-
প্রফেশনাল ট্রেডার হওয়া
আপনি যদি ফরেক্স থেকে নিয়মিত আয় করতে চান, দীর্ঘদিন টিকে থাকতে চান তবে আপনার কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে:-
১। নিয়ম মেনে চলতে হবে।
২। ধৈর্য্যশীল হতে হবে।
৩। মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে।
৪। গুরুত্বপূর্ণ নিউজ আপডেট জানতে হবে।
৫। অল্পে সন্তুষ্ট থাকতে হবে।
৬। আপনি যে কৌশল ব্যবহার করে লাভ করছেন, সেই কৌশলকে আপডেট করতে চেষ্টা করুন। সাফল্য আসবে ।
মনে রাখবেন ভাল ট্রেডাররা অল্প লাভ করে কিন্তু দীর্ঘদিন টিকে থাকে।
-
আপনি ঠিক বলেছেন এক জন ট্রেডার যদি ফরেক্স মার্কেটে নিজেকে টিকে রাখতে চায় বা ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে চাইলে আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে।নিজেকে ধৈর্য্যশীল করে গড়ে তুলতে হবে,লোভ ত্যাগ করতে হবে,ও সঠিক ভাবে মানি মেনেজমেন্ট করে প্রতিটি ট্রেড ওপেন করতে হবে।
-
আমরা সব সময় ফরেক্স ব্যবসাকে প্রফশনাল হিসবেে বেছে নেব কারণ এই ব্যবসা করে অবশ্যই আমরা সফলকাম হতে পারি । সুতরাং আমরা সব সময় এই ব্যবসাকে প্রফেশনাল হিসেবে বেছে নেব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করেন তাহলেই স্থায়ী হয়ে যেতে পারবেন ।
-
প্রফেশনাল ট্রেডার হতে হলে কিছু বৈশিষ্ট অর্জন করতে হবে। যথাঃ
১) নিয়ম মেনে ট্রেড করতে হবে।
২) ধৈর্য্যশীল হতে হবে।
৩) অবশ্যয় মানি ম্যানেজম্যান্ট মানতে হবে।
৪) নিউজের প্রতি নজর রাখতে হবে।
৫) লস গ্রহনের মানসিকতা থাকতে হবে।
৬) অল্পে সন্তুষ্ট থাকতে হনব।
৭) একয় মার্কেটে বারবার ট্রেড দেয়া যাবে না।
-
এটা অনেকেরই স্বপ্ন থাকে একজন প্রফেশনাল ট্রেডার হওয়া বা তাদের মত করে ট্রেড করতে পারা। কেউ পারে আবার কেউ মার্কেট থেকেই হারিয়ে যায়। আমারও স্বপ্ন আছে কোন একদিন সত্যিকারের ট্রেডার হিসেবে আত্মপ্রকাশ করার। দেখা যাক আল্লাহ কপালে কি রেখেছেন। তবে সব কিছুর উুপর হল আপনি কতটুকু দিতে পারেন তা। আমি আগে অনেক সময় দিয়েছি মার্কেট এ , এখন সেই অনুপাতে খুবই কম সময় দেওয়া হচ্ছে।
-
প্রফেশনাল ট্রেডার হতে হলে প্রথমে এ ব্যবসা বুঝতে হবে। এ জন্য অধ্যাবসায় প্রয়োজন। নিয়মিত পড়াশুনা, অভিজ্ঞদের সাথে মত বিনিময়, নিয়মিত অনুশিলন ও নিয়মিত ট্রেডিং করে টিকে .থাকতে পারলে ফরেক্স ব্যবসায় আপনার কথায় প্রফেশনাল হওয়া যেতে পারে।
-
ফরেক্স মার্কেট এ যারা টেড করে তারা প্রাই সবাই চাই প্রফেশনাল ট্রেডার হতে । প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে টেড করতে হবে যেমন আপনাকে নিয়ম করে ফরেক্স মার্কেট এ টেড করতে হবে বাংলাদেশ টাইম সকাল ৯ টা থেকে রাত ৮ তা পর্যন্ত টেড করলে ভাল হয় । আপনার একটা ভাল টেড ইং সিস্টেম ভাল দার করাতে হবে যেই সিস্টেম এ আপনি ভাল লাভ করতে পারবেন।
-
আমি এব্যপারে সম্পুর্ণ একমত। যেকোন বিষয়েই প্রফেশনাল হতে হলে, তার উপর মনযোগী হতে হয়। আর ফরেক্সে তো অমনযোগীদের কোনই চান্স নেই। এজন্য সফল এবং প্রফেশনাল ট্রেডার হতে চাইলে আমার মতে আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে.........
১। মানি ম্যানেজমেন্ট
২। ট্রেন্ড লাইন ফলো
৩। একটি নিদ্রিষ্ট পরিমাণ টেকপ্রফিটে সন্তষ্ট থাকা
৪। প্রতিদিন টেকপ্রফিট হয়ে গেলে আর ট্রেড না করা
৫। ভালোভাবে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা
৬। ট্রেড ওপেন করার পর যদি বিপরীতে যায় তাহলে ধর্য্য সহকারে অপেক্ষা করা, মনে রাখবেন ইতিহাস বারবার প্রতিফলিত হয়।
-
একজন প্রফেশনাল ট্রেডার হতে গেলে কিছু বিষয় ভাল ভাবে মাথায় রাখতে হবে ১. নিজের মধ্যে কোন লোভ থাকা যাবে না ২. ধর্যের পরিচয় দিতে হবে ৩.না বুঝে ট্রেড করা যাবেনা ৪মানি ম্যানেজম্যান মেনে ট্রেড করতে হবে *ইত্যাদি।
-
কিছু বৈশিষ্ঠ অর্জনের মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন। যেমনঃ ১, লোভ থেকে অনেক দূরে থাকতে হবে। ২, শক্তভাবে ধৈর্য ধারন করতে হবে। ৩, প্রতেক টা ট্রেড খুব বুঝে শুনে করতে হবে । ৪, বাংলাদেশ টাইম সকাল ৮ টা থেকে রাত ৯ টা এর মধ্যে ট্রেড করা। ইত্যাদি। এ সকল বৈশিষ্ঠ অর্জনের মাধ্যমে আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন।
-
ফরেক্স মার্কেটিং এ একজন প্রফেশনাল ট্রেডার হতে হলে আপনাকে সাধারনত কিছু নিময় কানুন অনুসরন করতে হবে। ফরেক্স মার্কেটিং এ একমাএ কঠিন ধৈর্যশীল রাই সফল হতে পারেন। ফরেক্সে বেশি লাভ করতে গেলে আপনার বেশি লস হবার সম্ভাবনা আছে। সুতরাং বলা যায় যে আপডেট কিছু নিয়ম কানুন এর খোজ খবর রেখে দক্ষতার সাথে ট্রেড করতে পারলেই আপনি ফরেক্সে সফলতা আনতে পারবেন।
-
ভাই, আপনার কথাগুলো মহা মূল্যবান। ফরেক্স কে পেশা হিসাবে করতে গেলে আপনার দেয়া তথ্যগুলো মেনে চলতেই হবে এবং এই তথ্যানুযায়ী ফরেক্স করতে পারলেই একজন আদর্শ মানের ট্রেডার হিসেবে নিজেকে গড়ে তুলা সম্ভব হবে বলে আমি মনে করি। গুরুত্বপূর্ন তথ্যগুলো সহজ ও সঠিকভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্যা ধন্যবাদ।
-
ডেমো করার কোন সময় নেই । যতদিন ফরেক্স ট্রেড করবেন ততদিন আপনি এই ডেমো ট্রেড করবনে । কিন্তু কমপক্ষে ২ বছর এই ডেমো ট্রেড করতে হবে । সুতরাং আমরা ডেমো ট্রেড কখনই ছাড়ব না । তাহলেই সফলকাম হতে পারব । একই সময়ে নিয়মিত কাজ করলে আমারা ফরেক্স এটির ভাল ফল পাব ।