এই দিনে যে কত ট্রেডার তার এ্যাকাউন্ট জিরো করে ফেলে তার কোন হিসেব নেই। এমন কোন ট্রেডার নেই যে বলতে পারবে না আমার এ্যাকাউন্ট হারায়নি এই দিনে। আসলে প্রতি মাসের প্রথম শুক্রবারকে ফরেক্স এর বাসায় বলা হয় ব্ল্যাক ফ্রাইডে যা বাংলায় কালো শুক্রবার নামে পরিচিত। অধিকাংশ এই দিনে তাদের এ্যাকাউন্ট জিরো করে কিন্তু কারন খুজে পায় না। অবশ্যই এর পিছনে কারন আছে। এর পিছনের মুল কারন হল ইউএস ননফার্ম পেয়-রোল। এই নিউজ এর ফলেই এই দিনে অধিকাংশ ট্রেডার তাদের এ্যাকাউন্ট জিরো করে ফেলে।