ফরেক্সে লাভ করা যোগ্যতার ব্যাপার
প্রতিটি ব্যবসার কিছু মূলনীতি আছে। ঠিক ফরেক্স মার্কেটেও কিছু নিয়ম-নীতি আছে। এখানে এন্টিলেভেল পাড় করতে ৬ মাসের মত সময় লাগে। ধীরে ধীরে দক্ষতা বাড়াতে চেস্টা করুন। নিজের ভুল-ত্রুটিগুলো শোধরাতে পার হবে আরো ২-৩ বছর। প্রচুর পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন।নিয়মবর্তীতা মেনে চলুন লাভ আপনার পকেটে অটো চলে যাবে।:accute:
ফরেক্সে লাভ করা যোগ্যতার ব্যাপার ।
অবশ্যই আমিও মনে করি ফরেক্সে লাভ করা যোগ্যতার ব্যাপার ।যোগ্যতা ছাড়া ফরেক্সে কেউ লাভ করতে পারে না । ফরেক্স হল আন্তর্জাতিক ও অনলাইন বিজনেস ।বিশ্বের সবচেয়ে বড় মুদ্র বেচা কেনার মার্কেট তাই এখানে লাভ করতে হলে লোভ কে বর্জন করে যোগ্যতা অর্জন করতে হবে ।তাহলে আপনি সফলতা আনতে পারবেন ।
কেবলমাত্র যোগ্যতা নয় বরং অভিজ্ঞতা হাত ধরে সফলতা আসবে।
ফরেক্স ট্রেডিং এর জন্য কেবলমাত্র যোগ্যতাই একমাত্র অবলম্বন না বরং কেউ যদি ফরেক্স ট্রেডিংয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তবে তিনি খুব সহজেই প্রফিট করতে পারবেন। কারণ আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছেন যারা অনেক বিষয়ে অনেক যোগ্যতা সম্পন্ন কিন্তু তারা যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞ না হন তবে তারা ট্রেডিং অংশগ্রহণ করে চাইলেই প্রফিট করতে পারবেন না। এজন্য আমার মতামত কেবলমাত্র যোগ্যতা নয় বরং ফরেক্স ট্রেডিং সম্পর্কে যথাযথ অভিজ্ঞতা থাকলে লক্ষ্য অর্জন সম্ভব হবে।
ফরেক্স লাভ করা যোগ্যতার ব্যাপার।
আমার মতেও ফরেক্স লা্ভ করা যোগ্যতার ব্যাপার।ফরেক্স সম্পর্কে যদি কোন যোগ্যতা না থাকে তাহলে কখোনও ফরেক্স এ লাভ করা সম্ভব না।ফরেক্স সম্পর্কে *যদি না জেনে ফরেক্স এসে ট্রেড করা হয় তাহলে লস অনিবার্য।তাই আমি মনে করি ফরেক্স এ ইনকাম করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করা দরকার।