আমি বুঝতে পারলাম ফরেক্স ব্যবসা দিয়ে একজন ট্রেডার অল্পতেই লাভবান হতে পারবে । সুতরাং আমরা এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ এই ব্যবসা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
আমরা আছি,আমরা থাকবো, আপনার মতো নতুন ট্রেডারদের সহযোগিতার জন্য ফোরামে নিয়মিত আমরা লিখে থাকি৷ফোরামের বিভিন্ন সেকশনে আপনাদের ট্রেডিং সংশ্লিষ্ট যে কোনো সমস্যা লিখে জানাবেন৷অবশ্যই সঠিক ও বাস্তব সমাধান জানতে পারবেন৷ফোরামেই স্টাডি করুন৷সিনিয়ারদের লেখাগুলো পড়ুন৷
ফরেক্স সম্পর্কে কিছু বলার থাকে না। ফরেক্সের তুলনা শুধু ফরেক্স। ফরেক্স থেকেই সহজেই আয় করা যায় তাও আবার ঘরে বসেই। কিন্তু আয় সবাই করতে পারে না। এখানে যারা দক্ষ তারাই ভাল মুনাফা অর্জন করতে পারে। আর যারা নতুন তারা একটু একটু করে লাভ করতে পারে।
ভাই সমস্যা যেমন আছে, সেরকম এই সমস্যাগুলোর সমাধানও রয়েছে এখানে। কারন নতুন অবস্থায় আমরাও কিন্তু এরকম সমস্যার মধ্য দিয়ে, সমস্যার হাত ধরে ধাক্কা খেতে খেতে ৫ থেকে ৬ বছর কঠোর পরিশ্রম ও অনেক ধৈর্য ধারন করে সবকিছু মেনে নিয়ে এখন মোটামুটি একটা পজিশনে এসে দাঁড়িয়েছি বলা যায়। সুতরাং কোন টেনশন নিবেননা আমরা সকলেই আপনার সাথে, আপনাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করার জন্য রয়েছি ।
অামার মনে হয় নতুন অবস্থায় সবাই কোন না কোন সমস্যায় পড়েছেন, আমিও বহুবার বিভিন্ন সমস্যায় পড়তাছি আবার কিছু কিছু সমস্যার সমাধান আমি নিজেই করে নিচ্ছি আর কিছু কিছু সমস্যার সমাধানের জন্য আমি ইন্টারনেটের দ্বারস্থ হচ্ছি। আসলে সমস্যা ছাড়া আপনি কোন কিছু পাবেন না। কোন বিষয়ে যেমন সমস্যা আছে আবার তার প্রতিকারও আছে। আপনি যদি আপনার সমস্যার সমাধান খুজে না পান তাহলে এই ফোরামে সেটা পোস্ট করতে পারেন, কারণ এখানে অনেক অভিজ্ঞ ট্রেডার আছেন যারা আপনাকে সাহায্য করতে পারবে।
আসলে ফরেক্স এমন একটি মার্কেট এখানে নতুন অবস্থায় কোন না কোন সমস্যায় পড়তেই পারেন আমারও একই অবস্থায় আমি যখন নতুন অবস্থায় ফরেক্স মার্কেটে এসেছিলাম তখন মার্কেট সম্পর্কে তেমন অভিজ্ঞ ছিলাম না কিন্তু তাই বলে আমি মার্কেট ছেড়ে দেইনি। আর তারপর থেকেই আমি নিয়মিত ডেমো ট্রেডিং শুরু করি এবং পাশাপাশি মার্কেট সম্পর্কে বিভিন্ন এনালাইসিস করতে থাকি। এছাড়া মার্কেটের তথ্য সংগ্রহের জন্য আমি ইউটিউব ব্যবহার করে ফরেক্স সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করি। আর বর্তমানে ফোরামের মাধ্যমে আপনি খুব সহজেই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন
এটা ঠিক যে, নতুন অবস্থায় আমরা কোন না কোন সমস্যায় পড়ে থাকি আর তাই বলে এখানে হতাশ হলে চলবে না। আপনি যদি কোন সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনি তা ডেমোতে সমাধান করতে পারেন আর এর জন্য আপনাকে কোন অর্থই ব্যয় করতে হবে না। আমি যখন কোন সমস্যায় পড়ি তখন ডেমোতে সেটা নিয়ে ঘাটাঘাটি করি আর এতে আমি খুব সহজেই আমার সমস্যার সমাধান করতে পারি।
প্রথম যখন আমি ফরেক্স সম্পর্কে জানতে পারি আমার একটি নিকট বন্ধুর কাছ থেকে তখন আমি অবাক হয়ে যাই এই মার্কেটের প্রতিদিন লেনদেন সম্পর্কে জেনে। কারণ একমাত্র ফরেক্সেই প্রতিদিন এত্ত টাকা লেনদেন হয় বলে আমার মনে হয়। আমি যখন কিছু টাকা এখানে ডিপোসিট করি ট্রেড করার জন্য তখন কিছুক্ষন সময় পরই আমার ব্যালেন্স শুন্যের কোঠায় এসে যায় কারণ ট্রেড সম্পর্কে আমার কোন ধারনাই ছিলো না। আর মনে হতো ফরেক্স খুই কঠিন একটি বিষয়।
প্রথম অবস্থায় ফরেক্সে অনুপ্রবেশ আসলেই অনেক বেশি কষ্টসাধ্য হয়ে থাকে। এর বিভিন্ন কারনও রয়েছে যেমন প্রথমে যখন কেউ এই মার্কেটে নতুন প্রবেশ করে সে কিন্তু তেমন কোন কিছুই জানেন না, ধীরে ধীরে তার এই ব্যবসার প্রতি আগ্রহ এবং একটা ভালবাসার জন্ম নেয় ফরেক্সের প্রতি তখন সেই ব্যক্তির জ্ঞান বলেন আর অভিজ্ঞতা এ সবকিছুই তার মধ্যে একটু করে প্রবেশ করতে থাকে। তাই এখানে যারা আমাদের সিনিয়র মেম্বার আছেন আমিও তাদের সহযোগিতার আশা করছি কেননা তাদের পোস্টগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারব।
নতুন অবস্থায় ফরেক্স ট্রেড হলো সমস্যার বাগান কিন্তু আপনি যদি একটু পরিশ্রম করেন প্রতিটি সমস্যার জন্য ইন্টারনেটে সার্চ করে তাহলে দেখবেন একটি সমস্যার জন্য শত রকমের সমাধান রয়েছে। সুতরাং লেগে থাকতে হবে এবং সবসময় স্টাডি করতে হবে। বিভিন্ন সাইট থেকে ইনফরমেশন নিতে হবে বিশেষ করে ফরেক্স বাংলা ফোরাম। এখন তো কোন কিছুর জন্য আর বসে থাকতে হয় না আপনি ইউটিউব এ সার্চ দিলে সমাধান পাবেন এবং তাও আবার সরাসরি। তাহলে আর ভয় কিসের স্টাডি করতে থাকেন সব পরিস্কার হয়ে যাবে।
যখন আমি প্রথম ফরেক্স এ যোগদান করি তখন আমি সবার কাছ থেকে ফরামশ নিয়েছি । তারপর বেশি বেশি করে ড্রাম ট্রেড করেছি । তার পর ফরেক্স ফরামে বেশি করে ট্রাইপ করতে হবে ।
আমি মনে করি ফরেক্স এমন একটি মার্কেট এখানে যে কেউ নতুন অবস্থায় সমস্যায় পড়তে পারেন তবে এতে বিচলিত হলে চলবে না। তাই আমি বলি আপনাকে কঠোর পরিশ্রম ও ধৈর্য্য দ্বারা মার্কেটের খুটি নাটি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি নিয়মিত ডেমো ট্রেডিং পরিচালনা করার মত সময় ব্যয় করতে হবে। এমনকি নিউজ টাইমে নিউজগুলো সঠিকভাবে এনালাইসিস করতে হবে এবং তার উপর ভিত্তি করে আপনাকে দেখতে হবে মার্কেটের মুভমেন্টগুলো। যখন আপনি সঠিকভাবে উক্ত বিষয়গুলো পরিচালনা করতে পারবেন তখন অবশ্যই ধীরে ধীরে মার্কেটে একটা অবস্থান গড়ে তুলতে পারবেন এমটাই আমি বিশ্বাস করি। তবে হতাশ হলে কখনও টিকে থাকতে পারবেন কাজেই হতাশ হওয়া চলবে না আপনাকে মার্কেটকে আক্রে ধরে রাখতে হবে। তাহলে অবশ্যই একদিন সফলতা ভোগ করতে পারবেন।
আমি যখন প্রথম ফরেক্স এ ঢুকেছি তখন আমি ফরেক্স এর কিছুই বুঝতাম না। আস্তে আস্তে আমার এক বড়োভাই এর সাহায্যে বুঝতে শুরু করি।
আপনি যখন ফরেক্স মার্কেট এ ট্রেড শুরু করবেন তখন আপনি সব কিছু অনেক ভাল করে বুঝতে পারবেন কারন আপনি জানবেন কি করে ট্রেড করতে হয় কি করলে মার্কেট থেকে বেশি লাভ করা যায় এই কারন এ ট্রেড শুরু করার পর মার্কেট এর বেসিক বিষয় গুল ভাল করে বুঝে নিতে হবে তাহলে ট্রেড করা অনেক সহজ মনে হবে আপনার কাছে
যখন আমি প্রথম ফরেক্স এ যোগদান করি তখন এখানে আমার কাছে সবকিছুই কঠিন মনে হতো। আর আমি মনে করি যে কোন কাজে নতুন গেলে সেটা অবশ্যই কঠিন মনে হবে এটাই স্বাভাবিক। তবে আমি নতুন অবস্থায় যারা অবিজ্ঞ আছেন তাদের কাছে পরামর্শ নিয়ে কাজ করেছি। এখানে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি। তবে নতুন অবস্থায় খুব আনন্দে ট্রেড করেছি। কেননা তখন অনেকেই আমাকে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন।