Forex মার্কেটে দিনের কোন সময় ট্রেন্ড হয়, কোন সময় Brack out হয়, কোন সময় ট্রেন্ড Follow করে কিছুই বুঝতেছিনা বুঝানোর মত কেউ অাছে ......
Printable View
Forex মার্কেটে দিনের কোন সময় ট্রেন্ড হয়, কোন সময় Brack out হয়, কোন সময় ট্রেন্ড Follow করে কিছুই বুঝতেছিনা বুঝানোর মত কেউ অাছে ......
হা আছে, আমার একটা বন্ধু আছে যে ফরেক্স ব্যবসা করে এবং যার জন্য আমি ফরেক্স ব্যবসা করার জন্য আগ্রহী হয়েছি । তবে ফরেক্স ব্যবসা এত কঠিন না যে অন্যর হাত ধরেই ট্রেড করতে হবে । তবে বুঝানোর মত কেউ থাকলে ফরেক্স থেকে খুব তারাতারি অনেক প্রফিট বের করা সম্ভব । কারন ফরেক্স খুব ভাল টাকা আয় করার জন্য ।
আপনাকে পুরা মারকেট কয়েক দিন ধরেই দেখতে হবে নিজেকেই । এখানে অন্যের তথ্যের উপর ভরষা করা উচিত নয় । কেননা একেক জনের একেক সময় ভাল লাগে । কেউ মারকেটের ব্যাস্ত সময়ে ট্রেড করতে পছন্দ করে আবার কেউ মারকেটের ধীর গতির সময়কে পছন্দ করে । তাই নিজেরটা নিজেই বেছে নিন ।
অবশ্যই ফরেক্স ব্যবসা শেখানোর জন্য অবশ্যই ফরেক্স স্কুল রয়েছে । আমরা যদি প্রতিদিন ফরেক্স স্কুলের ছাত্র হয়ে যাই তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা সব সময় ফরেক্স ব্যবসা করার জন্য ফরেক্স স্কুলের স্মরণাপন্ন হব তাহলেই আমরা ফরেক্স ভালোভাবে বুঝতে পারব ।
আমরা অনেকেই আছি যারা ফরেক্স ব্যবসা করার জন্য আগ্রহ প্রকাশ করছি। তবে ফরেক্স ব্যবসা যে কঠিন কাজ সেটা না জেনেই আমরা এ পেশার আসতে যাচ্ছি। আপনি যদি এ পেশায় আসতে চান তবে আপনাকে অবশ্যই ফরেক্স এর সকল বিষয় জ্ঞান অর্জন করতে হবে। কারন ফরেক্স একটি লাভ জনক ব্যবসা।
ভাই আমিও ফরেক্স এ নতুন আমার ও এ সম্পরকে জানার আছে | আমার সথিক জানান নাই আপনি যদি জানতে পারেন তবে আমাকে একাটু জানাবেন । আমি অনেক উপকারিত হব|
এভাবে ফোরামের মাধ্যমে ফরেক্স বোঝা একটু জটিল । ফরেক্সে অনেক ভালো ভালো ব্রোকাররা আছে যারা লাইভ কোথোপথোন এর মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দেয় এবং ডেমো একাউন্ট করার সব রকম তথ্য পাওয়া যায় ।
ফরেক্স ব্যবসা এত কঠিন না যে অন্যর হাত ধরেই ট্রেড করতে হবে । তবে বুঝানোর মত কেউ থাকলে ফরেক্স থেকে খুব তাড়াতাড়ি অনেক প্রফিট বের করা সম্ভব । অাপনাকে অবশ্যই ফরেক্স এর সকল বিষয় জ্ঞান অর্জন করতে হবে। কারন ফরেক্স একটি লাভজনক ব্যবসা ।
ফোরামে নতুন শিক্ষার্থীদেরকে যে কোনোও প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা বুঝানোর মতো অনেক সিনিয়র সদস্যগণ অবশ্যই আছেন৷আমি বলবো ফোরামের পোষ্টগুলো মনযোগ দিয়ে ধীরে ধীরে পড়তে শুরু করুন,দেখবেন সব প্রশ্নের উত্তর এখানে আছে৷সাধারণত নির্দিষ্ট সেসন গুলোতেই এই ফরেক্স মার্কেটে ট্রেন্ড তৈরি হয়,ঐ সময়েই বড় বড় নিউজ ইমপেক্টের ফলে ব্রেক আউট হয়,সেসন গুলোতেই মার্কেট প্রাইস ট্রেন্ড ফলো করে থাকে-এগুলো বাস্তব ও সহজ উত্তর৷
যে সকল বিষয় আপনি আলোকপাত করেছেন তা যদি কেউ বুঝতে পারত তার আর যাই হোক এখানে এই ফোরাম করা লাগত না। যাই হোক আপনি যে জিনিস নিয়ে এত এত উদ্বিগ্ন তা গুগল করেন হয়ত বা ভূল অথবা সঠিক একটা কিছু পাবেনই। যাই হোক আমি আপনার মত করে কিছুই বুঝি না। ধন্যবাদ।
মার্কেট এর অবস্থান পরবর্তীতে কি হতে পারে সেটা বলার মত কারও ক্ষমতা নেই। তবে আইডিয়া করা যায় কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে সেই অনুযায়ী ট্রেড নেওয়া হয়। আমি যতটুকু যানি যে যখন মার্কেট এ লেনদেন বেশী হয় তখন মার্কেট ট্রেন্ডি হয়, আর লেনদেন কম থাকলে মার্কেট হয় কনসলিডেট। আর কোন বড় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ব্রেক করার জন্য নিউজ আসে যার কারনে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ব্রেক হয়ে থাকে। তবে মার্কেট এ ব্যপারে ভাল বুঝতে হলে সবসময় মার্কেট এনলাইসিস করতে হবে।
ভাই আপনি যদি প্রাথমিক অবস্থায় প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ ঘন্টা মার্কেট নিয়ে বসে থাকেন, এবং মার্কেটের গতিবিধি কন্টিনিউ ফলো করে কাজ করতে পারেন,তাহলে দেখবেন যে অটোমেটিক্যালী আপনার মাথায় সবকিছু ঢুকে যাবে, সহজ হতে লাগবে এবং আপনি মার্কেটেরে ট্রেন্ড থেকে শুরু করে কখন ব্রেক-আউটগুলো হচ্ছে, কখন রেন্জিং এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এর যাবতীয় সবকিছুই আপনি বুঝতে পারবেন, তবে ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে, লেগে থাকতে হবে।
আপনার লেখা পড়ে মনে হচ্ছে আপনি একবারে নতুন ট্রেডার। একদিনে ফরেক্স সম্পর্কে সব জানা সম্ভব নয়। অনেক সময়ের ব্যাপার মার্কেট সম্পর্কে বুঝতে হলে। আর মার্কেট সপ্তাহের সোমবার রাত ৩ টায় শুরু হয় এবং শুক্রবার রাত ৩ টায় ক্লোজ হয়। আর বিডিপিপস.কম নামে সাইট থেকে বাংলা ভাষায় ফরেক্স সম্পর্কে আপনি জানতে পারবেন। আবার ইনস্টাফরেক্স ও এখন বাংলায় বিগিনারদের জন্য অনেক তথ্য দেয়া আছে।
আপনার কথায় মনে হচ্ছে আপনি একদম নতুন শিক্ষানবীশ। যাই হোক আপনার দরকার ফরেক্স স্টাডি করা। যদি স্টাডি করতে থাকেন তাহলে আপনি সব বুঝতে পারবেন কখন ব্রেকআউট হয় আর কখন ট্রেন্ড ফলো করে। আসলে এগুলোর নির্দিষ্ট সময় নেই সব সময় চলতেও পারে আবার নাও চলতে পারে। আপনার পড়ালেখা করতে হবে এবং শিখতে হবে এবং ডেমো ট্রেড করতে হবে তাহলে অন্তুত ৬ মাসের মধ্যে বুঝতে পারবেন এই সব বিষয়। তাই স্টাডি করতে থাকেন।
আসলেই যে সকল ভাইয়েরা নিচে পোস্টটির উত্তর দিয়েছেন অনেক সুন্দর করে বুঝিয়েছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে। আশা করি পরবর্তীতে এরকমের সুন্দর সুন্দর পোস্ট এবং উত্তর পেয়ে আমরা উপকৃত হবো সকলেই এবং বিশেষ করে আমার মত নতুন নতুন লোক যারা পড়েছে নতুন তাদের জন্য অনেক উপকার হবে।
ফরেক্স মার্কেটে শেখার কোন শেষ নেই । আপনি যদি ফরেক্স মার্কেটে লেগে থাকেন তাহলে আপনি ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন । আসলে আপনি যত বেশি ফরেক্স মার্কেটে অনুশীলন করবেন আপনার অভিজ্ঞতা তত বেশি বাড়বে এবং তত বেশি আপনি ফরেক্স মার্কেটে দক্ষ হয়ে উঠবেন । বাংলাদেশে যদিও প্রাতিষ্ঠানিকভাব ফরেক্স ট্রেডিং শেখানো হয় না, তবুও আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ফরেক্স ট্রেডিং নিজে নিজে শিখতে পারেন ।
ফরেক্স ব্যবসা এত কঠিন না যে অন্যর হাত ধরেই ট্রেড করতে হবে । তবে বুঝানোর মত কেউ থাকলে ফরেক্স থেকে খুব তাড়াতাড়ি অনেক প্রফিট বের করা সম্ভব । অাপনাকে অবশ্যই ফরেক্স এর সকল বিষয় জ্ঞান অর্জন করতে হবে। কারন ফরেক্স একটি লাভজনক ব্যবসা ।