-
চ্যানেল
আমরা এখানে চ্যানেল আই, বিটিভি কিংবা কার্টুন নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না। আমরা যদি ট্রেন্ড লাইন থিওরিকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যাই এবং আপট্রেন্ড বা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে।
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে।
-
ঊর্ধ্বমুখী চ্যানেল আঁকার জন্য আপট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক বটম পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে। ট্রেন্ড লাইন আঁকার সময়ই এই লাইনটি আঁকতে হবে।
যখন প্রাইস নিচের ট্রেন্ড লাইনকে হিট করবে, তখন আপনি বাই করতে পারেন। আর যদি প্রাইস ওপরের ট্রেন্ড লাইনকে হিট করে তবে আপনি সেল করতে পারেন।
-
চ্যানেল ৩ প্রকারঃ
ঊর্ধ্বমুখী চ্যানেল (higher highs and higher lows)
নিম্নমুখী চ্যানেল (lower highers and lower lows)
সমান্তরাল বা সাইডওয়ে চ্যানেল (ranging)
-
চ্যানেল সম্পর্কে কিছু জরুরি তথ্যঃ
চ্যানেল আঁকার সময়, দুটি ট্রেন্ড লাইনই সমান্তরাল হতে হবে।
চ্যানেলের নিচের অংশটি বাই জোন এবং ওপরের অংশটি সেল জোন হিসেবে বিবেচিত হয়।
ট্রেন্ড লাইন আঁকার মত চ্যানেল আঁকার সময়েও জোর করে চ্যানেল আঁকার চেষ্টা করবেন না। তাহলে তা ভুল ট্রেডের নির্দেশনা দিতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেন্ড লাইন দেখার সময় আমাদের অন্য চ্যানেল না দেখে যে চ্যানেল এই ফরেক্স মার্কেটে নিয়ে গবেষণা করা হয় সেটা দেখতে হবে । আমরা ডাউনট্রেন্ড লাইনের সাথে একই দিকে সমান্তরাল ভাবে আরেকটি লাইন আঁকি, তবে একটি চ্যানেল তৈরি হবে । আমরা এখানে এই চ্যানেল ছাড়া অন্য নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না । তাহলেই আমরা ট্রেড করে সফলকাম হতে পারব ।
-
চ্যানেল হল টেকনিক্যাল অ্যানালাইসিসের আরেকটি টুলস যা বাই বা সেল করার জন্য ভাল প্রাইস নির্ধারণ করতে আমাদের সাহায্য করে । আমরা এখানে এই চ্যানেল ছাড়া অন্য নেটওয়ার্ক চ্যানেল নিয়ে আলোচনা করব না । তাহলেই আমরা ট্রেড করে সফলকাম হতে পারব । নিম্নমুখী চ্যানেল আঁকার জন্য ডাউনট্রেন্ড লাইনের সমান্তরালে একটি লাইন আঁকতে হবে এবং তা সাম্প্রতিক টপ পয়েন্টগুলোর সাথে কানেক্ট করতে হবে ।
-
টেকনিক্যাল এনালাইসিসের জন্য আমরা আমাদের ট্রেডিং চার্টে এই চ্যানেল ইনডিকেটর বা টুলস ব্যাবহার করে থাকি৷আপ চ্যানেল ও ডাউন চ্যানেল ব্যাবহার করে আমরা মার্কেট প্রাইসের ট্রেন্ড নির্ধারন করে থাকি৷এই চ্যানেলের উপরের লেভেলে প্রাইস বাউন্স বা টেষ্ট করলে ট্রেডারগণ Sell শুরু করেন আর চ্যানেলের নিচের লেভেলে প্রাইস বাউন্স বা টেষ্ট করলে ট্রেডারগণ Buy শুরু করেন৷
-
ফরেক্স মার্কেট এ মার্কেট যখন একটা চ্যানেল এর মধ্য থাকে তখন ট্রেড করে অনেক ভাল লাভ করা যায় কারন এই সব চ্যানেল এর মধ্য মার্কেট অনেক বেশি মুভ করে তাই এই সময় অনেক বেশি লাভ করা যায় আপনি যদি ফরেক্স মার্কেট এ চ্যানেল দিয়ে ট্রেড করেন তাহলে আপনি ও অনেক বেশি লাভ করতে পারবেন আমি মনে করি
-
মার্কেট যখন একটি নির্দিষ্ট গন্ডীর মধ্যে থাকে তখন সেই জায়গায় ট্রেড করার জন্য চ্যানেল টুল ব্যবহার করা হয়। চ্যানেল টুল দিয়ে ট্রেড কিছুটা সহজ বুঝতে পারলে। মার্কেট যখন রেন্জিং থাকে তখন ট্রেড করতে সুবিধা এবং অল্প সময়ের মধ্যে ভাল ট্রেড করা যায় কারণ খুব তারাতারি ট্রেন্ড পরিবর্তন হয়ে থাকে তাই সিগ্ন্যাল পাওয়া যায় বেশী। তবে যেকোন পরিস্থিতিতে ট্রেড করার জন্য অবশ্যই সিগ্ন্যাল ছাড়া ট্রেড করা যাবে না।
-
3 Attachment(s)
তিন ধরনের চ্যানেল রয়েছে
১। আপওয়ার্ড চ্যানেল(বুলিশ)
২। ডাউনওয়ার্ড চ্যানেল (বিয়ারিশ)
৩। সাইড চ্যানেল (ফ্ল্যাট)
আপওয়ার্ড চ্যানেল(বুলিশ)
[ATTACH=CONFIG]5793[/ATTACH]
ডাউনওয়ার্ড চ্যানেল (বিয়ারিশ)
[ATTACH=CONFIG]5794[/ATTACH]
সাইড চ্যানেল (ফ্ল্যাট)
[ATTACH=CONFIG]5795[/ATTACH]
-
চ্যানেল তিন ধরনের হতে পারে। আপওয়াড, ডাউনওয়ার্ড এবং সাইডওয়ে চ্যানেল। ট্রেন্ড লাইনের এর মতই অনেকটা। এটাও্ সাপোর্ট রেজিসট্যান্স এর মত ব্যবহার করা যায়। ফরেক্স এ ট্রেন্ড লাইন এবং সাপোর্ট এবং রেজিসট্যান্স ব্যবহার করে ভালো ট্রেড করা যায়।
-
আমি সর্বপ্রথম চ্যানেল শুনে ভাবছিলাম কোন ধরনের চ্যানেলের কথা বলবে কিন্তু পরবর্তীতে ভাইয়ের পোস্ট যত করলাম বুঝলাম আসলে কোন টিভি চ্যানেলের কথা এখানে বলা হচ্ছে না সে একটা গুরুত্বপূর্ণ চ্যানেল সম্পর্কে আলোচনা করেছেন যা আমাদের সকলের জানা এবং বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ভাইয়ের পোস্টটি পড়ে আসলেই অনেক উপকারে আসলো।