-
ফরেক্স করার উপযুক্ত সময়।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযুক্ত সময় বলতে একজন ট্রেডারের বয়স সীমাকে বুঝানে হয়েছে।আমরা অনেকি মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বয়স তেমন জরুরি নয়।শুধু দক্ষতা থাকলেই চলবে।আপনি ঠিক বলেছেন কারন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে দক্ষতার প্রয়োজন।কিন্তু আপনর বয়স যদি ১৮ নিচে হয় আর যদি আপনি ফরেক্স করার জন্য একাউন্ট খুলতে চান তাহলে আপনার একাউন্ট ভেরিফাই করার জন্য প্রয়োজনীয় ডুকুমেন্ট কোথায় পাবেন।:tie:
-
একজনের পক্ষে ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব না। প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত যে সে কখন ট্রেড করা উচিত আর কখন ট্রেড না করা উচিত। আপনি আপনার ট্রেডের জন্য উপোযোগী সময় নিজে বের করে নিবেন। নিচের থেকে কিছু ধারনা নিতে পারেন যে কখন ট্রেড করা আপনার জন্য সর্বোওম। ট্রেড করার জন্য সর্বোওম সময় যখন দুটি সেশন ওভারল্যাপিং হয়। এই সময়তে মেজর খবর প্রকাশিত হয় যা মার্কেটে তারল্য আনে আর ট্রেন্ডের গতিধারা নির্নয় করে দেয়। ইউরোপিয়ান সেশন তিনটির মধ্যে সবচেয়ে ব্যস্ততম সময়। সপ্তাহের মধ্যদিকে যখন মেজর পেয়ারগুলোতে সবচেয়ে বেশী মুভমেন্ট হয়।
-
ভাই ফরেক্স মাকেট সপ্তাহে ৫ দিন মাকেট খুলা থাকে | আপনি এ ৫ দিন যেকন সময় ট্রেড করতে পারেন |ফরেক্স মাকেট ২৪ ঘন্টা খূলা ঠাকে আপোণী আপোণাড় দক্ষতা অনুশারে ফরেক্স মাকেট থেকে আয় করতে পারেন | তবে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স মাকেট একটি রিক্সি মাকেট আপনি সাবধানে ট্রেড কোড়বেণ |
-
ফরক্সে একাউন্ট ভেরিফাই করতে যে সব ডকুমেন্ট লাগে তা ১৮ বছরের নিচে হলে পাওয়া যাবে না । এ ছাড়া ফরেক্সে যেসব সিদ্দান্ত নিতে হয় তা একেবারে অল্প বয়স হলে নে্যা একটু কঠিন । এজন্ন বয়স ১৮ হলেই ভাল হবে ।
-
ফরেক্স ট্রেডের ক্ষেত্রে সময় ও দিন মেনে ট্রেড করাই ভাল। আমার জানা মতে ফরেক্স এ সোম,মঙ্গল ও বুধ ও বৃহঃস্পতি বার ট্রেড কারাটা ভাল। এবং আরো ভাল হয় যদি সন্ধা ৬ টার পর ট্রেড করা আরম্ভ করা হয়। আর মনে রাখতে হবে যে শুক্রবারে ট্রেড না করাই ভাল কারন এই বারে ফরেক্স ও নিউজ আপডেট হয় ফলে মার্কেট একবারে দিশাহিন ভাবে ওঠা নামা করে।
-
ফরেক্স করার উপযুক্ত সময় কি। ঝুঁকি কাকে বলে এবং লাভ কতটুকু করলে যথেষ্ট এতটুকু যে বুঝে সেই ফরেক্স করতে পারে। ডে ট্রেডার আর লং পজিশনারদের জন্য অন্যান্য পেশার পাশাপাশি ফরেক্স করার অনেক সুযোগ রয়েছে। শুধু ভোরে একবার টার্মিনালে চোখ বুলালেই যথেষ্ট।
-
ফরেক্স কোন উপযুক্ত সময় নেই ফরেক্স মাকেট সব সময় করা যায় |আপনি ৫ দিন যেকন সময় ট্রেড করতে পারেন |ফরেক্স মাকেট ২৪ ঘন্টা খুলা থাকে আপনি আপনার দক্ষতা দিয়ে ফরেক্স থেকে আয় করতে পারেন |
-
বৈদেশিক মুদ্রা বাজারের উল্লেখযোগ্য বিষয় হল এটার স্থিতিশীলতা। একটি আর্থিক বাজারে এটা সবার জানা আছে যে, সবচেয়ে খারাপ বিষয়টা হল মেল্টডাউন বা স্টক সূচকের পতন। যদিও, ফরেক্স বাজার তার নির্দিষ্ট উপাদান মুদ্রার মাধ্যমে সুরক্ষিত থাকে যা অন্যান্য স্টক এবং নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে ভিন্ন। যদি শেয়ারের মূল্যহ্রাস ঘটে তবে এটাকে বলা হয় আর্থিক পতন।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। তাই এই সময় এ যে কোন সময় ট্রেড করা যাবে। তবে কিছু নির্দিষ্ট সময় বা সেশন আছে যে সময় মার্কেট খুব বেশি মুভমেন্ট করে। এই রকম তিনটা সেশন আছে। ওই সময় ট্রেদ করলে খুব ভাল লাভবান হওয়া যাবে।
-
ফরেক্স করার উপর্যুক্ত সময় হল সকাল অথবা রাতে । অামরা যদি সারাদিন এ্যানালাইসিস করার পর রাতে ট্রেড করি তাহলেই আমরা সফলকাম হতে পারি । সুতরাং আমরা নিউজের সময় ট্রেড করব না তাহলেই আমরা লসে পড়ব না ।
-
ভাই প্রথমের যেই বিষই টি বলেছেন হইত ১৮ এর নিচে কেউ ফরেক্স করে না আর যদি করে তাইলে ডকুমেন্টস আর কোথাই পাবে,নিজের পরিবারের কারো ,হতে পারে বাব বা মা বা অন্য কারো যা আমি নিজে দেখেছি ,আর ফরেক্স আসলে আমার মতে সারাজিবনের জন্য ভাল একটা আয়ের মাধ্যম।
-
ফরেক্স করার জন্য আসলে একটি নির্ধারিত বয়সে আসা ভাল। কেননা আমাদের দেশে ১৮ বছরের নীচে যারা আছে তারা মোটামুটি পড়াশুনায় ব্যাস্ত থাকার বয়স। আরও একটি ব্যাপার হচ্ছে তাদের একাউন্ট ভেরিফাই করার মত পর্যাপ্ত ডকুমেন্টস পাবে না। কম বয়সের মানুষ কখনোই পরিপক্ক বুদ্ধি খাটিয়ে ট্রেডিং করতে পারবে বলে মনে হয় না। তাই উপযুক্ত বয়সেই ফরেক্সে ট্রেডিং করা ভাল।
-
বৈদেশিক মুদ্রা বাজারের উল্লেখযোগ্য বিষয় হল এটার স্থিতিশীলতা। একটি আর্থিক বাজারে এটা সবার জানা আছে যে, সবচেয়ে খারাপ বিষয়টা হল মেল্টডাউন বা স্টক সূচকের পতন। যদিও, ফরেক্স বাজার তার নির্দিষ্ট উপাদান মুদ্রার মাধ্যমে সুরক্ষিত থাকে যা অন্যান্য স্টক এবং নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে ভিন্ন। যদি শেয়ারের মূল্যহ্রাস ঘটে তবে এটাকে বলা হয় আর্থিক পতন।
-
একজনের পক্ষে ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব না। প্রত্যেকটা ট্রেডারের জানা উচিত যে সে কখন ট্রেড করা উচিত আর কখন ট্রেড না করা উচিত। আপনি আপনার ট্রেডের জন্য উপোযোগী সময় নিজে বের করে নিবেন। নিচের থেকে কিছু ধারনা নিতে পারেন যে কখন ট্রেড করা আপনার জন্য সর্বোওম। ট্রেড করার জন্য সর্বোওম সময় যখন দুটি সেশন ওভারল্যাপিং হয়। এই সময়তে মেজর খবর প্রকাশিত হয় যা মার্কেটে তারল্য আনে আর ট্রেন্ডের গতিধারা নির্নয় করে দেয়। ইউরোপিয়ান সেশন তিনটির মধ্যে সবচেয়ে ব্যস্ততম সময়। সপ্তাহের মধ্যদিকে যখন মেজর পেয়ারগুলোতে সবচেয়ে বেশী মুভমেন্ট হয়।
-
ট্রেড করার জন্য উপযুক্ত সময় কখন এমন প্রশ্নের উত্তর দিতে গেলে আগে জানতে হবে আপনি কোন কারেন্সিতে করতে চান। কারন প্রতিটি দেশের কারেন্সি তাদের ট্রেডিং সেশনে ভাল উঠানামা করে। যদি আপনি মার্কিন ডলারে ট্রেড করতে চান তাহলে মার্কিন অধিবেশনের ট্রেড করতে পারেন। ইউরোপীয় সেশনের পরে, এটা দিনের তৃতীয় ট্রেডিং সেশন। এই অধিবেশন চলাকালীন সময়ে দিনের বিশ্বের মোট কারেন্সি ট্রেডিং ভলিউমের প্রায় ২০% এই অধিবেশনে হয়ে থাকে। যেহেতু নিউ ইয়র্ক রিজিওনে ট্রেডিং ভলিউম বৃহত্তম অংশ প্রায় ১৯ শতাংশ পায়, তাই এটি মার্কিন ট্রেডিং সেশনের জন্য সদর দপ্তর। মার্কিন অধিবেশনের প্রধান ফোকাস কারেন্সি হল মার্কিন ডলার (USD) হয়। এই সময় মার্কিন ডলার লেনদেনের সর্বচ্চো লেনদেন হয় বলে এর ভোলাটিলিটিও বেড়ে যায়। মার্কিন সেশন 8am (ET) থেকে 5pm (ET) পর্যন্ত চলে আর বাংলাদেশ সময় সন্ধ্যা 6PM থেকে শুরু হয়ে 3 AM পর্যন্ত চলে।